Nostami অ-মানুষ

Nostami অ-মানুষ সত্যের সন্ধানে

24/09/2025

Best Arab Friends Pranks / Arabs are Very Funny🤣🤣

কি সিরিয়াস অবস্থা?
09/07/2025

কি সিরিয়াস অবস্থা?

ডাইনি সন্দেহে আগুনে পুড়িয়ে হত্যা: বিহারে আদিবাসী পরিবারের করুণ পরিণতি | Purnia Witch Hunt Tragedyভারতের বিহারের পূর্ণিয়া জেল....

01/07/2025

এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে হাজার হাজার বছর পেছনে—প্রাচীন মিশরের বুকে।

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানে পরাজিত বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কারশ্রীলঙ্কা ও বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের ...
28/06/2025

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানে পরাজিত বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ও বাংলাদেশ মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কা ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। শনিবার কলম্বোয় টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনেই বাংলাদেশকে অলআউট করে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা।

দিনের শুরুতেই বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ১১৫ রান, এখনো পিছিয়ে ছিল ৯৭ রানে। কোনোভাবেই ইনিংস পরাজয় এড়ানো যায় কি না, এমন আশা ছিল বাংলাদেশের সমর্থকদের। কিন্তু সেই আশায় খুব দ্রুতই পানি ঢেলে দেন বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।

প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা জয়াসুরিয়া দিনের মাত্র পঞ্চম বলেই উইকেটের পেছনে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান লিটন দাসকে (১৪)। লিটনের বিদায়ের পর আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একে একে সব ব্যাটার ফিরলে ইনিংস হার নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটারই পঞ্চাশ রান ছুঁতে পারেননি, যা প্রথম টেস্টের পারফরম্যান্সের সঙ্গে ছিল বিস্তর ব্যবধান। প্রথম টেস্টে গলে নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় টেস্টে, সুবিধাজনক পিচে টস জিতে আগে ব্যাট করেও মাত্র ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এর জবাবে শ্রীলঙ্কা বিশাল ৪৫৮ রান তোলে প্রথম ইনিংসে। ২১১ রানের লিড নেয় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার ইনিংসে বড় ভূমিকা রাখেন ওপেনার পাথুম নিসাঙ্কা, যিনি করেন দুর্দান্ত ১৫৮ রান—সিরিজে এটি ছিল তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। তার সঙ্গে ৯৩ রান করে দারুণ সমর্থন দেন দিনেশ চান্দিমাল। এই দু’জন মিলে দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এই জয়ে শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টও অর্জন করেছে।

এবার দুই দল নজর দেবে সীমিত ওভারের ক্রিকেটে। সিরিজের পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

কে জিতবে এবারের শিরোপা? 🏏🔥মেজর লিগ ক্রিকেট ২০২৫-এর অফিশিয়াল ফটোসেশনে একসাথে ছয় অধিনায়ক
18/06/2025

কে জিতবে এবারের শিরোপা? 🏏🔥
মেজর লিগ ক্রিকেট ২০২৫-এর অফিশিয়াল ফটোসেশনে একসাথে ছয় অধিনায়ক

শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশবাংলাদেশের টপ অর্ডারের প্রাথমিক ধস সামলে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শ...
17/06/2025

শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশের টপ অর্ডারের প্রাথমিক ধস সামলে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে ৯০ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান।

শুরুটা অবশ্য ভালো হয়নি সফরকারীদের। ওপেনার শাদমান ইসলাম ফিরে যান মাত্র ১৪ রানে এবং আনামুল হক তুলে দেন শূন্য রানে উইকেট। মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, তবে থারিন্দুর বলে ধনাঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ২৯ রানে ফেরত যান তিনিও।

