bd24shongbad.com

bd24shongbad.com সত্য প্রকাশে আমরা আপোষহীন।
(1)

আজ দিবাগত রাত ৮ঃ০০ টায় এই মেয়েটিকে ভারসাম্যহীন অবস্থায় নেত্রকোনা জেলাসদরের উকিলপাড়ার বনানী মাঠ সংলগ্ন রাস্তায় পাওয়...
08/07/2025

আজ দিবাগত রাত ৮ঃ০০ টায় এই মেয়েটিকে ভারসাম্যহীন অবস্থায় নেত্রকোনা জেলাসদরের উকিলপাড়ার বনানী মাঠ সংলগ্ন রাস্তায় পাওয়া গেছে।
অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরও তিনি তার কোন পরিচয় দিতে পারছেন না। কোথায় বাড়ি বা কি নিয়ে এসেছে তা তিনি বলতে পারছেন না, তারপর আমরা তাকে নেত্রকোনা মডেল থানায় দায়িত্বরত অফিসারদের কাছে প্রেরণ করি।
কারো মা বা বোন হারিয়ে গেলে তাকে নেত্রকোনা মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

ইন্না-লিল্লাহ 😥২৩-২৪ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “ডেভেলপমেন্ট স্টাডিজ” এর ৩টা ছেলে হিমছড়ি বীচে মারা গেছে আজকে সকাল...
08/07/2025

ইন্না-লিল্লাহ 😥
২৩-২৪ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “ডেভেলপমেন্ট স্টাডিজ” এর ৩টা ছেলে হিমছড়ি বীচে মারা গেছে আজকে সকালে। কেউ চিনে থাকলে জানাবেন।
আরো ২জনকে খুজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আপাতত।

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।😋👨‍🦯 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।😢 একদিন হ...
07/07/2025

একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।😋
👨‍🦯 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।

😢 একদিন হঠাৎ কৃষক মা'রা গেলেন।
🙉🐒🥰 বানররা খুশিতে লাফাতে লাগল—আর কেউ তাড়া করবে না!

কিন্তু…
⏳ বছর ঘুরতেই আর ভুট্টা জন্মাল না।
🍃 মাঠ শূন্য, খাবার নেই… ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল—
যাকে শত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস।💔💔

---

📚 শিক্ষা:
🧠 আপনি আজ যাকে অবহেলা করছেন,
কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।🥲🥲

---

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না!1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ ...
06/07/2025

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না!

1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ সময় গরুর নিজের রোগ দমন সক্ষমতা দিয়ে রোগকে মোকাবেলায় সুযোগ দিতে হবে।কতটুকু মোকাবেলা করতে পারছে, এটা খেয়াল করে সাপোর্ট চিকিৎসা দিতে হবে। ভয়ে অগ্রীম চিকিৎসা করতে গিয়ে পিছিয়ে যাবেন।
2) এই সময়/ প্রথম দুই সপ্তাহ কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারন এটা ভাইরাস ঘটিত রোগ, ব্যকটেরিয়া ঘটিত রোগ না।
3) প্রথম সপ্তাহে যত বেশী ঔষধ খাওয়াবেন, এই রোগ ভাল হতে তত বেশী সময় লাগবে; ক্ষতি বেশী হবে, শেষে চিকিৎসা ব্যয় বাড়বে, তথাপি ও গরু-বাছুর বাঁচানো কঠিন হবে।
4) এ সময় আপনার প্রধান কাজ হল একটি থার্মোমিটার হাতের কাছে রাখা, জ্বর মাপা ও জ্বর নিয়ন্ত্রনে রাখা, ফাষ্টভেট/পাইরালজিন এসব ট্যবলেট খাওয়ান প্রতি আট ঘন্টা পরপর দিনে তিনবার। কম করে হলে দিনে 2-3 বার গোসল করাবেন, শরীর মুছে দিতে হবে, জ্বর 104 থেকে নীচে রাখতে হবে।
5) এই সময় খাবার সোডা বড় গরুর জন্য 30 গ্রাম,বাছুর হলে 15 গ্রাম, নিমপাতা পরিমান মত,জিংক সিরাপ বাছুরকে 50 মিলি, বড় গরুকে 100 মিলি করে 15-20 দিন খাওয়াতে থাকুন। এতে এ রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে।
6) গোটা গুলো মোটামুটি দৃশ্যমান হতে সুযোগ দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এ সময় গরুর রোগ প্রতিরোধশক্তি এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে এটা জোর করে বন্ধ করতে না যেয়ে একটু সময় দিন ও পরে নন স্টেয়রয়েড এন্টিহিস্টামিন ইনজেকশন দিতে পারেন। এসময় এষ্টাভেট/রেনাসিন ইনজেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 8-10 সিসি পরপর তিন দিন/ এক দিন পরপর তিন বার দিতে পারেন। এ সময় রেজিঃ ভেটের পরামর্শ নিবেন।
7) এ সময় খাবার স্বাভাবিক রাখুন,ইলেকট্রোলাইটস/ডেক্সড্রোজ ও মিনারেলস সাপোর্ট দিতে পারেন। ওর স্যালাইন,লেবুর রস, ক্যালসিয়াম, এমাইনোভেট প্লাস সিরাপ এসব দিয়ে এনার্জি ও পুষ্ঠি সাপোর্ট দিতে হবে। এতে গরুর রোগ প্রতিরক্ষা তৈরীতে সহায়তা হবে।
8) এ সময় No lumpy, Lumpy cure, FRA C12 এসব পাউডার খাওয়াতে পারেন। এতে ভাইরাস ভেতর থেকে দূর্বল হয়ে যাবে।
9) নিমপাতা সিদ্ধ পানি, পটাশের পানি, স্যাম্পু, টিমসেন/ GPC8 /FAM 30 এসব দিয়ে গোসল করাতে হবে।

