09/11/2023
শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রীর
এবারের বিশ্বকাপ ক্রিকেটে বল হাতে আগুন ঝরাচ্ছেন মোহাম্মদ শামি। প্রতিপক্ষের ব্যাটারকে একের পর এক ঘায়েল করে বিশ্বকাপের সর্বোচ্চ উকেট শিকারি তিনি।
শামির এমন খেলায় মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। এই খেলোয়াড়ও যদি তাকে বিয়ে করতে রাজি হন, তাহলে মানতে হবে একটি শর্ত। পায়েল জানিয়েছেন, ইংরেজিটা শিখলেই শামিকে বিয়ে করবেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘শামি তুমি শুধু ইংরেজিটা শিখে নাও, আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।’
বঙ্গকন্যা হয়েও বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেছেন পায়েল। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কী পাঞ্জাবি শাদি’ উল্লেখযোগ্য। সেইসঙ্গে রাজনীতির মাঠেও বিচরণ রয়েছে তার।