Adorsh*to Deen আদর্শিত দ্বীন

Adorsh*to Deen আদর্শিত দ্বীন আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো,
লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ্‌ওয়ালা ভালো।

"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]

22/07/2025

জুলাই মানেই হতাহতের ঘটনা। মহান আল্লাহ্ সকল শহীদদের যেনো জান্নাত নসীব করেন, আমীন।

বাংলাদেশে একটি দল ইসলামকে দমাবার পাঁয়তারা করছে, বৈষম্যহীন আন্দোলনে দেশ স্বাধীন হলেও আমরা যেনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হ...
09/10/2024

বাংলাদেশে একটি দল ইসলামকে দমাবার পাঁয়তারা করছে, বৈষম্যহীন আন্দোলনে দেশ স্বাধীন হলেও আমরা যেনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। সবার চোখে খাঁটি মুসলমানরাই আজ বৈষম্যের শিকার।

বুয়েটে সিরাত মাহফিল করতে দেয়া হবে না। অথচ যে বুয়েট ছাত্র আবরার ভাই তাগুতের বিরোধিতা, ভারত তাগুতের বিরোধিতা করে গেছেন, চেয়েছিলেন বুয়েট সন্ত্রাস মুক্ত হোক, অনিয়ম দুর্নীতি বন্ধ হোক, আজ সে বুয়েটেই সিরাত মাহফিল করতে দেয়া হবে না। কালিমার পতাকা উড়ানোতে গ্রেফতার হতে হয়। ইসলামী সংস্কৃতিতে শাহবাগী, নাস্তিক, সেক্যুলারদের এলার্জি। হিন্দুয়ানী, পশ্চিমা দেশগুলোর কালচারে তারা অতি উৎসাহী, অতি আনন্দিত। আর সেই শাহবাগী, নাস্তিক, সেক্যুলাররাই দেশ স্বাধীন হওয়ার পরেও বড় বড় সেক্টরে বহাল আছে।

এই কি স্বাধীন দেশ? এটাই কি চেয়েছিলাম আমরা। তবে যে যাই করুক না কেন, ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এদেশের আকাশে কালিমার পতাকা উড়বেই। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ্। বর্তমানে যত ইসলামী দল আছে, তারা বেশিরভাগ সবাই গণতন্ত্র চায়। কিন্তু ইসলামে কোনো গণতন্ত্র নেই। এদেশ হবে ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ। আইন হবে একমাত্র আল্লাহর।

বেরিয়ে পরুন আল্লাহর রাস্তায়। অন্যায়কে প্রতিবাদ করুন, ন্যায়কে সহযোগিতা করুন। এদেশে কালিমার পতাকা উড়বেই। ছড়িয়ে দেবো কালিমার পতাকা ইসলামপ্রেমী মুসলিমদের কাছে। কালিমার পতাকা লাগলে আমাকে জানান।

03/07/2024

দুঃখী ব্যক্তির গল্প

গতকাল থেকে এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহ মেডিকেল কলেজে বাচ্চাটির কান্না দেখে সহ্য করতে পারছি না। সম্ভব হলে এক...
12/05/2024

গতকাল থেকে এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহ মেডিকেল কলেজে বাচ্চাটির কান্না দেখে সহ্য করতে পারছি না। সম্ভব হলে একটা জাতীয় নিউজ এর ব্যবস্থা করুন।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্‌!
এই বাচ্চা ও তার মা ময়মনসিংহের ভালুকার দিকে রোড এক্সিডেন্টের কবলে পরে গত ১০/৫/২৪ তারিখে। রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও মা এর প্রয়োজনিয় মোবাইল এবং স্বর্ণ অলংকার চুরি করে সরে যায়।পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করিয়ে দেয়। আনুমানিক রাত ৭.৩০ টায় বাচ্চাটির মা মৃত্যু বরণ করেন। বাচ্চাটি বর্তমান ময়মনসিংহ সদর হাসপাতালের পুরাতন বিল্ডিং শিশু বিভাগের ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছে। এখন পর্যন্ত এই বাচ্চার বা মায়ের কোন আত্মীয় স্বজনদের খোঁজ মেলেনি। যদি বাচ্চাটাকে কেউ চিনতে পারেন ওর
আত্মীয়- স্বজনদের খোঁজ দেয়ার জন্য অনুরোধ রইলো। বাচ্চাট সম্পূর্ণ একা এই ২৬ নাম্বার ওয়ার্ডে পরে আছে অনন্য রোগীদের কাছে।
আর নাহয় সবাই পারলে একটু পোষ্টটা শেয়ার করে দিবেন, যেন ওদের কেউ আত্মীয় স্বজন খোঁজে পায়।

