26/11/2025
নীচে ইসিম (إسم) ও কালেমা (كلمة) নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো— আরবি ব্যাকরণ/NTRCA এর পরিক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ---
1. ইসিম (اسم)-এর মূল পরিচয় কোনটি?
A. কাজ বোঝায়
B. নাম বা বস্তু বোঝায়
C. অবস্থা বোঝায়
D. নির্দেশ বোঝায়
উত্তর: B
2. আরবিতে 'কালেমা' (كلمة) কাকে বলে?
A. একটি সম্পূর্ণ বাক্য
B. একটি ধ্বনি
C. একটি অর্থবহ শব্দ
D. অর্থহীন শব্দ
উত্তর: C
3. নিচের কোনটি ইসিমের লক্ষণ?
A. তাহমারবুতা (ة) থাকতে পারে
B. সামনে "ال" (আলিফ-লাম) বসতে পারে
C. নুনিয়াতুন (ً ٍ ٌ) থাকে
D. সবগুলোই
উত্তর: D
4. ‘محمدٌ’ কোন প্রকার শব্দ?
A. فعل (ফেইল)
B. حرف (হরফ)
C. اسم (ইসিম)
D. جملة (বাক্য)
উত্তর: C
5. কালেমা (كلمة)-এর কয়টি প্রকার?
A. দুইটি
B. তিনটি
C. চারটি
D. পাঁচটি
উত্তর: B (إسم, فعل, حرف)