Omran's Documentary

Omran's Documentary Welcome to my page

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন।...
03/04/2025

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।

সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।

অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।

আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।

এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!

জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!

----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

ইনশাআল্লাহ শিঘ্রই আমার প্রিয় নাসিরনগর উপজেলা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি প্রতিবেদন আসছে।
24/03/2025

ইনশাআল্লাহ শিঘ্রই আমার প্রিয় নাসিরনগর উপজেলা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি প্রতিবেদন আসছে।

জীবনকে সহজ ভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওটে না।🗣️লুইস ক্যারল
18/08/2024

জীবনকে সহজ ভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওটে না।

🗣️লুইস ক্যারল

জীবনকে সহজভাবে নিতে জানলে, জীবন কখনো দুঃসহ হয়ে উঠে না।__লুইস ক্যারল
22/06/2024

জীবনকে সহজভাবে নিতে জানলে, জীবন কখনো দুঃসহ হয়ে উঠে না।

__লুইস ক্যারল

17/06/2024

সুখের এই পবিত্র উৎসবে আপনার সুস্বাস্থ্য, ভাগ্য এবং প্রচুর সাফল্য প্রার্থনা করি।

মোবারকবাদ 💚

10/06/2024

কে ছেড়ে গেলো!
কে পেছনে বদনাম করলো!
সেটা দেখার বিষয় না!!
কে খারাপ সময়ে পাশে থাকলো সেটা Most Importent 👽

08/06/2024

নিজের জন্য কিছু করা হয়নি, সব লোক দেখানো।

🗣️শেখ সাদি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Omran's Documentary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omran's Documentary:

Share