আরশিনগর

আরশিনগর বাংলার সাংস্কৃতিক আশ্রম

আরশিনগরকে আমরা বলি বাংলার সাংস্কৃতিক আশ্রম। সংস্কৃতি মানে যেমন আমরা মনে করে থাকি-- নাচ-গান-ছবি আঁকা ইত্যাদি-- এসবই না কেবল। বরং আমাদের প্রতিদিনের জীবনই সংস্কৃতি। অর্থাৎ আমাদের খাওয়া, পরা, রুচি, অভ্যাস-- এসব নিয়ে কাজ করছে আরশিনগর।

আরশিনগর শিশুদের শিল্প-সংস্কৃতি শিক্ষা নিয়ে নিয়ে কাজ করছে। নানারকম প্রতিযোগিতা আর উৎসবের মাধ্যমে তাদের মননশীলতার বিকাশে কাজ করছে।

বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আরশিনগর

ের কাজের অন্যতম বিষয়। সেলক্ষ্যে দেশি পণ্যের মেলা আয়োজনসহ বিভিন্নরকম পণ্য নিয়ে আলাদাভাবে কাজ করছে আরশিনগর।

22/08/2025
🌧️ বর্ষাবরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩২ 🌧️(গান, আবৃত্তি ও চিঠি লেখা, চিত্রাঙ্কন ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা)ঋতুর রঙে রাঙা বাংল...
17/07/2025

🌧️ বর্ষাবরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩২ 🌧️

(গান, আবৃত্তি ও চিঠি লেখা, চিত্রাঙ্কন ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা)

ঋতুর রঙে রাঙা বাংলার আকাশ-বাতাস আবারও ধরা দিয়েছে বর্ষার মনকেমন করা সুরে। বর্ষা শুধু বৃষ্টি নয়—বর্ষা আমাদের কল্পনা, প্রেম, প্রতীক্ষা, প্রতিবাদ ও সৃষ্টি।
এই বর্ষাকে বরণ করে নিতে আরশিনগর, শিল্পপুরাণ ও বাংলাদেশের খবর একসাথে মিলে এবারের বিশেষ আয়োজন ‘বর্ষাবরণ সাংস্কৃতিক উৎসব ১৪৩২’।

এই উৎসবে অনলাইনের পাশাপাশি থাকছে সরাসরি অফলাইন আনন্দ-আয়োজনও।

🌐 অনলাইন প্রতিযোগিতা (৩১ জুলাই ২০২৫ পর্যন্ত) :

বয়সভিত্তিক ৪টি শাখায় অংশ নেওয়া যাবে নিচে দেওয়া বিষয়গুলোতে :

🔹 আবৃত্তি প্রতিযোগিতা
🔹 সংগীত প্রতিযোগিতা
🔹 চিঠি লেখার প্রতিযোগিতা (শুধুমাত্র ১৮+ ঘ শাখার জন্য)

📌 প্রতিযোগিতার ভিডিও বা চিঠির (স্ক্যান/ছবি) পোস্ট দিতে হবে ‘আরশিনগর মঞ্চ’ ফেসবুক গ্রুপে।

গ্রুপ : আরশিনগর মঞ্চ

📌 পোস্টের ক্যাপশনে অবশ্যই ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ : #বর্ষাবরণ১৪৩২

📌 এবং লিখতে হবে : নাম, বয়স, অংশগ্রহণের বিষয় এবং কোন এলাকা থেকে অংশ নিচ্ছেন (যেমন : ঢাকার মতিঝিল/ ফরিদপুর/ খুলনা/ বরিশাল ইত্যাদি)।

📌 মোবাইল নম্বর বা বিস্তারিত ঠিকানা নিবন্ধন নিশ্চিত করে ইনবক্সে বা হোয়াটঅ্যাপে দিতে হবে।

🎨 অফলাইন প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান (১২ আগস্ট ২০২৫, শুক্রবার)

📍 স্থান : বাংলাদেশের খবর কার্যালয়, প্লট নং-৩১৪/এ, রোড-১৮,ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯

🔸 চিত্রাঙ্কন প্রতিযোগিতা (৩–১৮ বছর বয়সীদের জন্য)
🔸 যেমন খুশি সাজো প্রতিযোগিতা (৩–১৮ বছর বয়সীদের জন্য)
🔸 পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা

🧒 বয়সভিত্তিক শাখা বিভাজন :

📌 ক শাখা : ৩–৬ বছর
📌 খ শাখা : ৬+–১১ বছর
📌 গ শাখা : ১১+–১৮ বছর
📌 ঘ শাখা : ১৮ বছর+

✏️ বিষয়বস্তু :

🌻 ক শাখা (৩–৬ বছর)