এরপর মাঠে নামে শান্ত-মুশফিক জুটি, এবং শুরু হয় এক মহাকাব্যের সূচনা। দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে শান্ত তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি, বর্তমানে তিনি খেলছেন ১৩৬ রানে (২৬০ বলে)। অন্যদিকে মুশফিকও কম যাননি। ধৈর্য ও দক্ষতার সঙ্গে খেলতে খেলতে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের আরও একটি শতক — ১৮৬ বলে ১০৫ রান।

এই জুটির সুবাদে বাংলাদেশের স্কোর ছাড়িয়ে যায় ২৯০ রানের গণ্ডি, এবং শ্রীলঙ্কার বোলাররা দিনের দ্বিতীয়ার্ধে কার্যত ছিল নিষ্প্রভ।

👉 স্কোর সংক্ষেপ (বাংলাদেশ - ১ম ইনিংস):
২৯২/৩ (৯০ ওভারে)

শান্ত: ১৩৬* (২৬০ বল)

মুশফিক: ১০৫* (১৮৬ বল)

উইকেট: শাদমান ১৪, আনামুল ০, মুমিনুল ২৯

বোলারদের মধ্যে থারিন্দু নিয়েছেন ২ উইকেট, আসিথা ১ উইকেট।

দ্বিতীয় দিনেও এই জুটি যদি অবিচ্ছিন্ন থাকতে পারে, তবে বাংলাদেশ বড় স্কোর গড়ে নিয়ে ম্যাচে চাপ সৃষ্টি করতে পারবে স্বাগতিকদের ওপর।

১২তম টেস্ট শতকে ইতিহাসের পাতায় আরও একবার মুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার আরেক নাম—মুশফিকুর রহিম। পরিশ্রম, নিষ...
17/06/2025

১২তম টেস্ট শতকে ইতিহাসের পাতায় আরও একবার মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার আরেক নাম—মুশফিকুর রহিম। পরিশ্রম, নিষ্ঠা আর অদম্য মানসিকতার এক অনন্য প্রতিচ্ছবি তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে আরেকটি গর্বের অর্জন—টেস্ট ক্যারিয়ারের ১২তম শতক। দেশের জার্সিতে এই অনবদ্য ইনিংস শুধু একটি সেঞ্চুরিই নয়, এটি প্রমাণ করে দিল তাঁর অভিজ্ঞতা ও ক্লাস কেবল অক্ষুণ্ণই নয়, বরং সময়ের সঙ্গে আরও প্রখর।

মুশফিকের ব্যাটিংয়ে ছিল ধৈর্য, ছিল শৈল্পিকতা, আর ছিল দায়িত্বের নিখুঁত প্রতিফলন। যখন দলের প্রয়োজন ছিল স্থিরতা, তখন তিনি দাঁড়িয়ে গেলেন প্রাচীর হয়ে। বলার অপেক্ষা রাখে না, এই ইনিংসও ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ক্রমেই ওপরে উঠছেন মুশফিক। তাঁর এই ধারাবাহিকতা ও অধ্যবসায়ই বাংলাদেশ ক্রিকেটকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা থাকে সকলের।

শততম চিহ্ন ছুঁয়ে ব্যাট তুলে ধরার সেই মুহূর্তে, শুধু মাঠে নয়—সমগ্র দেশের হৃদয়েও বাজে অভিনন্দনের করতালি।












#বাংলাদেশক্রিকেট
#মুশফিকুর
#গর্বেরবাংলাদেশ

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন প্রত্যাশা, আত্মবিশ্বাস ও জয়ের ল...
17/06/2025

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নতুন প্রত্যাশা, আত্মবিশ্বাস ও জয়ের লক্ষ্যে লাল-সবুজের যোদ্ধারা প্রস্তুত লঙ্কানদের মোকাবিলা করতে।

এই টেস্ট ম্যাচে আমরা দেখতে চাই দুর্দান্ত পারফরম্যান্স, সাহসী সিদ্ধান্ত ও লড়াকু মানসিকতা। পুরো জাতি একসাথে প্রার্থনা করছে যেন টাইগাররা আজ দেশের জন্য গৌরব বয়ে আনে।

