Doinik Rajniti - দৈনিক রাজনীতি

Doinik Rajniti - দৈনিক রাজনীতি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দৈনিক পত্রিকা।

ট্রাম্পের এই সিদ্ধান্তকে আপনারা কি ভাবে দেখছেন?
22/01/2025

ট্রাম্পের এই সিদ্ধান্তকে আপনারা কি ভাবে দেখছেন?

29/11/2024
06/09/2024

ভারত সিরিজে সাকিবদের উপর বড় হামলার হুমকি, বাতিল হতে পারে ম্যাচ!

03/09/2024

আওয়ামী লীগ আমালের সাবেক দুই আই জিপি গ্রেফতার।

01/09/2024

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক।

31/08/2024

অতীত নিয়ে বিভ্রান্ত হয়োনা, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেওনা, বর্তমানের দিকে মনোযোগ দেও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়।”

– গৌতম বুদ্ধ

31/08/2024

একটি টিভি সাক্ষাৎকারে কিশোর ফাইয়াজ বলেছেন :

❝রিমান্ডে থাকার সময় জামাতে নামাজের ফুটেজ চেক করতে বলেছে, আমি যদি নামাজ পড়ি তবে আমি ছাত্রশিবিরের কর্মী।❞

আয়না ঘরের বন্দী ব্যারিস্টার আরমান :

❝আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। তখন তারা জোরে মিউজিক ছেড়ে দিতো যাতে আজান শুনতে না পারি।❞ - এনটিভিতে দেওয়া সাক্ষাৎকারে।

আয়না ঘর থেকে মু-ক্তি পাওয়া এক ব-ন্দী ‌:

❝আয়না ঘরের ভিতরে বড় ফ্যান চালিয়ে রাখা হতো যাতে ভেতরে শব্দ বাহিরে না যায়। একবার পনেরো মিনিটের জন্য ফ্যান নষ্ট ছিল, তখন মসজিদের মাইক থেকে সেহেরির জন্য ডাকা হচ্ছিল শুনে বুঝলাম রমজান মাস চলছে।❞

আয়না ঘর থেকে মুক্তি পাওয়া তানভীর মাহতাব :

❝ভেতর থেকে ডাকলে একজন আসে। আমি তখন তার কাছে একটি কোরআন শরীফ চাই। সে বলে, কুরআন শরীফ দিয়ে কি হবে? আমি বললাম, 'রমজান মাস একটু কোরআন পড়তে ইচ্ছে করছে।' সে বলল, কুরআন পড়ে কি হবে, তোর আল্লাহ তোরে বাঁ-চা-ই-তে পারবো?❞

❝যারা প-র্দা করে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত।❞ – অধ্যাপক ওয়াহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাবি'তে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রদের শা-স্তি চেয়ে চিঠি দিয়েছেন কলা অনুষদের ডীন অধ্যাপক আব্দুল বাসির।

৩৮-তম বিসিএসে প্রথম হয়েও বাদ পড়লেন মারুফ কোরআনের হাফেজ হওয়ার কারণে।

বুয়েটের মেধাবী ছাত্র আবরার নামাজী ছিল। পাশের দে-/শের শো-ষণ নিয়ে লিখতো তাই ছাত্র-লী-গের সন্ত্রা★সীরা নির্মমভাবে পি-/-টি★য়ে হ★/ত্যা করেছে শিবির ট্যাগ দিয়ে।

আওয়ামিলীগের গত ১৬ বছরে যা করেছে পৃথিবীর কোন সু-স্থ মানুষ এই দলটিকে সমর্থন করতে পারে না৷ যারা তারপরও সমর্থন করে তাদের বয়-কট করুন।
-Copy

আবূ মূসা মুহাম্মদ ইবনুল মূসান্না (রহঃ) ...... সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আল...
30/08/2024

আবূ মূসা মুহাম্মদ ইবনুল মূসান্না (রহঃ) ...... সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ জুমআর দিন যে ব্যক্তি উযূ (ওজু/অজু/অযু) করল, সে কতইনা ভাল ও সুন্দর কাজ করল। আর যদি সে গোসল করে, তবে তা তার জন্য আফযল ও অতি উত্তম। - ইবনু মাজাহ ১০৯১,তিরমিজী হাদিস নম্বরঃ ৪৯৭ [আল মাদানী প্রকাশনী]

30/08/2024

কুমিল্লার তিতাসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। তার দুই সন্তান আছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে উপজেলার আলীর গাঁও গ্রামে প্রেমিক সায়েমের বাড়িতে অনশনে বসেন এই দুই সন্তানের জননী।

Address

Road No# 11, House No# 531/3, DOHS, Baridhara
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Doinik Rajniti - দৈনিক রাজনীতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doinik Rajniti - দৈনিক রাজনীতি:

Share