AI Unfiltered

AI Unfiltered এই পেইজটি বানানো হয়েছে শুধুমাত্র ফেস?

Shout out to my newest followers! Excited to have you onboard!Amir Hossain, Mallika Roy
31/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Amir Hossain, Mallika Roy

18/05/2025

“একটা ‘না’ বদলে দিলো ইতিহাস!”

২০০৩ সাল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্র, মার্ক জাকারবার্গ, একটি ছোট্ট ওয়েবসাইট বানালেন—Facemash। মূলত বন্ধুদের ছবি আপলোড করে মানুষদের মতামত নিতে চেয়েছিলেন কে বেশি আকর্ষণীয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে সাইট বন্ধ হয়ে যায়, কারণ এটি অনেকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছিল।

বেশিরভাগ মানুষ হলে এখানেই থেমে যেত। কিন্তু জাকারবার্গ থামলেন না। বিশ্ববিদ্যালয়ের রুমে বসেই পরের বছর বানিয়ে ফেললেন “TheFacebook”, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন।

তবে জানেন কি? ফেসবুক শুরু করার কিছুদিন পরই একাধিক বড় টেক কোম্পানি তাঁকে মোটা অঙ্কে কিনে নিতে চেয়েছিল। কিন্তু জাকারবার্গ “না” বলে দিলেন!

তাঁর সেই একটা ‘না’ আজ বিশ্বকে এনে দিয়েছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি—Facebook, যার ব্যবহারকারী আজ ৩ বিলিয়নেরও বেশি!

জীবনে অনেক সময় একটা ‘না’ই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় ‘হ্যাঁ’র শুরু।
মার্ক জাকারবার্গ সেটাই প্রমাণ করে দিয়েছেন।

আপনার জীবনের ‘না’গুলো কি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে? ভাবুন একবার।

03/03/2024

কিপ্টা আম্বানী

আমাদের দেশে আপনারা যারা মধ্যবিত্ত বা আমরা যারা নিম্নবিত্ত (নিম্নবিত্তরা নিজেদেরকে মনে মনে মধ্যবিত্ত ভাবে) তারা গায়েহলুদ অনুষ্ঠানে কতো টাকা খরচ করেন বা করি?

অনুষ্ঠানের চাকচিক্য দেখে তো মনে হয় লাখ টাকার ব্যাপার।

এখন কষ্ট করে একটু হিসেব করি আসেন। আপনার মোট সম্পদের পরিমাণ কতো? সেই তুলনায় আপনি খরচ করলেন কতো?

আম্বানী কাকায় তার ছেলের বিয়ের 'প্রি ওয়েডিংয়ে' (পেছনের ব্যাকগ্রাউন্ডের মতো লিখলাম আরকি) খরচ করছে হাজার কোটি টাকা। তার যে মোট সম্পত্তি আছে সেই তুলনায় এইটা কয়টা টাকা বলেন তো..

মোরাল অব দ্য গল্প কী?
- আম্বানী কাকায় টাকাওয়ালা লোক হলেও শালায় একটা কিপ্টা।

14/02/2024

সবাইকে বসন্ত, সরস্বতী, সুন্দরবন এবং সুন্দর মনের শুভেচ্ছা।

06/01/2024

সিনেমা দেখার সময় পরিবেশ একটা বড় ফ্যাক্ট। ভালো পরিবেশে ভালো লোকজন সিনেমা দেখে। এখানে ভালো ব্যাপার আসলে মার্জিত রুচির লোকজনদের বুঝিয়েছি। যেমন, আপনি বরিশালের অভিরুচি সিনেমা হলে যদি সিনেমা দেখেন তাহলে একটা ব্যাপার খেয়াল করবেন-
সিনেমার শুরুতে যখন জাতীয় পতাকা প্রদর্শিত হয় তখন পতাকাকে দাঁড়িয়ে সম্মান জানাতে খুব একটা দেখা যায়না। কিন্তু সেদিন শিল্পকলা একাডেমীতে 'মুজিব- একটি জাতির রূপকার' সিনেমা দেখলাম, জাতীয় পতাকা প্রদর্শন এবং জাতীয় সঙ্গীতের সাথে হলের প্রতিটা মানুষ দাঁড়িয়ে সম্মান জানালো।

সিনেমা নিয়ে একটু কথা বলি। সিনেমার প্রথম দৃশ্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। বিমানের জানালা থেকে ঢাকার দৃশ্য দেখে বঙ্গবন্ধু আনমনে গেয়ে উঠেন- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

