পড়প্রকাশ Poroprokash

পড়প্রকাশ Poroprokash চিন্তায়... কল্পনায়... কৌতূহলে...পড়

www.poroprokash.com | www.bento.me/poroprokash

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানোন্নয়নের লক্ষ্যে পড়প্রকাশ-এর আত্মপ্রকাশ।

আমরা চাই - মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক। নিজে আলোকিত হোক; পরিবার, সমাজ ও পরিবেশকে আলোকিত করুক- মহান রবের বাণী-পড় তোমার রবের নামে-এর আলোতে। আমরা চাই-দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম এবং প্রতিটি গৃহকোণ মহান আল্লাহর এই বাণীর দ্যু

তিতে ভাস্বর হয়ে উঠুক।

আমরা স্বপ্ন দেখি-এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।
আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।

📩 যোগাযোগ করুন:
📍 ওয়েবসাইট: www.poroprokash.com
📞 ফোন: +880 1511 808 900
📧 ইমেইল: [email protected]

পাঠকের পাঠানো ছবি আপনি কবে পাঠাবেন?
26/10/2025

পাঠকের পাঠানো ছবি

আপনি কবে পাঠাবেন?

26/10/2025

I got over 6,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

এক নজরে উমরাহর কাজগুলো — সহজভাবে ধাপে ধাপে গাইড উমরাহর মূল ৪টি কাজ হলো:ইহরাম বাঁধা →  তাওয়াফ →  সা'ঈ →  হলক/তাকছীর ইহরা...
25/10/2025

এক নজরে উমরাহর কাজগুলো — সহজভাবে ধাপে ধাপে গাইড

উমরাহর মূল ৪টি কাজ হলো:
ইহরাম বাঁধা → তাওয়াফ → সা'ঈ → হলক/তাকছীর

ইহরাম বাঁধা (উমরাহর সূচনা)

গোসল বা অজু করে নিজেকে পবিত্র করুন
পুরুষরা ২ টুকরা সাদা ইহরামের কাপড় পরবেন
২ রাকাত নফল নামাজ পড়ুন
নিয়ত করে তালবিয়া পড়ুন:
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”

তাওয়াফ (কা’বার চারপাশে ৭ চক্কর)

হাজরে আসওয়াদের সামনে দাঁড়ান, পুরুষরা ইজতিবা (ডান কাঁধ খোলা) করবেন

তাওয়াফের নিয়ত করুন

হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে ডান হাত তুলে বলুন:
“বিসমিল্লাহি আল্লাহু আকবার”

কা’বা বাঁদিকে রেখে প্রথম চক্কর শুরু করুন

পুরুষরা প্রথম ৩ চক্করে একটু দ্রুত (রমল) করে হাঁটবেন

রুকনে ইয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করা যায় (ইশারা নয়)

রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া পড়ুন:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً… (সূরা বাকারা ২০১)

প্রতিটি চক্করে হাজরে আসওয়াদে ইস্তিলাম করুন

৭ চক্কর শেষে ২ রাকাত নামাজ

কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বা বসে জমজম পানি ৩ বার পান করুন

সা’ঈ (সাফা-মারওয়া ৭ বার যাতায়াত)

সাফার পথে যাওয়ার সময় হাজরে আসওয়াদের ইস্তিলাম করুন
সাফায় উঠে নিয়ত করুন এবং পড়ুন:
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَٓائِرِ اللّٰهِ (সূরা বাকারা ১৫৮)
সাফা → মারওয়া = ১ চক্কর
এভাবে ৭টি চক্কর সম্পূর্ণ করুন
সবুজ বাতির মাঝের অংশে পুরুষরা দ্রুত হাঁটতে পারবেন

হলক/তাকছীর (শেষ ধাপ – উমরাহ সমাপ্তি)

পুরুষরা:

পুরো মাথা মুণ্ডাতে পারেন (হলক)

অথবা চুল ছোট করতে পারেন (তাকছীর)

নারীরা:

মাথার চুলের অগ্রভাগ থেকে কমপক্ষে ১ ইঞ্চি কেটে দেবেন

এতেই আপনার উমরাহ সম্পূর্ণ!
দোয়া করুন: “আল্লাহ যেন কবুল করেন, আবার ডাক দেন।”

শেয়ার করুন, অন্য কারও প্রস্তুতি সহজ হতে পারে।
#উমরাহগাইড #ইহরাম #তাওয়াফ #সাঈ #হলক #ইসলামিকপোস্ট #উমরাহ২০২৫

দাম্পত্য জীবনে যদি সুখী হতে না পারেন, তাহলে আর কোন ভাবেই সুখী হতে পারবেন না। সুতরাং কিভাবে দাজ্জালি ফিতনা থেকে বেঁচে নিজ...
25/10/2025

দাম্পত্য জীবনে যদি সুখী হতে না পারেন, তাহলে আর কোন ভাবেই সুখী হতে পারবেন না। সুতরাং কিভাবে দাজ্জালি ফিতনা থেকে বেঁচে নিজের দাম্পত্য জীবনকে সুখময় করবেন, সেটা জানতে হলে শেষ যুগের দম্পতি বইটা পড়তে হবে। আজকেই অর্ডার করুন রকমারিতে।

