Mood Swing Business 2.0

Mood Swing Business 2.0 Sharing Happiness to my loving people ❤️💙💜

খুবই প্রয়োজনীয় জিনিস নবজাতক শিশুদের জন্য 💥
05/10/2025

খুবই প্রয়োজনীয় জিনিস নবজাতক শিশুদের জন্য 💥

সময়টা সত্যিই চোখের পলকে চলে যায়।মনে হয় যেন সেদিনই তোমাকে প্রথম কোলে নিয়েছি, তোমার ছোট্ট আঙুলগুলো ধরেছি।আজ তুমি ২ মাসের—ম...
03/10/2025

সময়টা সত্যিই চোখের পলকে চলে যায়।

মনে হয় যেন সেদিনই তোমাকে প্রথম কোলে নিয়েছি, তোমার ছোট্ট আঙুলগুলো ধরেছি।
আজ তুমি ২ মাসের—মুখে হাসি ফুটে উঠছে, চোখে চেনার আলো,
আর প্রতিদিনই তুমি নতুন কিছু শিখছ, খুব তারাতাড়ি বড় হয়ে যাচ্ছ।
তোমার এই মুহূর্তগুলো একদিন হবে আমার জন্য মিষ্টি স্মৃতি।
সময় থেমে থাকে না, তাই এই ছোট্ট মুহূর্তগুলো
হৃদয়ে বেঁধে রাখছি—
কারণ তোমার বড় হয়ে যাওয়া
সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দ্রুত ঘটে যাওয়া গল্প আমার জীবনের 💕

03/10/2025

মেয়ের জন্য ছোট্ট কেনাকাটা ❤️

মা আর সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন। সন্তানের প্রথম হাসি, প্রথম শব্দ, প্রথম পদক্ষেপে মায়ের আনন্দই সবচেয়ে...
02/10/2025

মা আর সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন। সন্তানের প্রথম হাসি, প্রথম শব্দ, প্রথম পদক্ষেপে মায়ের আনন্দই সবচেয়ে বড় পুরস্কার। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, সীমাহীন এবং চিরন্তন; সন্তানের প্রতিটি কষ্টে মায়ের হৃদয় ব্যথিত হয়, আর সন্তানের প্রতিটি হাসিতে মায়ের পৃথিবী আলোকিত হয়ে ওঠে। 💕👩‍👧‍👦✨

প্রিয় মানুষগুলোর থেকে পাওয়া আমার ছোট্ট পরীর জন্য উপহার
30/09/2025

প্রিয় মানুষগুলোর থেকে পাওয়া আমার ছোট্ট পরীর জন্য উপহার

30/09/2025

বেবি কেয়ার কিট ব্যবহার করে উপকার পেয়েছি কি না?❤️

বোনের প্রতি দায়িত্ব হলো তাকে সুরক্ষা দেওয়া, সম্মান করা, তার স্বপ্নে পাশে দাঁড়ানো এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাকে ভাল...
30/09/2025

বোনের প্রতি দায়িত্ব হলো তাকে সুরক্ষা দেওয়া, সম্মান করা, তার স্বপ্নে পাশে দাঁড়ানো এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাকে ভালোবাসা ও বিশ্বাসের আশ্রয় দেওয়া।

সবাই দোয়া কইরো আমার ওমার যেন এমন ভাই হতে পারে।

কিছু মানুষকে এখন খুব সহজেই ইগনোর করতে পারি।নেগেটিভ মানুষ,তাদের নেগেটিভ কথা আর অযাচিত জাজমেন্ট এগুলা কিছুই এখন গায়ে লাগে ...
29/09/2025

কিছু মানুষকে এখন খুব সহজেই ইগনোর করতে পারি।নেগেটিভ মানুষ,তাদের নেগেটিভ কথা আর অযাচিত জাজমেন্ট এগুলা কিছুই এখন গায়ে লাগে না।এখন আর তারা আমাকে দুর্বল করতে পারে না।
নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকা মানেই নিজের এবং নিজের সন্তানের সুস্থ মানসিক পরিবেশ তৈরি করা

“তোমার ছোট্ট হাত ধরে আমি পুরো পৃথিবীর সুখ খুঁজে পেয়েছি, আমার সুখের ঠিকানা  💕
28/09/2025

“তোমার ছোট্ট হাত ধরে আমি পুরো পৃথিবীর সুখ খুঁজে পেয়েছি,
আমার সুখের ঠিকানা 💕

মা আর সন্তানের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন, যেখানে মায়ের হৃদয় সবসময় সন্তানের জন্য ভালোবাসা আর দোয়াতে ভরা থা...
28/09/2025

মা আর সন্তানের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন, যেখানে মায়ের হৃদয় সবসময় সন্তানের জন্য ভালোবাসা আর দোয়াতে ভরা থাকে। ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mood Swing Business 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share