SMPR

SMPR তিনটি জিনিস বেশি দিন গোপন করা যায় না: সূর্য, চাঁদ এবং সত্য।(বুদ্ধ)

23/10/2025

একসাথে অনেকগুলো ফানুস। দেখতে বেশ সুন্দর। #ফানুস #বুদ্ধ #ধর্ম #ধম্ম #সংঘ #বৌদ্ধধর্ম #গৌতমবুদ্ধ

22/10/2025

কি চমৎকার ফানুস। #ফানুস #বুদ্ধ #প্রবারণা #চট্রগ্রাম

অন্যরা বললে যদি ধর্ম অবমাননা হয়, তাহলে তারা করলে কি অন্যদের ধর্ম অবমাননা হয় না?
22/10/2025

অন্যরা বললে যদি ধর্ম অবমাননা হয়, তাহলে তারা করলে কি অন্যদের ধর্ম অবমাননা হয় না?

22/10/2025

বৌদ্ধ সমাজে বহু উচ্চ শিক্ষিত ব্যক্তি আছেন, যারা নিজ যোগ্যতা মহিমায় মহিমান্বিত। কিন্ত বিভিন্ন অনুষ্ঠানে তাদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয় না। কারণ তারা শিক্ষিত কিন্ত ধনী নন।

20/10/2025

চোখের সামনেই এতবড় ফানুস পুড়ে গেল। ফানুস নির্মাণে আরো সতর্ক হওয়া দরকার।

20/10/2025

নাচগান করতে ইচ্ছে হলে কনসার্ট বা পিকনিকের আয়োজন করেন,
কঠিন চীবর দানে নাচতে হবে কেন?

কঠিন চীবর দান'র পবিত্রতা রক্ষা করা সকল বৌদ্ধদের দায়িত্ব।

জাপানের টচিগি প্রিফেকচারের উতসুনুমিয়া'তে থাইল্যান্ডের ধাম্মাকায়া কর্তৃক প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারে আজ কঠিন চীবর দানোৎসব অনু...
19/10/2025

জাপানের টচিগি প্রিফেকচারের উতসুনুমিয়া'তে থাইল্যান্ডের ধাম্মাকায়া কর্তৃক প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহারে আজ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।🙏

19/10/2025

রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বুদ্ধের কৌশলগত ভূমিকা। #বুদ্ধ #যুদ্ধ #সংঘর্ষ #ধম্ম #বৌদ্ধধম্ম #গৌতমবুদ্ধ #বৌদ্ধধর্ম

বৌদ্ধদের (বড়ুয়া) কি আছে ??--------------------------অভিজিৎ বড়ুয়া অভিমুসলিম সম্প্রদায়ের ইসলামিক রিলিফ, মুসলিম এইড আছ...
19/10/2025

বৌদ্ধদের (বড়ুয়া) কি আছে ??
--------------------------
অভিজিৎ বড়ুয়া অভি

মুসলিম সম্প্রদায়ের ইসলামিক রিলিফ, মুসলিম এইড আছে। হিন্দুদের রামকৃষ্ণ মিশন ইত্যাদি আছে। তাদের বাৎসরিক বাজেট শতকোটি টাকার উপরে প্রতিটি সংস্থার। দারিদ্র্য বিমোচন, কর্ম সংস্থান ও শিক্ষার উন্নয়ন জন্য তারা কাজ করছে।

আর বৌদ্ধদের আছে শুধু সংগঠন। তাদের ঘাড় মোটা শু.........র শরীর, অশিক্ষিত পিতামাতার সন্তান তারা নেতা।

ভিক্ষুদের পিটায়, মামলা মোকদ্দমা করে, বিহার নিয়ে ব্যবসা ধান্দা করে, বিহার কমিটির নেতা হয়ে, 'আমি কি হনু রে' হয়ে গদগদ।

নির্লজ্জের ও কোরবানীর গরুর মতন ফুলের মালা আর কাপড় গলায় জড়িয়ে দাঁত বেড় করে হাসে। বদমাইশ। মদখোর, লাম্পট্য, দুর্নীতিগ্রস্ত এরা।

ভিক্ষুসংঘ বা কিছু কিছু বৌদ্ধ ভিক্ষু একক প্রচেষ্টায় অনেক প্রতিষ্ঠান গড়ে তূলেছে। আর এইসব শু.....র ভেড়ার পালের মতন গিয়ে মঞ্চে বসে নির্লজ্জের মতন হাসে।

এদের জন্য সংগঠনে শিক্ষিত লোকজন স্থায়ী হয় না।

দুর্বৃত্তায়নের কবলে এই সমাজ সম্প্রদায়, তাই তাদের নেই কোন উল্লেখযোগ্য অর্জন। তারা কেডিট ইউনিয়ন করে ধন্য ভেবে জিহ্বা বের করে লালা ফেলে।

আর যতসব দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, রাজনৈতিক বাটপারদের অর্থের লোভে তাদের পদলেহন করতে করতে মলদ্বার পর্যন্ত লেহন করে হাস্য করে তৃপ্ত থাকে।

বড়ুয়াদের অথচৈব -----------অভিজিৎ বড়ুয়া অভিবৌদ্ধ (বড়ুয়া) সংগঠন গুলোর এতো এতো সংগঠন ও নেতা। যুব সংগঠনের নেতাদের এতো ...
19/10/2025

বড়ুয়াদের অথচৈব
-----------
অভিজিৎ বড়ুয়া অভি

বৌদ্ধ (বড়ুয়া) সংগঠন গুলোর এতো এতো সংগঠন ও নেতা। যুব সংগঠনের নেতাদের এতো মোটা শরীর, ঘাড় মোটা। কিন্ত বড়ুয়াদের নেই কোন উপদেষ্টা, নেই কোন এমপি, নেই কোন জাতীয় নেতা, নেই কোন মন্ত্রী। কিন্ত এরা ভেড়ার পালের মতন দল বেঁধে চলে, আর নির্লজ্জের মতন একে উপরে জন্মদিন বিবাহ আর রঙ্গের শুভেচ্ছা বিনিময় করে।

এদের নেই কোন আন্তর্জাতিক সেল, লবি, প্রতিনিধিত্ব। এরা বিদেশে গিয়ে অনুষ্ঠান অংশগ্রহণ করে দাঁত বের করে ফোকলা দাঁতে কোখলা হাস্য ছবি দেয়।

এরা ভিক্ষুদের সাথে মারামারি করে, কুস্তি লড়ে খিস্তি ঝাড়ে, মামলা মোকদ্দমা করে দুর্বৃত্তায়নের নেতা হয়ে খুশিতে গদগদ হয়ে পরিচয় দেয় 'জাতীয় বৌদ্ধ নেতা'। এরা যে কি পরিমান বিবেকহীন নির্লজ্জ মূর্খ, বোকা, নির্বোধ, অজ্ঞ তা অব্যক্ত।

এরা আর যা করে দুর্বৃত্ত ব্যক্তিত্বদের অর্থ লোভে পদ লেহন করে, বিবেক বর্জন করে। ..........র মাংস ভক্ষণ, সেরূপ আচরণ।

17/10/2025

মাইলস্টোনের জন্য বুক জ্বলে যাওয়া মানুষ গুলোর, গার্মেন্টস কর্মীদের জন্য কোন কষ্ট নেই। কারণ "ধনী মরলে ক্যামেরা ধর, গরীব মরলে দাফন কর।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMPR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share