আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই আল্লাহর গোলামী করি�
(1)

28/09/2025

এক টুকরো গোস্ত তিন হাজার সাহাবী খন্দকের যুদ্ধে খেয়েছিলেন এটাই আমাদের নবী মোজাদা 🤲
゚viralシfypシ゚viralシalシ ゚viralシ

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ি রোজ শনিবার বাদ যোহর কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট দানবির ও সমাজসেবী ভোলাগঞ্জ আরাবিয়া হাফিযি...
27/09/2025

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ি রোজ শনিবার বাদ যোহর কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট দানবির ও সমাজসেবী ভোলাগঞ্জ আরাবিয়া হাফিযিয়া মাদরাসার সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহাব উদ্দিন সাহেব ও ভোলাগঞ্জ উত্তর পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব সহ নিরপরাধ সকল বন্দীদের নি:শর্ত মুক্তি চেয়ে এবং জামেয়া ইসলামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও-এর শত বছর পূর্তী ও ৩০সালা দস্তারবন্দী মহা সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে জামেয়ার মসজিদ মিলনায়তনে এক বিশেষ দুআর আয়োজন করা হয়।
মহান আল্লাহ তাআলা যেন তাঁর বান্দাগণকে অতি দ্রুত মামলা থেকে মুক্তি দান করেন এবং জামেয়ার আগত সম্মেলনকে সার্বিক সফলতা ও কামিয়াবি দান করেন। দেশী-বিদেশী যে সকল দ্বীন-দরদী ভাই-বোন সম্মেলন সফল করার লক্ষে নিজের অর্থ, মেধা, শ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। আমীন

27/09/2025

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।

(সহিহ বুখারি: ৬৪৬৪)

27/09/2025

সকল মা বোনদের কে আল্লাহ যেন পর্দা করে তৌফিক দান করেন।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシ

27/09/2025

যৌবনের খেদমত!

মানুষের জীবনে যৌবনকাল সবচেয়ে মূল্যবান সময়।

যৌবনের সময়ে শক্তি থাকে, সাহস থাকে, নতুন কিছু করার উদ্দীপনা থাকে।

তাই ইসলাম আমাদের শিখিয়েছে যে, যৌবনকাল যেন আল্লাহর ইবাদত ও নেক আমলে কাটানো হয়।

রাসূলুল্লাহ (সা:) বলেছেন,কিয়ামতের দিনচারটি বিষয়ে জিজ্ঞাসিত করা হবে।
(১) তার জীবন কীভাবে কাটিয়েছে,
(২) তার যৌবন কীভাবে কাটিয়েছে,
(৩) তার সম্পদ উপার্জন এবং ব্যয়ের,
(৪) সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে।
(তিরমিযী, হাদিস ২৪১৭)

অর্থাৎ, আমাদের জীবন আর বিশেষ করে যৌবনকাল কীভাবে কাটিয়েছি, তার হিসাব আল্লাহ নেবেন। তাই এ সময়ে নেক কাজ করা, নামাজ-কুরআন পড়া, মানুষের উপকারে আসা, এগুলোই হলো আসল খেদমত।

রাসুলুল্লাহ (সা:) বলেছেন, সাত শ্রেণির মানুষ আছে, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় রাখবেন,তাদের একজন হলো সেই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে বড় হয়েছে।
(বুখারী ও মুসলিম)

অতএব যৌবনের খেদমত মানে শুধু নিজের নয়, বরং সমাজ ও ইসলামের কল্যাণে নিয়োজিত থাকা।

যৌবন যদি আল্লাহর পথে ব্যয় করা যায়,তবে সেটাই জীবনের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ।
(এনামুল হক খান এহসান)

কি অদ্ভুত!!😥বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন। না পারলো বাবা মেয়েকে দেখতে...
27/09/2025

কি অদ্ভুত!!😥
বিকেলে বাবা চলে গেলেন না-ফেরার দে-শে !! ঠিক তখনই রাতে এলো এক নতুন প্রা-ণে-র আগমন।
না পারলো বাবা মেয়েকে দেখতে,, না পারলো মেয়ে বাবাকে চিনতে!!
কয়েকটি ঘণ্টা ব্যবধান মাত্র।
( আল্লাহ উত্তম পরিকল্পনাকারী)
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ।🤲

সফল হোক
27/09/2025

সফল হোক

লাল মিয়া চেয়ারম্যান এর ভাতিজা আলমগীর গাড়ির ব্যাটারী ও সেলফ চুরি করে ধরা খাইছে। উওর টুকের গাঁও মুজিব ভাঙ্গারী নামের ব্যাক...
26/09/2025

লাল মিয়া চেয়ারম্যান এর ভাতিজা আলমগীর গাড়ির ব্যাটারী ও সেলফ চুরি করে ধরা খাইছে। উওর টুকের গাঁও মুজিব ভাঙ্গারী নামের ব্যাক্তির ২ টি গাড়ির সেলফ ব্যাটারী চুরি করে বিক্রি করে দেয়।ক্রয়কৃত ব্যাক্তির কাছে পাওয়া গেলে আলমগীরকে হাতেনাতে ধরিয়ে দেয়।লাল মিয়ার ক্ষমতা দেখিয়ে তার গুষ্টির লোকেরা এসব করে কেও প্রতিবাদ ও করতে পারে না লাল মিয়ার ভয়ে।

কানাইঘাটের আলোচিত ভাইরাল ভিডিওর ঘটনায় শাহাব উদ্দিনকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে...
24/09/2025

কানাইঘাটের আলোচিত ভাইরাল ভিডিওর ঘটনায় শাহাব উদ্দিনকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে...

22/09/2025

ধলাই ব্রিজ রক্ষায় ব্রিজের তলদেশ পিলার কাছ থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আলহামদুলিল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share