Probash Kotha - প্রবাস কথা

Probash Kotha - প্রবাস কথা The largest network of Bangladeshi migrants. This is 360 degree digital platform (News Portal, Facebo
(229)

এই পরিমাণ টাকা খরচ করলে আরও কত মানুষের বিয়ের আয়োজন করা সম্ভব বলুন তো?
27/06/2025

এই পরিমাণ টাকা খরচ করলে আরও কত মানুষের বিয়ের আয়োজন করা সম্ভব বলুন তো?

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বিমানের আন্তর্জাতিক ফ্লাইটটি (বিজি ৫৮৪) আজ সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়...
27/06/2025

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বিমানের আন্তর্জাতিক ফ্লাইটটি (বিজি ৫৮৪) আজ সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় থাকাকালে ক্যাপ্টেন উড়োজাহাজটির পাখায় পাখির আঘাত লাগার কথা জানিয়ে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

কিন্তু সুযোগটা তারা পায়নি
27/06/2025

কিন্তু সুযোগটা তারা পায়নি

ভালো খবর; আনিসা পরীক্ষা দিতে পারবে  অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার। নিয়ম অনু...
27/06/2025

ভালো খবর; আনিসা পরীক্ষা দিতে পারবে
অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার। নিয়ম অনুযায়ী আর সে পরীক্ষা দিতে পারে না। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে পরীক্ষা দিতে না পারা; নিদারুণ কষ্টের কান্নায় ভেঙ্গে পড়ে আনিসা। এই দৃশ্য সারা দেশের মানুষের হৃদয়কে নাড়া দেয়। এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় বিষয়টি।
আজ সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এর ফেসবুক পেজের মাধ্যমে জানানো হলো যে- আনিসার পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন আছে। তাকে উদ্বিগ্ন না হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

পৃথিবীর রাজধানী খ‍্যাত নিউ ইয়র্কের পরবর্তী মেয়র কি হতে যাচ্ছেন একজন দক্ষিণ এশিয়ান ভারতীয় বংশোদ্ভূত?দক্ষিন এশিয়ান বংশো...
26/06/2025

পৃথিবীর রাজধানী খ‍্যাত নিউ ইয়র্কের পরবর্তী মেয়র কি হতে যাচ্ছেন একজন দক্ষিণ এশিয়ান ভারতীয় বংশোদ্ভূত?

দক্ষিন এশিয়ান বংশোদ্ভূত জোহরান মামদানী যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত শহর নিউইয়র্কের মেয়র পদে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণকারী একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম।ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি প্রাথমিকভাবে জয়লাভ করেছেন এবং চুড়ান্ত নির্বাচন হবে ৪ ঠা নভেম্বর ২০২৫।তিনি নিজেকে একজন সমাজবাদী ও গণতান্ত্রিক ধারার অনুসারী হিসেবে ঘোষণা দিয়েছেন।

অভিনন্দন জোহরান মামদানি।










26/06/2025

ইতালীতে আইনশৃঙ্খলা দিনের পর দিন খারাপের দিকেই যাচ্ছে!সবাই সাবধানেই থাকবেন…

“ইতালীতে অপরাধ বেড়েই চলছে”ফিনল্যান্ড 🇫🇮 থেকে বন্ধু এসেছিলো ইতালীর উত্তরাঞ্চলে বেড়াতে।এসে একটি গাড়ি ভাড়া নিয়েছিলো তারপর...
26/06/2025

“ইতালীতে অপরাধ বেড়েই চলছে”

ফিনল্যান্ড 🇫🇮 থেকে বন্ধু এসেছিলো ইতালীর উত্তরাঞ্চলে বেড়াতে।এসে একটি গাড়ি ভাড়া নিয়েছিলো তারপর ইতালির ভালো অভিজ্ঞতা নিয়ে গেলে… ভেনিস থেকে মিলানো যাওয়ার পথে একটি আওতোগ্রীলে ১০/১৫ মিনিটের জন‍্য ব্রেক নিয়েছিলো তারা স্বামী স্ত্রী।এসে দেখে গাড়ীর কাঁচ ভেঙ্গে ভাবীর ব‍্যাগটা নিয়ে গেছে যে ব্যাগে তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় সবকিছু ছিলো।

আওতোগ্রীলের ওদের কাছে সিসি ক্যামেরা থাকার পরেও কোন সাহায্য করেনি।তারপর যথারীতি অনেক সমস্যাই হলো বন্ধু এবং বন্ধর স্ত্রীর।অবশেষে আইনী প্রক্রিয়া শেষ করে ফিনল্যান্ড ফিরেছে।আমার প্রশ্ন হচ্ছে অনেক বাংলাদেশী যে গলা ফাটান যে নর্দে কিছু নাকি হয়না তাহলে এটা কি ছিলো????চোরের দেশে আবার নর্থ সাউথ ইষ্ট ওয়েষ্ট কি?????

