ASHIK KHAN

ASHIK KHAN Digital Creator

যদি ঘুম ভেঙে শুনিস আমি আর নেই। তোর কাছে যেটুকু আছে তা কেবলই স্মৃতি! তোর পাশে আমি নেই, কিন্তু তবুও যখন ভুল করে আমায় নাম ধ...
22/10/2024

যদি ঘুম ভেঙে শুনিস আমি আর নেই। তোর কাছে যেটুকু আছে তা কেবলই স্মৃতি! তোর পাশে আমি নেই, কিন্তু তবুও যখন ভুল করে আমায় নাম ধরে ডেকে ফেলবি তখন কেমন লাগবে তোর? বুকের ভেতর খুব করে মুচরে উঠবে বুঝি? কষ্ট কি হবে? অঝোরে কি ঝরবে চোখের জল যেভাবে আকাশ ভেঙে বৃষ্টি নামে?
ধর, আমার পুরোপুরি ফুরিয়ে যাওয়ার পরে কেটে গেছে অনেকগুলো দিন, মাস কিংবা বছর। তারপর হঠাৎ করে একদিন তোর যদি আমার দেওয়া সেই ডাকনামটা আমার মুখে শুনতে ইচ্ছে করে, কী করবি তখন?
কিংবা ধর, আমার সেই পাগলামো, যতসব বদঅভ্যেসের ধাঁচ যা তোর অসহ্য লাগতো, তা যদি খুউব করে মনে পড়ে যায়। যদি মনে পড়ে যায়, আমার সেই রাতবিরেতের বায়না, আহ্লাদ সঅঅব। তখন কি হাউমাউ করে কাঁদবি যেমনটা আমি কাঁদতাম?
জানিস, আজকাল বড্ড ফুরিয়ে যাওয়ার নেশা চেপেছে। মনে হচ্ছে, এই অবারিত সৌন্দর্য আমার জন্য নয়। এই শরতের শুভ্রতা, নীলকমল কিংবা তোর সব চমৎকারী কান্ডকারখানার কাছে আমি যে বড্ড ফিকে।
তাই সবকিছু ছেড়েছুঁড়ে পারি জমাতে ইচ্ছে করে দিগন্ত পানে। আসলে কী বল তো,“নক্ষত্রেরও যেখানে মরে যেতে হয়, সেখানে আমি কোন ছাইপাঁশ!” আর মানুষ তো চাইলেই থেকে যেতে পারে না। তাকে যে ফুরিয়ে যেতেই হয়..!

৮০’র দশকে বাংলাদেশি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে যখন নায়িকা সংকট ভয়াবহ আকার ধারণ করেছিলো, তখন সবার আগে ডিপজলই এসেছিলেন বাংলা চলচ্...
15/02/2024

৮০’র দশকে বাংলাদেশি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে যখন নায়িকা সংকট ভয়াবহ আকার ধারণ করেছিলো, তখন সবার আগে ডিপজলই এসেছিলেন বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে। তিনি একাধারে কয়েকশ’র বেশি চলচ্চিত্রে নায়িকার বেশে অভিনয় করেছিলেন, ততকালীন সময়ে যা কিনা কেউ ধরতেই পারেনি। আর এসব কারণেই হয়ত ডিপজলকে বলা হয় চলচ্চিত্রের রাজকুমার।

যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। বিজনেস, যশ, সম্মান, প্রভা...
20/01/2024

যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা , অনুরাগী সব, সবই ছিল। ছিল ৩৩ একর জমির উপরে করা যমুনা ফিউচার পার্ক। কত শত প্রতিষ্ঠান। আশুলিয়ার ঐ দিকটায় যে দিকে চোখ যায় ঐ দিকেই যমুনার একরের পর একর জমি।

আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কিচ্ছু নেই। কবরটা আর দশটা কবরের মতোই সাধারন,একাকী, অতি সাধারন।

মানুষ হয়ে কিসের তবে অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, স্বার্থপরতা, রাগ, হিংসা, অভিযোগ,

সাথে যায় না কিছুই।
আসুন মানুষ ও দেশের জন্য কিছু করার চেষ্টা করি.
সে উছিলায় যেন আল্লাহ আমাদের ক্ষমা করে.

"আমার কী হবে " ভাবতে ভাবতেই আপনার দিনের অর্ধেক চলে যায়। "আমাকে দিয়ে কিছু হবে না " ভাবতে ভাবতে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে য...
13/01/2024

"আমার কী হবে " ভাবতে ভাবতেই আপনার দিনের অর্ধেক চলে যায়। "আমাকে দিয়ে কিছু হবে না " ভাবতে ভাবতে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যায়। "আমি সবার চেয়ে কত পিছিয়ে " চিন্তা করতে করতেই আপনি মূল কাজে ফাঁকি দেয়া শুরু করেন। শুধু একবার ভাবুন তো, এই জীবনের কতটা সময় আপনি নিজেকে অযোগ্য ভেবে কাটিয়ে দিয়েছেন। আপনি সাকসেস হওয়ার জন্য শুধু একজন ব্যক্তিকে দরকার, তাকে সম্মান করুন। সেই একজন ব্যক্তি আপনি নিজে। অথচ জীবনের বেশিরভাগ সময় আপনি মনে মনে নিজেকে "কিছু পারেন না "ভেবে অপমান করেই কাটিয়ে দিয়েছেন। জেগে উঠুন, ঘুরে দাঁড়ান, একটি সিদ্ধান্ত নিন। "তোমাকে দিয়ে কিছুই হবে না " - এই কথাটি আপনাকে যে-ই বলুক না কেন, আপনি অন্তত বিশ্বাস করুন, আপনার জীবনে আপনাকে ছাড়াই কিছু হবেনা।