শুভ কামনা বাংলাদেশ দলের প্রতি! এগিয়ে চলো টাইগাররা, দেশ তোমাদের সাথে! 🇧🇩🔥

#বাংলাদেশজিতবে

📿 আজকের রাতের একটি আমল 🌙“রাতে ঘুমানোর আগে ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলা নবী (সাঃ) এর পছন্দনীয় আমল।এই সহজ আমলটি আমাদের জন্য...
16/06/2025

📿 আজকের রাতের একটি আমল 🌙

“রাতে ঘুমানোর আগে ১০০ বার ‘সুবহানাল্লাহ’ বলা নবী (সাঃ) এর পছন্দনীয় আমল।
এই সহজ আমলটি আমাদের জন্য অনেক সওয়াবের দরজা খুলে দেয়।”

✅ হাদীস অনুযায়ী, যারা এই জিকির পড়ে ঘুমায়, তারা আল্লাহর নিকট খুব প্রিয় হয়ে যায়।

🕋 চেষ্টা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ২ মিনিট সময় বের করে এই জিকিরগুলো পড়ে নেওয়া

#রাতেরআমল #ইসলামিকপোস্ট #জিকির #সুবহানাল্লাহ #আল্লাহ #দোয়া #ইসলামিকজ্ঞান #ধর্মীয়শিক্ষা #নেকআমল #আখেরাত #হাদিস

এক বছর আগে আমার সঙ্গে একজন বিবাহিত নারীর সম্পর্ক গড়ে ওঠে। উনি আমার বহু পুরনো পরিচিত—১০ বছরেরও বেশি সময় ধরে চিনি তাকে। তখ...
14/06/2025

এক বছর আগে আমার সঙ্গে একজন বিবাহিত নারীর সম্পর্ক গড়ে ওঠে। উনি আমার বহু পুরনো পরিচিত—১০ বছরেরও বেশি সময় ধরে চিনি তাকে। তখন তিনি এক সন্তানের মা, আর আমি অবিবাহিত। দুজনের সম্মতিতেই আমরা একটা হারাম সম্পর্কের দিকে পা বাড়াই।

সময় যত গড়ায়, সম্পর্ক গাঢ় হতে থাকে। শারীরিক সম্পর্কও হয় একাধিকবার। আমাদের মধ্যে এমন টান তৈরি হয় যে, আমি তাকে বিয়ের প্রস্তাব দিই এবং সেও নিজের সংসার ছাড়ার চিন্তা করে। তবে তার বড় বাধা ছিল—তার ছোট্ট সন্তান। মাত্র ২.৫ বছরের সেই শিশু মা ছাড়া থাকতে পারবে না, আর ডিভোর্সের পর স্বামী সন্তানের দায়িত্ব নেবেন বলেও জানান। সন্তানকে ফেলে সে আমার কাছে আসতে পারে না—এটা বুঝে সে আবার নিজের সংসারে ফিরে যায়।

তবুও আমাদের সম্পর্ক চলতে থাকে, একধরনের মোহ কিংবা ০.০০১% আশার ওপর ভর করে।
আমরা জানতাম এটা ভুল, তবুও থেমে যেতে পারিনি।

একসময় সে প্রেগন্যান্ট হয়। আমরা প্রায় নিশ্চিত ছিলাম—বাচ্চাটা আমার। কারণ আমাদের মিলনের পরই সে ওষুধ খায়, এবং স্বামীর সাথে ওই সময় তার কোনো সম্পর্ক হয়নি। তার স্বামীও সন্দেহ প্রকাশ করে।

তবুও গর্ভকালীন সময়ে আমাদের যোগাযোগ চলতে থাকে। শারীরিক সম্পর্ক আর হয় না, তবে মানসিকভাবে সে আমার প্রতি দুর্বল থাকে। আর আমি তখন নিজের পরিবার থেকে বিয়ের চাপ অনুভব করছিলাম, সব মিলিয়ে এক দোটানায় ছিলাম।

