আরশিয়া ইলহাম পূর্ণতা

আরশিয়া ইলহাম পূর্ণতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আরশিয়া ইলহাম পূর্ণতা, Dhaka.
(5)

যাদের ভিন্ন কিছু দেখার ইচ্ছা ও আকাঙ্খা আছে, তারা পেইজটি ফলো করতে পারেন।
[ গল্প,গান, খেলাধুলা,ধর্মীয় বিষয়বস্তুু,ইতিহাস ও রাজনীতি]
আমাদের পেজের বেশিরভাগ পোস্টই সংগ্রহ করা। ডিলিট অথবা ক্রেডিটের জন্য আমাদের ইনবক্স এ নক দিবেন। অযথা স্ট্রাইক দিবেন না।

নাহিদ ইসলাম বাদে একজনেরো সালাম ফিরানো হয়নাই।Dr Yunus কোন দিকে সাইয়া রইসে আর উনার সাইডে ছবির বামের ব্যক্তিটার কথা নাই বলল...
31/12/2025

নাহিদ ইসলাম বাদে একজনেরো সালাম ফিরানো হয়নাই।
Dr Yunus কোন দিকে সাইয়া রইসে আর উনার সাইডে ছবির বামের ব্যক্তিটার কথা নাই বললাম
(হাদি ভাইয়ের জানাযার দিনো লক্ষ্য করেছিলাম)

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
30/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

24/12/2025

আবিদ, হাদী ভাইকে দাফনের তিন দিনও যায় নাই। অথচ আজ আপনি এখানে কনসার্ট করছেন। আপনার এই উচ্ছ্বাসিত হাসি আমরা মনে রাখবো। কোনদিন ভুলবো না।

জামালপুরের বাচ্চা মেয়ে পাওয়া গেছে এই মেয়েটি ময়মনসিংহ কোতোয়ালি থানা হেফাজতে আছে। তার নাম মাহিয়া(৯), পিতা-মৃত মুরশিদ আ...
23/12/2025

জামালপুরের বাচ্চা মেয়ে পাওয়া গেছে
এই মেয়েটি ময়মনসিংহ কোতোয়ালি থানা হেফাজতে আছে। তার নাম মাহিয়া(৯), পিতা-মৃত মুরশিদ আলম, দাদা- রহমত আলী, জামালপুর বাড়ি। শুধু এইটু বলতে পারে, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। এই পোস্টটি জামালপুরের সকল গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ করা হইল। যাহাতে মেয়েটিকে তার পরিবারের নিকট পৌঁছে দিতে পারি।
সকলের সহযোগিতা কামনা করছি

ডিউটি অফিসার 01320103196
কোতোয়ালি মডেল থানা, ময়মনসিংহ।

এই মেয়েটা এত্তো বেশি কিউট! 🥺❤️
22/12/2025

এই মেয়েটা এত্তো বেশি কিউট! 🥺❤️

22/12/2025

ইন্না-লিল্লাহ.
এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার কে একটু আগে গু-li করা হয়েছে..আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে!!

মাদারগঞ্জে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৬ তরুণকে খরকার পানিতে নামিয়ে শাস্তি সেনাবাহিনীর মাদারগঞ্জের হাওয়াই রোডে বেপরো...
22/12/2025

মাদারগঞ্জে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৬ তরুণকে খরকার পানিতে নামিয়ে শাস্তি সেনাবাহিনীর

মাদারগঞ্জের হাওয়াই রোডে বেপরোয়া গতিতে বাইক চালানো ও শব্দদূষণ করার দায়ে গতকাল সন্ধায় ৬ তরুণকে খরকার ঠান্ডাপানিতে বসিয়ে শাস্তি দেয় সেনাবাহিনী। এমন খবর অনেকের ফেসবুক আইডি থেকে ভেসে বেড়াচ্ছে।

এই মুখটা এখন আর কথা বলে না। গাল গড়িয়ে জলও ঝরে না।  দীপু চন্দ্র দাস—একজন মানুষ, যাকে অভিযোগের আগুনে আগে হত্যা করা হলো, তা...
22/12/2025

