Bangladesh School of Acting

Bangladesh School of Acting We are here to make your dream of acting comes true. Just you have to be a member of our school send you 5R Photos and c.v in our inbox,and be connected .

নিজেকে তুলে ধরতে চাই,ইচ্ছে★প্রতিভা★সাহস★পরিপূর্ণ ডেডিকেশনফেসবুক কন্টেন্ট ও ইউটিউব চ্যানেল নির্মান করতে যোগাযোগ করুননিজের...
03/11/2024

নিজেকে তুলে ধরতে চাই,ইচ্ছে

★প্রতিভা
★সাহস
★পরিপূর্ণ ডেডিকেশন
ফেসবুক কন্টেন্ট ও ইউটিউব চ্যানেল
নির্মান করতে যোগাযোগ করুন
নিজের প্রতিভা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন

কাজ করবে আমাদের দক্ষ ফিল্ম মেকিং টিম

শর্ত প্রযোজ্য

27/06/2024

সময়ের পরিবর্তন মাত্র।
Toofan

একটি টিম গঠন হতে যাচ্ছেঅনেকেই মেসেজ করেছেনসবার মেসেজ খুজে খুজে রিপ্লাই করা  কঠিনটিমে যুক্ত হতে হলে ৩ কপি 4R size ছবি ফটো...
25/06/2024

একটি টিম গঠন হতে যাচ্ছে
অনেকেই মেসেজ করেছেন
সবার মেসেজ খুজে খুজে রিপ্লাই করা কঠিন

টিমে যুক্ত হতে হলে ৩ কপি 4R size ছবি ফটো শুট করা হলে ভাল হয়।

বয়স সীমা-১৫---৫০

ছেলে ১৪--২৫
মেয়ে ১৫--২৫
বাবা ৩০+
মা ৩০+
দাদা দাদী ৪৫/৫০

সকলকে দ্রুত যোগাযোগ করার আহবান জানানো যাচ্ছে।

বেশ কিছু নাটক আমরা নির্মান করতে যাচ্ছি।

ধন্যবাদ।

বিনোদন ডেস্কনুসরাত ফাতেহ আলী খান ১৯৮০ সালে প্রথম ভারত সফর করেন! মূলত সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। রাজ কাপুর তার ছেলে ঋ...
18/05/2024

বিনোদন ডেস্ক

নুসরাত ফাতেহ আলী খান ১৯৮০ সালে প্রথম ভারত সফর করেন! মূলত সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। রাজ কাপুর তার ছেলে ঋষি কাপুরের বিয়েতে গান গাওয়ার জন্য খান সাহাবকে আমন্ত্রণ জানান! সেই বিয়ের অনুষ্ঠানে বলিউডের সব বড়ো বড়ো গায়ক ও গায়িকারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী কথা ছিল, নুসরাত ফাতেহ আলী খান ৩০ মিনিট গান গাইবেন! কিন্তু নুসরাত যখন গান শুরু করলেন তখন রাজ কাপুর, ঋষি কাপুরসহ উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেলেন! রাজ কাপুর এতোটাই মুগ্ধ হলেন যে, নুসরাত সাহাবকে অনুরোধ করে পুরো চার ঘন্টা গান শুনলেন!
দুই
নুসরাত ফাতেহ আলী খানের তখন বিশ্বজোড়া নাম। ফ্রান্সের একটি কালচারাল ক্লাব নুসরাত সাহাবকে সেখানে আমন্ত্রণ জানায়! নুসরাত সাহাব চিন্তা করলেন, ফ্রান্সের মানুষজন তো উর্দু বুঝবে না। তাই গানগুলো ইংরেজিতে অনুবাদ করে নিয়ে যান।

