JIM Writer & Digital Creator

স্ট্যাম্প আর ডিভোর্স নোটিশে স্বাক্ষর করে একজন স্বামী তার জীবনের সবচেয়ে কষ্টের একটা সিদ্ধান্ত নিচ্ছে! পাশে দেখতেছেন চেয়ার...
16/08/2025

স্ট্যাম্প আর ডিভোর্স নোটিশে স্বাক্ষর করে একজন স্বামী তার জীবনের সবচেয়ে কষ্টের একটা সিদ্ধান্ত নিচ্ছে! পাশে দেখতেছেন চেয়ারে তার ভাঙ্গা পরিবারের দুইটা সন্তান শুয়ে আছে। স্ত্রীর পরকীয়ার কারণে ভেঙ্গে গেলো একটি সাজানো সুখের সংসার। অনেকটা বাধ্য হয়ে স্বামী এই সিদ্ধান্ত নিছে। শুধু একবার এই দুইটা শিশুর ঘুমন্ত চেহারার দিকে তাকান, তারা জানেই না তাদের ছোট্ট দুনিয়া ভেঙ্গে যাচ্ছে!

পরকীয়া শুধু সম্পর্ক ভাঙ্গে না, ভাঙ্গে অনেক জীবনের সুন্দর ভবিষ্যৎও। নিজেকে সামলান, পরিবারকে সময় দিন, পরিবারকে আগলে রাখুন।

#পরিবার #পরকীয়া #জীবন #অপরাধ #নিষিদ্ধ #ফুল #পরিবারের #সিদ্ধান্ত #ডিভোর্স #স্বামী #স্ত্রী #বন্ধন #সন্তান

ভাবুন তো, আপনার জন্ম হয়েছে ১৯০০ সালে। ১৪ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, যা শেষ হয় আপনার বয়স ১৮ বছর হলে, এবং এই যুদ্...
16/08/2025

ভাবুন তো, আপনার জন্ম হয়েছে ১৯০০ সালে। ১৪ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, যা শেষ হয় আপনার বয়স ১৮ বছর হলে, এবং এই যুদ্ধে মারা যায় ২ কোটি ২০ লাখ মানুষ।

এর অল্প কিছুদিন পরই আসে এক বৈশ্বিক মহামারি—স্প্যানিশ ফ্লু—যা ৫ কোটি মানুষের প্রাণ কাড়ে। তখন আপনার বয়স মাত্র ২০।

২৯ বছর বয়সে আপনি টিকে থাকেন এক ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে, যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ধসে পড়ার মধ্য দিয়ে শুরু হয়। এতে সৃষ্টি হয় মূল্যস্ফীতি, বেকারত্ব ও দুর্ভিক্ষ।

৩৩ বছর বয়সে নাৎসিবাদ ক্ষমতায় আসে।

৩৯ বছর বয়সে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা শেষ হয় আপনার বয়স ৪৫ হলে। এই যুদ্ধে প্রাণ হারায় ৬ কোটি মানুষ।

৫২ বছর বয়সে শুরু হয় কোরীয় যুদ্ধ।

৬৪ বছর বয়সে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ, যা শেষ হয় আপনার বয়স ৭৫ হলে।

তারপর ১৯৮৫ সালে জন্ম নেওয়া একজন তরুণ মনে করে যে তার দাদু-দিদিমারা জানেই না জীবন কতটা কঠিন হতে পারে—অজান্তেই যে তারা বহু যুদ্ধ ও দুর্যোগ পেরিয়ে বেঁচে আছেন।

ছোট্ট একটি পাখির বাসা। ভেজা ঘাস, শুষ্ক ডালপালা দিয়ে তৈরি সেই আশ্রয়ে চারটি ছানার ঘুমহীন অপেক্ষা। মা পাখি বেরিয়েছে খাবারের...
03/08/2025

ছোট্ট একটি পাখির বাসা। ভেজা ঘাস, শুষ্ক ডালপালা দিয়ে তৈরি সেই আশ্রয়ে চারটি ছানার ঘুমহীন অপেক্ষা। মা পাখি বেরিয়েছে খাবারের খোঁজে। কচি ঠোঁটগুলো সারা দিন ধরে মায়ের ফিরে আসার প্রতীক্ষায় কেবল চিৎকার করে চলেছে। তারা জানে না—মা আর কখনো ফিরবে না।