বিমান থেকে নামার পরে বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরেন তাজউদ্দীন। কিন্তু তাজউদ্দীনকে দেখে একটা ব্যাপার মাথায় আসছে-

একটা বহুল ব্যবহৃত মিম আছে, একটা বাচ্চা বলে, হু ইজ দিস ম্যান? আমারও এক্সপ্রেশনটা ওরকম-ই ছিলো।

আর, বঙ্গবন্ধু দেশে আসলো, সমাবেশ করলো এসব দৃশ্য দেখে মনে হইছে, কী দেখতেছি এসব। অ্যালেন স্বপনের মতো বলতে হয়- আমি হতাশ!!
একটা ক্রাউডের দৃশ্যও ঠিকঠাক হয়নি। ৭ মার্চের ভাষণে মানুষ সারিবদ্ধ ভাবে সামনে বসে আছে। নিরিবিলি। সবাই মোটামুটি নতুন পোশাক পরে। মানে, আমরা এতোদিন যা দেখেছি তার সাথে কোন মিল নেই।

সবচেয়ে ভালো লেগেছে (মানিয়েছে) মহাত্মা গান্ধীর চরিত্রটি। মাওলানা ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদও খুব ভালো। সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির এভারেজ। মানে চালিয়ে নেয়া যায় আরকি। শেরে বাংলার চরিত্রে.... ভালো। লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এভারেজ, খায়রুল আলম সবুজকে সুন্দর মানিয়েছে। সবচেয়ে বড় আকামডা হইছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব চরিত্র নিয়ে। অন্তত নুসরাত ফারিয়ার (শেখ হাসিনা) মায়ের চরিত্রের সাথে তিশার কালো চুল থাকা অবস্থায় মা হওয়া বেশি বেমানান। খন্দকার মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু ঠিকঠাক। মহিউদ্দিনের চরিত্রে সিয়াম যথেষ্ট ফালতু ছিলো। জায়েদ খান ব্রর কোন ডায়লগ ছিলোনা। (🥲 ) কিন্তু ভালো মানিয়েছে।

সিনেমার কাহিনী বলার ধরণ ভালোই ছিলো। কিন্তু ওইযে বললাম, মি. বেনেগাল আসলে বঙ্গবন্ধু সম্পর্কে বাঙালির টোন ধর‍তে পারেনি। আরেকটা ব্যাপার মনে পরলো-
বঙ্গবন্ধুর প্রাইমারি স্কুলে যখন শেরে বাংলা এবং সোহরাওয়ার্দী একসাথে আসে তখনকার দৃশ্যও যথেষ্ট ফালতু হইছে।

শুভ'র কথা কী বলবো!! দু'একটা দৃশ্যে (বিশেষ করে যখন পাশ থেকে বা পেছন থেকে দেখানো হইছে) মনে হইছে, হ্যাঁ এইতো বঙ্গবন্ধু। বাকিসব...

সব মিলিয়ে বলবো, এতো বিখ্যাত পরিচালক, এতো বাজেট.... প্রত্যাশার পূরণ হয়নি।

03/01/2024

দ. আফ্রিকা ৫৫, ৬২/৩
ইন্ডিয়া ১৫৩।

১৪৬ বছরে প্রায় ২৫০০ টেস্ট ম্যাচর ইতিহাসে প্রথম দিনে ২৩টির বেশি উইকেট আছে ১ বার, ১৯০২ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওই ম্যাচে প্রথম দিনে উইকেট পরেছিলো ২৫টি।

পাঁচদিনের যেকোন একদিনের হিসেবে একদিনে সর্বোচ্চ উইকেট পরার ঘটনায় আজকের ঘটনার অবস্থান যৌথভাবে ৫ম। একদিনে ২৩ উইকেট পরার অন্য ম্যাচটিও হয়েছিলো ২০১১ সালে এই কেপটাউনেই। অস্ট্রেলিয়ার সাথে ওই ম্যাচের ২য় দিনে পরেছিলো ২৩ উইকেট।

৪র্থ অবস্থানের (আসলে যৌথভাবে ৩য়) ঘটনায়ও আছে ইন্ডিয়ার নাম। বলা যায় নিকট সাম্প্রতিক ঘটনা এটি (২০১৮)। বেঙ্গালুরুতে আফগানিস্তান-ইন্ডিয়া ম্যাচের ২য় দিনে আউট হয় ২৪ জন ব্যাটসম্যান।