উল্লেখিত পরামর্শ গরু পালনকারী ভাই ও বোনেরা সঠিক ভাবে পালন করলে ভয়ানক L*D রোগ থেকে আপনার গরু দ্রুত সুস্থ্য হয়ে উঠবে ইনশাআল্লাহ্!

(আগে ভাল করে পড়ুন এরপর ফলো করুন )।
শেয়ার করবেন

ভুঁইফোড় সংগঠন প্রসঙ্গে সতর্কীকরণ নোটিশ।
06/07/2025

ভুঁইফোড় সংগঠন প্রসঙ্গে সতর্কীকরণ নোটিশ।

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে ...
06/07/2025

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..
- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন 🙁
কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!
ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না 🙁"
বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।
রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।
তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।
বাচ্চার হার্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।
রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।
শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চিরুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।
ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম 🙁 পরানডা.."
'পরানডা ছিঁড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম মধ্যম দেয়া শুরু করেন। এরপর...যা হবার তাই হলো

“কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদী আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করবো,...
05/07/2025

“কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদী আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করবো, ইনশা আল্লাহ।”
🗣ডা. শফিকুর রহমান

উম্মে সাহেদীনা টুনি।এই গল্প কোনো সিনেমার নয়। কল্পনারও নয়।এটা একজন নারীর জীবন্ত, রক্তমাখা আত্মত্যাগের গল্প-অকৃতজ্ঞতার নির...
03/07/2025

উম্মে সাহেদীনা টুনি।
এই গল্প কোনো সিনেমার নয়। কল্পনারও নয়।
এটা একজন নারীর জীবন্ত, রক্তমাখা আত্মত্যাগের গল্প-অকৃতজ্ঞতার নির্মম এক গল্প ।

একজন স্ত্রী কী দিতে পারে তার স্বামীর জন্য?
ভালোবাসা, সময়, শ্রম-এসব তো অনেকেই দেয়।
কিন্তু টুনি তার স্বামীকে দিয়েছেন নিজের শরীরের একটি অঙ্গ-কিডনি।
হ্যাঁ, নিজের কিডনি দিয়ে প্রাণে বাঁচিয়েছেন তারেক নামের মানুষটিকে।
মায়ের পেনশনের টাকা, নিজের গয়নাগাটি, ব্যবসার টাকা, নিজের রক্ত-মাংস, সবকিছু ঢেলে দিয়ে বাঁচিয়েছেন প্রিয়জনকে।

২০০৬ সালে পারিবারিকভাবে বিয়ে হয় টুনির। স্বামী মোহাম্মদ তারেক মালয়েশিয়া প্রবাসী।
বিয়ের এক বছর পর তাদের ঘরে আসে পুত্র সন্তান- নাম রাখা হয় আজমাইন দিব্য।
সব ঠিকঠাক চলছিল।
কিন্তু ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তারেক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসকরা জানান-তার দুটো কিডনিই প্রায় বিকল।
বাঁচতে হলে অবিলম্বে ডায়ালাইসিস শুরু করতে হবে।

টুনি তখন সদ্য মা হয়েছেন। শরীর তখনও দুর্বল।১৮ বছরের একটা মেয়ে কতটুকুই বা সাহস থাকতে পারে!

তবুও টুনি উদ্যোগ নেন স্বামীকে ভারতে নিয়ে যাওয়ার।
এক সপ্তাহের মধ্যেই সব ব্যবস্থা করে তারেককে নিয়ে যান তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে।

সেখানে চিকিৎসা চলে একটানা ১০ বছর। চিকিৎসকরা শুরুতে বলেন-ওষুধে ১০ বছর জীবন টানা যাবে, এরপর কিডনি প্রতিস্থাপন লাগবে।
এই সময়টাতে টুনি হাল ছাড়েননি।
ঢাকায় ফিরে ঘরেই পার্লার চালু করেন, বুটিকসের কাজ করেন।মাসে আয় হতো ৪০-৫০ হাজার টাকা।
সবটুকুই ব্যয় করতেন স্বামীর চিকিৎসায়।
নিজের গয়না বিক্রি করেন, স্বর্ণালঙ্কার খরচ করেন, এমনকি নিজের মায়ের পেনশনের টাকা পর্যন্ত দিয়ে দেন। মায়ের নামে থাকা ফ্ল্যাট বিক্রি করেও টাকা নিয়ে আসেন স্বামীর চিকিৎসার জন্য।

