Campus News

Campus News বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট সবার আগে জানতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নি/হ/ত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের...
26/10/2025

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে একজন পথচারী নি/হ/ত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তির স্বজনরা।

ছবি: /মানবজমিন।

এটা কে কিভাবে দেখেন
25/10/2025

এটা কে কিভাবে দেখেন

কথিত 'হকার বা ভবঘুরে মানুষ' এর আড়ালে এক শক্তিশালী সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতাড়িত ছাত্রলীগের অনুপ...
25/10/2025

কথিত 'হকার বা ভবঘুরে মানুষ' এর আড়ালে এক শক্তিশালী সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিতাড়িত ছাত্রলীগের অনুপস্থিতিতে কারা হাল ধরেছে এই চক্রের- তা আজ সকলের কাছে স্পষ্ট। ক্যাম্পাসে অবৈধভাবে জেঁকে বসা সকল চক্রকে উচ্ছেদ না করে আমরা ক্ষান্ত হবো না। বাহিরাগত উচ্ছেদে উদাসীনতা দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও একবিন্দুও ছাড় দেওয়া হবেনা।

-Md Abu Shadik

25/10/2025

ভবঘুরে ও মাদকাসক্তদের উচ্ছেদ করায় ডাকসু নেতাদের সাথে বাকবিতন্ডায় এনসিপি ও বামপন্থী কয়েকজন নেতা এবং হকারররা।

বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি শাবাক (Shin Bet), আমেরিকার পূর্ণ সমর্থন এবং সর্বাধুনিক ক্ষমতার ভরসায় এক বি...
23/10/2025

বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি শাবাক (Shin Bet), আমেরিকার পূর্ণ সমর্থন এবং সর্বাধুনিক ক্ষমতার ভরসায় এক বিশাল অভিযান শুরু করে। তাদের লক্ষ্য ছিল—ধ্বংসস্তূপ গাজায় এমন এক অদৃশ্য নজরদারির জাল বোনা, যা চিরতরে আল-কাসসাম ব্রিগেডের কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম হবে।

সম্পূর্ণ গাজা যখন ওদের দখলে তখন তারা গাজার জমি ও ভবনগুলিতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন নজরদারি চিপ (Surveillance Chip) এবং ট্র্যাকিং প্রযুক্তি স্থাপন করে, যা ছিল দূর-দূরান্তের কার্যকলাপ নির্ণয় করার একটি গোপন কেন্দ্র। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন করা হয়।

কিন্তু, ​কিন্তু আল-কাসসাম ব্রিগেড বিষয়টি আঁচ করতে পারে। তাদের এলিট বাহিনী দূর থেকে পুরো স্থাপনা প্রক্রিয়াটি নীরবে পর্যবেক্ষণ করে। তাদের ধৈর্য ছিল অবিশ্বাস্য—তারা শত্রুকে কোনো বাধা দেয়নি, বরং অপেক্ষা করেছে। শাবাক যেভাবে পরিকল্পনা করেছিল, ঠিক সেভাবেই যখন প্রতিটি সরঞ্জাম স্থাপন করা শেষ হলো, তখনই আসে আল-কাসসামের চূড়ান্ত আঘাত। এক মুহূর্ত দেরি না করে তারা সেই ডিভাইসগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সেগুলোকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও নিষ্ক্রিয় করে ফেলে।
​শাবাক চমকে ওঠে। তাদের সর্বশেষ প্রযুক্তি নীরব! যখন যুদ্ধ থেমে যায় এবং ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়, তখন এই হাই-টেক ডিভাইসগুলোর অবস্থা অনুসন্ধান করারও আর উপায় থাকে না।

​এরপর আসে আল-কাসসামের 'ছায়া ইউনিট' (Shadow Unit)-এর চরম জবাব। তারা শত্রুর ফেলে যাওয়া সেই প্রযুক্তিই নিজেদের অস্ত্র বানায়। তারা সেই নজরদারি চিপের সংযোগ ব্যবহার করে বন্দীদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন দেয়। শাবাক তখন বিস্ময়ে হতবাক—তাদের চিপগুলো সচল, কিন্তু তা ব্যবহৃত হচ্ছে বন্দীদের কল করার কাজে!

