
08/07/2025
হোস্টিং কথন - পর্ব:২
আজকে আমরা জানবো কোন লোকেশনের হোস্টিং আপনার নেয়া উচিত, সেটা নিয়ে।
অনেকে বলে "সিঙ্গাপুরের সার্ভার ফাস্ট", কিন্তু যদি ৯০% ভিজিটর বাংলাদেশ থেকেই আসে, তাহলে আসল গেমচেঞ্জার হলো BDIX কনেকশন।
BDIX হোস্টিং হলো এমন হোস্টিং যা বাংলাদেশের লোকাল ইন্টারনেট এক্সচেঞ্জ (BDIX) এর মাধ্যমে কানেক্টেড থাকে, ফলে বাংলাদেশি ভিজিটরদের জন্য সাইট অনেক দ্রুত লোড হয়। এতে লো ল্যাটেন্সি, কম ব্যান্ডউইথ খরচ ও ভালো স্পিড পাওয়া যায়। তবে দেশের বাইরের ভিজিটরদের জন্য স্পিড কম হতে পারে। বাংলাদেশ টার্গেটেড সাইটের জন্য এটা পারফেক্ট।
আসেন বিস্তারিত জানি:
📍 Latency (লেটেন্সি): BDIX সার্ভারে লেটেন্সি হয় ৫–১৫ms, আর Singapore সার্ভারে ৩০–৮০ms। 👉 Checkout, Cart, Login, Dashboard এসব জায়গায় এই পার্থক্য রিয়েলি ফিল হয়।
⚡ Speed টেস্ট (WooCommerce ভিত্তিক): BDIX: Checkout / cart পেজ লোড হয় চোখের পলকে ( যদি পারফেক্টলি অপটিমাইজ করা থাকে)
✅ Singapore: ২-৩ সেকেন্ড স্লো
💰 দামের দিক দিয়ে BDIX: লোকাল সার্ভার, লোকাল ট্রাফিক — দামও কম, স্পিডও বেশি 🤑 Singapore: ভালো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু বাংলাদেশি ইউজারদের জন্য cost বেশি, স্পিড কম
🛡️ Security আর Stability: Singapore সার্ভার একটু বেশি রিলায়েবল (Tier 3+ DC) কিন্তু ভালো BDIX হোস্ট বেছে নিলে পার্থক্য টের পাবে না
🔚 আমার সাজেশন: যদি আপনার ভিজিটর ১০০% বাংলাদেশি হয় (WooCommerce, WordPress বা যে কোনো সাইট), 👉 BDIX সার্ভারই নিন।
যার তার কাছ থেকে আবার BDIX হোস্টিং নিতে যাবেন না😉, ঐযে বলছিলাম, খাটের নিচে কিছু পিসি বসায় ডাটা সেন্টার বানায়ে হোস্টিং ব্যবসা করতেসে, এমন মানুষের অভাব নাই বাংলাদেশে। আমার রেকমেন্ডেশন নেক্সট কোনো পোস্ট এ লিখব।
দামে কম, মানে ভালো, BDIX server🙂