লেখক এর ওয়াল থেকে

25/10/2025
পুলসিরাত পার হওয়া কি সহজ হবে?দুনিয়াতে তুমি দ্বীনের ওপর যত বেশি আমল করবে, কিয়ামতের দিনে পুলসিরাত পার হওয়া তত সহজ হবে—ইনশা...
25/10/2025

পুলসিরাত পার হওয়া কি সহজ হবে?
দুনিয়াতে তুমি দ্বীনের ওপর যত বেশি আমল করবে, কিয়ামতের দিনে পুলসিরাত পার হওয়া তত সহজ হবে—ইনশাআল্লাহ।

তুমি প্রতিদিন নামাজে পড়ো:
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
“আমাদেরকে সরল পথ দেখান।”

এই ‘সিরাত’-এর দুইটি অর্থ হলো:
হিদায়াতের সোজা পথ — অর্থাৎ শরিয়তের জীবনব্যবস্থা।
জাহান্নামের ওপর স্থাপিত সেতু — পুলসিরাত, যা পার হলে তবেই জান্নাত।

এই দুই অর্থের মধ্যে গভীর সম্পর্ক আছে।
দুনিয়াতে যে ব্যক্তি সিরাত, অর্থাৎ শরিয়তের পথ মেনে চলবে—
আখিরাতে সে-ই পুলসিরাত নিরাপদে ও আরামে পার হবে।

ইমাম আবুল হাসান আশআরি (রহ.) বলেন:
উলামায়ে কেরাম সর্বসম্মত—
সিরাত হলো জাহান্নামের ওপরে প্রতিষ্ঠিত সেতু।
জান্নাতে যেতে হলে সবাইকে এই পুল পার হতে হবে।
কেউ পার হবে চোখের পলকে, বাতাসের মতো দ্রুত।
আবার কেউ হোঁচট খেয়ে, আগুন ছুঁয়ে, কষ্টে কাঁপতে কাঁপতে।

কিসের ওপর নির্ভর করবে?
➡️ তোমার দুনিয়ার আমল।

বন্ধু, তাই নিজেকে প্রশ্ন করো:
আজ তুমি শরিয়তের পথে কতটুকু অটল আছো?
তোমার নামাজ, সততা, পর্দা, উপার্জন, আচরণ—
সবই কিন্তু পুলসিরাতের যাত্রাকে প্রভাবিত করছে।

চাইলে এখন থেকেই চেষ্টা করো—
আমল সুন্দর করা
আল্লাহর পথে ফিরে আসা পুলসিরাতের ভয়কে জান্নাতের আগ্রহে রূপান্তর করার

—নচেৎ চাপ নেই।
তবে মনে রেখো, নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে।

বই: অনন্ত প্রেমের সন্ধানে
লেখক: মুফতী নূরুল আলম নদভী মাযাহিরী

#পুলসিরাত #সিরাতুলমুস্তাকিম #ইসলামিকপোস্ট #দ্বীনেরপথে #অনন্তপ্রেমেরসন্ধানে

ক্লাস-১: নামাজের আয়নায় উমরাহর প্রতিচ্ছবি(নামাজ জানলে উমরাহ শেখা সহজ)উমরাহ, মুমিন হৃদয়ের স্বপ্নের সফর। এই সফরের প্রতিটি ধ...
24/10/2025

ক্লাস-১: নামাজের আয়নায় উমরাহর প্রতিচ্ছবি
(নামাজ জানলে উমরাহ শেখা সহজ)