যোগাযোগ : 01721133443 ( nursing in charge)
©

এ দুনিয়ার জীবন খুবই নগণ্য, খুবই সংক্ষিপ্ত। পরিবারের মাথা তার পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট সহ্য করে অর্থ উপার্জন ক...
30/04/2024

এ দুনিয়ার জীবন খুবই নগণ্য, খুবই সংক্ষিপ্ত। পরিবারের মাথা তার পরিবারকে ভালো রাখার জন্য অনেক কষ্ট সহ্য করে অর্থ উপার্জন করে থাকেন।
সারাদিন বাহিরে কষ্ট করার পর রাত্রে বাড়িতে ফেরার পর পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হলে ভেতরে একটা মানসিক প্রশান্তি হয়।

কিন্তু পরিবারের জন্য সেই উপার্জন করা ব্যক্তিই যখন দুনিয়ার এই মিছে মায়া ছেড়ে পরকাল আলমে বারজাখের পথে পাড়ি দেয়, তখন তার পরিবারের অবস্থা কি দাঁড়ায়?
আজকের এই অতিরিক্ত গরম মানুষ সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে তো? প্রতিটা পরিবারের কর্তাকে যেনো আল্লাহ্ সুস্থ এবং ভালো রাখুন, এই গরমে আল্লাহ্ যেনো তাঁর রহমতের বৃষ্টি বর্ষন করেন, এবং আমাদের সকলকে শক্ত ঈমানের সহিত ইসলামের পথে অবিচল রাখুন আমীন।

বিঃ দ্রঃ ছবিতে থাকা ব্যক্তিটিও কোনো না কোনো এক পরিবারের মাথা, তার পরিবারের কর্তা। কাজের তাগিদে বাহিরে বের হয়েছিলেন, কিন্তু এই অতিরিক্ত গরম (জাহান্নামের নিশ্বাস) এর কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়ে তার পরিবারের নিকট আর ফেরা হলো না।

21/04/2024

মুসলিমরা এতো বোকা কেন? ফরিদপুরে সন্দেহের বশে তাদের ভাইদের নিহত করা হলো, অথচ তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আহ্ মুসলমান।

⚠ খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু ⛔গাজার আল শিফা হাসপাতালে ২৫ ফেব্রুয়ারি, রবিবার ক্ষুধার যন্ত্রণা নিয়ে দুই ম...
28/02/2024

⚠ খাবার না পেয়ে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু ⛔

গাজার আল শিফা হাসপাতালে ২৫ ফেব্রুয়ারি, রবিবার ক্ষুধার যন্ত্রণা নিয়ে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘ হুঁশিয়ারি দেয়, ইসরায়েলিদের হামলার কারণে গাজায় শিশুরা মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। এমন হুঁশিয়ারির পরই না খেতে পেয়ে শিশুর মৃত্যুর তথ্য জানা গেলো।

একজন প্যারামেডিক জানিয়েছেন, “আমরা দেখেছি একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, সাহায্যের জন্য চিৎকার করছে। ফ্যাকাশে শিশুটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছে বলে মনে হচ্ছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন জানতে পারি সে তীব্র পুষ্টিহীনতায় ভুগছিল। স্বাস্থ্যকর্মীরা তাকে আইসিইউতে নিয়ে যায়। শিশুটি গত কয়েকদিন কোনো দুধ পায়নি। কারণ গাজায় এখন শিশুদের কোনো দুধই নেই।”

বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ সত্ত্বেও গাজায় এখনো পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে যে, ২.২ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা বন্ধের পর গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা আরও বেড়েছে।

গাজার উত্তরাঞ্চলের অবস্থা বেশি শোচনীয়। চিকিৎসকেরা বলেছেন, ওই অঞ্চলে শিশুদের অপুষ্টির হার ক্রমে বাড়ছে। প্রবল ইসরায়েলি বোমা হামলার মধ্যে সাহায্য সংস্থাগুলি নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে না পারায় সরবরাহ শেষ হয়ে যাচ্ছে।