টেস্টের অধিকাংশ পুরোনো রেকর্ডের সাথে যুক্ত থাকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের নাম। একক দিনে সর্বোচ্চ উইকেট পরার দিক থেকে প্রথম তিনটি স্থানও এদের-ই দখলে।

১৮৮৮ সালে লর্ডসে অনুষ্ঠিত এক টেস্ট ম্যাচের ২য় দিনে আউট হয়েছিলেন ২৭ জন ব্যাটসম্যান। যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।

আপনাদের জন্য একটা অসাধারণ জ্ঞানের প্রশ্ন করবো এবার। দেখি কে, কে সঠিক উত্তর দিতে পারেন।

আজকের ম্যাচে এই যে এতোগুলো ব্যাটসম্যান আউট হলো এটা দেখে সবচেয়ে শান্তি পাবেন কে?

14/12/2023

বাংলাদেশের চলচিত্রের ইতিহাসে সেরা পরিচালকদের কথা উঠলে আপনি প্রথমেই হয়তো জহির রায়হানের নাম মুখে আনবেন। বাংলাসাহিত্যের মুক্তিযুদ্ধের অন্যতম সেরা উপন্যাসের কথা বললে আপনি আনোয়ার পাশার 'রাইফেল রোটি আওরাত' এর নাম রাখবেন প্রথম সারিতেই। বাংলা ব্যাকরণ এর সবচেয়ে সুন্দর বই কোনটি? প্রথমেই আসবে নবম-দশম শ্রেণির জন্য প্রণীত বাংলা ব্যাকরণ বইটি যার লেখক অধ্যাপক মুনীর চৌধুরী। এই বইটি সম্ভবত এখনো কোন ভাষাবিদ এডিট করার চিন্তা করেন না। অথচ, পরিবর্তনই নাকি ভাষার ধর্ম! বাংলাদেশের বিখ্যাত দার্শনিকদের কথা উঠলে নাম আসবে ড. জি.সি দেব (গোবিন্দ চন্দ্র দেব) এর কথা। চিন্তা করে দেখেন, সেই ১৯৭১, আর এখন ২০২৩.... এখনো তাঁরা নিজ নিজ স্থানে সর্বোচ্চ স্থানে৷ তাঁরা যদি জীবনের সবটুকু মেধা-মনন আমাদের জন্য দিতে পারতেন তাহলে কেমন হতো আমাদের বাংলাদেশ? তাঁরা জীবনের সবটুকু না, পুরো জীবনটাই দিয়ে গেছেন আমাদের জন্য। পাকিস্তানি বাহিনী এবং আমাদের দেশে জন্ম নেয়া কিছু জা*নো*য়ারের বাচ্চারা আমাদের কাছ থেকে তাঁদের শারীরিক উপস্থিতি কেড়ে নিয়েছে। যু*দ্ধে পরাজয় যখন নিশ্চিত তখন আমাদের দেশের বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে তাদের মে*রেছে এরা। পাকিস্তানিরা খারাপ ধরে নিলাম, কিন্তু এদেশের জানো*য়ারগুলোর টার্গেট কী ছিলো বুঝতে পারছেন? ওরাও তো এদেশেই থাকবে এবং তা ভেবেও...পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে শত বছরে। পুরো সংখ্যাটি শুনলে আপনার পিলে চমকে উঠবে হয়তো!

শিক্ষাবিদ ৯৯১
চিকিৎসক ৪৯
আইনজীবী ৪২
সাংবাদিক ১৩
অন্যান্য ১৬
সব মিলিয়ে সংখ্যাটি ১১১১।

সুরকার আলতাফ মাহমুদ, ড. ফজলে রাব্বি, সাংবাদিক এবং সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সেলিনা পারভীন সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা!

(রিপোস্ট)

02/12/2023

ভূমিকম্পের ফাঁকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানে হারিয়ে দিয়েছে।

গতকাল ১১৪/৭ এ শেষ করা নিউজিল্যান্ড অল আউট হয়েছে ১৮১ রানে।

তাইজুল এই ইনিংসে নিয়েছে ৬ উইকেট এবং প্রথম ইনিংসের ৪ উইকেট মিলিয়ে হলো ১০ উইকেট।

শান্ত দুই ইংনিংস মিলিয়ে রান করেছে ১৪২ (৩৭+১০৫)। ম্যান অব দ্য ম্যাচ সম্ভবত তাইজুল হবে।