এভাবে ২০০৮ থেকে ২০১৮ এক দশক লড়াই।
২০১৯ সালে ডাক্তাররা বলেন-এবার আর উপায় নেই, কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে।

তখন টুনি নিজেই এগিয়ে এলেন।
স্বামীর শরীরে প্রতিস্থাপন করলেন নিজের কিডনি।
সুস্থ হলেন তারেক কিন্তু স্থায়ী অসুস্থতা বরণ করে নিলেন টুনি।

বাংলাদেশে ফিরে আসার পর টুনির জীবনে নেমে আসে নরক।
তারেক শুরু করে মানসিক নির্যাতন, তারপর শারীরিক।
চাকরি বা ব্যবসা তো করেনইনি, উল্টো টুনির ইনকাম করা টাকাও হাতিয়ে নিতে শুরু করেন।
পরিবার থেকে টাকা আনার জন্য চাপ দেন।

এরইমধ্যে টুনি জানতে পারেন-তারেক এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। মোবাইল ঘেঁটে পান প্রমাণও। তখন শুরু হয় আরও ভয়ানক নির্যাতন।
এক পর্যায়ে বলেন, “ডিভোর্স দাও, বাড়িটা আমার নামে লিখে দাও।”
নির্যাতন থেকে বাঁচার জন্য টুনি পালিয়ে যান বাবার বাড়ি। কিন্তু নিস্তার মেলেনি! তারেক থাকা শুরু করেন প্রেমিকার বাড়িতে।
সেখান থেকেই চাপ দিতে থাকেন-ডিভোর্স দিয়ে বাড়ির মালিকানা দিয়ে দিতে।

টুনি বলেন, “যে মানুষটার জন্য সব ত্যাগ করলাম, সে আমার অপারেশনের দাগে লাথি মারে! আমি জানি, হয়তো বেশিদিন বাঁচব না। কিন্তু চাই, আমার মতো যেন আর কোনো মেয়ে এমন অন্ধ ভালোবাসায় নিজেকে শেষ না করে।”

টুনির দেওয়া জীবনটাকেই যেন আজ ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে। টুনির না ঠকে যাক। তাহলে যে বিশ্বাস বলতে কিছু থাকবে না । ❤️ Sanaul Haque Sunny❤️

নিজের কি’ডনি দিয়ে স্বামীকে বাঁ,চালেন টুনি। সুস্থ হয়েই সেই স্বামী করল প’রকীয়া, মা’রধর করে তা’ড়িয়ে দিল বাড়ি থেকে।চিকিৎসার ...
03/07/2025

নিজের কি’ডনি দিয়ে স্বামীকে বাঁ,চালেন টুনি। সুস্থ হয়েই সেই স্বামী করল প’রকীয়া, মা’রধর করে তা’ড়িয়ে দিল বাড়ি থেকে।

চিকিৎসার সময় পরিবারের কেউ এগিয়ে না এলেও, স্ত্রী নিজের জী’বন ঝুঁ’কিতে ফেলে দিয়েছিলেন সব। শেষে পেলেন শুধু অ,বহেলা আর বি,শ্বাসঘাতকতা।

আল্লাহ যেন এমন অ’মানুষদের উপযুক্ত শা’স্তি দেন।

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো  ঠিকানা  বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি  টোল  প্লাজায় আছে...
03/07/2025

মহিলা কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শেয়ার করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। হয়তো মহিলাটার মানসিক সমস্যা আছে।

এর হিসাব একদিন দিতে হবে...!মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি নাহ। একটা ৫০+ বয়সের লোক সকাল ১১টা থেকে...
02/07/2025

এর হিসাব একদিন দিতে হবে...!

মানুষ কতটা নিচে নামতে পারলে এমন কাজ করতে পারে আমি জানি নাহ। একটা ৫০+ বয়সের লোক সকাল ১১টা থেকে ২:৩০ ঘুরায়ে আমাদের বাসার নিচে নিয়ে আসে।

তারপর ভাড়া দেওয়ার নাম করে বলে যে আমার ছেলে সামনে আছে একটু দেখেন তো বলে যে লোকটা সামনে যাই তখনই ওই মহিলাটা পালায় যায় (রিক্সাতে মহিলা আর তার ছেলে উঠেছিলো)

যাই হোক অনেক কান্না করতেছিলো লোক টা। ৩০০ টাকার জন্য এমন ছোট লোকি। তারপর আমি আর আব্বু মিলে কিছু টাকা তাকে দিলাম। কিন্তু মানুষ যে কতটা খারাপ হতে পারে।

এই লোকটার চোখের পানির মুল্য একটা সময় তার বা তাদেরকে দিতে হবে ।

collected
লাল ভাই

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে প্রতিট...
02/07/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে প্রতিটি হলের জন্য 'First Aid Box' এর ব্যবস্থা করা হয়েছে। এই ফার্স্ট এইড বক্সগুলো সংশ্লিষ্ট হল প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Address

105/0, Purbo Rampura
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when bd24shongbad.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bd24shongbad.com:

Share