মানুষের ছোড়া একটি গুলি থামিয়ে দিয়েছে সেই মায়ের ডানা। অরণ্যের পথের ধারে পড়ে আছে মা পাখির নিথর দেহ। কেউ ভাবেনি, তার ফেরা মানে চারটি প্রাণের বেঁচে থাকা। কেউ ভাবেনি, একটি মায়ের মৃত্যু মানে চারটি ছোট্ট প্রাণের ধীরে ধীরে ক্ষুধায় তিলে তিলে মারা যাওয়া।

বাসার মধ্যে ছানাগুলো ক্রমে দুর্বল হয়ে পড়ে। তাদের ছোট ছোট শরীরগুলো শূন্য পেট নিয়ে আর নড়তে পারে না। একটি একটি করে জীবন হারিয়ে ফেলে তারা। কিন্তু তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের ছোট্ট মন কেবল একটিই প্রশ্ন করে গেছে—“মা কেন ফিরল না?”

অরণ্য যেন স্তব্ধ হয়ে যায়। সেই বাসা, যেখানে একসময় ছিল জীবন আর প্রাণের গান, এখন শুধুই মৃত্যুর সাক্ষী। চারটি ক্ষুদ্র কঙ্কালের স্তূপ বলে দেয়, মায়ের না ফেরার কারণ কী ভয়ানক।

শিক্ষা:
একটি পাখিকে হত্যা মানে কেবল একটি প্রাণের শেষ নয়; এর সঙ্গে ধ্বংস হয়ে যায় একটি পরিবারের স্বপ্ন। জীবনের মূল্য সবার কাছেই সমান, হোক সে পাখি বা মানুষ, গরীব কিংবা ধনি। তাই জীবনের প্রতি শ্রদ্ধা রাখা আমাদের সবার দায়িত্ব।

বর্তমানে একটা ভ"য়াবহ ভা"ইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় ...
25/07/2025

বর্তমানে একটা ভ"য়াবহ ভা"ইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্য'থা হবে। আর ভ'য়াবহ রকমের দূ'র্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চি'কনগুনিয়া ও না। কিন্তু ভ"য়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্য'থা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

15/07/2025

“Mutation is not a document of title. It does not create or extinguish title.”

ব্যাখ্যা: নামজারি কোনো মালিকানা সৃষ্টি বা বাতিল করে না। এটি শুধু একটি প্রশাসনিক কার্যক্রম।

“Title flows from a registered deed and not from mutation.”

ব্যাখ্যা: মালিকানার উৎস হলো নিবন্ধিত দলিল। নামজারি না থাকলেও, বৈধ দলিল থাকলে মালিকানার দাবি টিকে থাকে।

“Mutation does not confer any title; it is only for realization of rent and for administrative convenience.”

ব্যাখ্যা: নামজারির মূল উদ্দেশ্য হলো ভূমি উন্নয়ন কর আদায় এবং প্রশাসনিক সুবিধা। দলিল না থাকলে নামজারি কোনো ভিত্তি নয়।

“A person can be the owner even without mutation, if he has a valid deed.”

ব্যাখ্যা: নামজারি না হলেও যদি কারো কাছে বৈধ দলিল থাকে, তিনি মালিক হিসেবে গণ্য হবেন।

“Entry in the record-of-rights (mutation) is not conclusive proof of ownership.”

ব্যাখ্যা: খতিয়ান বা নামজারির রেকর্ড মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়।

Excise Duty (আবগারি শুল্ক) with effect from 01.07.25 #ব্যাংকবার্তা      #বাংলাদেশ                      #বাংলাদেশব্যাংক  ...
15/07/2025

Excise Duty (আবগারি শুল্ক) with effect from 01.07.25

#ব্যাংকবার্তা


#বাংলাদেশ



#বাংলাদেশব্যাংক
#বাংলাদেশ_ব্যাংক_সার্কুলার

একজন শান্ত ,শিষ্ট ,নিরীহ বেচারা 😝।আল্লাহ এই বেচারাকে শতবছর হায়াত দান করুন। আমিন
15/07/2025

