
26/08/2024
কবিতা
মোঃ গোলাম রাব্বি
বন্যার্ত মানুষ
""কুমিল্লা ফেনী নোয়াখালীতে বন্যা চলছে ভাই,
উদ্ধার করতে তাদের মোরা, চলো এখন যাই""।
""বন্যার পানি হু হু করে ঢুকছে ঘরেতে,""
শিশুরা সব কান্না করে, মোদের কে বাঁচাবে রে""।
"""বাঁচাও বাঁচাও বলে চিল্লায় গর্ভবতী বোন,
পানি তখন গলার উপরে, কোথায় যাবে এখন""।
""যে রকম করে বাড়ছে পানি দেখো রে ভাই চাইয়া,""
যার যা আছে সামর্থ্য ভাইরে, সাহায্য করে যাইয়া""।
""মানবতার সেবায় যারা আসবে এগিয়ে,""
উপহারটা দিবেন রব ,তাদের নিজহাত দিয়ে""।
(সমাপ্ত)