VOICE of ISLAM

VOICE of ISLAM মানবতার মুক্তির ধর্ম ইসলাম। মানুষের ?

06/06/2025
05/06/2025
05/06/2025

---
📌 ১. কুরবানি করা কি ওয়াজিব?
🔹 প্রশ্ন: সবার জন্য কি কুরবানি করা জরুরি?
🔸 উত্তর: হ্যাঁ, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার ওপর কুরবানি ওয়াজিব।
📖 (আবু দাউদ, হাদীস: ২৭৮৮)
---
📌 ২. নারীদের ওপর কুরবানি ওয়াজিব কি?
🔹 প্রশ্ন: মহিলা যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তবে কি তার কুরবানি করতে হবে?
🔸 উত্তর: হ্যাঁ, যদি তার স্বর্ণ/রৌপ্য/নগদ অর্থ নিসাব পরিমাণ থাকে, তবে তার ওপরও কুরবানি ওয়াজিব।
---
📌 ৩. একটি গরুতে কতজন কুরবানি দিতে পারে?
🔹 উত্তর: একটি গরু বা উটের মধ্যে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে। তবে সবার নিয়ত যেন সহীহ ও খাঁটি হয়, তা জরুরি।
---
📌 ৪. কুরবানির পশু কেমন হওয়া উচিত?
🔸 সুস্থ, ত্রুটিমুক্ত এবং নির্দিষ্ট বয়সসীমার হতে হবে।
📖 রাসুল ﷺ বলেছেন, “কান কাটা, অন্ধ, খুবই দুর্বল পশু দ্বারা কুরবানি করা যাবে না।”
— (তিরমিযি)
---
📌 ৫. আমি কুরবানি দিব না, কাউকে টাকা দিলেই কি হবে?
🔸 উত্তর: না, কুরবানি এক ইবাদত। এটি নিজ হাতে বা নির্ভরযোগ্য কাউকে দিয়ে করতে হয়। শুধু টাকা দান করে কুরবানির বিকল্প হবে না।
---
📌 ৬. কুরবানির গোশত কি গরিবকে দিতেই হবে?
🔸 উত্তম হলো গোশত তিনভাগে ভাগ করা:
১. আত্মীয়স্বজন
২. গরিব-মিসকিন
৩. নিজের পরিবার
📖 (সুরা হজ্জ: ২৮)
---
📌 ৭. কুরবানি কি কারো পক্ষ থেকে করা যায়?
🔸 হ্যাঁ, জীবিত বা মৃত আত্মীয়ের পক্ষ থেকেও কুরবানি করা যায়, তবে নিজের পক্ষ থেকে করাটা প্রথমে করণীয়।

01/06/2025

ভাই কত নিলো❓🦙🐂🐪🐫
৩ লাখ
জিতছেন ভাই, জিতছেন।
(মন টা খুশিতে গদগদ)

ভাই কত নিলো❓
১ লাখ
নাহ, ঠকছেন। ৭০ হাজার হলে ভালো হতো।
(মন টা ভেঙে গেল)

আরে ভাই, এই কুরবানী তে সেই জিতবে, যার কুরবানী কবুল করা হবে, নাহলে আপনি দুনিয়াতেও ঠকলেন, আখিরাতেও ঠকলেন ✅

কুরবানীর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া”। [সুরা হাজ্জ্ব - ৩৭]

#কুরবানি #ঈদ #আজহা #কোরবানি #পশু #গরু #

28/05/2025

আগামী ২৯ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে ঈদের দিন পর্যন্ত সবাই চুল,দাড়ি ও হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকুন।

#যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা থেকে বিরত থাকুন।

#কুরবানি #হজ্জ #জিলহজ্জ

07/05/2025

🖤আমি বললাম, আমি ব্যর্থ।
⭕আল্লাহ বলেন, ‘বিশ্বাসীরা সফল হয়।'(সুরা মু’মিনুন : ১)📿

🖤আমি বললাম, আমার অনেক কষ্ট।
⭕আল্লাহ বলেন, ‘নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি।’(সুরা আলাম নাশরাহ : ৬)।📿

🖤আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না।
⭕আল্লাহ বলেন, ‘মোমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’ (সুরা রুম : ৪৭)।📿

🖤আমি বললাম, আমি দেখতে খুব কুৎসিত।
⭕আল্লাহ বলেন, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে।’ (সুরা তীন : ৪)।📿

🖤আমি বললাম, আমার সঙ্গে কেউ নেই।
⭕আল্লাহ বলেন, ‘ভয় করিও না। মোমিনদের সঙ্গে আমি আছি।’ (সুরা তা-হা : ৪৬)।📿

🖤আমি বললাম, আমার পাপ অনেক বেশি।
⭕আল্লাহ বলেন, ‘বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা যুমার : ৫৩)।📿

🖤আমি বললাম, আমি সবসময় অসুস্থ থাকি।
⭕আল্লাহ বলেন, ‘ধামি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি।’ (সুরা বনি ইসরাইল : ৮২)।📿

🖤আমি বললাম, এই দুনিয়া আমার ভালো লাগে না।
⭕আল্লাহ বলেন, ‘তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।’ (সুরা দুহা : ৪)।📿

🖤আমি বললাম, বিজয় অনেক দূর।
⭕আল্লাহ বলেন, ‘আমার সাহায্য একান্তই নিকটবর্তী।’ (সুরা বাকারা : ২১৪)।📿

🖤আমি বললাম, আমার জীবনে কোনো খুশি নেই।
⭕আল্লাহ বলেন, ‘শিগগিরই তোমার রব এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।’ (সুরা দুহা : ৫)।📿

🖤আমি বললাম, আমি সবসময় হতাশ।
⭕আল্লাহ বলেন, ‘আর তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করিও না।’ (সুরা আলে ইমরান : ১৩৯)।📿

🖤আমি বললাম, আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না।
⭕আল্লাহ বলেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।’ (সুরা আলে ইমরান : ৫৪)।📿

🖤আমি বললাম, আমার কেউ নেই।
⭕আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা তালাক্ক : ৩)।📿

#শান্তি
#ভরসা #ধৈর্য #জীবন #চিরশান্তি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOICE of ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share