তার গর্ভাবস্থার সপ্তম মাসে আমি আরেকজনের সঙ্গে গোপনে বিয়ে করি, তাকে বিষয়টা জানাই না। ইচ্ছে করেই জানাই না, কারণ সে অসুস্থ অবস্থায় এটা মানতে পারবে না—এমনটাই ভাবি।

এরই মধ্যে তার ডেলিভারির সময় ঘনিয়ে আসে।
সন্তান প্রসব হয়, কিন্তু হসপিটালেই শুরু হয় মূল বিপত্তি—বাচ্চার ব্লাড গ্রুপ নিয়ে।
তার, স্বামীর এবং আমার ব্লাড গ্রুপ তিন রকম। আর নবজাতকের ব্লাড গ্রুপ মিলে যায় আমার সঙ্গে!
স্বামী নিশ্চিত হয়, এই সন্তান তার নয়।

চাপে পড়ে একসময় স্ত্রী সব কিছু স্বামীকে জানায়—আমার নাম সহ।
স্বামী আমার সঙ্গে যোগাযোগ করে, জানায় যে বউকে সে ছাড়বে না, কিন্তু এই বাচ্চাকেও মেনে নিতে পারবে না। যদিও সামাজিকভাবে সে স্বীকার করেছে, মনের জায়গা থেকে নয়। কথায় কথায় সন্তানকে “জারজ”, “নাজায়েজ” বলে গালি দেয়।

আমার বুকটা ফেটে যায়!
এই নিষ্পাপ বাচ্চা আমার, তার কোনো দোষ নেই।
এভাবে কেউ কীভাবে এমন অবহেলায় বড় হবে? কেমন কষ্ট হবে তার?

আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি।
নিজেকে কাপুরুষ মনে হয়—যে কাউকে ঠিকমতো ভালোবাসতে পারেনি, কাউকে সঠিক সম্মান দিতে পারেনি, শুধু মোহের জালে ফেঁসে থেকে জীবনের সব কিছু এলোমেলো করে দিয়েছে।

আজ আমি সমাজ, বিবেক, ধর্ম, ভালোবাসা, দায়িত্ব—সবকিছুর মাঝে এক গভীর দোলাচলে আছি।
নতুন সংসারে শান্তি পাই না, বাচ্চার কথা মাথায় এলেই গলার মধ্যে দলা বাঁধে। আমার সেই প্রাক্তনও জানে—এই সন্তান অবহেলায় বড় হবে, অপমান সহ্য করতে হবে তাকে, হয়ত নির্যাতনেরও শিকার হবে।

এতকিছুর পরও সে বলেছে—সে আর আমার কাছে আসবে না।
সে চায় না আমি আমার নতুন স্ত্রীর জীবন নষ্ট করি। সে চায় না আর কোনো ক্ষতি হোক।

আমার কিছুই ভালো লাগে না এখন।
আমি জানি, আমি একটা জঘন্য পাপ করেছি—এটা অস্বীকার করব না।
আল্লাহর কাছে আমি লজ্জিত, ভীষণ অনুশোচনায় পুড়ছি।

শুধু একটা অনুরোধ—আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন।
সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, কারও অবহেলায় না পড়ে।
আর যদি পারেন, আমার জন্য একটা দিকনির্দেশনা দিন—আমি এখন কী করবো?