এই ঘটনা ইসরায়েলি গোয়েন্দা মহলে তীব্র বিভ্রান্তি ও হতাশায় নিমজ্জিত করেই তারচেয়ে মজার ব্যাপার হচ্ছে - বিশ্বের সবচেয়ে আধুনিক নজরদারি প্রযুক্তি এখন আল-কাসসাম ব্রিগেডের হাতে, কার্যত বিনামূল্যে ই ❤️

​আমার কাছে এই ঘটনা আধুনিক যুদ্ধক্ষেত্রে 'ব্রেন ওভার ব্রুট ফোর্স' অর্থাৎ পেশিশক্তির ওপর বুদ্ধির বিজয়ের এক ক্লাসিক উদাহরণ। শাবাক-এর ভুল ছিল তাদের প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং প্রতিপক্ষের বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করা। তারা ভুলে গিয়েছিল যে, যারা টিকে থাকার জন্য লড়ে, তাদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং ধৈর্যের গভীরতা অনেক বেশি হয়।

আল-কাসসামের এই কৌশলটি শুধু একটি সামরিক জয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিজয়। শত্রুর অস্ত্রকে তার বিরুদ্ধেই ব্যবহার করা—এটাই হলো চরম রণকৌশল। এই ঘটনা প্রমাণ করে, উন্নত প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, চূড়ান্ত জয় সবসময়ই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ বান্দাদের জন্যই নির্ধারিত। আল্লাহ তার বান্দাদের আরও সৃজনশীলতা, ধৈর্য এবং বিচক্ষণ কৌশল দান করেন।

​وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ ۚ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ

​আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তাঁর সাহায্য ও মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন।
Nayema Tamanna

21/10/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ডিএমপির প্রেস ব্রিফিং—
এটি সম্পূর্ণভাবে ত্রিভুজ প্রেমের ঘটনার সাথে সম্পর্কিত এবং এতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঘটনাটি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো:

*ঘটনার বিবরণ ও ভুক্তভোগী:
* ভুক্তভোগী ছিলেন জোবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষের, ১৫তম ব্যাচের) ছাত্র ছিলেন। তাঁর বয়স ছিল আনুমানিক ২৫ বছর।
* ঘটনাটি ঘটে গত ১৯/১০/২৫ তারিখে আনুমানিক ৪:৩০ টায়।
* স্থান ছিল বংশাল থানাধীন ৩১ নং ওয়ার্ডস্থ নূরবক্স ল্যানের ১৫ নং হোল্ডিংয়ের রওশন ভিলার সিঁড়িঘরের নিচে।
* জুবায়েদ বারজিস সাবনাম বর্ষা (১৮ বছর বয়সী) নামে একজন মেয়েকে প্রাইভেট পড়াতেন।

**সম্পর্কের পটভূমি:**

* বর্ষার সঙ্গে জোবায়েদের প্রাইভেট পড়ানোর সূত্র ধরে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে, এর আগেই বর্ষার সঙ্গে মোহাম্মদ মাহির নামে আরেকজনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, যা অনুমান দেড় বছর ধরে বিদ্যমান। মাহির একসময় ওই বাসায় ভাড়া থাকতো এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচয় ছিল। জোবায়েদ প্রায় এক বছর ধরে বর্ষাকে পড়াচ্ছিলেন, এবং মেয়েটি জোবায়েদের প্রতিও দুর্বল হয়ে পড়েছিল।

"বর্ষা মাহিরকে জানিয়েছিল যে জুবায়েদকে না সরালে সে মাহিরের সঙ্গে থাকতে পারবে না"।

*হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন:*

মাহির এবং বর্ষা দুজনেই জোবায়েদের সঙ্গে বর্ষার সম্পর্ক মেনে নিতে পারেনি। বর্ষার পরিকল্পনা অনুযায়ী, তারা জোবায়েদকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। জোবায়েদকে সরিয়ে দেওয়ার এই পরিকল্পনা আসে *২৬শে সেপ্টেম্বরের পরে*।
* ঘটনার দিন, জোবায়েদ যখন ৪টার সময় প্রাইভেট পড়াতে আসেন, মাহির এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান পরিকল্পনা মাফিক আগেই বাসার নিচে গলিতে অবস্থান করে।
* জোবায়েদ উপস্থিত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। জোবায়েদকে বর্ষাকে ত্যাগ করার এবং সরে আসার কথা বলা হয়।
* জোবায়েদ সরে যেতে অস্বীকৃতি জানালে, তর্কের এক পর্যায়ে মাহির চাকু দিয়ে তাঁর গলায় পোস দেয়। আঘাতটি ডান সাইডের গলায় করা হয়। মাহির *একটি মাত্র পোস* মেরেছিল।
* জোবায়েদের অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মনে করে, এই আঘাত হত্যার উদ্দেশ্যেই করা হয়েছিল, কারণ আঘাতটি গলায় করা হয়েছিল।
* আইলান এবং মাহির দুইজনেই মিলে চাকুটি কিনেছিল। তাদের দুজনের কাছেই সম্ভবত দুটি চাকু ছিল এবং তারা কি*লিংয়ের উদ্দেশ্যেই এসেছিল। যদিও পরিকল্পনা ছিল যে আইলান পিছন থেকে আঘাত করবে, কিন্তু শেষ পর্যন্ত মাহির নিজেই আঘাত করে।

