Mufti Rafiqul Islam Al-Madani

Mufti Rafiqul Islam Al-Madani ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা
* একটি যুগপৎ ও সৃজনশীল পেইজ *

06/07/2025
06/07/2025
05/06/2025
আমার প্রিয় ওস্তাদ গণের মধ্যে আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী (হাফিজাহুল্লাহ) অন্যতম সেরা একজন ওস্তাদ । #লিসান্স:-ম...
04/06/2025

আমার প্রিয় ওস্তাদ গণের মধ্যে
আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী
(হাফিজাহুল্লাহ) অন্যতম সেরা একজন ওস্তাদ ।
#লিসান্স:-
মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, সৌদি আরব।
#ফাজেল:-
দারুল উলুম দেওবন্দ, ভারত এবং হাটহাজারী।
#যুগ শ্রেষ্ঠ গবেষক, বিশিষ্ট কলামিস্ট, খতীব ।

#বিভাগীয় প্রধান:-
তাখাস্সুস ফিল হাদিস ও তাফসির ও নেগরানে তাকমিল।
ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ ।

#প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক
একাধিক মাদ্রাসা

২০০০ সাল থেকে লা মাযহাবীদের মোকাবেলায় তাঁর গবেষণামূলক বই, সেমিনার , সিম্পোজিয়াম , পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক লেখা বাতিল প্রতিরোধ ও ইসলাম প্রচারে অসাধারণ ভূমিকা পালন করে আসছেন।

হুজুরের লিখিত কয়েকটি প্রসিদ্ধ বই:-
১ - মাযহাব মানি কেন ?
২ - আহলে হাদীসের আসল রূপ।
৩ - তারাবির নামাজ 20 রাকাত কেন ?
৪- ঈদের নামাযে ছয় তাকবীর কেন?
৫-আলবানী প্রসঙ্গে কিছু কথা ।
৬- জাকির নায়েক কোন পথে এগোচ্ছেন ?
৭- নামাজে আমিন অনুচ্চস্বরে বলা সুন্নত ।
৮- বিতর নামাজের সঠিক পদ্ধতি
৯ - শবে বরাত নিয়ে বাড়াবাড়ি কেন ?
১০- মহিলাগন মসজিদ ঈদগাহে যাবে না কেন ?
১১ - সারা বিশ্বে একই দিনে রোজা শুরু এবং ঈদ উদযাপন হবে না কেন ?
১২- পারিবারিক ও সামাজিক সংঘাতের কারণ ও সমাধান
#মুসলিম সমাজের জন্য বর্তমান পরিস্থিতিতে খুবই উপকারী রচনা।

এছাড়াও ছাত্রদের জন্য একাডেমিক বেশ কয়েকটি মূল্যবান কিতাব হুজুরের রয়েছে । তন্মধ্যে

১৩- আরবি কী লিখবো কীভাবে লিখবো

১৪- সহজ নাহু চর্চা
১৫-আল আসমাউল হুসনা মর্ম ও বিশ্লেষণ
১৬-তালিমুল কুরআন অনুবাদ ও তফসীর

١٧* مكانه الامام البخاري وصحيه
( معلق مع النسخة الهندية) مكتبة الفتح

١٨* بهجة العينين في تفسير الجلالين
(معلق مع النسخة الهندية)مكتبة الفتح

١٩* أحسن المفاتيح لمشكاه المصابيح
( معلق مع النسخة الهندية)مكتبة الفتح

٢٠* خط الرقعة
২১.আরবী বাংলা জাদীদ লেখার নির্দেশিকা
٢٢* تحسين خط النسخ
٢٣*اردو فارسي حسن خط.

ইত্যাদি হুজুরের সেরা প্রকাশনা ।
আমরা হযরতের বইগুলোর বহুল প্রকাশনা এবং হুজুরের নেক হায়াত কামনা করি ও দ্বীনি কাজ গুলো
মহান আল্লাহ তাআলার ফজল ও করম দ্বারা কবুল করুন।
এছাড়াও হুজুর দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে তথ্য বহুল গুরুত্বপূর্ণ নসিহত করে থাকেন।
এবং বিভিন্ন সেবা মূলক সামাজিক ও ধর্মীয় দ্বীনি কাজ করে যাচ্ছেন ।
আমরা হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি এবং হুজুরের সকল খেদমতকে যেন আল্লাহ তা'য়ালা কেয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করেন সেই দোয়া করি।

শরিফুল ইসলাম সিরাজগঞ্জ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Rafiqul Islam Al-Madani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category