LogiQ

LogiQ We are a dedicated team with three years of experience in WordPress. Our goal is to assist in scaling your e-commerce business by up to 200%

Helping e-commerce brands grow with sales-optimized websites, smart automations, data-driven ads, and high-converting contents since 2023.

🔗 WhatsApp: https://dub.sh/LogiQ.wapp
🌐 Web: https://logiq.digital/
📞 01952582880 Our team have Facebook ad specialists, and we boast extensive experience in the business world.

হোস্টিং কথন - পর্ব:২আজকে আমরা জানবো কোন লোকেশনের হোস্টিং আপনার নেয়া উচিত, সেটা নিয়ে। অনেকে বলে "সিঙ্গাপুরের সার্ভার ফা...
08/07/2025

হোস্টিং কথন - পর্ব:২

আজকে আমরা জানবো কোন লোকেশনের হোস্টিং আপনার নেয়া উচিত, সেটা নিয়ে।

অনেকে বলে "সিঙ্গাপুরের সার্ভার ফাস্ট", কিন্তু যদি ৯০% ভিজিটর বাংলাদেশ থেকেই আসে, তাহলে আসল গেমচেঞ্জার হলো BDIX কনেকশন।

BDIX হোস্টিং হলো এমন হোস্টিং যা বাংলাদেশের লোকাল ইন্টারনেট এক্সচেঞ্জ (BDIX) এর মাধ্যমে কানেক্টেড থাকে, ফলে বাংলাদেশি ভিজিটরদের জন্য সাইট অনেক দ্রুত লোড হয়। এতে লো ল্যাটেন্সি, কম ব্যান্ডউইথ খরচ ও ভালো স্পিড পাওয়া যায়। তবে দেশের বাইরের ভিজিটরদের জন্য স্পিড কম হতে পারে। বাংলাদেশ টার্গেটেড সাইটের জন্য এটা পারফেক্ট।

আসেন বিস্তারিত জানি:

📍 Latency (লেটেন্সি): BDIX সার্ভারে লেটেন্সি হয় ৫–১৫ms, আর Singapore সার্ভারে ৩০–৮০ms। 👉 Checkout, Cart, Login, Dashboard এসব জায়গায় এই পার্থক্য রিয়েলি ফিল হয়।

⚡ Speed টেস্ট (WooCommerce ভিত্তিক): BDIX: Checkout / cart পেজ লোড হয় চোখের পলকে ( যদি পারফেক্টলি অপটিমাইজ করা থাকে)
✅ Singapore: ২-৩ সেকেন্ড স্লো

💰 দামের দিক দিয়ে BDIX: লোকাল সার্ভার, লোকাল ট্রাফিক — দামও কম, স্পিডও বেশি 🤑 Singapore: ভালো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু বাংলাদেশি ইউজারদের জন্য cost বেশি, স্পিড কম

🛡️ Security আর Stability: Singapore সার্ভার একটু বেশি রিলায়েবল (Tier 3+ DC) কিন্তু ভালো BDIX হোস্ট বেছে নিলে পার্থক্য টের পাবে না

🔚 আমার সাজেশন: যদি আপনার ভিজিটর ১০০% বাংলাদেশি হয় (WooCommerce, WordPress বা যে কোনো সাইট), 👉 BDIX সার্ভারই নিন।

যার তার কাছ থেকে আবার BDIX হোস্টিং নিতে যাবেন না😉, ঐযে বলছিলাম, খাটের নিচে কিছু পিসি বসায় ডাটা সেন্টার বানায়ে হোস্টিং ব্যবসা করতেসে, এমন মানুষের অভাব নাই বাংলাদেশে। আমার রেকমেন্ডেশন নেক্সট কোনো পোস্ট এ লিখব।

দামে কম, মানে ভালো, BDIX server🙂


হোস্টিং কথন, পর্ব ১যাদের ই - কমার্স ওয়েবসাইট আছে, বা করতে চাচ্ছেন তাদের জন্য মাস্ট রিড! এই পর্বে আমরা আলোচনা করব হোস্টি...
05/07/2025

হোস্টিং কথন, পর্ব ১
যাদের ই - কমার্স ওয়েবসাইট আছে, বা করতে চাচ্ছেন তাদের জন্য মাস্ট রিড!

