Eat With Mili

Eat With Mili Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eat With Mili, Video Creator, Gulshan 1, Dhaka.
(32)

আমি খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি,রান্না করতে ভালোবাসি, নিজের পার্সোনাল সব কিছু শেয়ার করতে ভালোলাগে,তবে খাওয়া আমার শখ নে"শা বলতে পারেন,সবাই ফলো দিয়ে পাশে থাকবেন 🖤❤️

15/09/2025

যে মেয়েরা (including me), তাদের acne or other insecurities সহ ভিডিও করে, তাদের acne না দেখে confidence টা দেখেন। আমরা প্লাস্টিক না মানুষ, হয়ত অনেকে ai র যুগে ভুলতে বসেছে!......

12/09/2025

আসসালামু আলাইকুম

10/09/2025

শখ আর শো অফের পার্থক্য হচ্ছে শখ নিজের জন‍্য, শো অফ মানুষের জন‍্য! প্রথমটা তৃপ্তি পাবেন, দ্বিতীয়টা আপনাকে করবে অতৃপ্ত আত্মা! এর কোন শেষ নাই.... কপি পোস্ট

10/09/2025

আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেঁটে ফেলুন। এরা আত্মবিশ্বাস ছিনিয়ে নেবে। আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে।
লিখা:- আনিসুল ইসলাম

08/09/2025

যখন আপনি ব‍্যস্ত, পৃথিবীর সবাই আপনাকে কল দিবে….. আবার যখন ফ্রি হয়ে আপনি কল ব‍্যাক করবেন তখন আর কেউ কল ধরবে না….. এটা কি স্কুইড গেম?!😄😄😄😄 শুভ রাএি সবাইকে

08/09/2025
08/09/2025

আপনি আসলে কারো জন্যই পারফেক্ট না, আপনি ওভারপসেসিভ, ওভাররিঅ্যাক্ট করেন, আপনি আপন মানুষটাকে অন্য কারো সাথে কল্পনা করতে পারেন না। কথায় কথায় রাগ করেন, খুব তাড়াতাড়ি মুড সুইং হয়। অল্পতেই চোখে জল আসে, ঠিক ধরেছেন এটাই আপনি!🤍 শুভ সন্ধা

কেউ আপনার বলা কোন একটা কাজ করতে চাচ্ছে না বা কিছু খেতে চাচ্ছে না বা কোথাও যেতে চাচ্ছেনা, বুঝিয়ে বলার পরেও নাছোড়বান্দার ...
07/09/2025

কেউ আপনার বলা কোন একটা কাজ করতে চাচ্ছে না বা কিছু খেতে চাচ্ছে না বা কোথাও যেতে চাচ্ছেনা, বুঝিয়ে বলার পরেও নাছোড়বান্দার মত জোর করবেন না, অন‍্যের boundary কে রেসপেক্ট করতে শেখেন। এটা ভদ্রতা!

06/09/2025

জানিনা কার লেখা এটা লিখাটা সংগ্রহে রেখে দিয়েছিলাম.. আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।
(C)

05/09/2025

সেপ্টেম্বর মাসের আজ প্রথম শুক্রবার! আলহামদুলিল্লাহ!
ইয়া কাবার মালিক!
কেবল তুমিই অন্তরের গোপন কথা জানো! তাই আমাদের নীরব ইচ্ছা এবং প্রার্থনা কবুল করুন!

04/09/2025

বগুড়ার কে কে আছেন হাত উঠান গিফট দিব😊🤭

বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করছেন, we automatically start liking people by their behavior and personality, n...
04/09/2025

বয়স বাড়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করছেন, we automatically start liking people by their behavior and personality, not by their outfit or looks (whatever it is)!!!

Address

Gulshan 1
Dhaka
1212

Telephone

+8801977531965

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eat With Mili posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category