অভিনন্দন বাংলাদেশ।

07/05/2022
07/05/2022

‘‘সিল্ক, মসলিন, কাতান শাড়ি ছাড়াও সারারা, লেহেঙ্গা, গাউনের সঙ্গে গহনা গঞ্জের গহনা গুলো বেশ মানাবে। গহনা গঞ্জের গহনা গুলো বৌভাত, বিয়ের নিমন্ত্রণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল কিংবা কলেজের কালচারাল প্রোগ্রাম, ছোট বড় অনুষ্ঠান ছাড়াও জমকালো পার্টিতে ফুটিয়ে তুলবে আপনার আভিজাত্য। সাজের শোভাই হচ্ছে নানান রকমের গহনা। যেভাবেই সাজেন না কেন, গহনা ছাড়া সে সাজ অপূর্ণ থেকে যায়। তাই দেরি না করে ডিসকাউন্ট শেষ হবার আগেই অর্ডার করে ফেলুন। গহনা গঞ্জের গহনা গুলো সৌন্দর্যের পাশাপাশি আপনার রুচির পরিচয়ও বহন করবে।‘‘
✅ অরিজিনাল পিকচার। কোন ধরনের এডিট করা হয়নি। ছবিতে যেমন দেখছেন বাস্তবে তেমনই পাবেন। 🥰😍
📌ঢাকার মধ্যে ক্যাশঅন ডেলিভারি :-ফ্রি
📌ঢাকার বাহিরে ডেলিভারি :-চার্জ ১০০৳ (ঢাকার বাহিরে অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য)
📦অর্ডার করতে Send Message বাটনে ক্লিক করে পন্যের স্ক্রিনশট দিন। এরপর আপনার পূর্ণ ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে রাখুন। আমাদের হেল্প লাইন থেকে অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে ফোন দেয়া হবে।
যেকোন প্রয়োজনে গহনা গঞ্জের পেইজে ম্যাসেজ দিন অথবা দ্রুত সমাধান পেতে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নম্বরে:
📞 +8801571332933
📞 +8801982647085 (bKash personal)

গহনা গঞ্জে রয়েছে আংটি, কণ্ঠহার, কানের ?

প্রকাশ্যে, দিনের আলোতে এক তরুণীকে যৌন হয়রানি চলছে। একটি মেয়েকে। কীভাবে? পদ্ধতিটা কী? দেখুন ভালো করে তাকিয়ে। হ্যাঁ, প্যান...
25/08/2020

প্রকাশ্যে, দিনের আলোতে এক তরুণীকে যৌন হয়রানি চলছে। একটি মেয়েকে। কীভাবে? পদ্ধতিটা কী? দেখুন ভালো করে তাকিয়ে।
হ্যাঁ, প্যান্ট খুলে। প্যান্ট খুলে নেংটো হয়ে দাঁড়িয়ে একটা মেয়েকে ধর্ষনের হুমকি দেয়া হচ্ছে। যে দিচ্ছে সেই বীরপুরুষের নাম বাবলু। বাবলু একা নয়। তার সাথে আছে তার জন্মদাত্রী মাতা জোসনা এবং বাবলুর ভাই জিতুর স্ত্রী সানজিদা। তারা পিছনে দাঁড়িয়ে উৎসাহ যোগাচ্ছেন।
ঘটনা পশ্চিম মাদার বাড়ির টং ফকির মাজার লাইনের। ২৯ নং ওয়ার্ড, থানা: সদরঘাট, জেলা: চট্টগ্রাম।
অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই।
#সংগ্রহীত

Address

Khilgaon
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when AI Unfiltered posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Better Half-অর্ধাঙ্গী

এটি একটি আন-অফিশিয়াল রঙ্গ তামাশার ফেসবুক পেইজ। এই পেইজে বিভিন্ন ট্রল, ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও অথবা স্থির চিত্র আপলোড করা হয়। এই ট্রল বা ভাইরাল ভিডিও আপলোড এর মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে হেন বা ছোট করার জন্য নয়। ফেসবুক ইউজারদের মনোরঞ্জন জন্যই মূলত আপলোড দেয়া হয়ে থাকে। তবে কোন বিষয়ে যদি কারো মন্তব্য করার দরকার হয় বা পেইজ থেকে ডিলিট করে দেয়া হোক বলে মনে হয় তবে তা আমাদের ইনবক্স করে অবশ্যই জানাবেন। আমরা এর ব্যবস্থা নিবো।

ধন্যবাদ,