Dainik ShikshaTotthow

Dainik ShikshaTotthow “এসো পড়ি জীবন গড়ি, এসো পড়ি দেশ গড়ি”- দৈনিক শিক্ষাতথ্য

‘ডার্ক ফ্যাক্টরি’র যুগে প্রবেশ করল চীন, লাগবে না কোনো শ্রমিক কিংবা আলো! কাজ চলবে ২৪ ঘন্টা ৩৬৫ দিন!ডার্ক ফ্যাক্টরি এমন এক...
20/03/2025

‘ডার্ক ফ্যাক্টরি’র যুগে প্রবেশ করল চীন, লাগবে না কোনো শ্রমিক কিংবা আলো! কাজ চলবে ২৪ ঘন্টা ৩৬৫ দিন!

ডার্ক ফ্যাক্টরি এমন এক আধুনিক উৎপাদন কেন্দ্র, যেখানে সবকিছুই স্বয়ংক্রিয়। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই, রোবটিক সিস্টেম, এআই-চালিত মেশিন এবং আইওটি প্রযুক্তির মাধ্যমে এসব কারখানা পরিচালিত হয়।

বিশ্বব্যাপী উৎপাদন খাত এক নতুন বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি পুরো প্রক্রিয়াকে রূপান্তর করছে। এরই ধারাবাহিকতায় চীন চালু করেছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘ডার্ক ফ্যাক্টরি’— যেখানে কোনো শ্রমিকের প্রয়োজন নেই, এমনকি প্রয়োজন হয় না আলোও। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম এসব কারখানা— যা উৎপাদনশীলতা, নির্ভুলতা এবং খরচ নিয়ন্ত্রণের এক নতুন মানদণ্ড স্থাপন করছে। খবর এমইএস।

ডার্ক ফ্যাক্টরি এমন এক আধুনিক উৎপাদন কেন্দ্র, যেখানে সবকিছুই স্বয়ংক্রিয়। মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই, রোবটিক সিস্টেম, এআই-চালিত মেশিন এবং আইওটি প্রযুক্তির মাধ্যমে এসব কারখানা পরিচালিত হয়। মানুষের উপস্থিতির দরকার নেই বলে আলোরও প্রয়োজন পড়ে না। এতে বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকারিতাও বাড়ে।

স্বয়ংসম্পূর্ণ কারখানার মূল বৈশিষ্ট্য হচ্ছে শতভাগ স্বয়ংক্রিয়তা। ডার্ক ফ্যাক্টরিতে কাঁচামাল ব্যবস্থাপনা, অ্যাসেম্বলি, প্যাকেজিং এবং গুণগত মান যাচাই পর্যন্ত সবকিছুই এআই ও রোবট দ্বারা পরিচালিত হয়। এতে উৎপাদন দ্রুততর হয় এবং মানবিক ভুলের সম্ভাবনা থাকে না।

আইওটি-চালিত সকল যন্ত্রপাতি একে অপরের সঙ্গে যোগাযোগ করে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় সাধন করে, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার পূর্বাভাস দেয় এবং উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখে।

এআই-নির্ভর মান নিয়ন্ত্রণও এর অন্যতম বৈশিষ্ট্য। মেশিন লার্নিং অ্যালগরিদম প্রতিটি পণ্যের মান নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ চালায়, যা ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের হার কমিয়ে আনে।

এই ডার্ক ফ্যাক্টরির পরিবেশও পরিষ্কার ও দূষণমুক্ত। বিশেষ করে ইলেকট্রনিকস ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এসব কারখানায় স্বয়ংক্রিয় বাতাস পরিশোধন ব্যবস্থা থাকে যা দূষণমুক্ত উৎপাদন নিশ্চিত করে।

স্বয়ংক্রিয় প্রযুক্তির ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই একাধিক পণ্য তৈরি করা সম্ভব, যা বড় পরিসরে উৎপাদন পরিচালনার সুযোগ করে দেয়। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন উৎপাদনের ফলে কোম্পানিগুলো দ্রুততার সঙ্গে চাহিদা পূরণ করতে পারবে।