মেলোনি সরকার আসার পরেই অপরাধের পরিমাণ অনেক বেড়ে গেছে সেদিকে উনাদের খেয়াল নেই,উনাদের খেয়াল শুধু বিদেশীদের দিকে!এভাবে চলতে থাকলে সারাবিশ্বে এক নম্বর চোরের দেশ হিসেবে স্বীকৃতি পাবে এ দেশ।

25/06/2025

পকেটমারে ভরা রোম শহর সুতরাং আপনি সাবধানে থাকবেন।

25/06/2025

ইতালী এসেও ক্ষেত্রবিশেষে বাংলা স্টাইলের অপব্যবহার করি যা করার অনুমোদন আপনার নাই।এ বিষয়গুলোর উপর আপনাদের সাবধান হতে হবে….

25/06/2025

“হারানো বিজ্ঞপ্তি”

কিছুক্ষণ আগে রোমের মেট্রো B তে KHAN SAHADAT,Date of Birth 10/04/1995 COMILLA.নামের এক ব্যক্তির ডকুমেন্ট চুরি হয়েছে।সকল ডকুমেন্টের সাথে ব‍্যাংক কার্ডও সাথে ছিল।যদি কোন সহৃয়বান ব্যক্তির নজরে আসে তাহলে সরাসরি কল দেয়ার অনুরোধ রইলো,ভদ্রলোক নাপলি শহর থেকে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন।ধন্যবাদ

যোগাযোগ শাহাদাত ভাই- +393894526450

“ভাইটির পরিচয় পাওয়া গেছে”ভাইটির নাম হচ্ছে কাউসার আহমেদ রিফাত।উনার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া থানার কেদারপুর।প...
25/06/2025

“ভাইটির পরিচয় পাওয়া গেছে”

ভাইটির নাম হচ্ছে কাউসার আহমেদ রিফাত।উনার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া থানার কেদারপুর।প্রবাস কথায় পোষ্ট দেয়ার কিছুক্ষণ পরে তার ছোট ভাই সিফাত এবং বড্‌বোন যোগাযোগ করেন ইনবক্সে তারপর সকল তথ‍্য পাওয়া যায়।৩ ভাই বোনের মধ্যে রিফাত মেঝ।

রিফাত আজ থেকে ৩ বছর আগে বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইতালী এসেছিলেন।প্রথম ২ বছর সুস্থ‍্য এবং স্বাভাবিক ছিলেন এবং পরিবারের সাথেও যোগাযোগ ছিলো কিন্তু গত এক বছর ধরেই কোন এক অজানা কারণেই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ইতালীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো জীবন যাপন করছেন যাকে স্বাভাবিক জীবন বলেনা।রিফাতের অনেক আত্মীয় স্বজন ইতালীতে আছেন এবং তারাও সাহায্য করেছেন কিন্তু হঠাৎ করেই রিফাত চলে যায় তাদের কাছ থেকে।

পারলে রিফাতকে সাহায্য করার চেষ্টা করুন,ধন্যবাদ সবাইকে।

কেউ চিনেন কি?ইতালীর স্লোভেনিয়া বর্ডার সংলগ্ন Muggia Trieste Stazione এর আশেপাশে কয়েকদিন ধরে একজন বাংলাদেশী ভাই যাযাবরের...
25/06/2025

কেউ চিনেন কি?

ইতালীর স্লোভেনিয়া বর্ডার সংলগ্ন Muggia Trieste Stazione এর আশেপাশে কয়েকদিন ধরে একজন বাংলাদেশী ভাই যাযাবরের মতো ঘুরছে।উল্লেখ্য যে এই এলাকায় মাত্র ৪ জন বাংলাদেশী বসবাস করে।এই ভাইটি সঠিক ঠিকানা বলেনা এবং একেক সময় একেক কথা বলে।একজন বাংলাদেশী ভাই তাকে তার কাছে নিয়ে যেতে চাইলে যাবেনা বলে অস্বীকৃতি জানায়।

হতে পারে তিনি মানসিকভাবে বিপর্যস্ত সুতরাং যদি কেউ চিনে থাকেন তাহলে জানাতে পারেন।ধন্যবাদ

Address

House 9/3, Lane/01, Block-B, Mirpur-6
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Probash Kotha - প্রবাস কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probash Kotha - প্রবাস কথা:

Share

A Specialized Migration Media

Probash Kotha is a specialized media for Bangladeshi migrants. Bangladeshis living all around the world are connected through all the social media platforms with the same name ‘Probash Kotha’.