Adiyat's Mom

Adiyat's Mom In hope of sharing happiness and humanity.
(14)

নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে।       শুভ দুপুর।
29/07/2025

নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে।
শুভ দুপুর।

স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে, তার কাছে ভালো। আর যার মন রাখতে পারবে না তার কাছ...
27/07/2025

স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে, তার কাছে ভালো। আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। 🙂

নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো। নিজের ভালো,  অন্য কেউ নয় নিজেকেই ভাবতে হয়।      "শুভ দুপুর"
26/07/2025

নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো।
নিজের ভালো, অন্য কেউ নয়
নিজেকেই ভাবতে হয়।
"শুভ দুপুর"

25/07/2025

মানুষ হিংসার যন্ত্রণায় ভুগতে ভুগতে নিজের ভালো-মন্দ টাই ভুলে যায়।🙃

24/07/2025

সমাজে কিছু কিছু মানুষের এইসব বিষয়ে একটু কমনসেন্স থাকা আসলেই অনেক জরুরী।

ঘুমাচ্ছে।  ওহ্, ভাবছেন লাকড়িটা আবার কেন এখানে!🤔 কেবলমাত্র এটার উপস্থিতিতেই সে দুপুরে ঘুমায়। না,না এটা দিয়ে তাকে মারতে...
24/07/2025

ঘুমাচ্ছে। ওহ্, ভাবছেন লাকড়িটা আবার কেন এখানে!🤔 কেবলমাত্র এটার উপস্থিতিতেই সে দুপুরে ঘুমায়। না,না এটা দিয়ে তাকে মারতে হয় না। শুধুমাত্র এটার আঙ্গিক গঠন দেখলেই তার চোখে রাজ্যের ঘুম চলে আসে।🤣🥱

23/07/2025

বর্তমানে বিচ্ছেদ হওয়ার কারণগুলো

দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বে...
23/07/2025

দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বেড়ে গেছে।ফলত, এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো আমাদের ঘরের কিংবা জীবনের কোন এক কোণে। চলুক না আমাদের সঙ্গে। তাতে ভয় কী! মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে কখনো স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্রাজেডি, এই জীবন নাটকের নায়ক ও আপনি আর নায়িকা ও আপনি।

শুভ সকাল
23/07/2025

শুভ সকাল

22/07/2025

পোড়া দেহ নিয়ে হেঁটে যাওয়া জুনায়েদের শেষ কথাগুলো!

21/07/2025

হে আরোশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষন বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন। নিহতের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি!

20/07/2025

ওকে দেখতে নাকি রসমালাই লাগছে😛

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Adiyat's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category