এই মুখটা এখন আর কথা বলে না। গাল গড়িয়ে জলও ঝরে না। দীপু চন্দ্র দাস—একজন মানুষ, যাকে অভিযোগের আগুনে আগে হত্যা করা হলো, তারপর মরদেহকেও ছাড় দেওয়া হলো না। পিটুনি থামেনি মৃত্যুতেও, গাছের ডালে ঝুলে থাকা দেহে নেমে এসেছে আরও ঘৃণা, আরও নিষ্ঠুরতা।
শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো একখানা জীবন—
পুড়ে গেল শুধু দেহ নয়, পুড়ে গেল আমাদের মানবতা, পুড়ে গেল বিবেক।
আজ দীপু নেই—কিন্তু প্রশ্নটা রয়ে গেল: আমরা কবে মানুষ হবো?

সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের টাইমলাইন থেকে

21/12/2025

আজ 21 ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত, Over thinking করার জন্য সময়টা একটু বেশি পাওয়া যাবে!🥲

মানুষের মাথায় কতো বুদ্ধি ভাবা যায়?🐸
21/12/2025

মানুষের মাথায় কতো বুদ্ধি ভাবা যায়?🐸

ওসমান হাদীর ওয়াইফ যখন হাদীর লা-** দেখতে হাসপাতালে আসেন এবং লা-** দেখে যখন গাড়িতে উঠে চলে যাবেন তখন‌ও তাঁর ছবি যেনো কেউ ক...
21/12/2025

ওসমান হাদীর ওয়াইফ যখন হাদীর লা-** দেখতে হাসপাতালে আসেন এবং লা-** দেখে যখন গাড়িতে উঠে চলে যাবেন তখন‌ও তাঁর ছবি যেনো কেউ ক্যামেরায় ক্যাপচার করার সুযোগ না পায় সেজন্য দুটি রানিং পর্দা দিয়ে তাকে আড়াল করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হয়।

আমাদের বোনদের এমনই গায়-রত সম্পন্ন হওয়া উচিত৷ উনার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু ইসলামের হুকুম একই আছে। অস্থির হয়ে পর্দা ন-ষ্ট করা ঈ-মানদার, মুমিন নারীর সিফাত না৷

আল্লাহতা'আলা আমাদের বোনকে ইস্তাকামাত রাখুন।💙🤲

💥ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১২ই জানুয়ারি ২০০৭ থেকে ৬ই জানুয়ারি ২০০৯ সাল পর্য...
21/12/2025

💥ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১২ই জানুয়ারি ২০০৭ থেকে ৬ই জানুয়ারি ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব পালন করেন৷

🔥তিনি ২ বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোনো জায়গা, লুটপাট, চুরিডাকাতি, রাত পর্যন্ত আড্ডা দেওয়া৷ মেয়েদের ঢল ঢল করে হাঁটাচলা সবকিছু ছিল বন্ধ৷

🔥বাংলাদেশের ২ বৃহত্তর রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী ২ দলের নেত্রীকেই দূর্নীতির অভিযোগে চার দেয়ালে বন্দী করেন 😱৷
জাতীয় পার্টির নেতা এরশাদকে হাতে চুরি পড়িয়ে ঘরবন্দী করে রাখেন৷

🔥ফখরুদ্দীন আহমেদের শাসন আমলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাস্তার থাকেন বাংলাদেশ সেনাবাহিনী টিম৷
এটাও শুনেছি রাত ১০.০০ পর বন্ধুরা মিলে নাকি আড্ডা দেওয়া যেতো না৷

🔥সবকিছু ছাড়িয়ে ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকেও বেশ সচল করেন৷

🔥ফখরুদ্দিন আহমেদের শাসন আমলের গল্প শুনেছি মুরুব্বিদের কাছে৷
সবাই নাকি শান্তিতে বসবাস করতে পারতো, রাতে দরজা খুলে ঘুমালেও জানমালের ভয় থাকতো না৷ দেশ এতোটাই নিরাপদ ছিল৷

👉ফখরুদ্দিন আহমেদের শাসন আমল যারা দেখেছেন তাদের কাছে আরো কিছু শুনতে চাই, কেমন ছিল তখন শাসন আমল জানাবেন??৷

Address

Dhaka
2010

Alerts

Be the first to know and let us send you an email when আরশিয়া ইলহাম পূর্ণতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share