Online TV Bangla

Online TV Bangla Online Tv Bangla try best to inform you cricket news at all times. Our YT: ONLINETVBANGLA24 Online TV Bangla is the most popular online entertainment news media.

This is the best choice for netizens. Because it gives the latest news of entertainment media. We try our best to inform you all types of entertainment media news at all times. Firstly tell you all the news about Dhallywood, Tollywood, Bollywood Superstars. So, you can stay connected with us for exclusive entertainment media news videos.

ইতিহাস রচনা হলো না 😒কাজটা কি ঠিক করলো সাউথ আফ্রিকা? কিংবা মুলদার নিজেই?এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগ...
07/07/2025

ইতিহাস রচনা হলো না 😒
কাজটা কি ঠিক করলো সাউথ আফ্রিকা? কিংবা মুলদার নিজেই?
এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ব্রায়ান লারার 🏏 400 রান (নট আউট)
মজার তথ্য:
ব্রায়ান লারাই একমাত্র ব্যাটসম্যান, যিনি একাধিকবার 350+ রান করেছেন টেস্টে। এর আগে 1994 সালে তিনি করেছিলেন 375 রান, সেটাও ছিল রেকর্ড, পরে নিজেই ভেঙেছিলেন।

রান - ব্যাটসম্যান - দেশ
400* - Brian Lara - West Indies
380 - Matthew Hayden - Australia
375 - Brian Lara - West Indies
374 - Mahela Jayawardene - Sri Lanka

🎉 কংগ্রাচুলেশন!!!! 🏆🏆🏆❤️❤️❤️‘সিংহের মতো বুক চিতিয়ে দাঁড়ানো’ বাভুমা এবং মার্করামকে স্যালুট!আমার ভীষণ পছন্দের একজন খেলোয়াড়...
14/06/2025

🎉 কংগ্রাচুলেশন!!!! 🏆🏆🏆❤️❤️❤️
‘সিংহের মতো বুক চিতিয়ে দাঁড়ানো’ বাভুমা এবং মার্করামকে স্যালুট!

আমার ভীষণ পছন্দের একজন খেলোয়াড় টেম্বা বাভুমা।
২৩ ওডিআই ওয়ার্ল্ডকাপে তাকে মানুষ যেভাবে সমালোচনা করেছিল…
হয়তো তখন পারেননি, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ঠিকই দেখিয়ে দিলেন কে তিনি। 🏏🔥

২৭ বছর পর প্রথম আইসিসি ট্রফি জিতলেন প্রোটিয়া দল!
🏆🏆🏆 South Africa — The Champions of the World Test Championship! 🇿🇦❤️

𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅  #𝐓𝐀𝐓𝐀𝐈𝐏𝐋 𝟐𝟎𝟐𝟓 🏆The 𝐑𝐨𝐲𝐚𝐥 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐫𝐬 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮 have done it for the first time ❤  |   |   | Royal Challeng...
03/06/2025

𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 #𝐓𝐀𝐓𝐀𝐈𝐏𝐋 𝟐𝟎𝟐𝟓 🏆

The 𝐑𝐨𝐲𝐚𝐥 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐫𝐬 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐮𝐫𝐮 have done it for the first time ❤
| | | Royal Challengers Bengaluru

বিরাট কোহলির স্বপ্ন পূরণ হলো। কোহলি আইপিএল জিতলেন। যতটা সহজে বলে ফেলা গেল, স্বপ্ন এত সহজে পূরণ হয়নি। জশ হ্যাজলউড ফাইনালের শেষ বলা করতেই কোহলির দুচোখ ছলছল করতে লাগল। দেখে বোঝা যাচ্ছিল, এই অর্জন তাঁর কাছে কতটা বিশেষ।

