মায়া - M ᴀ ʏ ᴀ

মায়া - M ᴀ ʏ ᴀ 💛মানুষ হারায়, সম্পর্ক হারায়, অভ্যাস হারায়💙
💚হারায় না শুধু ভালোবাসা আর মায়া❤️‍🩹
💔💔

10/10/2025

নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে...!!

বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা - আপনি আপনার মুখে এসে ডুকবে না। উঠে বসুন,গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের ওপরে ছেরে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন।

"মানুষ যা চায় তাই কি পায়?"
(সূরা: নাজম; আয়াত:২৪)

মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে
(সূরা: নাজম আয়াত :৩৯ )

09/10/2025

যারা বেদ্বীন বিয়ে করে দ্বীনদার বানাতে চাই তাদের জন্য...🙂📌

শুধু সন্তানের আশায় বিয়ে করো না, কারণ তুমি ইবনু খালদুন/আইন্সটাইন নাকি হিটলার/আবু জাহিলদের জন্ম দিবে; এর কোন নিশ্চয়তা নেই!

শুধু দ্বীনের অর্ধেক পূর্ণ করার নাম করে বিয়ে করো না, কারণ সম্ভবত এখনো তুমি প্রথম অর্ধেকটাই ঠিকভাবে পূরণ করোনি।

শুধু প্রবৃত্তির চাহিদার জন্য বিয়ে করো না, কারণ একসময় তা হারিয়ে যাবে, একঘেয়ে লাগবে এবং শেষে বিরক্তিও আসতে পারে৷

বয়সের ট্রেন মিস হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে বিয়ে করো না, সবাইকেই একই বয়সে ট্রেন ধরতে হবে এমন কোন নিয়ম নেই৷

পরিবারের চাপে বিয়ে করো না, কারণ সংসার তুমি করবে, এক বিছানায় তুমি থাকবে তোমার পরিবার নয়।

সমাজের কথা ভেবে বিয়ে করো না, কারণ সমাজ তোমার বিয়ের খরচ দেবে না, আর বিচ্ছেদের দায়ও নেবে না।

বিয়ে করো শুধুমাত্র তখনই, যখন তুমি এমন একজন সঙ্গী পাও; যার মধ্যে আছে দ্বীন, আছে শিষ্টাচার, আছে আখলাক এবং ইলম। যার সঙ্গে জীবন ভাগ করে নিতে ভালো লাগে। যে তোমার দূর্বলতা বুঝবে এবং সেটাকে নিজের দুর্বলতা মনে করবে। তোমাকে সম্মান করবে; তোমার সফলতাকে তার সফলতা মনে করবে৷ তোমার সমস্যাগুলোকে তার সমস্যা মনে করবে৷ তোমার এবং তার আদর্শ এক হবে, লক্ষ্য এক হবে। এতে করে তুমি হতাশ হবেনা; বরং জীবনযুদ্ধে অনুপ্রেরণা পাবে৷

যে তোমার বিপদে পালাবে না বরং বিপদকে ভাগাভাগি করে নিবে। দুঃখে তোমার কাঁধে হাত রেখে বলবে, আমি আছি চিন্তা করোনা; ঠিক হয়ে যাবে এবং এ কথা শুধুমাত্র মুখে নয়, কাজে প্রমাণ করবে। এককথায়, তুমি তার সে তোমার হয়ে যাবে।

শোন! তুমি দ্বীনদারীতা দেখে বিয়ে করো; নাহলে তা তোমাকে হতাশ করবে এবং কৃপণতা করো না; নবী মুহাম্মাদ (ﷺ) এর নামে দরুদপাঠ করো।

©আরবি থেকে অনুবাদ

09/10/2025

মায়ের সাথেই জান্নাত জড়িত আছে।

মাশাআল্লাহ, যারা বাবা-মাকে সম্মান করে, তাদের খুশি রাখে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন। রাসূল ﷺ বলেছেন, “তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে।” তাহলে ভাবুন তো, বাবা-মায়ের সেবা না করলে আমরা কিভাবে জান্নাতের আশা করব..?

কিভাবে?

08/10/2025

আমি হয় তো পারফেক্ট নয়, কিন্তু এমন মানুষও নয়, যে স্বার্থের জন্য কারো সাথে মিশবো।

07/10/2025

মরে গেলে ভালোবাসা বেড়ে যায়💔

07/10/2025

প্রেম ময়ী নারী যদি পাশে থাকে,
একজন ব্যাক্তি বিশ্বজয় করতে পারবে।❤️‍🩹

06/10/2025

অহংকার

06/10/2025

উত্তম জীবনসঙ্গী আল্লাহর দেওয়া নেয়ামত🤍

06/10/2025

মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়ে ভালো,
আর খারাপ হলে পশুর চেয়ে নিকৃষ্ট!!😅🌺

06/10/2025

উওম জীবনসঙ্গিনী ও এক প্রকার রিজিক...❤️‍🩹

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মায়া - M ᴀ ʏ ᴀ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়া - M ᴀ ʏ ᴀ:

Share