নিরুদ্দেশ-Niruddesh

নিরুদ্দেশ-Niruddesh নিরুদ্দেশ আমি নিরুদ্দেশ আমার গল্প

16/04/2025

মানুষ 🌸🙃

16/04/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি, তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অন'ন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!

তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়, তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্তান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।

আমার মন খারাপে এককালীন সজিব সা'ন্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে। কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃস'ঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।

সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে, আবার সেই স্রো'তে তারা ভেসেও গেছে। কেউ সারাজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়, আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁ'দে পা ফেলে স্বা'র্থপর হয়ে চলে গেছে কতো মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবা'ত্মক!

অনেকে দুঃখ দিয়েছে তাতে আমার কোনো অভিযোগ নেই,খুব কাছের মানুষ বিশ্বাস ভেঙেছে তাতে আমার কোনো ক্ষোভ নেই,জীবন থেকে অনেকে চলে ...
18/01/2024

অনেকে দুঃখ দিয়েছে তাতে আমার কোনো অভিযোগ নেই,খুব কাছের মানুষ বিশ্বাস ভেঙেছে তাতে আমার কোনো ক্ষোভ নেই,জীবন থেকে অনেকে চলে গিয়েছে তাতেও নেই আমার কোনো প্রকার আফসোস।

আমার জীবনে তাদের কোনো স্থান নেই।তাদের আমি রাখেছি শ্রদ্ধায়, রাখিনি ভালোবাসায়,রাখিনি ঘৃণায়।

তারা আমার একদমই বিশেষ কেউ নয়। তারা মিশে গেছো হাজারো অপরিচিতদের মাঝে যেমনটা ছিলো ঠিক পরিচয়ের আগে।🙂

© রিজওয়ান

17/01/2024

কোন জিনিস বুকের মধ্যে পুষতে নাই😊💔

মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়,তখন পুরাতন মানুষকে আর মনে রাখেনা।🌸
17/01/2024

মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়,
তখন পুরাতন মানুষকে আর মনে রাখেনা।🌸

💔🥰
17/01/2024

💔🥰

16/01/2024

বন্ধুশ্রেষ্ঠ বলেছিলেন, 'বিয়েটা করো, না-হইলে দেখবা ২২-এর পর নিঃসঙ্গ লাগবে।'―'২২-তো গেলো-গা, 'নিঃসঙ্গ', তুমি কবে লাগবা?

15/01/2024

আজকে যেই মানুষ গুলোকে পাবার জন্য এত হাহাকার! সেই মানুষ গুলোকে ৫-৭ বছর পর নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেও বিন্দু মাত্র কিছুই অনুভব হবে না! শুধু মাত্র স্থান, সময় এবং তারিখ হয়তো ভিন্ন। আমার জায়গায় সে, তার জায়গায় আমি!'

আমাকে আমার আপু বলেছিলো,"
No matter what, The table will always turn! "
ততটুকুই অপমান, অগ্রাহ্য এবং কষ্ট দিও, যতটুকু তুমি সইতে পারো! 🙂

14/01/2024

মানুষ কখনো একা থাকতে পারে না 💔

রাগের মাথায় ❝মায়ের❞ মন ভেঙ্গেছি বহুবার                           কই মা! তুমি তো আমাকে ছেড়ে যাও নি!তাহলে সবাই কোনো আমায় ছ...
14/01/2024

রাগের মাথায় ❝মায়ের❞
মন ভেঙ্গেছি বহুবার

কই মা!

তুমি তো আমাকে ছেড়ে যাও নি!

তাহলে সবাই কোনো আমায় ছেড়ে যায়..!

❝আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।❞সূরাঃ আদ-দুহা আয়াতঃ ০৫
12/01/2024

❝আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।❞

সূরাঃ আদ-দুহা
আয়াতঃ ০৫

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নিরুদ্দেশ-Niruddesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিরুদ্দেশ-Niruddesh:

Share

Category