Coo Academy

Coo Academy NTRCA নিবন্ধন চাকরি পরীক্ষার জন্য দেশের অন্যতম অনলাইন একাডেমি।
100% সিলেবাস কাভারেজ, পূর্ববর্তী প্রশ্ন সমাধান, মক টেস্ট ও সহজ গাইডলাইন।
(1)

আপনাকে স্বাগতম Coo Academy-তে!
এটি একটি শিক্ষাবিষয়ক ফেসবুক পেজ যেখানে আপনি পাবেন:

🎓 বাংলাদেশ শিক্ষা বোর্ড সংক্রান্ত সকল আপডেট
📚 এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সহ সকল স্তরের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার দিকনির্দেশনা
🧑‍🏫 NTRCA (স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক নিয়োগ) প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন
📋 বিভিন্ন পরীক্ষার রুটিন, ফলাফল ও নোটিশ
🎥 শিক্ষামূলক ভিডিও, তথ্যভিত্তিক কনটেন্ট এবং সহজ পাঠ ব্যাখ্যা

আমা

দের লক্ষ্য শিক্ষার্থীদের হাতে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেওয়া এবং শিক্ষকতা ও একাডেমিক ক্যারিয়ারে আগ্রহীদের উপযুক্ত সহায়তা প্রদান।

🔍 যদি আপনি ফেসবুকে সার্চ করেন:
শিক্ষাবিষয়ক তথ্য, শিক্ষা বোর্ড আপডেট, NTRCA প্রস্তুতি, SSC/HSC গাইড, শিক্ষামূলক ভিডিও —
তাহলে আমাদের পেজ Coo Academy যেন আপনার প্রথম পছন্দ হয়!

👉 নিয়মিত আপডেট পেতে এখনই Follow করুন Coo Academy পেজটি!

26/11/2025

নীচে ইসিম (إسم) ও কালেমা (كلمة) নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো— আরবি ব্যাকরণ/NTRCA এর পরিক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ---

1. ইসিম (اسم)-এর মূল পরিচয় কোনটি?
A. কাজ বোঝায়
B. নাম বা বস্তু বোঝায়
C. অবস্থা বোঝায়
D. নির্দেশ বোঝায়
উত্তর: B

2. আরবিতে 'কালেমা' (كلمة) কাকে বলে?
A. একটি সম্পূর্ণ বাক্য
B. একটি ধ্বনি
C. একটি অর্থবহ শব্দ
D. অর্থহীন শব্দ
উত্তর: C

3. নিচের কোনটি ইসিমের লক্ষণ?
A. তাহমারবুতা (ة) থাকতে পারে
B. সামনে "ال" (আলিফ-লাম) বসতে পারে
C. নুনিয়াতুন (ً ٍ ٌ) থাকে
D. সবগুলোই
উত্তর: D

4. ‘محمدٌ’ কোন প্রকার শব্দ?
A. فعل (ফেইল)
B. حرف (হরফ)
C. اسم (ইসিম)
D. جملة (বাক্য)
উত্তর: C

5. কালেমা (كلمة)-এর কয়টি প্রকার?
A. দুইটি
B. তিনটি
C. চারটি
D. পাঁচটি
উত্তর: B (إسم, فعل, حرف)

26/11/2025

১৯তম NTRCA: আরবি ২য় পত্র ক্লাস | "বিসমিল্লাহির রাহমানির রাহিম" এর সহজ তারকিব | Coo Academy

আজকের সেশনে আলোচনা করা হয়েছে আরবি ২য় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক — “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এর তারকিব, সহজ ও ঝটপট সমাধানসহ।

🔍 আজকের ক্লাসে যা থাকছে:

আরবি ২য় পত্রের গুরুত্বপূর্ণ অংশ

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” এর তারকিব সহজভাবে ব্যাখ্যা

পরীক্ষায় আসার সম্ভাব্য মূল পয়েন্টগুলো

স্মার্ট টেকনিক ও মনে রাখার শর্টকাট

🎯 আমাদের লক্ষ্য:
কম সময়ে স্মার্ট প্রস্তুতি নিয়ে NTRCA পরীক্ষায় আপনার আত্মবিশ্বাস বাড়ানো ও সাফল্যের পথে এগিয়ে নেওয়া।

