26/11/2023
From: The Girl, you always call Darling (3 times ex)
To: MD Nur E Hasan Niloy
First সত্যি বলতে তোমার পিক খুজতে আমার ৩ মাস time লেগেছে। দুনিয়ার মায়া-দয়া যে ত্যাগ করে ফেলছো তা এইটাতেই বোঝা যায়। সেই কারো কাছে না হোক, তোমারই মায়া'র কাছে থেকে পেলাম।🙃 তাও ২০ টাকার ফুচকা বাকি রেখে। শোধ করে দিও দেখা হলে কখনো!😅 যাইহোক নোটা বেনীর নোবিতা, SLS ar সুরিয়া ভাই থেকে Aced ar Andrew Tate হয়ে গেছে। Notor Dame e যাওয়ার পর যে নিউটন হয়ে যাবা তাতে কোনো সন্দেহ নেই। যাইহোক অন্তত আমাদের ভুলে যেওনা। এখনেই তো ID change হয়ে গেছে। 😒পরে যে আরো কি হবে তা আল্লাহ'ই জানেন। এতো দিন জানতাম মেধা বিদেশে পাচার হয়। এখন দেখছি ভালোবাসাও পাচার হয়ে যাচ্ছে। ভালো ভালো Boyfriend material'য়ের waste চোখে দেখা যায় না। তারপরও যে ছেলেরা দেশের মেয়েদের পছন্দ করে, তাদের জন্য শুভকামনা। 💁🏻♀️ তবে একটা কথা বলতে চাই, তুমি যা ভাব তা ভুল। ভালো-মন্দ নিয়েই পৃথিবী। মেয়েরাও যেমন খারাপ, তেমনি ছেলেরাও খারাপ আছে। সব দোষ মেয়েদের দিলে হবে না। আর আরেকটা জিনিস মনে রাখ ইউরোপ-আমেরিকান মেয়েরা religious না। ওরা বেশি cheater। তুমি যে western culture ফলো করো সেখানে আরো বেশি cheating allowed!! ওরা সুন্দরী হতে পারে কিন্তু ভালো না। তোমার কাছে তো ইউরোপীয়ান-আমেরিকান মেয়েরা flirting করলে সেটা কিছু না। (না ওটা friendship)। অন্যরা করলে সেটা হারাম। 😒 না, না, এটা ভাবিও না যে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। তোমাকে জ্ঞান দেওয়া অসম্ভব। Friend হিসেবে বলাটা উচিত বলে মনে হয়েছে তাই বলাম। আর কোনো সিরিয়াস প্রপোজ করতে আশিনি। তোমাকে প্রপোজ করার মজা একবার হাড়ে হাড়ে করে বুঝেছি। 🥴 না, আমি ওই পোস্ট দেখেও jealous ও না, এই স্ক্রিপ্ট আমি প্রি-টেস্টর আগেই লেখে রেখে দিয়েছিলাম। 🙃 পুরানা পাগলীর ভাত নাই, আবার লাইন ধরে দাড়াইছে। 😒 আর লং পোস্ট লেখতে চাই না। পরপর ২ বার Math Olympiad চ্যাম্পিয়ান হওয়ার জন্য শুভকামনা রইলো। ❤️ দোয়া করি SSC তে ভালো করো। না Sry, A+ পাও। ভালোতো করবাই। 🙃 যে অংক কারো মাথায় ঢুকে না, সেই প্রতিযোগিতায় যে ১ম হয়, সে সত্যিই জিনিয়াস। আমি ২ বারই বলেছিলাম যে তুমি চ্যাম্পিয়ান হবাই। কারণ আমি জানি তুমি কী পারো। আশা করি আবার কোনোদিন দেখা হবে। যাইহোক এখানেই শেষ করি। আর যে এতো ধৈর্য নিয়ে পোস্টটা পড়লো, তাকে আল্লাহ তার নিজের নামের উপর পোস্ট পড়ার তৌফিক দান করুন আমিন।
ইতি...