এছাড়া, স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের ফলে পণ্যের ত্রুটি কমবে এবং মান উন্নত হবে। ডার্ক ফ্যাক্টরিগুলো স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এ ব্যবস্থা খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করে। বিদ্যুৎ ও সম্পদ ব্যবহারে কার্যকারিতা বৃদ্ধির ফলে টেকসই উৎপাদন নিশ্চিত হবে।

স্বয়ংক্রিয় কারখানার ক্রমবর্ধমান প্রসার শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনছে। বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বিপুল পরিমাণ বিনিয়োগ করে এসব অত্যাধুনিক কারখানা গড়ে তুলছে।

শ্রমবাজারের পরিবর্তনে প্রধান যে চিত্র দেখা যাবে তা হচ্ছে প্রচলিত শ্রমিকের প্রয়োজন কমে যাওয়া। কর্মসংস্থান হ্রাস পেলেও এআই, রোবটিক্স ও ডেটা সায়েন্সের দক্ষ পেশাদারদের চাহিদা বাড়বে।

রোজা সম্পর্কে ক্বুরআন ও হাদিস :-"হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উ...
03/03/2025

রোজা সম্পর্কে ক্বুরআন ও হাদিস :-

"হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহর অসন্তুষ্টির ভীতি) লাভ করতে পারো।"(সূরা বাক্বারা- ১৮৩)

"যে কেউ রামাদ্বানের রোজা রাখে, ঈমান ও সওয়াবের আশায়, তার বিগত জীবনের সব পাপ মাফ করে দেওয়া হয়" (বুখারী-৩৮)

"রোজা হলো (পাপাচার থেকে) রক্ষার ঢাল স্বরূপ। তাই তোমাদের কেউ রোজা রাখলে অশ্লীল কথা বলবে না, চিৎকার ঝগড়াঝাঁটি করবে না। যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে মারামারি করে, তাকে বলবে - আমি তো রোজাদার! আমি তো রোজাদার!" (বুখারী-১৮৯৪)

‘‘আল্লাহ তা'য়ালা বলেন- মানুষের প্রতিটি ভাল কাজ নিজের জন্য হয়ে থাকে, কিন্তু রোজা শুধুমাত্র আমার জন্য, অতএব আমি নিজেই এর প্রতিদান দিবো।" (বুখারী-১৯০৪)

‘‘আল্লাহ তা‘আলা বলেন- মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কেননা রোজা শুধুমাত্র আমার জন্য, আমিই এর প্রতিদান দিবো।" (মুসলিম-১১৫১)

‘‘রোজা ঢাল স্বরূপ। এ দ্বারা বান্দা তার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে।’’ (আহমাদ-১৫২৯৯)

‘‘যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন রোজা পালন করবে, তাদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন" (বুখারী-২৮৪০; মুসলিম-১১৫৩)

"যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকীর আশায় রামাদ্বান মাসে ক্বিয়াম করবে (তারাবীহ পড়বে) তার পূর্বেকার পাপ সমূহ মাফ করে দেয়া হবে" (বুখারী-৩৫; মুসলিম-৭৬০)

"যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করলো না, আল্লাহ তা'য়ালা তার পানাহার ত্যাগ কবুল করেন না" (বুখারী-১৯০৩)

"রোজা পালনকারীর জন্য দু’টো বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে - একটি হল ইফতারের সময়, আর দ্বিতীয়টি হল তার রবের সাথে সাক্ষাতের সময়" (বুখারী-৭৪৯২)

"জান্নাতে একটি দরজা রয়েছে। যার নাম রাইয়্যান। কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরা ঐ দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ঐ দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর ঐ দরজাটি বন্ধ করে দেয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ আর সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেনা"
(বুখারী-১৮৯৬; মুসলিম-১১৫২)

20/02/2025

কালো বোরকা পড়া মহিলাটি পুরুষ লোকটির পরকীয়া প্রেমিকা। আর যাকে মারধর করা হচ্ছে, সেই নারীটি পুরুষের স্ত্রী। স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় এভাবেই স্ত্রীকে নির্যাতন করছে।

