JIM Writer & Digital Creator

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ...
17/11/2025

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক; পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে...

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।
গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে

সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন।

শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই। এটাই চিরন্তন বাস্তবতা।

31/10/2025
24/10/2025

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘 🥰 আছি 🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো 💯

24/10/2025

পছন্দ হলে দাম জানতে ইনবক্স করুন। ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

24/10/2025

অনেকেই বলে পর পর বাচ্চা হলেই ভালো। একসাথে বড় হয়ে যাবে।এখন কষ্ট হলেও পরে আর কষ্ট থাকবে না।কিন্তু আমি দেখলাম ছোট বাচ্চাটার জন্য বড়ো বাচ্চাটার প্রতি কি পরিমানে অবহেলা করা হয়! কি যে মায়া লাগে !
আজকে মেয়েটা খেলতে খেলতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে।!
ও আমায় বলে, তুমি কতদিন আমায় ভালো বাসনা,কতোদিন আমায় কোলে নাওনা।
বাচ্চার এমন কমপ্লেইন মাকে যে কতটা কষ্ট দেয়,তা কেবল একজন মা ই বুঝতে পারে।
নিজেকে ভীষণ আপরাধী মনে হয়!

যে মেরেছে তার ও কি রুচি যে মারা খেয়েছে তার ও কি রুচি!  মানে কি বলবো। এই মাইয়ার লেগা দুই বদনা মারা মারি করসে🤦‍♀️ভাবা যায়...
22/10/2025

যে মেরেছে তার ও কি রুচি যে মারা খেয়েছে তার ও কি রুচি! মানে কি বলবো। এই মাইয়ার লেগা দুই বদনা মারা মারি করসে🤦‍♀️ভাবা যায় এসব? 🥲

২০২২ সালের ২১ অক্টোবর এই দম্পতির ঘরে হাসান ইসলাম রেদোয়ান ও হোসাইন ইসলাম নামে যমজ ছেলে সন্তান হয়। ২০২৪ সালের শেষ দিকে সুম...
08/10/2025

২০২২ সালের ২১ অক্টোবর এই দম্পতির ঘরে হাসান ইসলাম রেদোয়ান ও হোসাইন ইসলাম নামে যমজ ছেলে সন্তান হয়।
২০২৪ সালের শেষ দিকে সুমাইয়া সন্তানদের ফেলে অন্য একজনকে বিয়ে করেন।
এক সময় দ্বিতীয় স্বামী সুমাইয়াকে ছেড়ে অন্যত্র চলে গেলে পুনরায় তারেকের কাছে আসতে চান। তারেক এতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে আদালতে যৌতুক ও সন্তানদের ফিরে পাওয়ার মামলা দেয়।
তার পরিপ্রেক্ষিতেই আদালত শিশুদের তার মায়ের জিম্মায় দিলে এই ঘটনার সূত্রপাত হয়।

এই রকম নারীর কাছে বাচ্চা কিভাবে নিরাপদ থাকে?
এই মহিলা পিতাকে ব্লাকমেইল করার জন্য আইনকে হাতিয়ার বানিয়েছে! সন্তানদের কার কাছে দেওয়া উচিত? বাবা নাকি মা?
.
নারী অধিকার এর নামে নারী সন্ত্রাস চলছে! এভাবে নারীর ছলনায় ধ্বংস হচ্ছে হাজারো মানুষের সুখ। নারী জাতি মা হলেও ছলনায় আসক্ত থাকে। প্রয়োজনে পরকীয়ার শাস্তির জন্য দেশের আইন পরিবর্তন করা যেতে পারে। প্রচলিত আইনে পরকীয়া রোধ করা সম্ভব হচ্ছে না। হাজারো মানুষের সুখে আগুন ধরিয়ে বোবা কান্নায় ভারী হচ্ছে পৃথিবী¡

06/10/2025

মেয়েদের থ্রিপিস পাইকারি ও খুচরা বিক্রি করা হয়।

যোগাযোগ: বাসাবো, ঢাকা।

Big thanks to Hasinur Rahman, Mohammad Abdul Hakim, Qumrul Islam, Jonakider Raat, Shafiqul Islam, MD Abul Khair, Badal M...
03/10/2025

Big thanks to Hasinur Rahman, Mohammad Abdul Hakim, Qumrul Islam, Jonakider Raat, Shafiqul Islam, MD Abul Khair, Badal Mallik, Sadequr Rahaman

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

03/10/2025

বাংলাদেশ দলের আজকের দিনের সেরা খেলোয়াড় কে?