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই

#জীবনেরগল্প #বাস্তবতা #ভুলেরশাস্তি #অন্তর্জ্বালা #ভেঙেপড়াস্বপ্ন #অনুশোচনা #হারানোভালোবাসা #বিয়েরআগে #হারামসম্পর্ক #ভুলনির্বাচন #ভাঙাসংসার #অবহেলিতশিশু #বাচ্চারজন্য #সমাজেরচোখে #মানসিককষ্ট #জীবনেরপ্রশ্ন #একটুকুশান্তি #গোপনগল্প #বেদনারছায়া #ভালোবাসারদুঃখ #ভুলভ্রান্তি #ভুলথেকেশেখা #আল্লাহরভয় #তওবা #ক্ষমাপ্রার্থী #বিবেকেরআবেগ #জটিলজীবন #আত্মদহন

ভদ্রলোকের নাম Pratik Joshi।গত ছয় বছর ধরে লন্ডনে একা থাকছেন। বুকভরা স্বপ্ন—একদিন স্ত্রী আর তিন সন্তানকে নিয়েই লন্ডনে থা...
13/06/2025

ভদ্রলোকের নাম Pratik Joshi।
গত ছয় বছর ধরে লন্ডনে একা থাকছেন। বুকভরা স্বপ্ন—একদিন স্ত্রী আর তিন সন্তানকে নিয়েই লন্ডনে থাকবেন, একসাথে গড়ে তুলবেন এক শান্ত, সুন্দর জীবন।
এই স্বপ্নটাই ছিল তার সবচেয়ে বড় মোটিভেশন।

অবশেষে, বহু অপেক্ষা, কাগজপত্র, সংগ্রাম সব পেরিয়ে সেই কাঙ্ক্ষিত দিনটা এল।
ফ্যামিলি ভিসা হলো, টিকিট কাটলেন, ব্যাগ গোছালেন, পরিবার নিয়ে উড়াল দিলেন স্বপ্নের শহর লন্ডনের উদ্দেশ্যে।
বিমানে উঠেই একটা ছবি তুলে পাঠালেন আত্মীয়স্বজনদের—হ্যাঁ, এবার সত্যি হচ্ছি আমরা একসাথে!

কিন্তু বিধাতা হয়তো অন্য পরিকল্পনা করে রেখেছিলেন…
বিমান উড্ডয়নের মাত্র ৪০ সেকেন্ডের মাথায় দুর্ঘটনা।
সব শেষ।
পুরো পরিবারই নেই।

একসাথে থাকার, স্বপ্ন বাস্তবের রূপ দেওয়ার ঠিক আগে, সব শেষ হয়ে গেল।

এই ঘটনা শুনে মাথায় ঘুরপাক খায় সেই কথাটাই—
“টাকা হলে এটা করবো, সময় হলে ওটা করবো” — এই টাইপ স্বপ্নগুলো কি সবার পূরণ হয়?
Pratik Joshi-র সব ছিল—স্বপ্ন, চেষ্টা, সামর্থ্য।
কিন্তু আর থাকা হলো না, একসাথে থাকা হলো না…

জীবন অপেক্ষা করে না।
যা করতে চান, ভালোবাসেন—আজই শুরু করুন।
কারণ কাল কি হবে, কেউ জানি না।

---

টাইগারদের নতুন নায়ক! 🐯🇧🇩শান্ত আর লিটনকে ছাড়িয়ে, ওয়ানডে দলের কাণ্ডারি এখন মেহেদী হাসান মিরাজ! 🔥একজন নির্ভীক অলরাউন্ডা...
12/06/2025

টাইগারদের নতুন নায়ক! 🐯🇧🇩
শান্ত আর লিটনকে ছাড়িয়ে, ওয়ানডে দলের কাণ্ডারি এখন মেহেদী হাসান মিরাজ! 🔥
একজন নির্ভীক অলরাউন্ডার থেকে এবার নেতৃত্বের মঞ্চে—
শুভ কামনা নতুন টাইগার অধিনায়ককে! 💪❤️
শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হোক এক নতুন অধ্যায়! 📖🇱🇰

Mehidy Hasan Miraz takes charge as Bangladesh’s new ODI captain, replacing Shanto-Liton!
Time for a fresh roar on the field! 💥♨️
Best of luck, Captain Miraz! 🫶

Address

DAG/683, Moushire, Sujarpara, Utca Khan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nostami অ-মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category