JM Gossip

JM Gossip অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উচুমানের অনুভূতি।

21/10/2024

Hlw Friends,
How are you?

02/08/2024
02/08/2024
বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছ...
28/05/2024

বৃটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি এমন এক মেয়েকে বিয়ে করছে যে পুরাপুরি শ্বেতাঙ্গ না- মিশ্র রক্ত, বয়সে প্রিন্সের থেকে তিন বছরের বড়, তার আগে একবার বিয়ে হয়ে ডিভোর্সও হইছিলো।
কিন্তু বৃটিশ মিডিয়ার অনেক হাহাকার সত্যেও এসব ব্যাপারগুলো তাদের বিয়েতে কোন বাঁধা হতে পারে নাই কারণ এসব কোনটাই মেয়েটার "দোষ" না, তারা একে অপরকে ভালোবাসে- এটাই বড় কথা!
আর আমাদের দেশের কিছু ছেলেরা নিজেরা যাই হোক আর সারাজীবন যাই করুক বিয়ের সময় এমন মেয়ে খুঁজে যে একই সাথে

১. "ফর্সা"সুন্দরী হতেই হবে😆

২.প্রচন্ড ধার্মিকও হতে হবে😆

৩.উচ্চশিক্ষিত হতে হবে কিন্তু চাকরিও করতে পারবে না😆 আবার টাকা ও ইনকাম করতে হবে :3

৪.মেয়ের এক বস্তা গুন অবশ্যই থাকতে হবে।সেলাই,পার্লার এর কাজ, ননদ দের মেহেদি লাগিয়ে দেয়া বিবিধ।😎

৫.পয়সাওয়ালার লাডলি মেয়ে হতে হবে কিন্তু কামলার মত কাম করতে হবে।

৬.অনেক ভালো ফ্যামিলি থেকে আসতে হবে আবার বিয়ের পর "মজাদার" রান্নাও করতে হবে😆

৭.পান থেকে চুন খসলেই একগাদা কথা হজম করার মত ধৈর্য থাকতে হবে।

৮. এক কথায় মেয়েকে একই সাথে মাদার তেরেসা, সিদ্দিকা কবির, ঐশ্যরিয়া রায় হতে হবে... :D

উনারা কোন হরিদাশ পালের রাজপুত্র সেটা জিজ্ঞেস করবেন না। এতে বদনাম,বেয়াদপি,কলংক ইত্যাদি শব্দ কাধে নিতে হতে হবে

C:

24/05/2024

প্রথমবার চেষ্টা করলাম আমি আর আমার বোন। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে।

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা ...
22/05/2024

বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথপরিবারের এক চিরচেনা রূপ। আমি বহু দ্বিনি ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কী?

সমাধান এতো সহজ নয় বিশেষ করে এই জাহেলিয়াতের যুগে। এই জন্য আমি প্রায়ই বলি,

"হালাল খাবার না পেলে হারামে ঝাপিয়ে পরবো তাই আমার বিয়ে করা দরকার।" এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সারভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথা সম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন।"

প্রতিটা মেয়ের কিছু ব্যাসিক চাহিদা থাকে যেমন। উদাহরণস্বরূপ, আমার এমন একটা সংসার হবে যেখানে,

১. আমার একটা নিজের ঘর থাকবে, যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিবো।
২. আমার নিজের একটা পাকঘর থাকবে, যেখানে আমি আমার ইচ্ছেমত নিত্যনতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাছে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেয়ার কেউ থাকবে না।
৩. একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্যকেউ জবাবদিহি চাইতে আসবে না।
৪. স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড়সড় করে দাবী করে বসলে পাছে কেউ "ন্যাকামো" বলে তাচ্ছিল্যের তীর ছুড়বে না।
৫. স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে থাকবে না৷
৬. সামাজিকতার নামে গায়রে মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না৷
৭. প্রাপ্ত বয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেয়ার ছুঁতোয় তার সামনে যেতে হবে না।
৮. শাশুড়ী ননদদের নোংরা রাজনীতির স্বীকার হয়ে স্বামীর চক্ষুশূল হতে হবে না।
৯. যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না।
১০. যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেয়া হবে, লাঞ্চিত করা হবে না।

ইত্যাদি ইত্যাদি, নানারকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন। যেখানে নসিহা করার অধীকার কারো নেই। অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌছতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্চিত।

আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তবে বাংলাদেশের বিশাল সংখক মেয়ে বিয়ে করতে ভয় পায়, এতোটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আতকে ওঠে। কারন সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ংকর দুঃস্বপ্নভেবে ভুলে যেতে চায়। কিন্তু সম্ভব হয় না।

🖋️সংগৃহীত

Address

Dhaka
1209

Telephone

+8801861739110

Website

Alerts

Be the first to know and let us send you an email when JM Gossip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JM Gossip:

Share