পড়প্রকাশ Poroprokash

পড়প্রকাশ Poroprokash চিন্তায়... কল্পনায়... কৌতূহলে...পড়

📚 https://bento.me/poroprokash | 📞 01511-808900

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানোন্নয়নের লক্ষ্যে পড়প্রকাশ-এর আত্মপ্রকাশ।

আমরা চাই - মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক। নিজে আলোকিত হোক; পরিবার, সমাজ ও পরিবেশকে আলোকিত করুক- মহান রবের বাণী-পড় তোমার রবের নামে-এর আলোতে। আমরা চাই-দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম এবং প্রতিটি গৃহকোণ মহান আল্লাহর এই বাণীর দ্যু

তিতে ভাস্বর হয়ে উঠুক।

আমরা স্বপ্ন দেখি-এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।
আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।

📩 যোগাযোগ করুন:
📍 ওয়েবসাইট: www.poroprokash.com
📞 ফোন: +880 1511 808 900
📧 ইমেইল: [email protected]

উম্মুল মুমিনিন সিরিজ — রাসূলুল্লাহ ﷺ এর ঘরের প্রেম, প্রজ্ঞা ও পরিপূর্ণতার গল্পএকটি ঘর কেমন হয় যখন তার অভিভাবক হন বিশ্বমা...
09/07/2025

উম্মুল মুমিনিন সিরিজ
— রাসূলুল্লাহ ﷺ এর ঘরের প্রেম, প্রজ্ঞা ও পরিপূর্ণতার গল্প

একটি ঘর কেমন হয় যখন তার অভিভাবক হন বিশ্বমানবতার শ্রেষ্ঠ আদর্শ—মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?

এই সিরিজে আপনি জানবেন—

❤️ রাসূল ﷺ এর হৃদয়ছোঁয়া দাম্পত্য জীবন
🤍 তাঁর স্ত্রীদের চরিত্র, প্রজ্ঞা ও ত্যাগ
💞 একটানা ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ায় ভরা সংসার
🧕 নারীর অধিকার, মর্যাদা ও শিক্ষার বাস্তব উদাহরণ

যারা ভাবেন ইসলাম নারীদের মর্যাদা দেয়নি—এই বই তাঁদের চোখ খুলে দেবে।

যারা চান নিজের সংসারটি গড়ে তুলতে নবীজির আদর্শে—এই সিরিজ তাঁদের জন্য পথপ্রদর্শক।

এখানে রয়েছে বহু সমালোচিত প্রশ্নের নির্ভরযোগ্য উত্তরঃ
🔹 রাসূলের বহু বিবাহের পেছনের বাস্তবতা
🔹 বাল্যবিবাহ ও তার প্রেক্ষাপট
🔹 তালাক ও হিলার ভুল ব্যাখ্যার জবাব
🔹 দাস-দাসী ও উম্মুল মুমিনীনদের সম্মানজনক অবস্থান

👉 এই সিরিজ কেবল বই নয়, এটি একটি জীবনদর্শনের দর্পণ, এক আদর্শ পরিবার গঠনের নকশা।

📖 পড়ুন, ভাবুন, শিখুন… আর ভালোবাসুন সেই জীবনকে, যেটি আল্লাহর প্রিয় নবী ﷺ তাঁর ঘরে গড়েছিলেন।

📦 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!
Poroprokash থেকে প্রকাশিত

উম্মুল মুমিনিন সিরিজএই সিরিজে প্রাণবন্তভাবে উঠে এসেছে মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্...
08/07/2025

উম্মুল মুমিনিন সিরিজ

এই সিরিজে প্রাণবন্তভাবে উঠে এসেছে মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়গ্রাহী দাম্পত্যজীবনের অনুপম প্রতিচ্ছবি। প্রেম, মমতা ও দায়িত্ববোধে ভরপুর তাঁর ঘরোয়া জীবন শুধুমাত্র এক কালজয়ী ভালোবাসার গল্প নয়—এ যেন সমস্ত যুগের, সমস্ত সভ্যতার জন্য এক চিরন্তন পথনির্দেশ।

নবীজির গৃহজীবনের এই অলেখ্য অধ্যায়গুলো আমাদের শেখায়, কীভাবে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক সম্মানবোধের মধ্য দিয়ে গড়ে ওঠে এক সুখময় জীবন। তাঁর স্ত্রীগণ—উম্মাহর মায়েরা—ছিলেন কেবল যুগসন্ধির নারী নন; তাঁরা ছিলেন ধৈর্য, জ্ঞান, ত্যাগ ও প্রজ্ঞার অনন্য প্রতিমূর্তি। তাঁদের জীবনই মুসলিম নারীদের জন্য প্রকৃত শিক্ষার বাতিঘর।

