22/11/2025
🌍 Earthquake Awareness Alert • ভূমিকম্প সচেতনতা-
✪প্রথমত -পাঠ করতে হবে-
“لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ”
এটি ইউনুস (আ.) এর দোয়া, বিপদ-আপদ ও দুঃসময়ে অত্যন্ত কল্যাণকর।
উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্য্বালিমীন।
অর্থ : “আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়েছি।”
✅দ্বিতীয়ত -সার্বিকভাবে যা করণীয়
ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাই আগেই সচেতনতা ও প্রস্তুতি থাকা খুবই জরুরি।
✅ভূমিকম্পের সময় করণীয়:
➡️ আতঙ্কিত না হয়ে স্থির থাকুন
➡️নিকটস্থ টেবিল বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন
➡️ জানালা, কাচ ও ভারী জিনিসপত্র থেকে দূরে থাকুন
➡️ লিফট ব্যবহার থেকে বিরত থাকুন
➡️ বাইরে থাকলে খোলা জায়গায় অবস্থান করুন
✅ ভূমিকম্পের পর করণীয়:
➡️ ভবন নিরাপদ কিনা নিশ্চিত হয়ে ধীরে বের হন
➡️ ভুয়া তথ্য বা গুজব ছড়াবেন না
➡️ আহতদের সাহায্যে এগিয়ে আসুন
➡️ প্রয়োজন হলে জরুরি নম্বরে যোগাযোগ করু