এই পর্বে আমরা আলোচনা করব হোস্টিং নেয়ার ক্ষেত্রে কি কি দেখবেন / দেখবেন না! কিভাবে স্পিড বেশি পাবেন।

1️⃣ সিপিইউ& কোর: মোবাইলে/পিসি তে প্রসেসর যেমন গুরুত্বপুর্ন, এই জিনিস টাও একই। Shared হোস্টিং এ মিনিমাম ১ কোর না থাকলে সে হোস্টিং এভয়েড করবেন। কম কোর মানে স্পিড কম, ওয়েবসাইট হ্যাং করার সম্ভাবনা বেশি।

2️⃣ Ram: পিসিতে/মোবাইলে ram বেশি থাকলে যেমন স্পিড বেশি পাওয়া যায়, সার্ভারের ক্ষেত্রেও তাই। নরমাল ব্লগ/বিজনেস সাইটের জন্য ৫১২ এমবি দিয়ে কাজ চলবে, WordPress ই - কমার্স এ মিনিমাম ১ জীবী লাগবে

3️⃣ কোম্পানি রেপুটেশন: একটা পিসি নিয়ে/খাটের নিচে একটা সার্ভার/ডাটা সেন্টার সেটাপ করে হোস্টিং বিজনেস শুরু করা যায়। এমন প্রভাইডার বাংলাদেশে অনেক আছে। মিনিমাম ২-৩ বছর ধরে মার্কেটে আছে, ফিজিকাল অফিস আছে, এধরনের প্রভাইডার থেকে নিবেন।

4️⃣ এই টুল গুলা আছে কিনা সার্ভারে:
Cpanel- হোস্টিং ম্যানেজ করার জন্য সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত কন্ট্রোল প্যানেল

Litespeed- ক্যাসিং এর মাধ্যমে ওয়েবসাইটের স্পিডে বাড়ায়

Jetbackup - আপনার হোস্টিংয়ের ব্যাকআপ নেয়ার জন্য পারফেক্ট একটা টুল

Imunify - ভাইরাস কিংবা malware দূর করার জন্য কার্যকর

Softaculas - কয়েক ক্লিকে ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য জনপ্রিয় স্পিড ইনস্টল করা যায়.

5️⃣ ব্যান্ডউইথ: এটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কতখানি ডাটা ট্রান্সফার & ইন হবে। ধরেন আপনার ওয়েবপেইজের সাইজ হচ্ছে ১ এমবি। মানে একজন কাস্টমার আপনার সাইট ভিজিট করলে তার ১ এমবি ডাটা খরচ হচ্ছে। আপনার প্রভাইডার আপনাকে ব্যান্ডউইথ দিছে ৩০০ এমবি, তাহলে আপনি আর ২৯৯ জন ভিজিটর আনার কথা এক্সপেক্ট করতে পারেন!

❗যা দেখবেন না:
স্টোরেজ: যারা ওয়ার্ডপ্রেস সাইট বানান তাদের ক্ষেত্রে স্টোরেজ লাগে নরমালি ২ থেকে তিন চার জিবি। বাঙালি রা স্টোরেজ নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায়। সবাই অন্যসব চেয়ে স্টোরেজ বেশি প্রাধান্য দেয়, যার একদমই দরকার নাই। এটা এভয়েড করবেন। এসবের সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী ।

আবার কথা হবে আগামী পর্বে ইনশা আল্লাহ্

✨ Project: Sunnah Ghraan BilashType: E-commerce Website What we did:✅ UI & UX Design✅ WooCommerce Development✅ Custom Ho...
01/07/2025

✨ Project: Sunnah Ghraan Bilash
Type: E-commerce Website

What we did:
✅ UI & UX Design
✅ WooCommerce Development
✅ Custom Homepage Design
✅ Single Product Page Layout
✅ Optimized Checkout Experience
✅ Site Speed Optimization
✅ Courier Integration & Automation

Your brand’s digital presence should smell like success — just like Sunnah Ghraan Bilash.
Wanna build yours next?

