01/09/2024
শেরে বাংলা গভ বয়েজ হাই স্কুল এর বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পোস্ট ‼️
আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষক/শিক্ষিকার সাথে কোনো প্রকার বেয়াদবির খবর পেলে আমরা প্রাক্তন ব্যাচের ছাত্ররা কেউ বসে থাকবো না। তাই আশা করি আপনারা এই ব্যাপারে সর্তক থাকবেন। দেশের বিভিন্ন জায়গায় স্রোতে গা ভাসিয়ে তিল কে তাল বানিয়ে শিক্ষকদের সাথে বেয়াদবি করা হচ্ছে। তাই, কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকারটাও আপনারা কেউ রাখবেন না।।
শেরে বাংলা নগর গভ: বয়েজ হাই স্কুল, ঢাকা আমাদের প্রাণের বিদ্যাপীঠ!
এখানে কোনোরকম শিক্ষকদের সাথে অসম্মান চলবে না।
Loud and Clear!!! BATCH 2015!!