একজন শান্ত ,শিষ্ট ,নিরীহ বেচারা 😝।আল্লাহ এই বেচারাকে শতবছর হায়াত দান করুন। আমিন

11/07/2025

✪ কোথায় ছিলে- Where have you been?
✪ আমার ক্ষুধা নেই- I have a poor appetite.
✪ তোমার দিনটি সুন্দর হোক- Have a nice day.
✪ আপনার ভ্রমণ সুন্দর হোক- Have a nice trip.
✪ আমার বলার কিছু নেই- I have no words.
✪ অনুগ্রহ করে বসুন- Please have a seat.
✪ আপনার নাম জানতে পারি- May I have your name?
✪ এক কাপ কফি খান, প্লিজ- Have a cup of coffee, Please.
✪ আর একটু নিন- Have a little more.
✪ আপনার কোনো প্রশ্ন আছে- Do you have any question?
✪ আমার প্রচুর সময় আছে- I have plenty of time.
✪ আমি সমস্যায় আছি- I’m having trouble.

11/07/2025

সতীদাহ প্রথা বিলুপ্ত হয় -
1729 সালে
1830 সালে
1839 সালে
1829 সালে

11/07/2025

☀️ Sunny (সানি) – রৌদ্রজ্জ্বল
🌧️ Rainy (রেইনি) – বৃষ্টিময়
⛅ Cloudy (ক্লাউডি) – মেঘাচ্ছন্ন
🌤️ Partly sunny (পার্টলি সানি) – আংশিক রৌদ্র
🌦️ Showery (শাওয়েরি) – বিক্ষিপ্ত বৃষ্টি
🌩️ Stormy (স্টর্মি) – ঝড়ো
🌪️ Windy (উইন্ডি) – দমকা হাওয়াযুক্ত
❄️ Snowy (স্নোয়ি) – তুষারপাতপূর্ণ
🌫️ Foggy (ফগি) – কুয়াশাচ্ছন্ন
🌁 Misty (মিস্টি) – ধোঁয়াটে
🌡️ Hot (হট) – গরম
🧊 Cold (কোল্ড) – ঠান্ডা
🌬️ Chilly (চিলি) – হিমেল ঠান্ডা
💨 Breezy (ব্রীজি) – হালকা বাতাস
🔥 Warm (ওয়ার্ম) – উষ্ণ
🌀 Humid (হিউমিড) – আর্দ্র
🌫️ Hazy (হেইজি) – আবছা
🌈 Rainbow (রেইনবো) – রংধনু
☁️ Overcast (ওভারকাস্ট) – গাঢ় মেঘাচ্ছন্ন
🌪️ Tornado (টর্নেডো) – ঘূর্ণিঝড়
🌊 Flooded (ফ্লাডেড) – প্লাবিত
🌨️ Sleet (স্লিট) – বরফ বৃষ্টি
⚡ Thunderstorm (থান্ডারস্টর্ম) – বজ্রবৃষ্টিসহ ঝড়
⚡ Lightning (লাইটনিং) – বিদ্যুৎ চমকানো
☄️ Drizzle (ড্রিজল) – ঝিরঝিরে বৃষ্টি
🌀 Hurricane (হারিকেন) – ঘূর্ণিঝড়
🌧️ Monsoon (মনসুন) – বর্ষাকাল
🌦️ Scattered showers (স্ক্যাটারড শাওয়ারস) – ছিটেফোঁটা বৃষ্টি
🌬️ Strong wind (স্ট্রং উইন্ড) – শক্তিশালী বাতাস
❄️ Blizzard (ব্লিজার্ড) – তুষারঝড়
🌞 Bright (ব্রাইট) – উজ্জ্বল
🌜 Clear night (ক্লিয়ার নাইট) – নির্মল রাত
🌇 Dusk (ডাস্ক) – গোধূলি
🌅 Dawn (ডন) – প্রভাত
🌙 Moonlit (মুনলিট) – চাঁদের আলোয় ভরা
🌦️ Wet (ওয়েট) – ভেজা
🔥 Heatwave (হিটওয়েভ) – প্রচণ্ড গরমের ঢেউ
🌬️ Dusty (ডাস্টি) – ধুলোবালি যুক্ত
🌫️ Smoggy (স্মগি) – ধোঁয়াচ্ছন্ন
🌦️ Unstable weather (আনস্ট্যাবল ওয়েদার) – অনিশ্চিত আবহাওয়া
⛈️ Heavy rain (হেভি রেইন) – ভারী বৃষ্টি
🌡️ Freezing (ফ্রিজিং) – হিমশীতল
☁️ Gloomy (গ্লুমি) – বিষণ্ন আবহাওয়া
🌞 Glowing sun (গ্লোয়িং সান) – দীপ্তিমান সূর্য
🌊 Tidal (টাইডাল) – জোয়ারের মতো
🌀 Cyclonic (সাইক্লোনিক) – ঘূর্ণিঝড়পূর্ণ
☀️ Scorching (স্কর্চিং) – দগ্ধকর গরম
🌪️ Whirlwind (হোয়ার্লউইন্ড) – দমকা ঘূর্ণি
❄️ Icy (আইসি) – বরফাচ্ছন্ন
🌧️ Damp (ড্যাম্প) – স্যাঁতসেঁতে