আপনি কারো কাছে স্বপ্নের কথা বললে, তারা আপনার আত্মবিশ্বাস ভেঙ্গে দিবে। কারো কাছে সাহায্য চান, দেখবেন তারা আপনাকে হতাশ করবে। কাউকে একবার বলুন " আমি পারব " দেখবেন তারা আপনার হাজারটা দুর্বলতা দেখিয়ে দিবে। তাই কাউকে নয়, অন্তত নিজেকে বিশ্বাস করুন। প্রতিদিন অন্তত সৃষ্টিকর্তাকে আপনার আত্মবিশ্বাসের কথা বলুন, তিনি তা দ্বিগুণ করে দিবেন।

ইতিহাস পড়া ছেড়ে দিয়েছেন নাকি? সারা পৃথিবীর দিকে একবার চোখ রাখুন। দেখুন, আপনার মতই কম যোগ্যতা নিয়ে কত মানুষ শুধু একটি সিদ্ধান্ত ও পরিশ্রমের বিনিময়ে, তার চেয়ে বেশি যোগ্যতার মানুষকে পেছনে ফেলে, সে নিজে সামনে এগিয়ে গেছে। অসাধ্য বলতে কিছু নেই। অসাধ্য হল সেটাই যেটাকে আপনি অসাধ্য করে রেখেছেন।

LinkedIn
13/01/2024

LinkedIn

এটা একটা ১ হাজার গ্রামের, মানে ১ কেজির লোহার বার। এর বিশুদ্ধতা ৯৯.৯৯%  এটার বর্তমান বাজার দর মাত্র ১০০ ডলার। মজার ব্যাপা...
07/01/2024

এটা একটা ১ হাজার গ্রামের, মানে ১ কেজির লোহার বার। এর বিশুদ্ধতা ৯৯.৯৯% এটার বর্তমান বাজার দর মাত্র ১০০ ডলার। মজার ব্যাপার হচ্ছে,

👍 এটা দিয়ে যদি আপনি ঘোড়ার খুর রক্ষার জন্য, হর্সশু তৈরি করেন, তবে এঁর দাম হতে পারে ২৫০ ডলার
👍 এটা দিয়ে যদি আপনি সেলাই সুই তৈরি করেন, তবে এর দাম হতে পারে ৭০ হাজার ডলার
👍 আপনি যদি এটা দিয়ে ঘড়ির স্প্রিং এবং এর যন্ত্রাংশ তৈরি করেন, তবে এটার দাম ৬ মিলিয়ন ডলার হতে পারে।
👍 এর পরেও আপনি যদি এটা দিয়ে, নির্ভুল লেজার কাটিং মেশিন তৈরি করেন, যেটা দিয়ে লিথোগ্রাফির মত দামী শিল্পকর্ম, কোন ধাতুর উপর খোঁদাই করে তৈরি হবে। তবে এঁর দাম ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

উপরের সব কিছুই কিন্তু সেই ১০০ ডলারের ১ কেজি লোহার বার দিয়ে তৈরি। উপরের উদারহনগুলো এটাই প্রমাণ করে যে, কোন কিছুর দাম সেটা কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে না। বরং দাম নির্ভর করে, কিভাবে সম্ভবনার সর্বচ্চ ব্যাবহার করা যায় সেটার উপর।

ধন্যবাদ!

(নেট থেকে সংগৃহীত ইংরেজি পোষ্টের বাংলা সংস্করণ)

Be positive, you will get positive results In Sha Allah
05/01/2024

Be positive, you will get positive results In Sha Allah

Today,s Best photo❤❤❤❤❤❤
04/01/2024

Today,s Best photo
❤❤❤❤❤❤












📅 As the calendar turns, let’s welcome a year full of possibilities. Happy New Year! 🌟
31/12/2023

📅 As the calendar turns, let’s welcome a year full of possibilities. Happy New Year! 🌟

Spotify Premium Availableif you need please contact 01824-564553
27/12/2023

Spotify Premium Available
if you need please contact 01824-564553

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান। ১। জ্ঞান  ২। দক্ষতা  ৩।মূল্যবোধ ৪ দৃষ্টিভঙ্গি। ১। জ্ঞান  :  গাড়ি চালানোর   ন...
25/12/2023

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান।
১। জ্ঞান ২। দক্ষতা ৩।মূল্যবোধ ৪ দৃষ্টিভঙ্গি।
১। জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২। দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩। দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪। মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।
# যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ASHIK KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASHIK KHAN:

Share

ASHIK KHAN

Ashik Khan is a name among millions who struggled, failed and surged ahead in search of success, happiness and contentment. Just like any middle class guy, he too had a bunch of unclear dreams and a blurred vision of his goals in life. All he had was an undying learning attitude to hold on to. Rowing through ups and downs, it was time that taught him the true meaning of his life.

Ashik Khan is a name among millions who struggled, failed and surged ahead in search of success, happiness and contentment. Just like any other middle class guy, he too had a bunch of unclear dreams and a blurred vision of his goals in life. All he had was an undying learning attitude to hold on to. Rowing through ups and downs, it was time that taught him the true meaning of his life.And once discovered, he consistently kept resigning from his comfort zone and to share the secret of his success with the entire world. It is this very urge of helping people and doing something good for the society that inspired him to take the initiative of changing people’s lives in the form of “Free Life-Changing Seminars and Sessions”.

No wonder people connect with him and his mission of ‘Sharing’ is now being actively propagated and practiced by millions. It is his diligent focus, the great support of his family and the faith of his team that keeps him going.