English Adda - ইংলিশ আড্ডা

English Adda -  ইংলিশ আড্ডা Muhammad Al-amin
Jagannath University ; Dhaka

12/06/2025

সহজ ভাষায় Clause শিক্ষা

Clause কিঃ
Clause এর বাংলা অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। Word কে ভাঙ্গলে যেমন Syllable পাওয়া যায়, তেমনি ইংরেজি বড় বাক্যে (Compound and Complex) একাধিক Clause পাওয়া যায়। শুধুমাত্র ১ টি সাবজেক্ট এবং একটি Finite Verb নিয়ে একটি ক্লজ হয়। মনে রাখবেন শুধু মাত্র একটি Finite verb. একাধিক finite verb থাকলে বুঝবেন সেখানে একাধিক ক্লজ আছে। আর সাবজেক্ট সবসময় উল্লেখ থাকে না, অনেক সময় উহ্য থাকে। তাই সবসময় verb এর দিকে খেয়াল রাখলেই চলবে। একটা finite verb থাকতে হবে। Non finite যত থাকে থাকুক, না থাকলে নাই।
Non finite verb ৩ রকমের হয়
1. to+verb, ( infinitive)
2. v+ing (except continuous tense)
( Participle / Gerund)
3. v3 (except perfect tense)
এই ৩ রকমের না হলেই বুঝবেন সেটা finite verb.
নিচের উদাহরণগুলো লক্ষ্য করুনঃ
1. Do or Die.
2. Everyday, he helps his father.
3. Since the weather was cold, we could not start out journey.
১ম বাক্যে ২ টা finite verb আছে, একটা do আরেকটা die (Non finite এর কোনোটার সাথে মিলে না তাই,). তারমানে এখানে ২ টি Clause আছে। ২য় বাক্যে দেখুন helps একমাত্র finite verb যার কারনে এটাতে একটি Clause । ৩য় বাক্যে was আর start, ২ টি finite verb থাকায় এখানে ২ টি ক্লজ আছে। আশা করি Clause এর সংজ্ঞা বুঝতে পেরেছেন।
Clause এর প্রকারভেদঃ
Clause ৩ প্রকার।
1. Principal (স্বাধীন)
2. Subordinate (পরাধীন)
3. Coordinate (সমশ্রেণিভুক্ত)
যাইহোক ৩য় Clause আমাদের লাগবে না। ২ টা principal clause মিলে ৩য় Clause হয়। এবার বিস্তারিত বলিঃ
১। Principal Clause: যে Clause অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে তাকেই Principal clause বলে। Principal clause ছাড়া কোনো বাক্য হয় না।
২। Subordinate Clause: যে Clause অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে পারে না তাকে Subordinate Clause বলে। এই ক্লজ শুধুমাত্র complex sentence এই দেখা যায়।
এবার উদাহরণটি দেখুনঃ
Since he was ill, he could not go to school.
এখানে ২ টি Clause আছে। since he was ill এর অর্থ "যেহেতু সে অসুস্থ ছিলো" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাই এটা subordinate clause. আবার he could not go to school এর অর্থ "সে স্কুলে যেতে পারে নি" যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে তাই এটা Principal clause.
আরেকটি উদাহরন দেখুনঃ
The man who came here yesterday is my brother.
এখানেও ২ টি Clause আছে (finite verb লক্ষ্য করুন)। তবে একটি Clause এর ভিতরে আরেকটি Clause । Principal clause টি হলো "the man is my brother", আর subordinate টি হলো "who came here yesterday".
আরেকটি উদাহরণ দেখুনঃ
I went to Kolkata and met my friends.
এখানে ২ টা Clause ই স্বাধীন, আলাদা করলেও নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারে। অর্থাৎ একটি Clause আরেকটি Clause এর উপর নির্ভরশীল না। ২ টাই Principal clause হওয়ায় এটা coordinate clause, যেটা আগেই লিখেছি।
সাধারনত একাধিক Clause থাকলে ২ Clause এর মাঝে বা subordinate Clause এর শুরুতে clause marker (and, but, or, since, as, that, wh..., etc) থাকে।
পরীক্ষায় একটা বাক্য দিয়ে বলা হয় এই অংশ টুকু কোন Clause । সেক্ষেত্রে আপনাকে Clause চিনতে হবে। এক্ষেত্রে ৩ ধরনের Clause আসে। noun clause, adjective clause, and adverb clause.
১। Noun Clause: যেকোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট Noun হয়। সেই সুত্রে সাবজেক্ট এবং অবজেক্ট এ Clause থাকলে সেটাও Noun clause হবে।
চেনার উপায়ঃ verb কে "কে/কারা" দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। আবার "কি/কাকে" দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর noun clause বসে।
উদাহরণটি দেখুনঃ
I like "what I see"
এখানে Verb হচ্ছে like, ভার্বকে "কী" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (আমি যা দেখি). তাই এটা noun clause.
২। Adjective Clause: আমরা জানি adjective সাধারণত Noun বা pronoun কে modify বা নির্দেষ করে। সেই সূত্রে adjective clause ও Noun বা pronoun কে মডিফাই করবে।
চেনার উপায়ঃ সাধারনত noun এর পর এই ধরনের Clause দেয়া থাকে, এবং Clause টি উক্ত noun সম্পর্কে তথ্য দেয়।
উদাহরণটি খেয়াল করুনঃ
He is the man "who came here yesterday".
এখানে man নাউন কে মডিফাই করেছে "who "who came here yesterday" অর্থাৎ এই Clausedটি man সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা adjective clause.
৩। Adverb Clause: adverb সাধারনত verb কে মডিফাই করে। সেই সূত্রে adverb clause ও verb কে মডিফাই করবে।
চেনার উপায়ঃ verb কে "কখন/কোথায়/কিভাবে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই adverb clause.
নিচের উদাহরণটি দেখুনঃ
"When we went to the zoo", we saw a lion.
এখানে ভার্ব saw কে "কখন" দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় when we went to the zoo (যখন চিড়িয়াখানায় ঢুকলাম), তাই এটা adverb clause.

Address

Nageshwari, Kurigram
Dhaka

Telephone

01928933789

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Adda - ইংলিশ আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to English Adda - ইংলিশ আড্ডা:

Share

Category