ShikshaTotthow TV

ShikshaTotthow TV “এসো পড়ি জীবন গড়ি, এসো পড়ি দেশ গড়ি”- শিক্ষাতথ্য টিভি

"শিক্ষা আমার সাংবিধানিক মৌলিক অধিকার"- এই মৌলিক অধিকার জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘের ইউনেস্কোর শিক্ষা সনদের শর্ত মোতাবেক ৮৫...
10/10/2025

"শিক্ষা আমার সাংবিধানিক মৌলিক অধিকার"- এই মৌলিক অধিকার জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘের ইউনেস্কোর শিক্ষা সনদের শর্ত মোতাবেক ৮৫ হাজার গ্রামের প্রায় ২ কোটি ছাত্র-ছাত্রী সরকারী স্কুলে পড়তে চায়, বিনা বেতনে পড়তে চায়, মান সম্মত শিক্ষা চায়। তাই এই দেশে
সরকারি-বেসরকারি শিক্ষা ব্যবস্থার বিভক্ত চাই না।
এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্হা জাতীয়করণ চাই।

09/10/2025

বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের দুই এমপি মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি কুশল বিনিময় করছেন।

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো “জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর। স্থানীয় ডাকঘরের সেবা ...
09/10/2025

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো “জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর। স্থানীয় ডাকঘরের সেবা নিন ও আপনার পত্র/পার্সেল বিশ্বব্যাপী পৌঁছে দিন।

শুভ অপরাহ্ন। সিপিএইচ জামে মসজিদের পাশে থেকে শুভেচ্ছা।
07/10/2025

শুভ অপরাহ্ন। সিপিএইচ জামে মসজিদের পাশে থেকে শুভেচ্ছা।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহ...
06/10/2025

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার) নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ।

06/10/2025

আজ ০৬ অক্টোবর, ২০২৫ বিশ্ব বসতি দিবস।
এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”
-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

05/10/2025

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আয়োজিত জাতীয় সংলাপে এক বক্তা বলেছেন- ২৪ এর জুলাই সনদ এবং ৭১ এর সনদ একে অপরের সম্পূরক। আপনার অভিমত কি?
゚viralシfypシ゚viralシal

শাপলা চত্বর কি কোথায় কেন ঢাকার শাপলা চত্বর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পুরোটাই পড়ুন, আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হব...
05/10/2025

শাপলা চত্বর কি কোথায় কেন
ঢাকার শাপলা চত্বর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পুরোটাই পড়ুন, আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।
---
📝 ইতিহাস ও অবস্থান
শাপলা চত্বর ঢাকা শহরের প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ১৯৫০-এর দশকে মতিঝিলকে আধুনিক অফিস-এলাকা হিসেবে গড়ে তোলার সময় এই চত্বর ও শাপলা ভাস্কর্যটি নির্মাণ করা হয়। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা-কে কেন্দ্র করে এই ভাস্কর্য নির্মিত হয়। এটি প্রথম থেকেই শুধু একটি সৌন্দর্যবর্ধনকারী ভাস্কর্য ছিল না—এটি ঢাকার একটি চেনা প্রতীক বা ল্যান্ডমার্ক হয়ে ওঠে।
স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমাবেশ, মিছিল, বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবেও এই চত্বর পরিচিত হয়।
---
📝 নামের উৎপত্তি
চত্বরের মাঝখানে রয়েছে একটি বড় শাপলা ফুলের ভাস্কর্য (শাপলা বাংলাদেশের জাতীয় ফুল)। এই ভাস্কর্যের কারণে জায়গাটির নাম হয়েছে শাপলা চত্বর।
---
📝 স্থাপত্য ও নকশা :
শাপলা চত্বরের ভাস্কর্যটি গোলাকার ফোয়ারার মধ্যে স্থাপিত। এটি ঢাকার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। চারপাশে ছোট ছোট গাছপালা ও পাথরের কারুকাজ আছে। ফোয়ারার পানি ও আলোকসজ্জা রাতে সুন্দর দৃশ্য তৈরি করে। নকশাটি মূলত বাংলাদেশের জাতীয় ফুলকে স্মরণ করিয়ে দেয়।
---
📝 বর্তমান অবস্থান :
ঢাকার মতিঝিলের কেন্দ্রে এই চত্বরটি অবস্থিত। এখনো এটি মতিঝিলের মূল চত্বর হিসেবে ব্যবহৃত হয়। চারদিকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, শেয়ারবাজার, আর্থিক সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। চারপাশের রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ও মানুষ যাতায়াত করেন। অফিসগামী, ব্যাংকার, ব্যবসায়ী—সবাই এই এলাকার উপর নির্ভর করেন।
বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ও মিছিলের জন্য মাঝে মাঝে পুলিশি নিয়ন্ত্রণও থাকে।
আশেপাশে আছে—বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সোনালী ব্যাংক, বিভিন্ন বীমা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়।
মতিঝিল শাপলা চত্বর থেকে বিভিন্ন দিকে বাস, সিএনজি ও অন্যান্য যানবাহনের সংযোগ রয়েছে।
---
📝 গুরুত্ব :
মতিঝিল শাপলা চত্বর ঢাকার আর্থিক হৃদয় হিসেবে বিবেচিত হয়। রাজধানীর সবচেয়ে পরিচিত চত্বরগুলোর মধ্যে শাপলা চত্বর অন্যতম।
প্রতীকী অর্থে শাপলা ফুল দেশের জাতীয় ঐতিহ্যকেও প্রকাশ করে, তাই এর আলাদা মর্যাদা আছে। মতিঝিলের ব্যস্ততম এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করেন। অফিসগামী, ব্যবসায়ী ও ব্যাংকিং সংশ্লিষ্টদের জন্য এটি একটি কেন্দ্রবিন্দু।

05/10/2025

শিক্ষাতথ্য পরিবারের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা

আজকের পত্রিকার খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না।গাজা অভিম...
04/10/2025

আজকের পত্রিকার খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না।

গাজা অভিমুখে নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।

আজকের খবর। শাকসবজির দাম বাড়ছে কেন- নিউজটা পড়ে দেখতে পারেন।
03/10/2025

আজকের খবর। শাকসবজির দাম বাড়ছে কেন- নিউজটা পড়ে দেখতে পারেন।

Big thanks to Reshma Akterfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
02/10/2025

Big thanks to Reshma Akter

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ShikshaTotthow TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShikshaTotthow TV:

Share

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

শিক্ষাতথ্য পত্রিকার ডেইলি অনলাইন নিউজ পোর্টালের জন্য সারাদেশে প্রতিনিধি-সাংবাদিক আবশ্যক। ‘নিউজের সন্ধানে প্রতিক্ষণ’ হিসেবে সংবাদ সংগ্রহ ও প্রেরণে আগ্রহী বেকার তরুণ-তরুণীদের নিকট থেকে ছবিসহ জীবনী ও আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।------ সম্পাদক