Thoughts Behind The JnU

Thoughts Behind The JnU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thoughts Behind The JnU, Digital creator, Jagannath University, Dhaka.

বিসিএস পরীক্ষার্থীদের জন্য, পরিবহন প্রশাসক জনাব তারেক বিন আতিক স্যারের গ্রেইট মুভ! জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদে...
18/09/2025

বিসিএস পরীক্ষার্থীদের জন্য, পরিবহন প্রশাসক জনাব তারেক বিন আতিক স্যারের গ্রেইট মুভ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য :

আগামীকাল রোজ শুক্রবার ১৯/৯/২০২৫ ইং ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৬: ০০ টায় শহীদ মিনারের সামনে থাকবে, গাড়ি ছেড়ে দিবে ৬:৪৫ থেকে ৭:০০ টার মধ্যে।

তিনটি রুটে গাড়ি চলাচল করবে :

১.ক্যাম্পাস-গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-মোহাম্মদপুর। ড্রাইভার : নাসির উদ্দিন- 01712509705

২. ক্যাম্পাস -গুলিস্তান- মগবাজার-মৌচাক- তিতুমীর কলেজ। ড্রাইভার: সুমন দাশ- 01726150389

৩. ক্যাম্পাস -গুলিস্তান- বাঙলা কলেজ- মিরপুর
ড্রাইভার : মিলন- 0 1773-776532

17/09/2025

সকল প্রার্থীর জন্য শুভকামনা....

নিঃশব্দ সংগ্রামে তিনি গড়ে তুলেছেন প্রেরণার এক অনন্য দিগন্ত বলছি প্রফেসর ড. তাজাম্মুল হক স্যারের কথা। ক্যাম্পাসের ছোটখাট...
16/09/2025

নিঃশব্দ সংগ্রামে তিনি গড়ে তুলেছেন প্রেরণার এক অনন্য দিগন্ত

বলছি প্রফেসর ড. তাজাম্মুল হক স্যারের কথা। ক্যাম্পাসের ছোটখাটো বিষয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত তৈরিতে তার রয়েছে অসামান্য ভূমিকা। এপর্যন্ত যত শিক্ষার্থী সমস্যায় পরেছে, সবার আগে অভিভাবকরূপে হাজির হয়েছেন তিনি।

ড. তাজাম্মুল হক স্যারের উপরে নানা গ্রুপের প্রেশার থাকে, একটি গোষ্ঠী চায় না তিনি এভাবেই শিক্ষার্থীদের আশা-ভরসার বাতিঘর থাকুক। তাকে নানাভাবে ফ্রেমিং করতে তারা সব সময়ই প্রস্তুত।

আমি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এই নিঃশব্দ অভিভাবক ড. তাজাম্মুল হক আছেন বলেই আজও আমরা আমাদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারি।

15/09/2025

জকসুকেন্দ্রীক ১৮ ব্যাচের মধ্যে যারা প্রোমিনেন্ট ফেস, তাদের প্রায় সকলকেই এখানে রাখা হয়েছে।

বিশেষ করে সিয়াম, কাজী আহাদ, শাওন, জিলন, রাফি, ইয়ামিন। এরা আগামীতে অনেক ভালো করবে, ক্যাম্পাসের সকল আন্দোলনে এদের ভূমিকাও ছিলো অনেক।

15/09/2025

মধ্যবিত্ত জবিয়ানের একটি দিন.....

14/09/2025

..ছোট্ট ক্যাম্পাস। সবাই বলে কিন্ডারগার্ডেন..
তারপরেও এই ছোট্ট যায়গাটি মায়ায় পরিপূর্ণ!

©Video Credit- Kajol Ahmed Sojib

14/09/2025
11/09/2025

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেরুদণ্ডটা দেখতে পেলাম—

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর রাজু বা শাহবাগ যাবেনা  ✊🔥এবার আশেপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বাহাদুর শাহ পার্কই হবে আমাদের আ...
11/09/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর রাজু বা শাহবাগ যাবেনা ✊🔥
এবার আশেপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বাহাদুর শাহ পার্কই হবে আমাদের আসল মঞ্চ!

জাতীয় যেকোনো ইস্যুতে এখান থেকেই উচ্চারিত হবে প্রতিবাদের বজ্রধ্বনি, এখান থেকেই জাগবে নতুন শপথ।

আমরা যখন কথা বলবো, তখন মাটি কাঁপবে— অন্যায়ের মুখোশ ছিঁড়ে যাবে!
ইন শা আল্লাহ ✊💥

১. রায়সাহেব বাজার দিয়ে কোন বাস আর বাহাদুর শাহ পার্ক আসতে পারবে না।২. সদরঘাট থেকে রায়সাহেব বাজার পর্যন্ত রিকশা ভাড়া নির্ধ...
11/09/2025

১. রায়সাহেব বাজার দিয়ে কোন বাস আর বাহাদুর শাহ পার্ক আসতে পারবে না।
২. সদরঘাট থেকে রায়সাহেব বাজার পর্যন্ত রিকশা ভাড়া নির্ধারণ করে বোর্ডে বিভিন্ন পয়েন্টে লাগিয়ে দেয়া হবে।
৩. বাহাদুর শাহ পার্ক এবং রায় সাহেব বাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলাকায় ফুটপাতে কোন দোকান থাকতে পারবে না।
৪. যেখানে বিশ্বজিৎ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই জায়গাটি এখন থেকে 'বিশ্বজিৎ চত্বর' নামে খ্যাত হবে।
৫. রায়সাহেব বাজার থেকে লক্ষ্মীবাজার ও সদরঘাট পর্যন্ত এলাকায় যে শিক্ষাঞ্চল অবস্থিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বাত্মকভাবে এর স্থিতি ও সমৃদ্ধির জন্য কাজ করবে এবং এই ঘোষণা দেয়ার জন্য রায়সাহেব বাজারে একটি তোরণ নির্মাণ করা হবে।

- প্রফেসর ড. মো. রইছ উদ্দিন
সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সম্মানিত সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

11/09/2025

পরাজয় যখন সুনিশ্চিত
তখন ভোট বর্জনই শ্রেয়।

জাকসুর জন্য শুভকামনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও ...
11/09/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি।

Address

Jagannath University
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts Behind The JnU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thoughts Behind The JnU:

Share