
18/07/2024
শহীদ "আবু সাঈদের" এই ছবিটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে না, বরং পুরো পৃথিবীর বিবেক নাড়িয়ে দেওয়ার মত এক অবিস্মরণীয় সাহসের সিম্বল এটা।
মিডিয়ার লাইভ ভিডিও চলছিলো ঘটনাস্থলে। একদম লাইভ ভিডিওর ভেতরেই এভাবে বুক চিতিয়ে সাহস দেখিয়ে গেছে সাঈদ।
রংপুরের ওই জায়গাটাকে শহীদ আবু সাঈদ চত্বর হিসাবে ডাকতে থাকবেন সবাই। আর আমরা প্রতিবছর ১৬ জুলাই তারিখকে শহীদ "আবু সাঈদ" দিবস হিসাবে পালন করতে চাই।
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে, সোনা ঝরা সেই রোদ্দুর ☀️
ইনশাআল্লাহ শীঘ্রই ভিডিও আসতেছে ✊