Mohua's Travel Story

09/06/2025
26/01/2025

কিভাবে যাবেন আমাজন?
゚ ゚

26/01/2025

কিউবায় ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন? থাকার খরচ কত? কেমন দেখতে হয় কিউবার বাড়ি-ঘর? কেমন ছিল আমি যে বাড়িতে ছিলাম তার অন্দর?
゚ ゚

24/01/2025

একটি ক্যাফে একটি চেতনা। নাম তার ‘ক্যাফে রেভলিউশন’ । সান্তা ক্লারায় অবস্থিত। ক্যাফে রেভলিউশন কেবল একটি ক্যাফে নয়; এটি কিউবার ইতিহাস, সংস্কৃতি এবং বিপ্লবী চেতনাকে উদযাপনের একটি প্রতীক।

ক্যাফে রেভলিউশন (Café Revolución) কিউবার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এটি সান্তা ক্লারায় পর্যটকদের কাছে জনপ্রিয়, বিশেষত যারা কিউবার বিপ্লবের ইতিহাস এবং স্থানীয় জীবনধারা সম্পর্কে জানতে আগ্রহী।
ক্যাফেটি কিউবার বিপ্লব এবং বিশেষত চে গুয়েভারার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে। এর অভ্যন্তরীণ সাজসজ্জায় আছে বিপ্লবের প্রতীকী ছবি, পোস্টার, এবং মুরাল। আছে চে গুয়েভারার বিখ্যাত উক্তি এবং বিপ্লবের স্মৃতিচিহ্ন। প্রতিষ্ঠাতা আমায় বললেন এখানকার অনেক ছবি অরিজিনাল। উনার কাছ থেকে নিয়েই নাকি কিছু মিউজিয়াম ব্যবহার করেছে।

ক্যাফেটি কিউবান সংগীত এবং লাইভ পারফরম্যান্সের জন্যও বিখ্যাত। এখানে প্রায়শই স্থানীয় শিল্পীদের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যা কিউবার জীবনের এক প্রাণবন্ত দিক ।

゚ ゚

24/01/2025

দাঁড়িয়ে আছি সান্তাক্লারায়। চে সমাধির সামনে। আড়াই বছর আগে গিয়েছিলাম বলিভিয়ায়। বলিভিয়ায় যে গ্রামে চে গুয়েভারাকে মেরে ফেলা হয়েছিলো সে গ্রামের নাম লাইগেরা। সে দিন ছিল হরতাল । হরতাল ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে লাইগেরা পৌঁছেছিলাম মাঝ রাতে। মৃত্যুর পর চে গুয়েভারা এবং তাঁর ছয় বিপ্লবী সহযাত্রীকে পুঁতে ফেলা হয়েছিলো বলিভিয়ার বালিয়াগ্রান্দা শহরের বিমানবন্দরের রানওয়েতে। ত্রিশ বছর এই তথ্য অপ্রকাশিত ছিল। ত্রিশ বছর পর কিউবার একটি টিম বলিভিয়া যায় এবং সে গণকবর থেকে সে মৃতদেহগুলো তুলে নিয়ে আসে। সেগুলি রাখা হয়েছে এখানে সান্তাক্লারায়। মৃতদেহ বলতে শুধু শরীরের টুকরো টুকরো হাড়।

এ ভাস্কর্যের পেছনের দিকে একটি জাদুঘরে রাখা আছে সে মৃতদেহগুলো।

゚ ゚

24/01/2025

এল ফ্লোরিডিটা (El Floridita) হাভানার অন্যতম বিখ্যাত বার এবং হেমিংওয়ের প্রিয় জায়গাগুলোর একটি। তিনি এখানে প্রায়ই আসতেন এবং এই বারের বিশেষ ককটেল "ডাইকুইরি" (Daiquiri) তার খুব প্রিয় ছিল। হেমিংওয়ে একবার এই বারের সম্পর্কে বলেছিলেন: "El Floridita is the cradle of the Daiquiri."

゚ ゚

10/01/2025

SAN JOSE

Address

Dhanmondi
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohua's Travel Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohua's Travel Story:

Share