🔸 আবৃত্তি : বর্ষা/বৃষ্টি নিয়ে ছড়া বা কবিতা
🔸 সঙ্গীত : বর্ষা, প্রকৃতি বা শিশুসঙ্গীত
🔸 চিত্রাঙ্কন : আমার বাংলাদেশ (১২ আগস্ট সরাসরি এসে আঁকতে হবে)
🔸 যেমন খুশি সাজো : ইচ্ছামতো (১২ আগস্ট সরাসরি এসে পারফর্ম করতে হবে)

🌻 খ শাখা (৬+–১১ বছর)

🔸 আবৃত্তি : বর্ষা/বৃষ্টি নিয়ে কবিতা
🔸 সঙ্গীত : বর্ষা/প্রকৃতি বিষয়ক গান
🔸 চিত্রাঙ্কন : বাংলাদেশের বর্ষাকাল (১২ আগস্ট সরাসরি এসে আঁকতে হবে)
🔸 যেমন খুশি সাজো : ইচ্ছামতো (১২ আগস্ট সরাসরি এসে পারফর্ম করতে হবে)

🌻 গ শাখা (১১+–১৮ বছর)

🔸 আবৃত্তি : বর্ষা/বৃষ্টি নিয়ে কবিতা
🔸 সঙ্গীত : বর্ষা বা ষড়ঋতু নিয়ে গান
🔸 চিত্রাঙ্কন : বাংলাদেশে বর্ষাকালে দুর্ভোগ (১২ আগস্ট সরাসরি এসে আঁকতে হবে)
🔸 যেমন খুশি সাজো : ইচ্ছামতো (১২ আগস্ট সরাসরি এসে পারফর্ম করতে হবে)

🌻 ঘ শাখা (১৮+ বছর)

🔸 আবৃত্তি : বর্ষা/বৃষ্টি নিয়ে কবিতা
🔸 চিঠি লেখা : রবীন্দ্রনাথ বলেছিলেন— ‘এমন দিনে তারে বলা যায়’। নিজের জীবনের সেই ‘তার’—যার কাছে কিছু কথা আজও বলা হয়নি, সেই অনুভবগুলো চিঠিতে প্রকাশ করুন।
হাতে লিখে ছবি তুলে বা স্ক্যান করে পোস্ট দিন।

💰 নিবন্ধন ফি :
প্রতি বিষয়ে : ১০০ টাকা মাত্র
(একজন অংশগ্রহণকারী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন)

📌 নিবন্ধন ও অনলানে পোস্ট জমার শেষ তারিখ : ৩১ জুলাই ২০২৫

📤 নিবন্ধনের জন্য :
বিকাশ/নগদে ফি পাঠিয়ে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে (০১৮৭০২৫৮২৩৪)
নিম্নোক্ত তথ্যগুলো পাঠাতে হবে—
🔸 নাম
🔸 জন্মতারিখ
🔸 মোবাইল নম্বর
🔸 বর্তমান ঠিকানা
🔸 টাকা পাঠানোর স্ক্রিনশট বা নম্বরের শেষ ৪টি সংখ্যা

🧾 বিকাশ (পার্সোনাল) : ০১৯৪৮০০৭৯৬০
🧾 নগদ (পার্সোনাল) : ০১৫৭৫৪২২৩৬৯

নিবন্ধন নিশ্চিত হলে ‘আরশিনগর মঞ্চ’ গ্রুপে প্রতিযোগিতার উপস্থাপনাটি পোস্ট করতে পারবেন।

🏆 পুরস্কার ও সনদপত্র :

প্রতিটি বিষয়ে প্রতিটি শাখার সেরা অংশগ্রহণকারীদের জন্য থাকবে পুরস্কার ও সনদপত্র।

ℹ️ আরও তথ্য বা কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্সে প্রশ্ন করতে পারেন।

হ্যাশট্যাগে চোখ রাখুন বর্ষার সৃষ্টিময়তায় ভেসে যেতে : #বর্ষাবরণ১৪৩২

আয়োজনে : আরশিনগর, শিল্পপুরাণ ও বাংলাদেশের খবর

06/06/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ঈদ মোবারক 🌼🍀
06/06/2025

ঈদ মোবারক 🌼🍀

সবার মঙ্গল হোক শুভ নববর্ষ
14/04/2025

সবার মঙ্গল হোক
শুভ নববর্ষ

 #শ্রদ্ধাঞ্জলি
20/02/2025

#শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাংস্কৃতিক উৎসব ২০২৫ভাষার মাস ফেব্রুয়ারিতে শিল্পপুরাণ এবং আরশিনগর শিশু-কিশোরদের জন্য আয়োজন করত...
16/01/2025

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাংস্কৃতিক উৎসব ২০২৫

ভাষার মাস ফেব্রুয়ারিতে শিল্পপুরাণ এবং আরশিনগর শিশু-কিশোরদের জন্য আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং মনের মতো সাজি প্রতিযোগিতা।

আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর-১১’র ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হবে এসব আয়োজন।

🌀 ছবি আঁকা প্রতিযোগিতা—
তারিখ ও সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বিকেল ৪টায়

🛑
ক গ্রুপ : শূন্য থেকে ২য় শ্রেণি
ছবির বিষয়- যা ইচ্ছা তাই
মাধ্যম- উন্মুক্ত

🛑
খ গ্রুপ : ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি
ছবির বিষয়- বাংলাদেশ
মাধ্যম- উন্মুক্ত

🛑
গ গ্রুপ : ৭ম শ্রেণি ১০ম শ্রেণি
ছবির বিষয়- ভাষার লড়াই
মাধ্যম- উন্মুক্ত

📣 আয়োজকদের পক্ষ থেকে শুধু কাগজ সরবরাহ করা হবে। প্রয়োজনীয় আর সবকিছু সাথে নিয়ে আসতে হবে।

🌀আবৃত্তি প্রতিযোগিতা—
তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিকেল ৪টায়

🛑
ক গ্রুপ : শূন্য থেকে ২য় শ্রেণি
কবিতা - প্রিয় স্বাধীনতা, কবি শামসুর রাহমান

🛑
খ গ্রুপ : ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি
কবিতা - জন্মেছি এই দেশে, কবি সুফিয়া কামাল

🛑
গ গ্রুপ : ৭ম শ্রেণি ১০ম শ্রেণি
কবিতা - স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ

🌀 মনের মতো সাজি প্রতিযোগিতা—

তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার সন্ধ্যা ৬টা

বয়স : ৫-১২ বছর

📣 ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার বাস্তব অবস্থা ইত্যাদি বিষয়-- অর্থাৎ ভাষার মাসের মর্যাদা বিবেচনায় নিয়ে মনের মতো সাজের পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।

📣 নিবন্ধন ফি : ৫০ টাকা (প্রতি বিষয়ে, একজন একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে)।

📣 নিবন্ধন করতে নিচে দেওয়া বিকাশ নাম্বারে নিবন্ধন ফি পাঠিয়ে অংশগ্রহণকারীর তথ্যগুলো হোয়াটসঅ্যাপ বা পেজের ম্যাসেঞ্জারে দিয়ে নিবন্ধন নিশ্চিত করুন।

*শিশুর নাম :
*অভিভাবকের নাম :
*ঠিকানা :
*বয়স/ শ্রেণি :
*ফোন নাম্বার :
*অংশগ্রহণের বিষয় :

যে নাম্বার থেকে নিবন্ধন ফি পাঠিয়েছেন বা টাকা পাঠানোর স্ক্রিনশট।

☎ বিকাশ নাম্বার : 01948007960 (পারসোনাল)
☎ তথ্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে : 01862515646

🌀 মিডিয়া পার্টনার : বাংলাদেশের খবর
====
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী ২০২৫

📣 স্টল ও আসন বুকিং চলছে এবং স্পনসর নেয়া হচ্ছে।

🌀 উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করবেন— আদিবা লাবিব (Digital Marketer, Social Media Expert, SEO Expert, IT Specialist, NSDA certified.)

🌀 উদ্যোক্তাদের লক্ষ্যে স্থির থাকতে করণীয় বিষয়ে সেশন পরিচালনা করবেন— রওশন আরা (ফাউন্ডার এন্ড ওনার, কৈফিয়া)

🌀 কমিউনিকেশন স্কিল বিষয়ে সেশন পরিচালনা করবেন— মেহেদী হাসান শোয়েব (সাংবাদিক, আবৃত্তিশিল্পী, বিতার্কিক)।

🌀 আয়োজন চলবে ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০২৫, শনি ও রবিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

🌀 স্টল টেবিল সাইজ - ৫*৩ ফিট ও ৬*৩ ফিট (প্রতি স্টলে ২টা চেয়ার)

📣 বুকিং- ৩,৫০০ টাকা ও ৩,০০০ টাকা (টেবিল সাইজ ২ রকম)*

🛑 স্টল ও আসন বুকিং দিতে এবং স্পন্সরশিপের জন্য যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে :

☎ 01862515646 ও ☎ 01948007960

যা যা থাকবে :
১. উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের স্টল। পণ্য প্রদর্শনী ও বিক্রি।
২. উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সেশন
৩. শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
৪. বইয়ের প্রকাশনা উৎসব।
৫. মিট সেলিব্রেটি।
৬. আবৃত্তি সন্ধ্যা
৭. মিডিয়া কভারেজ।

Happy New Year 2025
31/12/2024

Happy New Year 2025

বড়দিনের শুভেচ্ছা
25/12/2024

বড়দিনের শুভেচ্ছা

Address

House-5/D/2, Wasa Road, East Basabo
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when আরশিনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আরশিনগর:

Share

Category