📚 NTRCA পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আজই ভর্তি হন— Coo Academy এর বিশেষ NTRCA ব্যাচে!
সঠিক গাইডলাইন, অভিজ্ঞ মেন্টর ও সংগঠিত লেসন প্ল্যান নিয়ে আমরা আছি আপনার পাশে।

🎇 ব্রেকিং নিউজ!🎇৫০ তম বিসিএস সার্কুলার প্রকাশ!মোট পদসংখ্যা- ১৭৫৫✅ আবেদন শুরু ৪ ডিসেম্বর থেকে।
26/11/2025

🎇 ব্রেকিং নিউজ!🎇

৫০ তম বিসিএস সার্কুলার প্রকাশ!

মোট পদসংখ্যা- ১৭৫৫

✅ আবেদন শুরু ৪ ডিসেম্বর থেকে।

প্রাইমারি নিয়োগ প্রথম ধাপে আবেদনকারী ৭ লাখ ৪৫ হাজার।প্রতিটি শূন্য পদের বিপরীতে চাকরির জন্য লড়বেন ৭৩ জন!
26/11/2025

প্রাইমারি নিয়োগ প্রথম ধাপে আবেদনকারী ৭ লাখ ৪৫ হাজার।
প্রতিটি শূন্য পদের বিপরীতে চাকরির জন্য লড়বেন ৭৩ জন!

24/11/2025

✅ ধ্বনি ও বর্ণ নিয়ে ৫টি MCQ প্রশ্ন যা NTRCA পরিক্ষায় আসা সালসহ দেওয়া হলো_

১. (NTRCA – 2017 সাল)

‘ক’ কোন ধরণের ধ্বনি?
ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) মহাপ্রাণ ধ্বনি
ঘ) অন্তঃস্থ ধ্বনি
➡️ উত্তর: খ) ব্যঞ্জনধ্বনি

২. (NTRCA – 2019 সাল)

বাংলা ভাষায় ধ্বনির ক্ষুদ্রতম একক কোনটি?
ক) অক্ষর
খ) বর্ণ
গ) ধ্বনি
ঘ) শব্দ
➡️ উত্তর: গ) ধ্বনি

৩. (NTRCA – 2016 সাল)

বাংলা ভাষায় মোট স্বরধ্বনির সংখ্যা কত?
ক) ৭
খ) ১১
গ) ৮
ঘ) ৬
➡️ উত্তর: ক) ৭

৪. (NTRCA – 2015 সাল)

‘ঋ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক) হ্রস্ব
খ) দীর্ঘ
গ) অতিদীর্ঘ
ঘ) মিলিত
➡️ উত্তর: খ) দীর্ঘ

৫. (NTRCA – 2020 সাল)

‘ক্ষ’ কোন ধরনের বর্ণ?
ক) যুক্তবর্ণ
খ) মহাপ্রাণ
গ) অন্তঃস্থ
ঘ) প্রত্যয়
➡️ উত্তর: ক) যুক্তবর্ণ

22/11/2025

জাতিসংঘ (UN) নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো:
নিজেকে যাচাই করুণ -

১. জাতিসংঘ প্রতিষ্ঠার তারিখ কত?

A. ১০ ডিসেম্বর ১৯৪৮
B. ২৪ অক্টোবর ১৯৪৫
C. ২৬ জুন ১৯৪৫
D. ১ জানুয়ারি ১৯৪২
সঠিক উত্তর: B

২. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

A. জেনেভা
B. প্যারিস
C. নিউইয়র্ক
D. লন্ডন
সঠিক উত্তর: C

৩. জাতিসংঘের মহাসচিবকে কে নিয়োগ দেন?

A. নিরাপত্তা পরিষদ
B. সাধারণ পরিষদ
C. উভয়ের সম্মতিতে
D. আন্তর্জাতিক আদালত
সঠিক উত্তর: C
(নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ নির্বাচন করে)

৪. নিম্নের কোনটি জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের একটি?