১/. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২। মা বিনা বেতনে সংসা...
09/07/2025

১/. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩./ মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪/. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে 'মা' বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। ৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি l
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে💕

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন।...
09/07/2025

অল্প খরচে সংসার চালানোর স্মার্ট কৌশল!

বর্তমানের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে অনেকেই সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। কিন্তু সঠিক পরিকল্পনা, বাজেটিং এবং সচেতন অভ্যাস গড়ে তুললে অল্প ব্যয়েও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকরী টিপস:

১. সচেতন মানসিকতা গড়ে তুলুন
খরচ নিয়ন্ত্রণের প্রথম শর্ত হলো ইচ্ছাশক্তিকে শাণিত করা। বাজারে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেনাকাটা না করে শুধু প্রয়োজনীয় জিনিসই ক্রয় করুন। লোভ আর লাভ র ফাঁদ এড়িয়ে চলুন।

২. পেট ভরে বাজারে যান:
খালি পেটে শপিং করলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স ও জাঙ্ক ফুড কেনার প্রবণতা বাড়ে। বাজারে যাওয়ার আগে হালকা খাবার খেয়ে নিন – এতে বাজেট ডিসিপ্লিন বজায় রাখা সহজ হবে।

৩. সাপ্তাহিক শপিংয়ের রুটিন:
প্রতিদিন বাজারে গেলে ছোটখাটো খরচ বেড়ে যায়। সপ্তাহে একদিন গোছানো তালিকা নিয়ে বাজার সেরে ফেলুন। লিস্ট থেকে বিচ্যুত না হওয়াই সাফল্যের চাবিকাঠি!

৪. মিলমিশে রান্নার প্ল্যানিং:
সপ্তাহের মেনু আগে থেকে ঠিক করুন। শাকসবজি, ডাল, মাংস ইত্যাদি পরিমাণমতো ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে অপচয় রোধ হবে এবং প্রতিদিনের রান্না হয়ে উঠবে স্ট্রেস-ফ্রি!

৫. ইউটিলিটি বিল কমানোর ফর্মুলা:
- রান্নার আগে সব উপকরণ কেটে-মেপে রাখুন, গ্যাসের ব্যবহার কমবে
- unused রুমের লাইট-ফ্যান বন্ধ রাখুন
- ফ্রিজের দরজা কম খুলুন, বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে

৬. হাঁটা-সাইকেল চালানোকে প্রাধান্য দিন:
নিয়মিত হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর অভ্যাস জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখবে। ছোট দূরত্বে গাড়ি ব্যবহার এড়িয়ে চলুন।

৭. বিলাসিতা নয়, প্রয়োজনকে প্রাধান্য দিন:
ব্র্যান্ডেড প্রোডাক্টের চেয়ে স্থানীয় পণ্য কিনুন। মেকআপ বা ডেকোরেশনের ক্ষেত্রে মিনিমালিস্ট অ্যাপ্রোচ গ্রহণ করুন। Quality over quantity নীতিতে বিশ্বাসী হোন।

৮. ডিসকাউন্টের ছলনা চিনুন:
'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' বা সীমিত সময়ের অফারের প্রলোভনে অপ্রয়োজনীয় পণ্য কিনে বাজেট নষ্ট করবেন না। শপিংয়ের আগে নিজেকে জিজ্ঞাসা করুন – "আমার কি সত্যিই এটি দরকার?"

💡 একটু সৃজনশীলতা আর নিয়মানুবর্তিতা আপনাকে ব্যয়বৃদ্ধির এই যুগেও সফলভাবে সংসার চালাতে সাহায্য করবে। মনে রাখবেন, সাশ্রয়ের অর্থ কৃপণতা নয় – বরং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share