Maimun Usuf

Maimun Usuf #চলুন সুন্দর ও শালিন চিন্তাধারা লালন করি।
#চলুন ইসলাম দেশ ও জাতির কল্যাণে কার্যকরী ভূমিকা রাখি।💚🇧

শুকরিয়া বন্ধু মোঃমামুন হাসান কে।আমার ছোট্ট প্রতিষ্ঠান"লাল-সবুজ প্রিন্ট মিডিয়া তে আসার জন্য।যে সকল শুভাকাঙ্ক্ষী এখনো আসেন...
26/10/2025

শুকরিয়া বন্ধু মোঃমামুন হাসান কে।
আমার ছোট্ট প্রতিষ্ঠান"লাল-সবুজ প্রিন্ট মিডিয়া তে আসার জন্য।
যে সকল শুভাকাঙ্ক্ষী এখনো আসেন নি বা আসতে পারেন নি।
সকল কে চায়ের দাওয়াত।
ইনশাআল্লাহ সকলের সাথে সাক্ষাৎ হউক।
সকলের উপস্থিতির অপেক্ষায় থাকবো।

With Hasan Fahad – I just got recognized as one of their rising fans! 🎉
26/10/2025

With Hasan Fahad – I just got recognized as one of their rising fans! 🎉

আলহামদুলিল্লাহ নতুন যাত্রা শুরু মঞ্চ প্রস্তুত।কার্যক্রম শুরু,শুধু আপনাদের আগমনের অপেক্ষা।লোকেশনঃ মৌসুমি ফিলিংস স্টেশন সং...
23/10/2025

আলহামদুলিল্লাহ নতুন যাত্রা শুরু মঞ্চ প্রস্তুত।
কার্যক্রম শুরু,শুধু আপনাদের আগমনের অপেক্ষা।
লোকেশনঃ মৌসুমি ফিলিংস স্টেশন সংলগ্ন জুনাইল রোড বালিজুড়ী মাদারগঞ্জ।
ইনশাআল্লাহ প্রিন্ট জগতের সকল কাজ,
যেমনঃপোষ্টার,ব্যানার,বিজনেস কার্ড,ক্যাশ মেমো সহ টি সার্ট প্রিন্ট,মগ,গ্লাস ইত্যাদি প্রিন্টিং কাজ করা হয়।
আপনার মাহফিলের সকল চাহিদা পূরণ করবো ইনশাআল্লাহ আমাদের এক সামিয়ানা হতেই।
প্রিন্টিং কাজের পাশাপাশি,মাহফিল পরিচালনায় মান সম্মত উপস্থাপক ও সংগীত শিল্পী পাবেন ইনশাআল্লাহ।

এক আকাশ কষ্ট বুকে নিয়ে চলে গেলে,পিছুটান ছিল জানি,তবুও অলক্ষ্যে রাগের বশবর্তী হলে।আমাকে কষ্টের সমুদ্রে নির্দয়ভাবে নিক্ষেপ...
16/10/2025

এক আকাশ কষ্ট বুকে নিয়ে চলে গেলে,
পিছুটান ছিল জানি,তবুও অলক্ষ্যে রাগের বশবর্তী হলে।
আমাকে কষ্টের সমুদ্রে নির্দয়ভাবে নিক্ষেপ করলে।
দু'জনার পৃথিবীটাই কেমন হ্যাপিতাশ আর হাহাকারে ভরে গেলো,
দুজনের রাগই কেবল জয়ী হলো।
একটা সময় রাগ মুছে যাবে নিশ্চিত,
সেদিন বিনাভাবনায় চলে এসো,
অভিযোগ অনুযোগ নাই,দেখবে আমার পৃথিবী তোমার অপেক্ষা নিয়ে বসে আছে।
বন্ধুত্ব হারাবার নহে প্রিয়।
অফুরান শ্রদ্ধা আপনার প্রতি বন্ধু ❤️‍🩹

15/10/2025

আল্লামা মামুনুল হক্ন হাফি: আসছেন।
আল্লামা আঃ বাসেত খানের বয়ান শেষ,
আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়্যুবীর বয়ানও শেষ।
আল্লামা হাসান জামিলের বয়ান চলছে।
অপেক্ষায় শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস।

07/10/2025
04/10/2025

চলি................

