An-Noor Media

25/09/2024
আলহামদুলিল্লাহ! মুফতি সাহেব হুজুরর ছেলেকে পাওয়া গেছে।
05/09/2024

আলহামদুলিল্লাহ! মুফতি সাহেব হুজুরর ছেলেকে পাওয়া গেছে।

নিখোজ সংবাদ, সকলের সহযোগিতা আশা করছি  মোহাম্মদ শোয়াইব কে গত ২৭ আগস্ট রোজ সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ত্রানের ক...
30/08/2024

নিখোজ সংবাদ, সকলের সহযোগিতা আশা করছি

মোহাম্মদ শোয়াইব কে গত ২৭ আগস্ট রোজ সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ত্রানের কাজে সহায়তার উদ্দেশ্যে আমাদের শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সে আমাদের মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও আমাদের মাদ্রাসার মসজিদের খতীব মুফতি ইউসুফ সাহেব হুজুরের বড় ছেলে।
তাকে খুজে পেতে সকলের সহযোগিতা আশা করছে তার পরিবার ।

যোগাযোগের ঠিকানাঃ
শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, শর্শদি বাজার, ফেনী।
মোবাইলঃ 01865-510180
01818140-966

বিঃদ্রঃ পোস্টের ছবিটি দুই বছর আগের। তবে বর্তমান চেহারার সাথে এখনো মিল আছে।

24/08/2024

আপনার ত্রান স্বচ্ছ জায়গায় দিতে চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করুন। বিকাশ এ্যাপের মাধ্যমে দান করতে পারবেন।মনে রাখবেন ত্রান নিয়েও প্রচুর বাটপারি হচ্ছে।

22/08/2024

ফেনীতে ত্রানের চেয়ে উদ্ধার করা বেশি দরকার।

03/08/2024

বীর চট্টলা

04/07/2024

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে—১০১ মিলিমিটার।

এই লোকটা অলওয়েজ ফালতু
10/06/2024

এই লোকটা অলওয়েজ ফালতু

07/06/2024

চাঁদ দেখা গেছে,
১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা

06/06/2024

সৌদি আরবে ঈদ ১৬ জুন

01/06/2024

ফের ক্ষমতায় আসছে মোদি

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। প্রথমত এই ''দুর্ঘটনায়'' ইরানী প্রেসিডেন্ট ছাড়াও আরও দু'জন গুরুত...
20/05/2024

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। প্রথমত এই ''দুর্ঘটনায়'' ইরানী প্রেসিডেন্ট ছাড়াও আরও দু'জন গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও অন্যজন সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম।

তৃতীয় ব্যক্তি, অর্থাৎ আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম অন্য দুজনের থেকে কম গুরুত্বপূর্ণ নন, বরং ভবিষ্যৎ চিন্তায় তিনি প্রথম দুইজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমকে মনে করা হতো ইরানের আগামীর সর্বোচ্চ নেতা। বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই পদে আলী আলে-হাশেম অধিষ্ঠিত হওয়ার খুব সম্ভাবনা ছিল।

ইরানের ক্ষমতা কাঠামোর ধরণে এক নাম্বার হলেন সর্বোচ্চ নেতা। দ্বিতীয় প্রেসিডেন্ট, তৃতীয় পররাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ নেতার মুখপাত্রের অবস্থান এর পর পরেই। সে হিসেবে বলা যায় ইরানের প্রধান ৪ জন ক্ষমতাধরের ৩ জন মারা গেলেন।

প্রশ্ন হচ্ছে, এমন গুরুত্বপূর্ণ ৩ জন কেন একই হেলিকপ্টারে সফরে গেলেন? তাও আবার সেই হেলিকপ্টার প্রায় অর্ধশত বছর পুরনো!

নিরাপত্তার দায়িত্বে থাকা বাকি হেলিকপ্টারগুলো ঠিকঠাক থাকলেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলো কেন!

হোক না পাশের দেশ, তারপরেও কি প্রেসিডেন্টের বিদেশ সফর হেলিকপ্টারে করে যাওয়া যৌক্তিক?

ইরানের মতো আধুনিক বিজ্ঞানে অনেকটাই স্বনির্ভর একটি দেশের গোয়েন্দা সংস্থা, আবহাওয়া অধিদপ্তর কিভাবে এমন বিপদজনক স্থান দিয়ে প্রেসিডেন্টের হেলিকপ্টারকে যাওয়ার ক্লিয়ারেন্স দিলো!

ইতরাইল-ইরান বিরোধ এখন প্রকাশ্য। ইবরাহীম রাইসি একমাত্র ইরানী প্রেসিডেন্ট যার আমলে ইতরাইলে সরাসরি হামলা হয়েছে। এমন একজন প্রেসিডেন্টের নিরাপত্তায় এত এত ফাঁকফোকর!

এমন অনেক প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। হয়তো কখনো পাওয়া যাবেও না।

ইরান নিয়ে আমাদের আলাদা বক্তব্য রয়েছে। আমরা ইরানের সিরিয়া ও ইরাকনীতিসহ অনেক বিষয়ে স্পষ্ট দ্বিমত রাখি। এসব দেশে তারা নরপশুর ভূমিকায় ছিলো ও আছে। তবে একসাথে এমন ৩ জন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু বৃহৎ অর্থে মুসলিম বিশ্বের জন্য অশনিসংকেত।

-মাহফুজ খন্দকার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when An-Noor Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An-Noor Media:

Share