Sunni Tube BD

Sunni Tube BD Sunni tube bd

06/06/2023

রেজভীয়া দরবার শরীফের ভক্ত-মুরিদ ও শাহজাদাদেরকে বলছি ----------------

ভিডিওটি ভালো লাগলে ঈমানী দায়িত্বে বেশি বেশি শেয়ার ও প্রচার করুন ।

---- সাইয়্যিদ আব্দুল কাইয়ুম আল-হোসাইনী রেজভী ।
মোবাইল :--- 01712829649, 01820153897.

02/06/2023

আলহামদুলিল্লাহ ! তিলতিল করে এগিয়ে যাচ্ছে
" জামিয়া গাউছিয়া হোসাইনীয়া রেজভীয়া আলীয়া মাদ্রাসা ও ফায়জানে আহলে বাইত সুন্নী জামে মসজিদ "
এর নির্মাণ কাজ ।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল,
গড়ে তুলে মহাদেশ, সাগর অতল ।

আপনাদের সবার নেকদোয়া ও আন্তরিক সহযোগিতা-ই আমাদের এগিয়ে যাবার শক্তি ।

আপনাদের দান-অনুদান, মানত ও নজর-নেওয়াজ নেক নিয়তে এই পবিত্র কাজের জন্যে দান করুন ।

কালাগুজা গাউছিয়া হোসাইনীয়া দরবার শরীফ, জামালগন্জ, সুনামগঞ্জ। এর অধীনে
১.জামিয়া গাউছিয়া হোসাইনীয়া রেজভীয়া আলীয়া মাদ্রাসা,
২. গাউছুল আ'জম বহুমূখী এতিমখানা ও
৩. ফায়জানে আহলে বাইত সুন্নী জামে মসজিদ
এর নির্মাণ কাজ ।

অনুদান পাঠানোর জন্যে:---
S.M.A QAYUM AL HOSSAINY,
A/C NO -- 2050770208124155
Islami Bank Bangladesh limited,
Sachna Bazar Branch,
Jamalgonj, Sunamganj . Bangladesh .

BKash -- 01712829649,
Nogod -- 01763763035.

ছাওয়াবের নিয়তে সবাই ভিডিওটি বেশি বেশি প্রচার করুন ।

উক্ত মাহফিলে আপনাদের সবার স্ব-বান্ধব উপস্থিতি ও মাসজিদ-মাদ্রাসার নির্মাণ কাজে আপনাদের আর্থিক সহযোগিতা কামনা করছি । দান-অ...
25/12/2022

উক্ত মাহফিলে আপনাদের সবার স্ব-বান্ধব উপস্থিতি ও মাসজিদ-মাদ্রাসার নির্মাণ কাজে আপনাদের আর্থিক সহযোগিতা কামনা করছি ।

দান-অনুদান পাঠানোর ঠিকানা কমেন্টবক্সের প্রথম কমেন্টে ।

28/11/2022

🎤🎤 আহলে সুন্নাত ওয়াল জামাআত এঁর আক্বিদা ও মাইজভাণ্ডারী মতবাদ ।

সবাই বেশি বেশি শেয়ার করুন ।

হযরত মুয়াবিয়া রাঃ সহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে শিয়া ও সুন্নীরূপী শিয়াদের আনিত একটি অভিযোগও সত্য নয় । বরং তাদের অধিকাংশ দ...
09/11/2022

