Probash Kotha - প্রবাস কথা

Probash Kotha - প্রবাস কথা The largest network of Bangladeshi migrants. This is 360 degree digital platform (News Portal, Facebo
(231)

গাজায় মার্কিন সহায়তা নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পা...
08/10/2025

গাজায় মার্কিন সহায়তা নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের কস্টস অব ওয়ার প্রজেক্টের গবেষকেরা।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দ...
08/10/2025

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের প্রতিনিধিদল পরে ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে এক স্মারকলিপি হস্তান্তর ক...
08/10/2025

বিক্ষোভকারীদের প্রতিনিধিদল পরে ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে তারা ট্রাম্পের আমন্ত্রণ বাতিল, ইসরায়েল সংশ্লিষ্ট বিনিয়োগ থেকে সরকারকে বিচ্ছিন্ন করা এবং ফিলিস্তিনের প্রতি মালয়েশিয়ার ঐতিহ্যগত সমর্থন পুনর্ব্যক্তের আহ্বান জানান।

রিমিনির সাঈদ ভাই,রাজু ভাই,সুর্য ভাইসহ প্রবাসী ভাইদের আয়োজনে প্রবাস কথা,ড্রিম ট‍্যুরিজম এবং সি এস ভি প্রবাসীর পরিচালনায় ...
07/10/2025

রিমিনির সাঈদ ভাই,রাজু ভাই,সুর্য ভাইসহ প্রবাসী ভাইদের আয়োজনে প্রবাস কথা,ড্রিম ট‍্যুরিজম এবং সি এস ভি প্রবাসীর পরিচালনায় রিমিনি শহর থেকে সুইজারল্যান্ড,জার্মান,অষ্ট্রিয়া এবং লিচেনস্টেইন ভ্রমণ করা হয়।

শতভাগ সফলতার সাথে ভ্রমনটি সমাপ্ত হয় রিমিনি শহরেই।আপনারা যে কোন এলাকার বা যে কোন শহর থেকে প্রবাসী ভাইয়েরা ভ্রমণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমনটা রিমিনিবাসীর সাঈদ ভাই কয়েকমাস আগে যোগাযোগ করেছিলো।তবে সর্বনিম্ন ৫০ জন যাত্রী হতে হবে।যোগাযোগ +393284211322(Whatsapp Only)

তারেক রহমান একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
07/10/2025

তারেক রহমান একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ১৫ হাজার ৪৭৬ জন বাংলা...
07/10/2025

প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালির উপকূলে পৌঁছেছেন।

কুয়ালালামপুর অভিবাসন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, প্রতিদিন প্রায় ১৫০টি আবেদন প্রক্রিয়াকরণ ...
07/10/2025

কুয়ালালামপুর অভিবাসন দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, প্রতিদিন প্রায় ১৫০টি আবেদন প্রক্রিয়াকরণ সম্ভব হওয়ায় অনেক প্রবাসী আগের রাত থেকেই সারিতে দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ রাত ৯টা বা ১০টা থেকেই দপ্তরের সামনে অপেক্ষা শুরু করেন পরের দিনের প্রক্রিয়ার জন্য।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
07/10/2025

মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে ...
07/10/2025

রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জব...
07/10/2025

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গতকাল ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। তিনি...
07/10/2025

গতকাল ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না।

আরও চমৎকার ব্যাপার হলো, রাশিয়া শুধু রপ্তানিই নয়; বরং ইরানে তৈরি বা সংযোজন করতে প্রস্তাব দিয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়...
07/10/2025

আরও চমৎকার ব্যাপার হলো, রাশিয়া শুধু রপ্তানিই নয়; বরং ইরানে তৈরি বা সংযোজন করতে প্রস্তাব দিয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই ও কেআরইটির প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন।

Address

House 9/3, Lane/01, Block-B, Mirpur-6
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Probash Kotha - প্রবাস কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probash Kotha - প্রবাস কথা:

Share

A Specialized Migration Media

Probash Kotha is a specialized media for Bangladeshi migrants. Bangladeshis living all around the world are connected through all the social media platforms with the same name ‘Probash Kotha’.