30/09/2025
কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে গরীব দেশটার,এ দেশের একজন ক্রিকেটারের বেতনের সমান টাকায় একাধিক সেনাবাহিনীর বেতন হয়।বিজিবির এক বন্ধুর চাচাতো ভাই মারা গেছে,ছুটি না পেয়ে আমাকে কল করে সে কি কান্না।সেদিন প্রচন্ড আবেগে অঝোরে কেঁদেছিলাম,মনে কি শান্তি কাজ করছিল যে আমি একজন সীমান্ত রক্ষীর বন্ধু।দিনশেষে সেনাবাহিনী আর বিজিবির বেতনের গল্প,তাদের পরিশ্রমের তুলনায় এতবেশী নগণ্য।তাতে আমাদের জাতি হিসেবে লজ্জা পাওয়া উচিত।পক্ষান্তরে ১০/১২দেশের জনপ্রিয় খেলার ফলাফল শূন্য খেলোয়াড়দের বেতনের গল্প শুনলে অবাক হতে হয়।কি অদ্ভুত মূর্খ নির্বোধ জাতি আমরা।পরিশ্রমীরা মূল্যহীন,আর নির্বোধ খেলোয়াড় নামক মাথামোটা গুলো সেলিব্রিটি।সেনাবাহিনীর গায়ে পাহাড়িরা আঘাত করে,আর এসব ভন্ড ক্রিকেটার গুলো নাকি দেশ প্রেমিক হয়।এরা কতবড় দেশপ্রেমিক,তা আইকনিক সাকিব মাশরাফি এবং তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো।এসব হিসাব না হয় ছাড়েন,বাঙ্গালী যে পরিমাণ আবেগ নিয়ে ওদের খেলা দেখতে বসে,তার কিঞ্চিৎ মূল্যায়ণ ওদের কাছে নেই।সেদিন পাকিস্তানের সাথে খেলায় এলাকার বাজারে দেখি রাত ১২টায় মুরুব্বি সহ কতশত লো হা করে বিগ স্কিনে তাকিয়ে আছে।বাড়ী ফেরার পথে আমিও দাড়িয়ে দেখতে চাইলাম,বিশ্বাস করুন ক্রিকেটার না হলেও ক্রিকেট খেলে বড় হয়েছি।ওদের খেলায় নূন্যতম চেষ্টা ছিলনা,সব গুলোর মাথা ভরা গোবর মনে হলো।আমার বিশ্বাস মাথাওয়ালা কেউ হলে সেটা জেতা খুব সহজ ছিল।জেতার প্রতি নূন্যতম চেষ্টা তাদের বডিতে দেখিনি।শামীমের আউট হয়ে ফেরা দেখছিলাম,আউট হওয়া একটা ব্যাটারের বডি মনে হয়নি ওটা,শরীরে ঢং চোখে অভিনয়ের বিষাদ দেখেছি শুধু।দশটা ১২টা দেশ না চিনলেও চলবে,এ ক্রিকেট বিরক্তিকর এ ক্রিকেট দেশের জন্য ক্ষতিকর।বন্ধ হউক এ ক্রিকেট নাটক,টাকা গুলো দেশের কল্যানে কাজে লাগানো হউক।