Dipanita dipa

Dipanita dipa Blogging is my passion. You can contact here, if you need help to promote your brand. For PR/Promotional Queries, inbox to this page or just send a mail.
(1)

Hey, this is Dipanita Dipa! I like to do blogging and it’s my passion.

📢 If you need help to promote your business, you can contact. To have a discussion about PR/ Promotional matters, you can simply inbox to this page or just send a mail.

📩E-mail: [email protected]

📌However, you can join my community:
https://www.facebook.com/groups/351951066292671/

To stay connected with me, follow this page. Thank You.❤

এফোর্ট ব্যাপারটাই অদ্ভূত ম্যাজিকাল। কেউ আপনাকে রোজ চাঁদ-তারার স্বপ্ন দেখাচ্ছে, উইকেন্ডে ভালো মুভি ডেটে নিয়ে যাবে বলে ক্য...
30/07/2025

এফোর্ট ব্যাপারটাই অদ্ভূত ম্যাজিকাল।

কেউ আপনাকে রোজ চাঁদ-তারার স্বপ্ন দেখাচ্ছে, উইকেন্ডে ভালো মুভি ডেটে নিয়ে যাবে বলে ক্যানসেল করছে, আপনার সারাদিনের অপেক্ষার মান না রেখে
“আজ ক্লান্ত, কাল কথা বলি” বলে এড়িয়ে যাচ্ছে, আপনার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো ভুলে যাচ্ছে,

অন্যদিকে কেউ হঠাৎ একদিন মাত্র আধঘন্টা সময় বার করে হাতে করে নিয়ে যাওয়া কাঠগোলাপটা আপনার কানের পাশে গুঁজে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে বলছে “চল,ফুচকা খাবি?”

দ্বিতীয় ব্যাপারটা কতটা সিম্পেল, অথচ কতটাই না এফেক্টিভ!
যে মানুষটা আপনার ইচ্ছের দাম দেয়না, আপনার প্রিয় ফুলটার নাম জানেনা, যাচ্ছেতাই রকমের কান্নার পর আপনার চোখদুটোর দিকে তাকিয়ে ভিতর ভিতর একফোঁটা কষ্ট পায় না, গালে উষ্ণ হাত ঠেকিয়ে আপনার মনের চাঁই চাঁই বরফ নিমেষে গলিয়ে দিতে পারেনা,
তার কাছে আপনি ডেইলি লাইফ অবসেশন ছাড়া আর কিছুই নন।

আমাদের গোটা জেনারেশনটার মন ছোঁয়ার আগেই ঠোঁট ছোঁয়ার বড্ড তাড়া, মিনিমাম এফোর্ট-টুকু দিয়ে মানুষ জয় করে নেওয়ার অনীহা, পেইশেন্সর অভাব...বিচ্ছেদের সুর বুনতে বুনতে থেকে যাওয়ার গান যেন গাইতেই যেন ভুলে যাচ্ছি আমরা একটু একটু করে।

Ayan Mukherjee Nil

29/07/2025
29/07/2025

তারপর বলুন জীবন কেমন যাচ্ছে?

মাস শেষ হওয়ার আগে স্যালারি শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা সুন্দর না???

লাইভ চলাকালীন সময়ে অর্ডারে ৫% ডিসকাউন্ট

২৯ তারিখ রাত ১২ টা পর্যন্ত অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রী

বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট ( শর্ত প্রযোজ্য)

জয়শ্রী সিল্ক ৩১৫০ টাকা

প্রিমিয়াম বেক্সি ২৩৫০ টাকা

অরবিট ভয়েল ১৪০০ টাকা

কুর্তি ৭২০,৮৫০ টাকা

গাউন ৬৫০ টাকা

গরিব কেন সারাজীবন গরিব থাকে?আয় সাধারণত তিন ধরনের হয়:১. একটিভ ইনকাম২. প্যাসিভ ইনকাম৩. পোর্টফোলিও ইনকাম১. একটিভ ইনকাম: একট...
29/07/2025

গরিব কেন সারাজীবন গরিব থাকে?
আয় সাধারণত তিন ধরনের হয়:
১. একটিভ ইনকাম
২. প্যাসিভ ইনকাম
৩. পোর্টফোলিও ইনকাম

১. একটিভ ইনকাম: একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান, তাহলে আয় হবে না।

এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়।

যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়।

২. প্যাসিভ ইনকাম: প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ।

প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন।

এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন।

৩. পোর্টফোলিও ইনকাম: পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যাদের টাকা আছে, তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অংকের আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না।

উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই।

ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপটো (Crypto) মার্কেট, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন।

যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায়।

২০-৮০ সিস্টেমে আটকে যাচ্ছেন না তো?

আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ সবসময় ধনী হয় এবং ৮০% মানুষ সারাজীবন গরীব থাকে। এই ২০% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয়।

এই কারণে, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে।

তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।
🔖
#শিক্ষনীয়_পোস্ট #ব্যাসায়ীক_আইডিয়া #ইনকাম

28/07/2025

প্রথমত ছুটির দিন সাথে ঋদ্ধি সোনার বেস্ট ফেন্ড্রের জন্মদিন কি কি করলাম তাই থাকছে আজকের ব্লগে। ♥️♥️♥️

27/07/2025

♥️♥️♥️♥️

পৃথিবীতে অনেক ধরনের অ'সুখ আছে! তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভ'য়ংক'র!'❤
27/07/2025

পৃথিবীতে অনেক ধরনের অ'সুখ আছে!
তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভ'য়ংক'র!'❤

26/07/2025

শ্রাবনের রঙ কি বলুন তো?

বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রী ✅

বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)

কোনো বান্ডিল অফার নেই❌❌

বেক্সি কোয়ালিটি ব্লক থ্রিপিস ১১৫৫ টাকা

বেক্সি ভয়েল থ্রিপিস ১৪৫০ টাকা

তাঁত কটন হাতের কাজের শাড়ি ২২৭৫ টাকা

জয়শ্রী সিল্ক থ্রিপিস ৩১৫০ টাকা

বেক্সি স্টিচড থ্রিপিস ১৯৯৫ টাকা

প্রিমিয়াম বেক্সি থ্রিপিস ২৩৫০ টাকা

26/07/2025
-মেয়েদের অনুমান শক্তি খুব'ই প্রখর হয়। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজে'ই তা বুঝতে পারে'। কোনো পুরুষ যদি তাকে...
26/07/2025

-মেয়েদের অনুমান শক্তি খুব'ই প্রখর হয়। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজে'ই তা বুঝতে পারে'। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটা'ও অনেক টাই অনুমান করে নিতে পারে।' মেয়েরা সব'কিছু বুঝেও বেশিরভাগ সময়ে'ই কিছু না বুঝার ভান করে থাকে, কেবল সম্পর্ক টা টিকিয়ে রাখার স্বার্থে!❤❤

আমাদের ছুটির দিন🥰আজকে ঋদ্ধি সোনার স্কুলের বন্ধুর জন্মদিন ছিলো দুজন সাজুগুজু করে জন্মদিনের দাওয়াত খেয়ে আসলাম🥰
25/07/2025

আমাদের ছুটির দিন🥰

আজকে ঋদ্ধি সোনার স্কুলের বন্ধুর জন্মদিন ছিলো দুজন সাজুগুজু করে জন্মদিনের দাওয়াত খেয়ে আসলাম🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dipanita dipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipanita dipa:

Share