তথ্যসূত্র:
1. Two-month-old Palestinian boy dies of hunger amid Israel’s war on Gaza
http://tinyurl.com/mrxk7uee

আজ হিজরি শা'বান মাসের ১৬ তারিখ। গতকাল ১৫ শা'বান (১৪ শা'বান দিবাগত) রাত্রে অনেকেই সারারাত নফল নামায নফল ইবাদতে পার করে দি...
27/02/2024

আজ হিজরি শা'বান মাসের ১৬ তারিখ। গতকাল ১৫ শা'বান (১৪ শা'বান দিবাগত) রাত্রে অনেকেই সারারাত নফল নামায নফল ইবাদতে পার করে দিয়েছেন। যার ফলে অনেকেই ফজর নামায জামায়াতে পড়তে পারেননি। পড়তে পারলে আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ তাআলা এ রাতে মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে মাফ করে দেন।

হযরত আবু মুসা আশয়ারী রা. থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তায়ালা অর্ধ শা'বানের রাতে আল্লাহ তায়ালা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন। মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে মাফ করে দেন। (সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৩৯০) (সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৫৬৬৫) (মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস ৩০৪৭৯)

প্রিয় ভাই ও বোনেরা! রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শা'বান মাসে বেশি বেশি নফল রোযা রাখতেন। এছাড়া তিনি প্রতি চন্দ্র তথা আরবী মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বীযের রোযা রাখতেন। শবে বরাতের নামে নির্দিষ্ট কোনো রোযা নেই। আর আমরা যারা হালুয়া রুটি উৎসব করে শবে বরাত পালন করি, এগুলো সম্পূর্ণ বিদআত। কুরআন - হাদীসে এর কোনো ভিত্তি নেই।

ইবনে উমর রা. বলেন, পাঁচটি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দা দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয়না। ১.জুময়ার রাতের দোয়া ২.রজব মাসের প্রথম রাতের দোয়া ৩. শা'বান মাসের পনেরো তারিখের রাত্রি তথা শবে বরাতের দোয়া। ৪ ও ৫. দুই ঈদের রাতের দোয়া। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ৮১৭৫)

নিশ্চয় আল্লাহ এরাতে সূর্য ডোবার সাথে সাথে পৃথিবীর আসমানে আগমন করেন। বলেন, কোনো গুনাহগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দিবো। কোনো রিজিক প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দিবো। কোনো বিপদগ্রস্ত আছে কি যে বিপদ থেকে মুক্তি পেতে চায়? আমি তাকে মুক্তি দিব। ফজর পর্যন্ত এরূপ বলতে থাকেন।
(সুনানে ইবনে মাজাহ হাদিস নং ১৩৮৮)

মহান আল্লাহ্‌ তাআলা যেনো আমাদের সকল বিদআত কাজ থেকে কুরআন - হাদীস অনুযায়ী জীবন চালানোর তৌফীক দান করেন, আমীন।

একসময় গাজার এই শিশুরা আরামদায়ক বিছানায় ঘুমাতো। আর আজ ইসরায়েলী দখলদারদের বর্বরোচিত আক্রমণের ফলে ঘরবাড়ি ছেড়ে মিশর সীমান্তে...
28/01/2024

একসময় গাজার এই শিশুরা আরামদায়ক বিছানায় ঘুমাতো। আর আজ ইসরায়েলী দখলদারদের বর্বরোচিত আক্রমণের ফলে ঘরবাড়ি ছেড়ে মিশর সীমান্তে রাফাহ ক্রসিং এলাকায় এভাবে ছোট্ট একটা তাবুর নিচে গাদাগাদি করে ক্ষুধার্ত ও অসহায় অবস্থায় দিন পার করছে। আরবরা যেখানে রাজপ্রসাদে ঘুমাচ্ছে সেখানে তাদের খুব কাছেই এমন অমানবিকতার চিত্র দেখতে পাচ্ছে বিশ্ববাসী।

একেতো বাস্তুচ্যুত তারউপর বৃষ্টিতে পানি জমে সবকিছু ভিজে অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। ঠান্ডা ও পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে গাজার লক্ষ লক্ষ শিশুদের মাঝে। আল্লাহ আমাদের এই উপত্যকার এই ফুলগুলোকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখুক।


আলিয়াকে মাদরাসাকে, মাদরাসা বলে আর লজ্জিত করবেন না৷...স্কুলের বইগুলো নিয়ে চক্রান্ত তাও মানলাম, কিন্তু আলিয়াতে যা হচ্ছে, ত...
27/01/2024

আলিয়াকে মাদরাসাকে, মাদরাসা বলে আর লজ্জিত করবেন না৷...

