04/06/2025
আমার প্রিয় ওস্তাদ গণের মধ্যে
আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী
(হাফিজাহুল্লাহ) অন্যতম সেরা একজন ওস্তাদ ।
#লিসান্স:-
মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, সৌদি আরব।
#ফাজেল:-
দারুল উলুম দেওবন্দ, ভারত এবং হাটহাজারী।
#যুগ শ্রেষ্ঠ গবেষক, বিশিষ্ট কলামিস্ট, খতীব ।
#বিভাগীয় প্রধান:-
তাখাস্সুস ফিল হাদিস ও তাফসির ও নেগরানে তাকমিল।
ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ ।
#প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক
একাধিক মাদ্রাসা
২০০০ সাল থেকে লা মাযহাবীদের মোকাবেলায় তাঁর গবেষণামূলক বই, সেমিনার , সিম্পোজিয়াম , পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক লেখা বাতিল প্রতিরোধ ও ইসলাম প্রচারে অসাধারণ ভূমিকা পালন করে আসছেন।
হুজুরের লিখিত কয়েকটি প্রসিদ্ধ বই:-
১ - মাযহাব মানি কেন ?
২ - আহলে হাদীসের আসল রূপ।
৩ - তারাবির নামাজ 20 রাকাত কেন ?
৪- ঈদের নামাযে ছয় তাকবীর কেন?
৫-আলবানী প্রসঙ্গে কিছু কথা ।
৬- জাকির নায়েক কোন পথে এগোচ্ছেন ?
৭- নামাজে আমিন অনুচ্চস্বরে বলা সুন্নত ।
৮- বিতর নামাজের সঠিক পদ্ধতি
৯ - শবে বরাত নিয়ে বাড়াবাড়ি কেন ?
১০- মহিলাগন মসজিদ ঈদগাহে যাবে না কেন ?
১১ - সারা বিশ্বে একই দিনে রোজা শুরু এবং ঈদ উদযাপন হবে না কেন ?
১২- পারিবারিক ও সামাজিক সংঘাতের কারণ ও সমাধান
#মুসলিম সমাজের জন্য বর্তমান পরিস্থিতিতে খুবই উপকারী রচনা।
এছাড়াও ছাত্রদের জন্য একাডেমিক বেশ কয়েকটি মূল্যবান কিতাব হুজুরের রয়েছে । তন্মধ্যে
১৩- আরবি কী লিখবো কীভাবে লিখবো
১৪- সহজ নাহু চর্চা
১৫-আল আসমাউল হুসনা মর্ম ও বিশ্লেষণ
১৬-তালিমুল কুরআন অনুবাদ ও তফসীর
١٧* مكانه الامام البخاري وصحيه
( معلق مع النسخة الهندية) مكتبة الفتح
١٨* بهجة العينين في تفسير الجلالين
(معلق مع النسخة الهندية)مكتبة الفتح
١٩* أحسن المفاتيح لمشكاه المصابيح
( معلق مع النسخة الهندية)مكتبة الفتح
٢٠* خط الرقعة
২১.আরবী বাংলা জাদীদ লেখার নির্দেশিকা
٢٢* تحسين خط النسخ
٢٣*اردو فارسي حسن خط.
ইত্যাদি হুজুরের সেরা প্রকাশনা ।
আমরা হযরতের বইগুলোর বহুল প্রকাশনা এবং হুজুরের নেক হায়াত কামনা করি ও দ্বীনি কাজ গুলো
মহান আল্লাহ তাআলার ফজল ও করম দ্বারা কবুল করুন।
এছাড়াও হুজুর দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে তথ্য বহুল গুরুত্বপূর্ণ নসিহত করে থাকেন।
এবং বিভিন্ন সেবা মূলক সামাজিক ও ধর্মীয় দ্বীনি কাজ করে যাচ্ছেন ।
আমরা হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি এবং হুজুরের সকল খেদমতকে যেন আল্লাহ তা'য়ালা কেয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন সেই দোয়া করি।
শরিফুল ইসলাম সিরাজগঞ্জ