A. UNESCO
B. UNICEF
C. নিরাপত্তা পরিষদ
D. WHO
সঠিক উত্তর: C

৫. জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশের একটি কোনটি?

A. জার্মানি
B. জাপান
C. ভারত
D. রাশিয়া
সঠিক উত্তর: D

'সাফল্যের যাত্রা হউক'
Coo Academy র সাথে

কততম ক্রিকেটার হিসাবে শততম সেঞ্চুরি???
21/11/2025

কততম ক্রিকেটার হিসাবে শততম সেঞ্চুরি???

21/11/2025

বাংলা ব্যাকরণ থেকে ৫টি গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো—উত্তরসহ: দেখুন পারেন কি-না?

১. “সে বইটি পড়েছে” — বাক্যে “পড়েছে” কোন প্রকৃতির ক্রিয়া?

A. অসমাপিকা
B. সমাপিকা
C. সকর্মক
D. অকর্মক

উত্তর: B. সমাপিকা

২. “আকাশে মেঘ জমেছে” — এখানে “আকাশে” কোন কারক?

A. অধিকরণ কারক
B. কর্ম কারক
C. করণ কারক
D. সম্বন্ধ কারক

উত্তর: A. অধিকরণ কারক

৩. “শিক্ষক ছাত্রকে পরামর্শ দেন” — এখানে “ছাত্রকে” কোন কারক?

A. সম্পাদন কারক
B. অধিকরণ কারক
C. কর্ম কারক
D. সম্প্রদান কারক

উত্তর: D. সম্প্রদান কারক

৪. যে শব্দ অন্য শব্দকে বিশেষিত করে তাকে কী বলে?

A. সর্বনাম
B. বিশেষণ
C. ক্রিয়া
D. অব্যয়

উত্তর: B. বিশেষণ

৫. “খুব” কোন পদ?

A. বিশেষণ
B. বিশেষ্য
C. ক্রিয়া বিশেষণ
D. অব্যয়

উত্তর: C. ক্রিয়া বিশেষণ

'সাফল্যের যাত্রা হউক'
Coo Academy র সাথে

বছরের সবচেয়ে বড় ভুমিকম্প ৫.৭ মাত্রার। তারিখ : ২১ নভেম্বর ২০২৫সময় : সকাল ১০.৩৮ মিনিটউৎপত্তি স্থল : নরসিংদী জেলা।সকলেই মুখ...
21/11/2025

বছরের সবচেয়ে বড় ভুমিকম্প ৫.৭ মাত্রার।

তারিখ : ২১ নভেম্বর ২০২৫
সময় : সকাল ১০.৩৮ মিনিট
উৎপত্তি স্থল : নরসিংদী জেলা।

সকলেই মুখস্থ করে রাখেন,
আগামী চাকরি পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে।

20/11/2025

(Right Form of Verb) নিয়ে ৫টি সহজ MCQ দেওয়া হলো_ নিজে যাচাই করুণ

Right Form of Verb — 5 MCQ

1. He ___ to school every day.
a) go
b) goes
c) going
d) gone
Correct answer: b) goes

2. They ___ football now.
a) play
b) played
c) are playing
d) have played
Correct answer: c) are playing

3. I ___ the letter yesterday.
a) write
b) wrote
c) written
d) writing
Correct answer: b) wrote

4. The sun ___ in the east.
a) rise
b) rose
c) rises
d) rising
Correct answer: c) rises

5. She has already ___ the work.
a) finish
b) finishing
c) finished
d) finishes
Correct answer: c) finished

20/11/2025

🔰🔰আসন্ন COP-31 আয়োজনের দায়িত্ব পেয়েছে তুরস্ক।
বিশ্বব্যাপী জলবায়ু কূটনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

প্রধান শিক্ষক নিয়োগ হবে ১০০ নাম্বার এর পরিক্ষার মাধ্যমে.....
20/11/2025

প্রধান শিক্ষক নিয়োগ হবে ১০০ নাম্বার এর পরিক্ষার মাধ্যমে.....

Address

Dhaka
2200

Alerts

Be the first to know and let us send you an email when Coo Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coo Academy:

Share