Bangladesh Women Police

Bangladesh Women Police Unofficial Page

30/04/2024

সম্প্রতি কনা (ছদ্মনাম) নামের একজন ভুক্তভোগী পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের কাছে অভিযোগ করেন যে, গোপনে ধারনকৃত তার কিছু গোসলের ছবি কে বা কারা তারই নামে খোলা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেইক আইডি থেকে তাকে পাঠিয়েছে। ভীতসস্ত্রস্ত কনা উক্ত আইডিতে মেসেজ দিয়ে সেসব ছবি কিভাবে পেয়েছে ও আইডি পরিচালনাকারী ব্যক্তির পরিচয় জানতে চায়। সে ছবিগুলো ডিলিট করে দেয়ার জন্য অনুরোধ করে। ভুয়া আইডির পরিচালনাকারী কনাকে জানায় যে সে তার কাছেরই কেউ এবং কনা যখন গোসল করছিল তখন সে ছবিগুলো ধারন করেছে। সে আরও জানায় এসব ছবি সে ডিলিট করে দিতে রাজি আছে যদি কনা নিজের আরো কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও নিজে ধারন করে তাকে পাঠায় কিংবা বড় অংকের টাকা দেয়। এই প্রস্তাবে কনা রাজি না হয়ে আইনি আশ্রয় নেয়ার কথা জানায়। এতে অপরাধী ক্ষীপ্ত হয়ে কনার গোসলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

কনা তাৎক্ষণিকভাবে তার অভিভাবককে জানান এবং তার পিতাকে নিয়ে নিকটস্থ থানায় অভিযোগ করে প্রাথমিকভাবে একটা জিডি করেন। থানা থেকেই তিনি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের হটলাইন নম্বর দেখে যোগাযোগ করে ও ফেসবুক পেইজে তার অভিযোগ জানান।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ভুক্তভোগীর অভিযোগ পর্যালোচনা ও জেলা পুলিশের সাথে সমন্বয় করে প্রযুক্তিগত অনুসন্ধানে অপরাধীকে সনাক্ত করতে সক্ষম হয়। ভুক্তভোগীর রুজু করা মামলার প্রেক্ষিতে জেলা পুলিশ কনার প্রতিবেশী রায়হান (ছদ্মনাম) কে গ্রেফতার করে এবং তার ডিভাইস থেকে ভুক্তভোগীর গোসলের আপত্তিকর ছবি ও অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি পাওয়া যায়।

Address

Dhaka

Telephone

+8801320000888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Women Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category