16/01/2025
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাংস্কৃতিক উৎসব ২০২৫
ভাষার মাস ফেব্রুয়ারিতে শিল্পপুরাণ এবং আরশিনগর শিশু-কিশোরদের জন্য আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। থাকছে ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং মনের মতো সাজি প্রতিযোগিতা।
আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর-১১’র ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হবে এসব আয়োজন।
🌀 ছবি আঁকা প্রতিযোগিতা—
তারিখ ও সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার বিকেল ৪টায়
🛑
ক গ্রুপ : শূন্য থেকে ২য় শ্রেণি
ছবির বিষয়- যা ইচ্ছা তাই
মাধ্যম- উন্মুক্ত
🛑
খ গ্রুপ : ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি
ছবির বিষয়- বাংলাদেশ
মাধ্যম- উন্মুক্ত
🛑
গ গ্রুপ : ৭ম শ্রেণি ১০ম শ্রেণি
ছবির বিষয়- ভাষার লড়াই
মাধ্যম- উন্মুক্ত
📣 আয়োজকদের পক্ষ থেকে শুধু কাগজ সরবরাহ করা হবে। প্রয়োজনীয় আর সবকিছু সাথে নিয়ে আসতে হবে।
🌀আবৃত্তি প্রতিযোগিতা—
তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিকেল ৪টায়
🛑
ক গ্রুপ : শূন্য থেকে ২য় শ্রেণি
কবিতা - প্রিয় স্বাধীনতা, কবি শামসুর রাহমান
🛑
খ গ্রুপ : ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি
কবিতা - জন্মেছি এই দেশে, কবি সুফিয়া কামাল
🛑
গ গ্রুপ : ৭ম শ্রেণি ১০ম শ্রেণি
কবিতা - স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণ
🌀 মনের মতো সাজি প্রতিযোগিতা—
তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার সন্ধ্যা ৬টা
বয়স : ৫-১২ বছর
📣 ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষার বাস্তব অবস্থা ইত্যাদি বিষয়-- অর্থাৎ ভাষার মাসের মর্যাদা বিবেচনায় নিয়ে মনের মতো সাজের পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।
📣 নিবন্ধন ফি : ৫০ টাকা (প্রতি বিষয়ে, একজন একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে)।
📣 নিবন্ধন করতে নিচে দেওয়া বিকাশ নাম্বারে নিবন্ধন ফি পাঠিয়ে অংশগ্রহণকারীর তথ্যগুলো হোয়াটসঅ্যাপ বা পেজের ম্যাসেঞ্জারে দিয়ে নিবন্ধন নিশ্চিত করুন।
*শিশুর নাম :
*অভিভাবকের নাম :
*ঠিকানা :
*বয়স/ শ্রেণি :
*ফোন নাম্বার :
*অংশগ্রহণের বিষয় :
যে নাম্বার থেকে নিবন্ধন ফি পাঠিয়েছেন বা টাকা পাঠানোর স্ক্রিনশট।
☎ বিকাশ নাম্বার : 01948007960 (পারসোনাল)
☎ তথ্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে : 01862515646
🌀 মিডিয়া পার্টনার : বাংলাদেশের খবর
====
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী ২০২৫
📣 স্টল ও আসন বুকিং চলছে এবং স্পনসর নেয়া হচ্ছে।
🌀 উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করবেন— আদিবা লাবিব (Digital Marketer, Social Media Expert, SEO Expert, IT Specialist, NSDA certified.)
🌀 উদ্যোক্তাদের লক্ষ্যে স্থির থাকতে করণীয় বিষয়ে সেশন পরিচালনা করবেন— রওশন আরা (ফাউন্ডার এন্ড ওনার, কৈফিয়া)
🌀 কমিউনিকেশন স্কিল বিষয়ে সেশন পরিচালনা করবেন— মেহেদী হাসান শোয়েব (সাংবাদিক, আবৃত্তিশিল্পী, বিতার্কিক)।
🌀 আয়োজন চলবে ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০২৫, শনি ও রবিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
🌀 স্টল টেবিল সাইজ - ৫*৩ ফিট ও ৬*৩ ফিট (প্রতি স্টলে ২টা চেয়ার)
📣 বুকিং- ৩,৫০০ টাকা ও ৩,০০০ টাকা (টেবিল সাইজ ২ রকম)*
🛑 স্টল ও আসন বুকিং দিতে এবং স্পন্সরশিপের জন্য যোগাযোগ করুন নিচে দেয়া নাম্বারে :
☎ 01862515646 ও ☎ 01948007960
যা যা থাকবে :
১. উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের স্টল। পণ্য প্রদর্শনী ও বিক্রি।
২. উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সেশন
৩. শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
৪. বইয়ের প্রকাশনা উৎসব।
৫. মিট সেলিব্রেটি।
৬. আবৃত্তি সন্ধ্যা
৭. মিডিয়া কভারেজ।