এই সিরিজে অপূর্ব ভাষায় তুলে ধরা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য ভালোবাসা, সাংসারিক প্রেম, পারিবারিক বন্ধন, জীবনসংগ্রামে নারীর পাশে দাঁড়ানোর চিত্র। নারী-অধিকার, নারী-শিক্ষা, নারীর মর্যাদা—সবকিছুই ফুটে উঠেছে কুরআন-সুন্নাহভিত্তিক নির্মোহ আলোচনায়।

যারা মনে করেন ইসলাম নারীর অধিকার দেয়নি—এই সিরিজ তাঁদের ভুল ভাঙাতে সক্ষম।
যারা ভালোবাসায় পূর্ণ একটি সংসার গড়তে চান—তাঁদের জন্য এই সিরিজ হবে অনুপ্রেরণার এক অফুরন্ত ঝরনা।
যারা দ্বীনের আলোয় জীবন সাজাতে চান—তাঁদের জন্য এটি এক অপরিহার্য রত্নভাণ্ডার।

এখানে এমন অনেক প্রশ্নের জবাব সহজ ভাষায় পাওয়া যাবে, যা নিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়—যেমন:

রাসূলের বহু বিবাহের পেছনের বাস্তবতা

বাল্যবিবাহ ও তার প্রেক্ষাপট

তালাক ও হিলা সম্পর্কিত ভুল ধারণা

দাস-দাসী ও উম্মুল মুমিনীনদের মর্যাদা

এই সিরিজ শুধু জ্ঞান নয়, বরং এক পরিপূর্ণ জীবনদর্শনের অনুপম ব্যাখ্যা।
আল্লাহর রাসূলের ঘরোয়া জীবনের মর্মস্পর্শী আলোচনার মধ্য দিয়ে প্রতিটি পাঠকের হৃদয়ে আলো ছড়িয়ে দেবে, ইনশাআল্লাহ।

আপনি কী ইসলামের আলোকে জীবন ও সংসার গড়তে চান?আপনি কী চাচ্ছেন আপনার বিবাহিত জীবন হোক শান্তিময়, রাসূল ﷺ-এর আদর্শে গড়া?📚 তাহ...
07/07/2025

আপনি কী ইসলামের আলোকে জীবন ও সংসার গড়তে চান?
আপনি কী চাচ্ছেন আপনার বিবাহিত জীবন হোক শান্তিময়, রাসূল ﷺ-এর আদর্শে গড়া?

📚 তাহলে আপনার ঘরে থাকা উচিত উম্মুল মুমিনিন সিরিজ।

এই সিরিজে তুলে ধরা হয়েছে:
🔸 রাসূল ﷺ-এর প্রিয় জীবনসঙ্গিনীদের জীবনী
🔸 দাম্পত্য জীবনে রাসূল ﷺ-এর ব্যবহার ও আদর্শ
🔸 বিয়ে ও পারিবারিক জীবনের ইসলামী দিকনির্দেশনা
🔸 গল্পের মতো সহজ ভাষায়, হৃদয়ছোঁয়া বর্ণনায়

একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না ইনশাআল্লাহ!

✅ নিজের জন্য, ✅ মেয়ের জন্য, ✅ নববিবাহিতদের জন্য, ✅ প্রতিটি পরিবারের জন্য একটি আবশ্যিক পাঠ্য এই সিরিজ।

📦 সংগ্রহ করতে ইনবক্স করুন বা বিস্তারিত জানতে আমাদের পেজে ভিজিট করুন।

#উম্মুল_মুমিনিন #ইসলামীজীবন #দাম্পত্যআদর্শ #রাসূলসাহাবিয়াত #ইসলামিকবই #পারিবারিকশান্তি

যারা ইসলামের আলোকে জীবন ও সংসার পরিচালনা করতে চান, নিজের জীবন ও বিবাহিত জীবনকে সঠিক এবং সুন্দরভাবে গড়ে তুলতে চান, তাদের ...
07/07/2025

যারা ইসলামের আলোকে জীবন ও সংসার পরিচালনা করতে চান, নিজের জীবন ও বিবাহিত জীবনকে সঠিক এবং সুন্দরভাবে গড়ে তুলতে চান, তাদের জন্য মনোমুগ্ধকর একটি সিরিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গীদের জানার জন্য অন্যতম আয়োজন হল “উম্মুল মুমিনিন সিরিজটি”।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য, দাম্পত্যজীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় হওয়ার জন্য, বিয়ের নানাবিধ প্রাসঙ্গিকতা বুঝতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়দের জীবনী সম্পর্কে জানার জন্য সিরিজটি নিজে পড়া এবং অন্যদের পড়তে উৎসাহিত করা। একবার কেউ শুরু করলে শেষ না করে উঠতে পারবে না ইনশাআল্লাহ। গল্পের আদলে ঘটনাসমূহ স্বচ্ছ ও স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি পরিবারে এ সিরিজটি প্রয়োজন।