17/02/2025

আলহামদুলিল্লাহ!!!!
সুখবর! সুখবর!! সুখবর!!!
উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে পথচারীদের ওপর হা₹ম₹লার ঘটনায় দুইজনকে আ₹টক করা হয়েছে।

17/02/2025

আপু আর ভাইয়া বাইকে ছিলো, গাড়ির সাথে বাইক লেগে যায় । কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর ওই লোক গাড়ি থেকে এতো বড় রামদা বের করে কোপ দেয় । ছিনতাইকারী বা ডাকাত হওয়ার সম্ভাবনা বেশি, অথবা সরকার কে বেকায়দায় ফেলতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এমন ঘটনার জন্ম দিতে পারে। কারণ ভালো কেউ গাড়িতে এতো বড় রামদা রাখে না । চলাচলে সকলেই সচেতন হউন।
লোকেশন: Sector-7, Road-9. Uttara.
Sectors are not safe anymore.
Update: জনগণ ওদেরকে ধরে গণধোলাই দিয়েছে, পুলিশ আসছে ।

15/02/2025

বিশ্ব জাকের মঞ্জিল উপলক্ষে আটরশির আশেপাশে গড়ে উঠেছে অস্থায়ী মিষ্টির দোকান।

15/02/2025
15/02/2025

বিশ্ব জাকের মঞ্জিলের গোশালা।

14/02/2025

বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন 'ডিপ স্টেটের' জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই'।
ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ও ট্রাম্পের উত্তর (মিজাইল):
প্রশ্ন: "মি. ট্রাম্প, আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের সময় বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, আমেরিকার ডিপ স্টেট এতে জড়িত ছিল, এমনকি প্রফেসর ইউনুস জুনিয়র সরোসের (যে কিনা ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত) সাথে দেখা করেছেন, এ বিষয়ে আপনার বক্তব্য কী?"

ট্রাম্প একটু থামলেন। তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে মোদিকে উদ্দেশ্য করে বললেন—

“না, আমাদের ডিপ স্টেট বাংলাদেশের বিষয়ে জড়িত ছিল না। বাংলাদেশ নিয়ে (এ ন্যারেটিভ তৈরীতে) প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন কাজ করছেন। আমার মনে হয় শত বছর ধরে কাজ করছেন। পড়ে আমার এমনটাই মনে হয়েছে। বাংলাদেশ বিষয়ক জবাব আমি প্রধানমন্ত্রী মোদির উপরই ছেড়ে দিচ্ছি।”...................................

আপনি যদি মোদি ভক্ত হন এবং ভিন্ন তর্জমা করতে চান অথবা এ বিষয়ে অনুসন্ধান করতে ইচ্ছুকরা ইন্টারভিউটা দেখে আসতে পারেন। Associate Press এর ইউটিউব চ্যানেলে। ১৩ মিনিটের পর থেকে।

হার্ডিঞ্জ ব্রীজের পুরোনো ছবি ও ইতিহাস! হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার...
09/02/2025

হার্ডিঞ্জ ব্রীজের পুরোনো ছবি ও ইতিহাস!

হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু।

হার্ডিঞ্জ ব্রিজের পুরো ইতিহাস..................
HAND NOTE হার্ডিঞ্জ ব্রিজঃ 1915 সালের আগের ক্রেন দেখুন। কত বিশাল। আর এখন আধুনিক যুগে এসেও ক্রেন ভাড়া করতে হয় চীন থেকে। যাই হোক ___চলুন ইতিহাস জানি

হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু। ২৪ হাজার ৪০০ শ্রমিক-কর্মচারীর পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের ফসল এই ব্রিজ। পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর এই সেতু অবস্থিত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার। ব্রিজের ওপর দুটি ব্রডগেজ রেললাইন রয়েছে। ১৯০৮ সালে ব্রিজ নির্মাণের মঞ্জুরি পাওয়ার পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেইলস হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। প্রধান প্রকৌশলী রবার্ট শুধু ব্রিজের নকশা প্রণয়ন করেন। ব্রিজের প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার এস এম রেলডলস। এই ব্রিজে রয়েছে ১৫টি মূল স্প্যান। মূল স্প্যান ছাড়াও দুপাশে রয়েছে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান। ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল রেইথ ওয়ালটি অ্যান্ড ক্রিক। সে সময় পদ্মা ছিল প্রমত্তা ও ভয়াল। ব্রিজ নির্মাণের বড় সমস্যা ছিল নদীর গতি নিয়ন্ত্রণ করে ব্রিজের নিচ দিয়ে স্থায়ীভাবে প্রবাহিত করা। ব্রিজটি নির্মাণের শত বছর পরও বিশ্বের প্রকৌশলীদের কাছে এটি বিস্ময়কর হয়ে আছে।
ব্রিটিশ সরকারের নির্মিত Pakshi Hardinge Bridge এর খ্যাতি বিশাল পরিচয় বহন করে। বর্তমান জগতে হার্ডিঞ্জ ব্রীজের চেয়েও লম্বা অনেক আছে। কিন্তু কিছু কিছু কারণে এ ব্রীজটি অপ্রতিদ্বন্দীভাবে বিখ্যাত। প্রথম কারণ হচ্ছে এ ব্রীজের ভিত গভীরতম পানির সর্বনিম্ন সীমা থেকে ১৬০ ফুট বা ১৯২ এমএসএল মাটির নিচে। এর মধ্যে ১৫ নম্বর স্তম্ভের কুয়া স্থাপিত হয়েছে পানি নিম্নসীমা থেকে ১শ ৫৯ দশমিক ৬০ ফুট নিচে এবং সর্বোচ্চ সীমা থেকে ১শ ৯০ দশমিক ৬০ ফুট অর্থ্যাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে ১শ ৪০ ফুট নীচে। সে সময় পৃথীবিতে এ ধরনের ভিত্তির মধ্যেই এটাই ছিল গভিরতম। ব্রীজটি অপূর্ব সুন্দর ও আর্কষণীয় হওয়াতে ব্রিটিশ ইন চীফ ইঞ্জিনিয়ার রবার্ট উইলিয়াম গেইলস’কে সাফল্যের পুরস্কারস্বরূপ স্যার উপাধিতে ভূষিত করা হয়

হার্ডিঞ্জ ব্রিজের তথ্য: –

ব্রিজটির প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার ফ্রান্সিস সপ্রীং।
ব্রিজের ঠিকাদার ছিলেন ব্রেইথ ওয়াইট অ্যান্ড কার্ক।
মোট স্প্যান ১৫ টি (দুই পাড়ে ৭৫ ফিট মধ্যবর্তী দুরত্বে ৩টি অতিরিক্ত ল্যান্ড স্প্যান আছে)
মোট দৈর্ঘ ৫ হাজার ৮ শত ৯৪ ফুট
ব্রিজ রক্ষা বাঁধের জন্য মাটির কাজের পরিমাণ দুই পাশ্বে ১৬ কোটি ঘনফুট।
মোট ইটের গাথুনির কাজ হয় ২ লাখ ৯৯ হাজার টন।
মোট ইস্পাত ব্যবহৃত হয় ৩০ লাখ টন।
মোট সিমেন্ট ব্যবহার হয় ১ লাখ ৭০ হাজার ড্রাম।
নির্মাণে মোট ব্যায় হয়েছিল ৩ কোটি ৫১ লক্ষ ৩২ হাজার ১ শত ৬৪ টাকা।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dainik ShikshaTotthow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik ShikshaTotthow:

Share

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

শিক্ষাতথ্য পত্রিকার ডেইলি অনলাইন নিউজ পোর্টালের জন্য সারাদেশে প্রতিনিধি-সাংবাদিক আবশ্যক। ‘নিউজের সন্ধানে প্রতিক্ষণ’ হিসেবে সংবাদ সংগ্রহ ও প্রেরণে আগ্রহী বেকার তরুণ-তরুণীদের নিকট থেকে ছবিসহ জীবনী ও আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।------ সম্পাদক