
25/09/2024
আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের এলাসিনের কৃতি সন্তান গতরাতে কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহাদাত বরণ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৭ ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট।
কর্মক্ষেত্রে সাহসী, নিষ্ঠাবান, দেশপ্রেমিক এই সেনা অফিসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন আমিন🤲।