02/08/2025
~❝আমার বুকের বারান্দা জুড়ে শুধু আপনার নামে বৃষ্টি ঝরে জনাব সাঈদ। ঝুম বৃষ্টি। অঝোর ধারায় ভিজে যাওয়া মন শুধু আপনার অপেক্ষার প্রহর গোনে। আপনি যেমন দুর্বল, আমিও তেমনি ভঙ্গুর। আপনি যেমন রাগী, আমিও তেমন জেদি। আপনি যেটুকু অপ্রতিরোধ্য, আমিও সেটুকু প্রতিদ্ব ন্দ্বী। আপনি কি তবু বলবেন একা একাই দুর্বল আপনার অভিযাত্রী? আমি কি সঙ্গী নই? আপনি যেমনই হোন, তবু আমার ব্যক্তিগত মানুষ। আমি হিং সুক, আমি স্বার্থপর, আমি যথেষ্ট জেদি,তবু আপনার একতিল অংশ কারো সাথে ভাগ বসাতে রাজি নই। কক্ষনো না।❞
#নির্মোচন
#ফাবিয়াহ্_মমো