📩 DM us on Messenger
📞 WhatsApp/Call: +8801952582880

ক্লায়েন্ট রিভিউ😉আমি ও কেন্দে দিয়েছি😇
01/07/2025

ক্লায়েন্ট রিভিউ😉
আমি ও কেন্দে দিয়েছি😇

এখন সময় আপনার ই-কমার্স বিজনেস অটোমেট করার, খাটুনি কমিয়ে সেলস বাড়ানোর---✅ ১ মিনিটেই লোড হবে ওয়েবসাইট✅ ফ্রি ল্যান্ডিং প...
22/06/2025

এখন সময় আপনার ই-কমার্স বিজনেস অটোমেট করার, খাটুনি কমিয়ে সেলস বাড়ানোর

---
✅ ১ মিনিটেই লোড হবে ওয়েবসাইট
✅ ফ্রি ল্যান্ডিং পেইজ, সহজ চেকআউট সিস্টেম
✅ লভ্যাংশ হিসাব বা স্টক ম্যানেজমেন্টও অটোমেটেড
✅ হোস্টিং, ডোমেইন ফ্রি
✅ আনলিমিটেড সার্ভার সাইড ট্র্যাফিক
✅ ইনটেলিজেন্ট ফেক-অফার ডিটেকশন
✅ দক্ষ সাপোর্ট টিম

এতকিছু মাত্র ৯৯৯৯ টাকা!

👉 এখনই ইনবক্স করুন বা কল দিন – 01952-582880 নাম্বারে
🌐 Visit: logiq.digital

Alhamdulillah, proud to deliver this website for Newseed
21/06/2025

Alhamdulillah, proud to deliver this website for Newseed

10/06/2025

আজ রাত ১২ টায় অফার শেষ হবে ⚡

09/06/2025

The offer will expire within next 48 hours!

Scamming is a art 🎭
09/06/2025

Scamming is a art 🎭

LogiQ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা 🤲❤️ ঈদ মুবারক
06/06/2025

LogiQ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা 🤲
❤️ ঈদ মুবারক

02/06/2025

আপনার প্রোডাক্ট কত টাকায় সেল করা উচিত? কত টাকায় সেল করলে প্রফিট থাকবে? বিস্তারিত জানুন ভিডিও তে

জামাই যদি বাসায় ৫ মিনিটে না ঢোকে, বউ রেগে যায়।কাস্টমারও তাই — ৩ সেকেন্ডেই যদি সাইট load না নেয়, Bye Bye🧠 Fact:1 সেকেন্ড ...
22/05/2025

জামাই যদি বাসায় ৫ মিনিটে না ঢোকে, বউ রেগে যায়।
কাস্টমারও তাই — ৩ সেকেন্ডেই যদি সাইট load না নেয়, Bye Bye

🧠 Fact:
1 সেকেন্ড delay = ৭% কম conversion.
দুই সেকেন্ড মানে আপনি নিজের হাতে টাকা হারাচ্ছেন... প্রতিদিন!

তাই, speed বাড়ানো মানে শুধু user experience না —
এটা সরাসরি টাকা ইনকামের সিস্টেম।

👉 Here's how to speed up your WooCommerce site (without crying):

🔹 Use Fast Themes:
Astra, GeneratePress — এগুলা lightweight, optimized, no bloat.
Joto flashy theme, toto slow load — মাথায় রাখেন।

🔹 Image Compress করেন:
10MB image দিয়ে কে কী impress হইবো? 😅
Use TinyPNG, ShortPixel. Lazy load দিন, ব্রাউজারে হালকা চলবে।

🔹 Ditch Useless Plugins:
"15টা plugin lagbe na, boss."
Just keep the essentials. বাকি গুলা delete = peace + speed.

🔹 Use CDN (Cloudflare works):
Your site এখন Jessore থেকেও খুলে, Japan থেকেও।
CDN দিলে কাছের সার্ভার থেইকা serve করে — fast like cheetah! 🐆

🔹 Hosting matters bro!
Shared hosting দিয়ে Lamborghini চালানো যায় না।
Cloud/VPS hosting নেন

Slow site = Slow sales.
আপনার সাইট যেন কেয়ারিং হাজবেন্ড এর মতো হয় — সুন্দর, স্মার্ট আর দ্রুত রেসপন্স দেয়। 😉

🚀 Want us to audit your Woo store & fix the speed leaks killing your sales?

👇 Book a 100% free strategy call now —
Let’s make your site a selling machine.💰

Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when LogiQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share