হযরত মুয়াবিয়া রাঃ সহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে শিয়া ও সুন্নীরূপী শিয়াদের আনিত একটি অভিযোগও সত্য নয় । বরং তাদের অধিকাংশ দলিলই মিথ্যা-বানোয়াট এবং ভিত্তিহীন । যা যুগে যুগে ইমামগণ খণ্ডন করেছেন ।
অধিকাংশ ক্ষেত্রেই তারা পবিত্র ক্বোরআন ও হাদিসের অপব্যাখ্যা এবং ইতিহাস বিকৃতি ঘটিয়ে নিজেদের স্বপক্ষে দলিল দেবার অপচেষ্টা চালিয়েছে ও এখনো চালাচ্ছে !
এটার চেয়েও মারাত্মক হলো যে, তারা পবিত্র আহলে বাইত রিদ্বওয়ানুল্লাহি আজমাঈনকে ঘিরে এমন সব বানোয়াট কথা বলে, যার জবাব দিতে গেলে পবিত্র আহলে বাইত এঁর প্রতি অভিযোগের আঙ্গুল তুলতে হবে --- নাউজুবিল্লাহ !
মূলতঃ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি ও বিরোধিতা করার এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ যে, যাতে লোকেরা সাহাবায়ে কেরামের পক্ষাবলম্বন করে শিয়াদের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে পবিত্র আহলে বাইত এঁর শানে বেয়াদবি ও উনাদের বিরোধিতা করতে বাধ্য হয় ।
একটি ছোট্ট কথা মনে রাখবেন যে, এই কুখ্যাত মুনাফিক শিয়ারা যদি একবারের জন্যেও হযরত মুয়াবিয়া রাঃ সহ যেকোন একজন সাহাবীকে দোষী সাব্যস্ত করতে পারে , তাহলেই তারা তাদের শয়তানি কুবুদ্ধিতে শতভাগ সফল হবে !
তখন থেকেই পবিত্র ক্বোরআন, হাদিস, মাজহাব সহ সবকিছুর বিরুদ্ধে তাদের অভিযোগের আঙ্গুল উঠবে !
খুব সুক্ষ্মভাবে লক্ষ্য করুন যে, শিয়ারা কোন মাজহাবের ইমামকে দলিল হিসেবে মানেনা ! হাদিসের ইমামদেরকে মুনাফিক বলে গালাগালি করে এবং আশারায়ে মুবাশ্বিরার হাদিসকে অস্বীকার করে ।
এমন শত শত অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে । তারপরেও যারা ত্বরিক্বাত, তাসাউফ তথা সুন্নীয়াতের নাম দিয়ে শিয়াবাদকে উস্কে দিচ্ছে বা লালন করছে, তারা শতভাগ পথভ্রষ্ট, মুনাফিক ও জ্ঞানপাপী ।

07/11/2022
আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । প্রিয় ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা , সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন কালাগুজা ...
05/10/2022

আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
প্রিয় ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা ,

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন কালাগুজা হাওরাঞ্চলে হাওরে ৩০ শতাংশ জমি ভিটি বালু দিয়ে ৭ ফুট উঁচু করে ভরাট করতে হবে ।
যার আনুমানিক খরচ প্রায় ৬ লক্ষ টাকার বেশি ।
আমার একার পক্ষে এত টাকা সংকুলান করা খুবই কষ্টকর ।
তাছাড়া এখানে স্থানীয়ভাবে সহযোগিতা করার মত তেমন কেউ নেই । কারণ, এখানে চারপাশে শুধুই কওমী ওহাবী, তা নাহলে সুন্নীরূপী শিয়া । শতকরা ৯৯% লোক বদ আক্বিদার অনুসারী ।
তাই প্রকৃত ঈমানদার সুন্নী মুসলমানদেরকে উক্ত মাদ্রাসার নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করার এবং সহযোগিতায় উদ্বুদ্ধ করার জন্যে এটাকে ফেসবুকে পোষ্ট অনুরোধ করছি ।

যোগাযোগ ও আর্থিক সহযোগিতা করুন ঃ--
ব্যাংক একাউন্ট ঃ------
S.M.A QAIYUM AL- HOSSAINY,
Acc/ NO -- 20507770208124155
ইসলামী ব্যাংক বাংলাদেশ ,
সাচনা বাজার শাখা, জামালগঞ্জ, সুনামগঞ্জ ।

বিকাশঃ---- 01712829649 ( P)
নগদঃ------- 01763763035 ( P)

🎤🎤 সুন্নীয়াতের চ্যানেল, সুন্নী জনতার চ্যানেল ! 👍👍Subscribe our youtube channel . চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থ...
11/07/2022

🎤🎤 সুন্নীয়াতের চ্যানেল, সুন্নী জনতার চ্যানেল !

👍👍Subscribe our youtube channel .

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ।

https://youtube.com/c/SunniTubeBD

03/07/2022

একমাত্র নবীগণ নিস্পাপ ও সকল প্রকার দোষত্রুটির ঊর্ধ্বে । এছাড়া অন্য কাউকে দোষত্রুটির ঊর্ধ্বে মনে করা বা বিশ্বাস করা সুস্পষ্ট কুফুরী !
নিজামীর ভাষ্য অনুপাতে তার ছেলে কি তাহলে নবী ????

এরপরেও কি উনাকে মুসলমান বলতে হবে ?

https://youtu.be/sXoPz1FixcM
14/06/2022

https://youtu.be/sXoPz1FixcM

আমি বাতিলের বিরূদ্ধে লড়াই করে শাহাদত বরণ করতে এসেছি।কিন্তু কোন অবস্থাতেই ৭২ বাতিল ফিরকার সাথে আপোষ করা আমার পক্ষ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sunni Tube BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category