Fahim & Surovi

Fahim & Surovi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahim & Surovi, Video Creator, Dhaka.

01/09/2024

শেরে বাংলা গভ বয়েজ হাই স্কুল এর বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পোস্ট ‼️

আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষক/শিক্ষিকার সাথে কোনো প্রকার বেয়াদবির খবর পেলে আমরা প্রাক্তন ব্যাচের ছাত্ররা কেউ বসে থাকবো না। তাই আশা করি আপনারা এই ব্যাপারে সর্তক থাকবেন। দেশের বিভিন্ন জায়গায় স্রোতে গা ভাসিয়ে তিল কে তাল বানিয়ে শিক্ষকদের সাথে বেয়াদবি করা হচ্ছে। তাই, কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করার অধিকারটাও আপনারা কেউ রাখবেন না।।

শেরে বাংলা নগর গভ: বয়েজ হাই স্কুল, ঢাকা আমাদের প্রাণের বিদ্যাপীঠ!
এখানে কোনোরকম শিক্ষকদের সাথে অসম্মান চলবে না।
Loud and Clear!!! BATCH 2015!!

সবাই যা পারেন যে ভাবে পারেন সাহায্য করেনবন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য.............🤗❤️
26/08/2024

সবাই যা পারেন যে ভাবে পারেন সাহায্য করেন
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য.............🤗❤️

13/08/2024

আজকে ঠিক 12:55pm হবে দেখলাম তারে রিস্কাতে,😱
ছি চেহারা দেখে বমি আসে, 🤢🤮🤮
চেহারা কি বিছড়ি হয়ে গেছে চেহারা,😵🤢🤢
ফিল্টার দিয়ে ছবি দেখে যারা পছন্দো করে তাদের কে বলি ভাই একবার সামনা সামনি এসে দেখে 🤣😂🤣

04/08/2024

আন্দোলনে আছি,
যদি মারা যাই তাহলে তাকে বলে দিয়েও অনেক ভালোবাসি তারে
S
🛑🛑❤️🛑🛑

2018 ✌️🤞🛑মনে আছে এখনো তখনের কোটা আন্দোলন করে ছিলাম,তখনও বলা হয়েছিল আন্দোলন করায় রাজাকার এখনো 2024 বললো রাজাকার,তাই আমি ক...
03/08/2024

2018 ✌️🤞🛑
মনে আছে এখনো তখনের কোটা আন্দোলন করে ছিলাম,
তখনও বলা হয়েছিল আন্দোলন করায় রাজাকার এখনো 2024 বললো রাজাকার,
তাই আমি কে তুমি কে, রাজাকার রাজাকার কে বলেছেন কে বলেছেন স্বৈরাচার সরকার
আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বল ।
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

কেউ ভুলে গেলেও আমি ভুলবো না আজকের কথা 24/07/2023 তারিখ 7:39 PM থিকে 8:37 PM এর কথা প্রায় 1 ঘণ্টার কথা 😓😔
24/07/2024

কেউ ভুলে গেলেও আমি ভুলবো না আজকের কথা 24/07/2023 তারিখ 7:39 PM থিকে 8:37 PM এর কথা প্রায় 1 ঘণ্টার কথা 😓😔

15/07/2024

ভালো লাগে না কোনো কিছু 💔
বাঁচতে চেও আর বাঁচার ইচ্ছেটাও আমার মধ্যে নাই,💔🥀🥀
মনের ভেতর থিকে শান্তির পাখিটা চলে গেছে অনেক দূরে, শুদু রেখে গেছে শুকনো লাল গোলাপের কাটা যুক্ত কিছু পাপড়ি, যা মনের ভেতর নিয়ে বেঁচে আছি
ভালোবাসার পথিক আমি একা রাস্তায় হেটে হেটে খুঁজে বেড়াই সেই মনের ভেতর থাকা শান্তি পাখিটা কে, 🖤💔
হয়তো তাকে খুঁজতে খুঁজতে না পেয়ে এক দিন চলে যাবো তোমাদের সবার মাঝ থিকে ওই অন্ধকার ঘরে যেখান থেকে ফিরে আসবো না কখনো তোমাদের মাঝে তবে শুনবো আমি ডাকবে আমায় জবাব দিবো আমি তবে শুনবে না কেউ 💔🥀
ফাহিম 💔🥀🥀

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
02/07/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।

27/06/2024

তুমি আমার শেষ গল্পের শেষ মায়াবী কবিতা,
অনেক লিখা গল্পের মধ্যে তোমাকে নিয়ে লিখা গল্পটা অনেক প্রিয় আমার কাছে,
যা ভুলতে চেও ভুলতে পারি না, কবির ভাষায় হয়তো আমি কবি না তবে কবির ভাষায় তুমি আমার কবিতা,
ফাহিম 💔🖤🥀

17/06/2024

ঈদ এর দিন তাই বেশি কিছু বলবো না,
আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিয়ে দিন এর দিকে আনবেন,
আর যাকে চাইবে তাকে খারাপ এর দিকে ঠেলে দিবেন 😊
সবে তো মারতো শুরু আল্লাহ এর থিকে বেশি আরো অপমান করবে তাদের খারাপ কর্মের ফল আস্তে আস্তে মানুষের অপমান লাঞ্চিত মান সমান নষ্ট দ্বারাই এই দুনিয়াতে দিবে আর ওপরের দুনিয়াতে এর থিকে বেশি দিবে 😊
কোথায় আছে পাপ তার বাব কেও ছাড়ে না 🥀
আল্লাহ হেদায়েত দেখ সবাইকে

17/06/2024

তাদেরকে ও ঈদ মোবারক, ❣️
যাদের কারণে আমার মনে ঈদের আনন্দ্দনেই..।🖤🖤

Address

Dhaka

Telephone

+8801606091705

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim & Surovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category