আজই সংগ্রহ করুন :

#উম্মুল_মুমিনিন #ইসলামীজীবন #দাম্পত্যআদর্শ #রাসূলসাহাবিয়াত #ইসলামিকবই #পারিবারিকশান্তি

06/07/2025

"স্ত্রী—শান্তির ছায়া, না অতিরিক্ত চাপ?"

আপনার স্ত্রী কি বিষণ্নতা, দুঃশ্চিন্তা আর কর্মব্যস্ত জীবনের মাঝে এক শান্তির আশ্রয়স্থল? নাকি তিনি আরও এক গুচ্ছ অভিযোগ, অবহেলা ও মানসিক চাপের উৎস?

রাসূলুল্লাহ ﷺ যখন সবচেয়ে কঠিন দায়িত্বে নিয়োজিত ছিলেন, তখন উম্মুল মুমিনিন খাদিজা (রা.) হয়ে উঠেছিলেন তাঁর সাহসের উৎস, শান্তির ছায়া।

তাঁরা শুধুই সহধর্মিণী ছিলেন না— তাঁরা ছিলেন বন্ধু, উপদেষ্টা, সঙ্গী; যারা রাসূল ﷺ-কে বুঝতেন, শুনতেন, আগলে রাখতেন।

আজ আমরা কেমন পরিবার গড়ছি? স্ত্রী কি শুধুই দায়িত্বের ভারবাহী? না কি তিনি পরিবারের স্বস্তি, প্রেম, ও দয়ার অনুপম আশ্রয়?

উম্মুল মুমিনিন সিরিজে আমরা জানতে পারব— একজন স্ত্রী কীভাবে হতে পারেন জান্নাতি পরিবারের গঠনের মূল চাবিকাঠি। জানুন, শিখুন, বদলে ফেলুন আপনার জীবন।

উম্মুল মুমিনিন— যেখানে প্রেম, দয়া ও দীন একসাথে প্রবাহিত।

এখনই সংগ্রহ করুন।

"আপনার পরিবারে কী আছে?"প্রেম,স্নেহ,মায়া,মমতা,উদারতা,মহানুভবতা,সহমর্মিতা,বোঝাপড়া,বিশ্বাস,শ্রদ্ধা,যত্ন,দায়িত্ববোধ,কর্তব্য ...
06/07/2025

"আপনার পরিবারে কী আছে?"

প্রেম,
স্নেহ,
মায়া,
মমতা,
উদারতা,
মহানুভবতা,
সহমর্মিতা,
বোঝাপড়া,
বিশ্বাস,
শ্রদ্ধা,
যত্ন,
দায়িত্ববোধ,
কর্তব্য পালন,
আর আন্তরিকতা?

"রাসূলুল্লাহ ﷺ এর পরিবারেও ছিল এসবের অফুরন্ত ঝরনা।"
আর তাঁর স্ত্রীগণ ছিলেন এই সুন্দর পরিবারের উজ্জ্বল রত্ন।
তাঁরা ছিলেন ভালোবাসার একেকটি মূর্ত প্রতীক।
কখনও বন্ধু, কখনও সাথি, কখনও ছায়া হয়ে ছিলেন তাঁর পাশে।

"উম্মুল মুমিনিন"—এই নামের আড়ালে আছে একেকজন মহীয়সী নারীর গল্প,
যাদের জীবন শুধু ইতিহাস নয়, বরং আমাদের জীবনের আদর্শ।

তাদের গল্পগুলো কি আপনি জানেন?
নাকি আপনার ঘরের মা-বোন, স্ত্রী বা কন্যার কাছে আজও অজানা সেসব দীপ্তময় অধ্যায়?