কোহলি অবশেষে আইপিএল শিরোপা জিতলেন ১৮ বারের চেষ্টায়। চতুর্থ আইপিএল ফাইনালে এসে। তবে প্রথম আইপিএল ফাইনাল জয়টা তুলনামূলক সহজেই এসেছে। কোহলির বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ৯ উইকেটে তুলেছিল ১৯০ রান। জবাবে পাঞ্জাব করতে পেরেছে ৭ উইকেটে ১৮৪ রান। জয়ের ব্যবধানটা ৬ রান হলেও পাঞ্জাব ম্যাচ থেকে ছিটকে গেছে কয়েক ওভার আগেই।

বিপিএল ২০২৫ এর গ্রুপ পর্ব শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মারব্যাট হাতে ঢাকার তানজিদ হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন      ...
01/02/2025

বিপিএল ২০২৫ এর গ্রুপ পর্ব শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মার
ব্যাট হাতে ঢাকার তানজিদ হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন

বিপিএল ২০২৫ এর ৩২ ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মারব্যাট হাতে ঢাকা তানজিদ হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন
24/01/2025

বিপিএল ২০২৫ এর ৩২ ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মার
ব্যাট হাতে ঢাকা তানজিদ হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন

বিপিএল ২০২৫ এর ২০ ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মারব্যাট হাতে সিলেটের জাকির হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন
14/01/2025

বিপিএল ২০২৫ এর ২০ ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মার
ব্যাট হাতে সিলেটের জাকির হাসান এবং বল হাতে রাজশাহীর তাসকিন

বিপিএল ২০২৫ এর ১২ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মারব্যাট হাতে রংপুরের এলেক্স হেলস এবং বল হাতে রাজশাহীর তাসকিন
08/01/2025

বিপিএল ২০২৫ এর ১২ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মার
ব্যাট হাতে রংপুরের এলেক্স হেলস এবং বল হাতে রাজশাহীর তাসকিন

বিপিএল ২০২৫ এর ৮ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মাররাজশাহীর দুই মামুর বেটা বল হাতে তাসকিন এবং ব্যাট হাতে বিজয়
05/01/2025

বিপিএল ২০২৫ এর ৮ম্যাচ শেষে এখন পর্যন্ত সেরা পারফর্মার
রাজশাহীর দুই মামুর বেটা বল হাতে তাসকিন এবং ব্যাট হাতে বিজয়

কোন দলে কারা আছেনপ্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়ে ফেলেছে। এক ঝল...
14/10/2024

কোন দলে কারা আছেন
প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়ে ফেলেছে। এক ঝলকে দেখে নিন, কোন দল কেমন স্কোয়াড গড়েছে।

দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান। বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।

হিন্দু মহাসভার হুমকি নিমিষেই ফিনিশ, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট কানপুরেই হবে।কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা...
12/09/2024

হিন্দু মহাসভার হুমকি নিমিষেই ফিনিশ, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট কানপুরেই হবে।

কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। এই হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র নিশ্চিত করেছে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

BANGLAWASHED! ❤❤❤❤❤ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩৬ উইকেটে জিতে পাকিস্তানকে ধবলধোলাই বাংলাদেশেরদেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই ...
03/09/2024

BANGLAWASHED! ❤❤❤❤❤ 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
৬ উইকেটে জিতে পাকিস্তানকে ধবলধোলাই বাংলাদেশের

দেশের ক্রিকেটে নতুন অধ্যায়। পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। বাংলাদেশ এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়আগা সালমানকে সুইপ করে চার জাকির হাসানের। তাতেই জয় নিশ্চিত...
25/08/2024

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

আগা সালমানকে সুইপ করে চার জাকির হাসানের। তাতেই জয় নিশ্চিত হলো বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে বাংলাদেশ হারাল ১০ উইকেটে। টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বাংলাদেশের প্রাপ্তি ছিল ২০১৫ সালে খুলনা টেস্ট ড্র। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারাল বাংলাদেশ। বাকি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন নাজমুল শান্ত

ম্যাচসেরা মুশফিক, প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Online TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online TV Bangla:

Share