নুসরাত সাহাব যখন বললেন, তিনি ইংরেজিতে গান গাইবেন তখন উপস্থিত দর্শকরা আপত্তি জানালেন। তারা বললেন, আপনি আমাদের সাথে জুলুম করবেন না। আপনি উর্দু ভাষাতেই গান গাবেন! আমরা গানের সুরে গানের কথা বুঝে নিবো!
তিন
একবার এক অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান বলেছিলেন, '৯২ এ বিশ্বকাপ জেতার পেছনে নুসরাত ফাতেহ আলী খানেরও অবদান আছে। ৯২ বিশ্বকাপে পাকিস্তান প্রথম দিকের ম্যাচগুলোতে হারতে থাকে। দলের সবাই আপসেট, আমিও আপসেট! হোটেল রুমে নুসরাত সাহাবের গান শুনছিলাম। যখনই নুসরাত সাহাবের 'আল্লাহু আল্লাহু আল্লাহ...' গান শুনলাম, আমার ভিতরে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। পরের ম্যাচে নামার আগে আমি দলের সবাইকে নিয়ে নুসরাত সাহাবের 'আল্লাহু আল্লাহু আল্লাহু' গান শুনলাম। তারপর লক্ষ্য করলাম সবাই উজ্জীবিত ও আত্নবিশ্বাসী হয়ে উঠছে। আমরা ফাইনালের দিনও গানটা শুনেই মাঠে নেমেছিলাম। '

তারপর ইমরান খান বলেন, 'নুসরাত সাহাবের গানে ও কণ্ঠে এমন কিছু একটা আছে, যা ব্যাখ্যাতীত! তার গান শুনে পাগল হবে না, এমন লোক দুনিয়ায় পাওয়া যাবে না!'
চার
১৯৯৩ সালের কথা! ভারতের রাজস্থান থেকে এক বয়স্ক লোক নুসরাত সাহাবের বাড়িতে আসলেন! নুসরাত সাহাবের সাথে দেখা করে বললেন, 'আমার মেয়ে বিয়েতে আমার থেকে কোনো উপহার নিতে চাচ্ছে না। তবে একটি আবদার করেছে। তার বিয়েতে আপনি গান গাইবেন-এই আবদারটুকু করেছে!'

পাশেই নুসরাত সাহেবের সেক্রেটারি বসা ছিল। সেক্রেটারি বয়স্ক লোকটার কাছে ১ লাখ টাকা চাইল। তাহলে নুসরাত সাহাব আপনার মেয়ের বিয়েতে গান গাইবে!

তখন নুসরাত সাহাব বললেন, 'না! একটাও দিতে হবে না। আমি বিনা পয়সাতেই আপনার মেয়ের বিয়েতে গান গাইতে যাবো!'

বিয়ের দিন নুসরাস সাহাব ঠিকই তার দলবল নিয়ে উপস্থিত হলেন। বিয়েতে গান গাইলেন! গানের আসর শেষে ফেরার পথে নুসরাত সাহাব সেই মেয়েকে বিয়ের উপহার হিসেবে ৫০ হাজার টাকা উপহার দিয়েছিলেন!

গান শুনলে কারোর কান্না আসে কিনা জানি না! তবে নুসরাত সাহাবের গান শুনলে চোখ দুটো ছলছল হয়ে যায়! নুসরাত সাহাবের গানে কী জাদু আছে, কেউ কি বলতে পারবে...!

10/09/2023

অভিনয় অত সোজা নয়

বায়োডাটা৪ কপি  4R size photo সহ মেসেজ করুন।নির্বাচিতদের আগামী ৩ তারিখ অডিশনের জন্য ডাকা হবে।
27/08/2023

বায়োডাটা
৪ কপি 4R size photo সহ
মেসেজ করুন।
নির্বাচিতদের আগামী ৩ তারিখ অডিশনের জন্য ডাকা হবে।

26/08/2023

মেসেঞ্জারে নক যেভাবে দিচ্ছেন,পূর্বের সার্কুলার টি ভাল করে পড়ুন,নাম ঠিকানা/ফোন নাম্বার ৪ কপি ছবি(শুট করা থাকলে ভাল)বিশেষ গুন উল্লেখ করে মেসেজ করুন,ডাকা হবে।

Address

Lalbagh
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh School of Acting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share