Our Sweet ties

Our Sweet ties Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Sweet ties, Digital creator, Dhaka.

Why???
08/10/2024

Why???

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
26/06/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

14/06/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।

আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!

কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না, সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

06/02/2024

Chicken korma with pulao🤤

20/08/2023

thanks for making our every holiday special❤️🥰


11/08/2023

যাদের ফজরের নামাজে উঠতে কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা হয়। তাদেরকে একটা ট্রিকস শিখিয়ে দেই। আমার আগে অনেক নামাজ মিস হয়ে যেত ।কিন্তু যেদিন থেকে আমি এই ট্রিকস এপ্লাই করি অই দিন থেকে আলহামদুলিল্লাহ ফজরে বা তাহাজ্জুদে উঠতে এলার্ম লাগে না।

ট্রিকস ১ঃ এশার নামাজ পড়ে ৩ কুল তিন বার করে পড়বেন।হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করবেন।
এর বেনিফিট কি জানেন রাতে যখন আমরা শুতে যাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয়।১ম গিট দেয় আর বলে তোমার সামনে অনেক লম্বা রাত তুমি ঘুমাও।২য় /৩য় গিটে সেইম কথা বলে।যেন আমরা মরার মত ঘুমাতে পারি।যখন আমরা ৩ কুল পড়ে ফু দেই তখন আর এই গিটগুলা লাগে না।কি ইন্টারেস্টিং বিষয় তাই না।

ট্রিকস ২ঃ রাতে বিছানায় গিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমাকে ফজরের নামাজ বা তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।আল্লাহ আমাকে ঘুম থেকে যথা সময়ে উঠানোর দায়িত্ব তোমার।আমাকে উঠিও দিও। অন্য নামাজের শেষে বলবেন আল্লাহ আমাকে পরের ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও।যখন আপনি ইবাদতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালাকে বলবেন, আল্লাহ কি আপনাকে না উঠিয়ে পারবেন? যখন দায়িত্বটা আল্লাহকে দিবেন আর আপনি চেষ্টা করবেন, নামাজ পড়ার মনোভাব রাখবেন তখন আল্লাহ কিভাবে উনার দায়িত্ব পালন না করে থাকবেন।

ট্রিকস ৩ঃ একটা হাদিস শুনেছিলাম অনেক আগে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়।
আপনি এই কথাটা মাথায় আঠা দিয়ে গেথে ফেলেন।যে ইচ্ছা করে এক ওয়াক্ত মিস গেলে কাফের হয়ে যাবেন।তাহলে আর নামাজ মিস হবে না।কোন মুসলিম চায় না কাফের হতে।
এই ট্রিকস ফলো করেন দেখবেন ইন-শা-আল্লাহ নামাজ মিস হবে না।
যতই পাপ করেন পাপের সাগরে থাকেন নামাজ মিস দিয়েন না।নামাজ পাপ কমিয়ে দেয়।
নামাজ পানির মত, পানি যেইভাবে ময়লা ধুয়ে পরিষ্কার করে তেমনি নামাজ পাপ ধুয়ে পবিত্র করে।
এক দিন দুই দিন পাঁচ মাস ১ বছর নামাজ পড়তেই থাকেন।এক দিন দেখবেন পাপ আপনার দ্বারা আর হচ্ছে না।
এই নামাজের কারনে হাজার পাপ থেকে বিরত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আর যা পাপ হয়ে যায় আল্লাহ মাফ করুক
#এডমিন Its a Copy

Address

Dhaka

Telephone

+8801793099424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Sweet ties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Sweet ties:

Share