নিশ্চয়ই শরীফুল।

"ইন্টারনেট ঠিক করতে এসে সব নিয়ে গেলো!"ঢাকার বসুন্ধরা এলাকার এক ফ্ল্যাটে থাকেন রাহাত ভাই, বেসরকারি একটা আইটি কোম্পানিতে চ...
05/09/2025

"ইন্টারনেট ঠিক করতে এসে সব নিয়ে গেলো!"
ঢাকার বসুন্ধরা এলাকার এক ফ্ল্যাটে থাকেন রাহাত ভাই, বেসরকারি একটা আইটি কোম্পানিতে চাকরি করেন। পরিবার গ্রামের বাড়িতে, উনি একাই থাকেন ঢাকায়। কাজের চাপ থাকলে অফিস থেকেও বাসায় কাজ চালিয়ে নেন। তাই ইন্টারনেট ছাড়া যেন কিছুই চলে না।
গত সপ্তাহে শুক্রবার সকাল বেলা, হঠাৎ করে ইন্টারনেট কানেকশন কাজ করা বন্ধ করে দিলো। বারবার রাউটার রিস্টার্ট করেও কাজ হচ্ছে না। রাহাত ভাই তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কল দেন। ওরা বলে, “আজকে ফিল্ড টিম পাঠানো হবে, চিন্তা করবেন না।”
প্রায় আধাঘণ্টা পরে, দুইজন ছেলে ও এক মেয়ে এসে দরজায় নক করে। হাতে সার্ভিস টুলস, গায়ে ইউনিফর্ম টাইপ কিছু, গলায় আইডি কার্ড ঝুলানো। পরিচয় দিলো— “স্যার, আমরা BanglaConnect থেকে এসেছি, রাউটার চেক করতে হবে।"
রাহাত ভাই ভাবলেন, ঠিকই তো, আমি তো ফোন দিয়েছিলাম। দরজা খুলে তাদের ভেতরে আসতে দেন।
তারা এসে প্রথমেই বলেন, “স্যার, আপনার রাউটারটা কোথায়?”
রাহাত ভাই দেখিয়ে দেন, তারা খুব কনফিডেন্টলি রাউটার খুলে চেক করা শুরু করে।
মেয়েটি বলে, “স্যার, আমরা ওভারঅল স্পিড টেস্ট করবো। আপনার ল্যাপটপ লাগবে।”
রাহাত ভাই তাঁর অফিস ল্যাপটপ দেন। মেয়েটি বলে, “আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিন প্লিজ।”
সেটাও দিয়ে দেন।
আরেকজন তখন বলে, “স্যার, আমাদের টিম হেড বলেছে বিলিং সংক্রান্ত একটা কনফার্মেশন নিতে হবে। একটা OTP যাবে আপনার ফোনে।”
রাহাত ভাই কিছু না ভেবে OTP দিয়ে দেন, যা আসলে ছিল তার ব্যাংক অ্যাপে লগইন করার জন্য।
মিনিট দশেকের মধ্যে তারা সব কিছু চেক করে, কিছু বুঝে উঠার আগেই বলে, “স্যার, একটা পার্টস আনতে হবে। আমরা আধা ঘণ্টায় আসছি।”
তারা চলে যায়।
রাহাত ভাই ভাবেন, "ঠিক আছে, ওরা তো প্রফেশনাল লাগলো।"
কিন্তু তারপরই ফোনে নোটিফিকেশন আসে— “Your transaction of BDT 85,000 has been processed.”
তিনি তখনই ব্যাংক অ্যাপ খুলে দেখেন—আরও দুটি লেনদেন হয়ে গেছে। দ্রুত ব্যাংকে কল করে সব ব্লক করান, কিন্তু ততক্ষণে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা উধাও।
পরে যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে আবার ফোন দেন, তারা জানায়—তারা কাউকে পাঠায়নি!
এই ঘটনার পর রাহাত ভাই থানায় যান, অভিযোগ দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।

স্ট্যাম্প আর ডিভোর্স নোটিশে স্বাক্ষর করে একজন স্বামী তার জীবনের সবচেয়ে কষ্টের একটা সিদ্ধান্ত নিচ্ছে! পাশে দেখতেছেন চেয়ার...
16/08/2025

স্ট্যাম্প আর ডিভোর্স নোটিশে স্বাক্ষর করে একজন স্বামী তার জীবনের সবচেয়ে কষ্টের একটা সিদ্ধান্ত নিচ্ছে! পাশে দেখতেছেন চেয়ারে তার ভাঙ্গা পরিবারের দুইটা সন্তান শুয়ে আছে। স্ত্রীর পরকীয়ার কারণে ভেঙ্গে গেলো একটি সাজানো সুখের সংসার। অনেকটা বাধ্য হয়ে স্বামী এই সিদ্ধান্ত নিছে। শুধু একবার এই দুইটা শিশুর ঘুমন্ত চেহারার দিকে তাকান, তারা জানেই না তাদের ছোট্ট দুনিয়া ভেঙ্গে যাচ্ছে!

পরকীয়া শুধু সম্পর্ক ভাঙ্গে না, ভাঙ্গে অনেক জীবনের সুন্দর ভবিষ্যৎও। নিজেকে সামলান, পরিবারকে সময় দিন, পরিবারকে আগলে রাখুন।

#পরিবার #পরকীয়া #জীবন #অপরাধ #নিষিদ্ধ #ফুল #পরিবারের #সিদ্ধান্ত #ডিভোর্স #স্বামী #স্ত্রী #বন্ধন #সন্তান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share