উমরাহ, মুমিন হৃদয়ের স্বপ্নের সফর। এই সফরের প্রতিটি ধাপ আল্লাহর ভালোবাসায় সাজানো। তবে অনেকের জন্য উমরাহ একটি অপরিচিত ইবাদত। আচরণে ভিন্ন, নিয়মে বিশদ, অনুভবে গভীর। কিন্তু ভাবুন তো, যদি আমরা আমাদের প্রিয় ইবাদত নামাজের সাথে তুলনা করে উমরাহ শিখি, তাহলে বিষয়টি কতটা সহজ আর হৃদয়ছোঁয়া হয়ে উঠতে পারে?এই ক্লাসে আমরা উমরাহর প্রতিটি ধাপকে তুলনা করব নামাজের প্রতিটি ধাপের সঙ্গে। যেন আমাদের মনের দরজায় সহজেই কড়া নাড়ে।
নামাজের চারটি ধাপ। কিয়াম করা (দাঁড়ানো) , রুকু করা, সিজদা করা এবং বৈঠক করা।উমরাহর ধাপও চারটি। ইহরাম বাঁধা, তওয়াফ করা, সা'ঈ করা এবং হলক করা।
নামাজের আগে আমরা কী করি? অজু করি, শরীর ও মনকে পবিত্র করি। কাপড় পরিচ্ছন্ন রাখি। নামাজের জায়গা নির্দ্বিধায় পরিষ্কার রাখি। সতর ঢাকি। কিবলামুখী হই। মনকে আল্লাহর দিকে ফেরাই।উমরাহর শুরুটাও ঠিক তেমনই। গোসল বা অজু করে নিজের ভেতর-বাহির পরিষ্কার করতে হয়। ইহরামের সাদা কাপড় পরিধান করে, দুনিয়ার পরিচয় সরিয়ে শুধু আল্লাহর বান্দা হয়ে যেতে হয়। সুন্দর সুগন্ধি ব্যবহার করতে হয়। হৃদয়ে দৃঢ় প্রত্যয় করতে হয়, এই সফর শুধুই আল্লাহর জন্য। হৃদয়কে মসৃণ করতে হয়, যেন প্রতিটি ধাপে আল্লাহর সন্তুষ্টি স্পষ্ট হয়। নামাজ শুরু হয় নিয়তের মাধ্যমে। এরপর “আল্লাহু আকবার” বলে আমরা যেন দুনিয়ার দরজা বন্ধ করে দেই। এই তাকবীরের পর অনেক কিছুই আর করা যায় না। কথা বলা, খাওয়া, চলাফেরা নিষিদ্ধ। উমরা হতেও: ইহরামের কাপড় পরে আমরা নিয়ত করি। তালবিয়া পড়া শুরু করি। এই তালবিয়াই যেন উমরাহর “আল্লাহু আকবার” যা আমাদের দুনিয়ার আচরণ থেকে বিরত করে দেয়। এরপর অনেক কিছুই নিষিদ্ধ হয়ে যায়- চুল কাটা, সুগন্ধি লাগানো, ঝগড়া-বিবাদ করা, শিকার করা, এমনকি তর্কও নয়।
নামাজে আমরা দাঁড়াই, কিরায়াত পড়ি, রুকু করি, সেজদায় মাথা রাখি। উমরাহতে তাওয়াফ করি। কা‘বার চারপাশে সাতবার ভালোবাসার পরিক্রমা সাজাই। তারপর সা‘ঈ করি। সাফা ও মারওয়ার মাঝখানে হাঁটি সাতবার। ঠিক যেমন নামাজে সেজদায় আমরা নিজেদের হারিয়ে ফেলি আল্লাহর দরবারে।
নামাজ শেষ হয়, শেষ বৈঠকে তাশাহহুদ, দুরুদ ও দোয়ার পর সালাম ফিরিয়ে।উমরাহ শেষ হয়, সব কাজ শেষে আমরা হলক বা তাকছীর করি। এটি উমরাহর সালাম, যার মাধ্যমে আমরা জানিয়ে দিই, “হে আল্লাহ! আমার উমরাহ সমাপ্ত হলো, তুমি কবুল করো।”

বই : উমরাহ ক্লাস
লেখক : উবায়েদ ছালাম

নবীন আলেমের প্রতি জরুরি উপদেশ২০. নিজেদের পরিভাষা ও রীতিনীতি মেনে চলবেহে তরুণ আলেম সমাজ! তোমরা যে দলের—তাঁদের পরিভাষা, চা...
24/10/2025

নবীন আলেমের প্রতি জরুরি উপদেশ

২০. নিজেদের পরিভাষা ও রীতিনীতি মেনে চলবে

হে তরুণ আলেম সমাজ! তোমরা যে দলের—তাঁদের পরিভাষা, চালচলন, রীতিনীতি ও লেবাস-পোশাক-কেতা’ গ্রহণ করবে। এতেই তোমাদের গৌরব। মহান আল্লাহর কাছে এটাই সর্বাধিক প্রিয়।
লেবাস, পোশাক ও চালচলনে দুনিয়াদারদের লেবাস-পোশাক ও চালচলনে সম্মান-মর্যাদা সন্ধান করা আলেমের জন্য বড় বেমানান।

২১. আল্লাহ তাআলার কাছে সম্মানী হওয়ার সাধনা করবে

মানুষের কাছে সম্মান না পেলে কোনো পরোয়া করবে না—কারণ, আল্লাহ তাআলার কাছে অবশ্যই সম্মান পাবে। আর এটাই তো প্রকৃত সম্মান। তাই আজীবন আল্লাহর কাছে সম্মানী ও প্রিয় হওয়ার সাধনা করবে।

আর আল্লাহর কাছে প্রিয় ও সম্মানী হওয়ার অন্যতম মাধ্যম ইলম ও আমল। এই ইলম ও আমল আলেমের মূলধন। তাই জীবন চলে যেতে পারে—মূলধন যেন কোনোভাবেই খোয়া না যায়।

তা ছাড়া, মনে রাখবে! মৌলভি বা আলেম হওয়া কোনো খুশির কথা নয়—খুশির কথা হচ্ছে দ্বীনদার হওয়ায়। আমলী ও মুত্তাকি হওয়ায়।


বই : আকাবির ও আসলাফের ভাষ্যে
নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা
লেখক : মাসুম আবদুল্লাহ

#চলবে
#বাংলাইসলামমিক
#পড়

Address

Shop 16, Qawmi Market (1st Floor), 65/1 Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when পড়প্রকাশ Poroprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পড়প্রকাশ Poroprokash:

Share

Category

‘মননে বই জীবনে বই’

আমরা স্বপ্ন দেখি এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।

আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।