স্কুলের বইগুলো নিয়ে চক্রান্ত তাও মানলাম, কিন্তু আলিয়াতে যা হচ্ছে, তা কখনো কল্পনাও করা গেছে? তাই বলে একটা প্রতিষ্ঠানকে ‘মাদরাসা’ বলবেন, আর তার সিলেবাসকে এভাবে ধ্বংস করবেন? আলিয়াতে যারা পড়েন, পড়ান, তারা কি অন্ধ হয়ে গেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক!

বিভিন্ন সময়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টুপিওয়ালা ছেলেপেলে ভালো রেজাল্ট করে শুনে আমরা পুলকিত হই, তাদের সাফল্যের কথা শেয়ার করি। কিন্তু এই যদি হয় মাদরাসার বইয়ের হাল, আর আপনারা ‘যায়িকাতুল মাওত’ এর স্বাদ গ্রহণ করে নিষ্প্রাণ হয়ে থাকেন, তাহলে নিজেদের ‘মাদরাসার ছাত্র’ বলে গর্ব করতে লজ্জাও তো থাকা উচিত।

দেশে ইসলামের পক্ষে কথা বলার, আন্দোলন করার, মার খাওয়ার আর জেলজুলুম খাটার দায় সব কওমিওয়ালাদের। আলিয়ার কাজ হলো, সরকারের অনুদান খাওয়া আর পেট উঁচিয়ে হুজুরদের সমালোচনা করা। রাষ্ট্রধর্ম পরিবর্তন হয়ে গেলেও তাদের হুঁশ হবে না। নেফাকি আর কাকে বলে!

© সাদিক ফারহান

✍️ একবারও কি ভেবে দেখেছেন???দুনিয়ার সাধারণ নিয়ম হলো, কোন আসামী ধরতে হলে প্রশাসন পুলিশ পাঠায় আর আল্লাহ্‌ পাকের অদ্ভুত নিয়...
28/12/2023

✍️ একবারও কি ভেবে দেখেছেন???

দুনিয়ার সাধারণ নিয়ম হলো, কোন আসামী ধরতে হলে প্রশাসন পুলিশ পাঠায় আর আল্লাহ্‌ পাকের অদ্ভুত নিয়ম হলো যখন তিনি কোন আসামীকে ধরতে চান তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠান তারাই ধরে নিয়ে আসে।

অর্থ্যাৎ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণই কাঁধে নিয়ে কবরে দিয়ে আসে। 🚫

আমাদের Deeni Trusted Store শপে চলছে S8 Ultra 4G SIM Supported Android Smart Watch এ ২০% ছাড়। অফারটি চলবে আগামী ১১ ডিসেম্...
09/12/2023

আমাদের Deeni Trusted Store শপে চলছে S8 Ultra 4G SIM Supported Android Smart Watch এ ২০% ছাড়। অফারটি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

তাই আর দেরী না করে প্রোডাক্টের চেকআউটে "adorsh*todeen" কুপন ইউজ করে নিয়ে নিন ২০% ছাড়ে S8 Ultra 4G SIM Supported Android Smart Watch.

Product Link: https://www.deenitrustedstore.com/product/s8-ultra-sim

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Website

https://bitly.net/LoGBNZ

Alerts

Be the first to know and let us send you an email when Adorsh*to Deen আদর্শিত দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adorsh*to Deen আদর্শিত দ্বীন:

Share

ADORSH*TO DEEN আদর্শিত দ্বীন

কুরআন মাজীদের আয়াত এবং আয়াতের ব্যাখ্যা - বিশ্লেষণ, হাদীস শরীফের হাদীস পেতে আমাদের পেইজের সাথে থাকুন।