*জোবায়েদের ঘটনার সময় বর্ষার ভূমিকা:*

* বর্ষা ছিলেন এই মোটামুটি ঘটনার পরিকল্পনাকারী।
* আহত হওয়ার পর জোবায়েদ বাঁচার জন্য দৌড় দেন। তিনি দুইতলায় কলিং বেল বাজান/দরজায় ধাক্কা দেন এবং তাঁর রক্ত দরজার ওপর দিয়ে গড়িয়ে নিচে পড়েছিল।
* জোবায়েদ সিঁড়ি বেয়ে উপরে উঠে তৃতীয় তলায় পৌঁছান এবং সেখানে বর্ষাকে পান।
* সেখানে জোবায়েদ বর্ষাকে "আমাকে বাঁচাও" বলে।
* তবে বর্ষা তাঁকে কোনো সাহায্য করেননি। তদন্তে উঠে এসেছে যে বর্ষা তখন জোবায়েদকে বলেছিলেন, *"তুমি না শুনলে আমি মাহিরের হব না"*।
* বর্ষা নিজে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। এরপর জুবায়েদ সিঁড়ির মাঝামাঝি স্থানে পড়ে যান।

**গ্রেফতার ও তদন্ত:**

* এই ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহির, বারজিস সাবনাম বর্ষা এবং ফারদিন আহমেদ আইলান**—এই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
* মাহিরকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ বিশেষ কৌশল (টেকনিক) অবলম্বন করেছিল। তার পরিবারের ওপর চাপ ছিল যে যদি তারা মাহিরকে হস্তান্তর না করে, তবে ফ্যামিলি মেম্বারদের গ্রেফতার করা হবে। এটি স্বেচ্ছায় হস্তান্তর ছিল না, বরং পুলিশের কৌশলের অংশ ছিল।
* তদন্তে পরিবার সদস্যদের সরাসরি ইনভলভমেন্ট (সম্পৃক্ততা) এখনো পাওয়া যায়নি।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ ছিল যে বংশাল থানার এসআই বর্ষাকে সহযোগিতা করছেন; তবে পুলিশ জানিয়েছে যে উচ্চপদস্থ কর্মকর্তারা ইনভলভ থাকায় এমন সহযোগিতা করার সুযোগ নেই। যদি ব্যক্তিগতভাবে কারো ইল ইনটেনশন (খারাপ উদ্দেশ্য) থাকে, তবে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফ করেন: জনাব এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ডিএমপি

শাহাদাত হোসেন অনু
জবি প্রতিনিধি, প্রথম আলো

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের
20/10/2025

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের

জুবায়েদ হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ
20/10/2025

জুবায়েদ হত্যার বিচার দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহিরজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে ...
20/10/2025

জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হত্যা করেন বয়ফ্রেন্ড মাহির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে (২১) পছন্দ করতেন তার প্রাইভেট ছাত্রী। এই ঘটনা জেনে যায় মেয়ের বয়ফ্রেন্ড মাহির রহমান (১৯)। তার সঙ্গে বর্ষার ক্লাস ফোর থেকে ৯ বছরের প্রেম ছিল।

জোবায়েদকে পছন্দ করায় সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে জোবায়েদকে হত্যা করে তার বয়ফ্রেন্ড। সেই বয়ফ্রেন্ডে মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করে। বাসা বর্ষার এলাকা আরমানীটোলায়।

19/10/2025

পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি শিক্ষার্থীর মৃত্যু..

রাজশাহী কলেজ এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ–৫ পেয়েছে ৪৩০ জন। মোট পরীক্ষার্থী  ৪৬৪ জন। পাশের হার ১০০%
18/10/2025

রাজশাহী কলেজ এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ–৫ পেয়েছে ৪৩০ জন। মোট পরীক্ষার্থী ৪৬৪ জন। পাশের হার ১০০%

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প...
18/10/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

Address

Wari
Dhaka
1210

Alerts

Be the first to know and let us send you an email when Campus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Campus News:

Share

ক্যাম্পাস নিউজ

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট সবার আগে জানতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।