চলুন, আমরা একসাথে জানি—
উম্মুল মুমিনিনদের জীবন,
জান্নাতী পরিবারের আদর্শ গঠন করতে হলে,
জানতে হবে জান্নাতী নারীদের জীবনী।

পরকালে গিয়ে কি বিপদেই না পড়তে হবে। তুমি তো অভ্যেস মতে এক পুরুষ পেয়ে তৃপ্ত থাকবে। আমাকে তো সামাল দিতে হবে সত্তর বিবি। ...
05/07/2025

পরকালে গিয়ে কি বিপদেই না পড়তে হবে। তুমি তো অভ্যেস মতে এক পুরুষ পেয়ে তৃপ্ত থাকবে। আমাকে তো সামাল দিতে হবে সত্তর বিবি। অনভ্যাসে বিদ্যা হ্রাস। তাই কি করে হঠাৎ তা সামাল দেব ভেবেই পাই না। তখন বিপাকে পড়ে ফরিয়াদ তুলব, পরোয়ারদেগার! আমি নির্দোষ। যা বলতে হয় তোমার ওই বান্দীকে বল। এক হাতে রেখে আমাকে একদম পংগু করে ফেলেছে।

বই : জাহান্নামের আগুনে বসিয়া
লেখক : অধ্যাপক মাওলানা আখতার ফারূক

পড়তে শেখা মানে আগুন জ্বালানো; বানান করা প্রতিটি শব্দাংশ একটি স্ফুলিঙ্গ।
05/07/2025

পড়তে শেখা মানে আগুন জ্বালানো; বানান করা প্রতিটি শব্দাংশ একটি স্ফুলিঙ্গ।

04/07/2025

“আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোন সময় নেই।”

-- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস

03/07/2025
উম্মুল মুমিনিন সিরিজ: এক অসাধারণ দাম্পত্য শিক্ষার উৎসআমরা রাসূলুল্লাহ ﷺ–এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করি, পাঠ করি। কিন...
01/07/2025

উম্মুল মুমিনিন সিরিজ: এক অসাধারণ দাম্পত্য শিক্ষার উৎস

আমরা রাসূলুল্লাহ ﷺ–এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করি, পাঠ করি। কিন্তু তাঁর স্ত্রীগণের—অর্থাৎ উম্মুল মুমিনিনদের জীবন ও তাঁর দাম্পত্য জীবন সম্পর্কে কতটুকু জানি?

আজকের সমাজে একজন পুরুষ এক স্ত্রীকে খুশি রাখতে পারে না। ঝগড়া, কলহ লেগে থাকে। সেখানে নবিজির ﷺ একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও, তাঁর দাম্পত্য জীবন ছিল অপূর্বভাবে মধুর, শ্রদ্ধায় পূর্ণ, ভারসাম্যপূর্ণ ও রাহমাতময়।

এই সিরিজে নবিজি ﷺ–এর প্রত্যেক স্ত্রীকে আলাদা আলাদা ভাবে তুলে ধরা হয়েছে এক একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গ্রন্থে। তাঁদের চরিত্র, আমল, রাসূল ﷺ–এর সাথে তাঁদের আন্তরিক সম্পর্ক, পারস্পরিক ভালোবাসা, কষ্ট সহ্য, ত্যাগ আর শিক্ষা—তা ছাড়া জীবন যুদ্ধে একজন স্ত্রী তার স্বামীর জন্য যে কত বড়ো রহমত হতে পারে, তা রাসুল ﷺ-এর দাম্পত্য জীবন থেকেই উপলব্ধি করা যায়। আর এ সব কিছুই উঠে এসেছে সহজ-সরল, গল্পনির্ভর ভাষায়।

যারা স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও আন্তরিক, ভারসাম্যপূর্ণ ও রহমতপূর্ণ করে তুলতে চান—এই সিরিজ হতে পারে আলোয় ভরা পথনির্দেশনা।

কখনো হাসি, কখনো অশ্রু—প্রতিটি অধ্যায়ে আছে জীবনের জন্য দরকারি একেকটি শিক্ষা। একবার পড়লে, বারবার পড়তে ইচ্ছে করে!

উপহার দিন নিজেকে বা প্রিয়জনকে – এই অনন্য সিরিজ।
"উম্মুল মুমিনিন সিরিজ" – ঘরে ঘরে তালিমে রাখার মতো বই।

এই মুহূর্তে আমরা এমন একদল তরুণ চাই যারা বিপুল পড়াশোনা নিয়ে জেগে উঠবে। যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে। যাদেরকে নিয়ে র...
01/07/2025

এই মুহূর্তে আমরা এমন একদল তরুণ চাই যারা বিপুল পড়াশোনা নিয়ে জেগে উঠবে। যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে। যাদেরকে নিয়ে রিপোর্ট করা হবে। কিন্তু তারা কারও রিপোর্ট করবে না। আমি তাদেরকে ঠিক এই জায়গায় দেখতে চাই এবং তাদেরকে সর্বাত্মক সহায়তা করতে চাই।

বই : কবি না কবিতা হবো
মুহাম্মদ যাইনুল আবিদীন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when পড়প্রকাশ Poroprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পড়প্রকাশ Poroprokash:

Share

Category

‘মননে বই জীবনে বই’

আমরা স্বপ্ন দেখি এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।

আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।