Alora path 24

Alora path 24 সপ্ন আমার অনেক শুধু পূর্ণতার চেষ্টা করতেছি

30/09/2025
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিন নির্বাচনে ...
30/09/2025

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিন নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সমর্থনে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। ফিলিস্তিনের সংকটময় সময়ে তাদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরো সুসংহত করতে এবং তাদের চলমান সংকট বন্ধ করতে সহায়তায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ছবি যখন কথা বলে।
29/09/2025

ছবি যখন কথা বলে।

সাকিবের দেশে ফেরার প্রতিক্রিয়ায়: “আমরা অপেক্ষা করে আছি”
29/09/2025

সাকিবের দেশে ফেরার প্রতিক্রিয়ায়: “আমরা অপেক্ষা করে আছি”

সাকিবকে উদ্দেশ্য করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট?
29/09/2025

সাকিবকে উদ্দেশ্য করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট?

দশটা বছর আমারে আওয়ামী লীগ ঘরে থাকতে দেয় নাই শুধুমাত্র বিএনপি করার কারণে। মাঝেমধ্যে লুকায়ে সন্ধ্যায় আসতাম, রাতেই চুপিচাপি...
29/09/2025

দশটা বছর আমারে আওয়ামী লীগ ঘরে থাকতে দেয় নাই শুধুমাত্র বিএনপি করার কারণে। মাঝেমধ্যে লুকায়ে সন্ধ্যায় আসতাম, রাতেই চুপিচাপি আবার পালাইতাম।

যারে আমি কোনোদিন ফুলের টোকাও দিইনাই, আমার সেই ভাইটারে দিনের পর দিন মারতো। রাস্তায় ফেলায়া, চিপায় নিয়া, নদীর পাড়ে নিয়া, যেখানে ইচ্ছা! ওর পুরা শরীরে, এমনকি মাথায় পর্যন্ত মাইরের দাগ ছাড়া কিছু ছিল না।

শেষে বলছিল, 'এখানে থাকলে ওরা আমারে মাইরা ফেলবে। আমি ঢাকা চইলা যাব।'

ঢাকা গিয়াও আওয়ামী লীগের গুলিতেই মইরা গেল।

- মহসিন খান (জুলাই রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাতকারে শহিদ ইলিয়াস হোসাইনের ভাই, গৌরনদী, বরিশাল)

29/09/2025

সাকিব আল হাসান আসিফ মাহমুদ কে উদ্দেশ্য করে পোস্ট দিসে।

কথায় হুমকির স্বর স্পষ্ট।

একজনের জন্য নাকি তার খেলা হয় নাই।

সে নাকি আবার আসবে।

সমস্যা হলো, সাকিব নিজেও জানে, সে দেশে একজনের জন্য না।

আসতে পারে নাই ১০ কোটি মানুষের জন্য।

আসিফ মাহমুদ একজন না।

হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদরা যেমন ১ জন থেকে ১০০ জন হয়েছিল।

সাকিবের বিরুদ্ধেও তাই হবে।

আসিফদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, গ্যাঞ্জাম থাকবে,দ্বিমত থাকবে

কিন্তু আসিফরা যতবার এই জেনোসাইডার হাসিনা বা সাকিবের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা ততবার আসিফদের পাশে দাঁড়াবো।

এটা আমাদের ভাইয়ের রক্তের হিস্যা।

এই হিসাব না নিয়ে হাসিনা বা সাকিবকে আমরা ঘুমাতে দেব না।

সাকিব আল হাসান, আপনি আসেন।

পারলে আপনার আপাকে নিয়েই আসেন।

তবে আসার আগে একজন আসিফ না, ভাই বোন হারানো ১০ কোটি আসিফকে মোকাবেলা করার প্রিপারেশন নিয়ে তারপর আইসেন।

আমরা আছি।

এই মাটি আর মানুষ নিয়েই আপনাদের জন্য আমরা অপেক্ষা করে আছি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গা*জায় গণহ*ত্যাকারী নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশসহ অধিকাংশ দেশ।
27/09/2025

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গা*জায় গণহ*ত্যাকারী নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশসহ অধিকাংশ দেশ।

20/09/2025

কেড়ে নিতে চায় যারা কোরআনের ইমান রুখে দাঁড়াবো তাতে যায় যাক প্রাণ

19/09/2025

নির্ভেজাল ইসলামের কথা বলছে যারা আজি তাদের সাথে কাজ করে যাও জীবন রেখে বাজি

18/09/2025

বিসমিল্লাহ রো দোহাই দিয়া পট্টি পরে মাথায় দ্বীন ইসলামকে পুঁজি করে ক্ষমতা হাতে পায়
শিল্পী আইনুদ্দীন আল আজাদ

দেখেন এই ভালো মেয়েটার ফেক ছবি কারা পোস্ট করেছে🤣
17/09/2025

দেখেন এই ভালো মেয়েটার ফেক ছবি কারা পোস্ট করেছে🤣

Address

Dhaka

Telephone

+8801304811535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alora path 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category