যদিও প্রথম সম্ভবত হাফেজ্জী টিম গিয়েছিল।কিন্তু আপনার বিশ্ব মানবতার সাক্ষী হওয়া কে সম্মান জানাই।আটকে দেওয়া হয়েছে আপনাদের ক...
02/10/2025

যদিও প্রথম সম্ভবত হাফেজ্জী টিম গিয়েছিল।
কিন্তু আপনার বিশ্ব মানবতার সাক্ষী হওয়া কে সম্মান জানাই।
আটকে দেওয়া হয়েছে আপনাদের কে,
শুনেই গা শিউরে উঠেছে😭
আল্লাহ আপনাদের থেকেই মানবতার শক্তিশালী যুদ্ধ শুরু করুক।আপনাদের দেখেই বিশ্ব নতুন কিছু শুরু করুক।

02/10/2025

ফ্লোটিলা আটকে দেওয়া হয়েছে 😭
ক্ষুধার্ত ফিলিস্তিনিরা অভুক্তি আরও বাড়লো 😭
MD Khairul Islam Moshiur Rahman Shakir নীহারিকা তারান্নুম রক্তভেজা পাতা Moshiur Rahman-মশিউর রহমান Shahidul Alam

কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে গরীব দেশটার,এ দেশের একজন ক্রিকেটারের বেতনের সমান টাকায় একাধিক সেনাবাহিনীর বেতন হয়।বিজিবির  এক ...
30/09/2025

কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে গরীব দেশটার,এ দেশের একজন ক্রিকেটারের বেতনের সমান টাকায় একাধিক সেনাবাহিনীর বেতন হয়।বিজিবির এক বন্ধুর চাচাতো ভাই মারা গেছে,ছুটি না পেয়ে আমাকে কল করে সে কি কান্না।সেদিন প্রচন্ড আবেগে অঝোরে কেঁদেছিলাম,মনে কি শান্তি কাজ করছিল যে আমি একজন সীমান্ত রক্ষীর বন্ধু।দিনশেষে সেনাবাহিনী আর বিজিবির বেতনের গল্প,তাদের পরিশ্রমের তুলনায় এতবেশী নগণ্য।তাতে আমাদের জাতি হিসেবে লজ্জা পাওয়া উচিত।পক্ষান্তরে ১০/১২দেশের জনপ্রিয় খেলার ফলাফল শূন্য খেলোয়াড়দের বেতনের গল্প শুনলে অবাক হতে হয়।কি অদ্ভুত মূর্খ নির্বোধ জাতি আমরা।পরিশ্রমীরা মূল্যহীন,আর নির্বোধ খেলোয়াড় নামক মাথামোটা গুলো সেলিব্রিটি।সেনাবাহিনীর গায়ে পাহাড়িরা আঘাত করে,আর এসব ভন্ড ক্রিকেটার গুলো নাকি দেশ প্রেমিক হয়।এরা কতবড় দেশপ্রেমিক,তা আইকনিক সাকিব মাশরাফি এবং তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো।এসব হিসাব না হয় ছাড়েন,বাঙ্গালী যে পরিমাণ আবেগ নিয়ে ওদের খেলা দেখতে বসে,তার কিঞ্চিৎ মূল্যায়ণ ওদের কাছে নেই।সেদিন পাকিস্তানের সাথে খেলায় এলাকার বাজারে দেখি রাত ১২টায় মুরুব্বি সহ কতশত লো হা করে বিগ স্কিনে তাকিয়ে আছে।বাড়ী ফেরার পথে আমিও দাড়িয়ে দেখতে চাইলাম,বিশ্বাস করুন ক্রিকেটার না হলেও ক্রিকেট খেলে বড় হয়েছি।ওদের খেলায় নূন্যতম চেষ্টা ছিলনা,সব গুলোর মাথা ভরা গোবর মনে হলো।আমার বিশ্বাস মাথাওয়ালা কেউ হলে সেটা জেতা খুব সহজ ছিল।জেতার প্রতি নূন্যতম চেষ্টা তাদের বডিতে দেখিনি।শামীমের আউট হয়ে ফেরা দেখছিলাম,আউট হওয়া একটা ব্যাটারের বডি মনে হয়নি ওটা,শরীরে ঢং চোখে অভিনয়ের বিষাদ দেখেছি শুধু।দশটা ১২টা দেশ না চিনলেও চলবে,এ ক্রিকেট বিরক্তিকর এ ক্রিকেট দেশের জন্য ক্ষতিকর।বন্ধ হউক এ ক্রিকেট নাটক,টাকা গুলো দেশের কল্যানে কাজে লাগানো হউক।

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maimun Usuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share