Ascend with Azim

Ascend with Azim হোক না শুরু! অন্য রকম কিছু...✌️💸 এই পেইজ টি পিছিয়ে পড়া উদ্যোক্তাদের, শিখতে আগ্রহী শিক্ষার্থীদের এবং বেকারদের স্কিলফুল এবং দক্ষ্য করতে সহযোগিতা করবে।।

10/03/2024

প্রশান্ত এই মনটা এবার রবের দিকে ফিরে আসুক....❤️😥

রামাদান❤️

09/02/2024

কেরে তুই,কেরে তুই.......আমার শৈশব কেড়ে নিলি!!!

অনেক বড় হ ভাই❤️ অনেক দোয়া রইলো❤️

বাস্তবতা.....😕

08/02/2024

যতো বড় সমস্যার সমাধান আপনি করতে পারবেন, তত বেশি মূল্যে সেই সমাধানকে আপনি বিক্রি করতে পারবেন 💯

সমস্যা যতো বড়, আয় তত বেশি 💹

ধরে নেয়া যায়, রিয়্যাল লাইফ একটা রোলার কোস্টারের মতো! শক্ত করে বেঁধে নিয়ে, তারপরেই আপনাকে চড়ে বসতে হবে 🎢আর আপনার রিয়্যাল ...
23/01/2024

ধরে নেয়া যায়, রিয়্যাল লাইফ একটা রোলার কোস্টারের মতো! শক্ত করে বেঁধে নিয়ে, তারপরেই আপনাকে চড়ে বসতে হবে 🎢

আর আপনার রিয়্যাল লাইফের এই রোলার কোস্টারে শক্ত করে চড়ে বসার জন্য প্রয়োজনঃ

- যথেষ্ট জ্ঞান,
- যথেষ্ট দক্ষতা আর
- শেখার আগ্রহ!

এর মানে এই নয় যে, আপনাকে শুধুমাত্র মাসশেষে একটা ইনকাম বের করার জন্য দক্ষ হলেই চলবে কিংবা এর মানে, শুধুমাত্র কাজ শিখে সার্টিফিকেট জমানো নয়!

প্রত্যেকটা স্কিল, একেকটা সুপারপাওয়ার ⚡️

যত বই পড়ছেন, জ্ঞান নিচ্ছেন - তত ভিন্ন রঙের স্কিলে দক্ষ হওয়ার দিকে এক ধাপ হলেও এগিয়ে যাচ্ছেন! রিয়্যাল লাইফে, যত বেশি স্কিল আপনি জানবেন - তত বেশি আপনার পক্ষে আয় করা সম্ভব হবে, ততো বেশি আপনি সেই স্কিলগুলোকে কাজে লাগাতে পারবেন!

আপনি যদি, কোডিং জানেন; তাহলে টনি স্টার্কের ক্যারেক্টার থেকে নেয়া একটা ছোট্ট আইডিয়াকে রিয়্যালে লাইফে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন!

কিন্তু, কোডিং তো জানা থাকতে হবে - তাই না?

আপনি যদি পাবলিক স্পিকিংয়ে খুবই দক্ষ হয়ে থাকেন; তাহলে টেড টক এর মতো প্রোগ্রাম নিজের ঘরে বসে হোস্ট করা কোনো ব্যাপারই হবে না আপনার জন্য!

কিন্তু, পাবলিক স্পিকিং তো জানা থাকতে হবে - তাই না?

আপনি যদি কয়েকটা ভাষা শিখে নিতে পারেন, তাহলে সেই দক্ষতাকে ব্যবহার করে অর্থ আর গ্রোথ - দুটোই কামাতে পারবেন!

কিন্তু, কয়েকটা ভাষা শুরুতে শিখতে তো হবে - তাই না?

----------------------------------

আমাকে যারা প্রশ্ন করেন, "ভাই কাজ জানি, আয় করবো কীভাবে?"

তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই কাজ দেয়া হলে, সেটা তারা করতে পারবে না! তাদের থেকে ৯৫% ব্যক্তিকেই সেই স্কিল রিলেটেড প্রশ্ন করা হলে, প্র্যাকটিস দেখাতে বললে, পোর্টফোলিও দেখাতে বললে - আর খুঁজে পাওয়া যায় না ❌

কাজ শিখুন! ভালোভাবে, একটা স্কিলে দক্ষ হোন!

আশেপাশের এত ট্রেন্ড, এত ইস্যু; সেগুলোর একমাত্র লং টার্ম সমাধান - আরো শিক্ষিত হওয়া, কমন সেন্স গ্রো করা আর আশেপাশের মানুষকে পজিটিভ বিষয়গুলো শেখানো!

এত এত সমস্যার সমাধানের সিক্রেট এটাইঃ যত বেশি আপনি দক্ষ হতে পারবেন, ততো দ্রুত আপনি সমস্যার সমাধান করতে শিখবেন এবং সেটাকে আশেপাশে ছড়িয়ে দিতে শিখবেন!

তাহলে মোদ্দাকথায়, কী করতে হবে?

অলসতা ছাড়ুন!

আর আবারো রিমাইন্ডার দিচ্ছি,

The more you learn, the more you earn 🔥

Let's start ✌️

20/01/2024

২১ বছরের পর থেকে -

✔ যারা আড্ডায় বসে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে,
✔ যারা আড্ডায় বসে ক্রিয়েটিভ আলোচনা করে,
✔ যারা আড্ডায় বসে অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করে,
✔ যারা আড্ডায় বসে নতুন আইডিয়া খুঁজে বের করার চেষ্টা করে,.. তাদের সাথে চলুন, বসুন, হাঁটুন, আড্ডা দিন 🖤

আর যদি এমন কোনো বন্ধু খুঁজে না পান, then please change your friends ♻

Don't forget, your friends define YOU 💯

আপনার সোশ্যাল মিডিয়া নিউজ ফিড যদি,

❎ কম্পলেইন
❎ এন্টারটেইনমেন্ট
❎ তর্ক-ঝগড়া
❎ সেলিব্রেটি
❎ মিডিয়া ননসেন্স
❎ রাজনীতি
❎ বাগবিতন্ডা
❎ ট্রলিং
.. দিয়ে ঢেকে যায়, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ভালো কিছু আশা করতে পারেন না ❌

২০২৪ এর ভেতরেই - আপনার ইকোসিস্টেম চেইঞ্জ করুন ♻️

নিউজ ফিড'কে,

☑️ স্বাস্থ্য
☑️ ব্যবসা
☑️ অর্থনীতি
☑️ জ্ঞান
☑️ তথ্য - তত্ত্ব
☑️ সেলফ ডেভেলপমেন্ট
☑️ মোটিভেশন আর এডুকেশনাল কন্টেন্টে ঢেকে ফেলুন!

আমার টার্গেটও এটাই - More Positivity, Less Stupidity 💪

প্রত্যেকদিন অন্তত ১টা কাজের কন্টেন্ট, প্রয়োজনের কন্টেন্ট পেতে চাইলে - সেইভ করে শেয়ার করে ফেলুন 🖤

একটা স্কিল হচ্ছে নিজের বাচ্চার মতো। দ্বিতীয় বাচ্চা নেবার আগে প্রথম বাচ্চার ভালো বাবা হওয়া জরুরী ❤Grow your skill ❤️
18/01/2024

একটা স্কিল হচ্ছে নিজের বাচ্চার মতো। দ্বিতীয় বাচ্চা নেবার আগে প্রথম বাচ্চার ভালো বাবা হওয়া জরুরী ❤

Grow your skill ❤️

18/01/2024

ভোরের কুয়াশা উপভোগ করতে হলে কম্বলের শান্তি সেক্রিফাইস করতে হবে। এই জিনিসটা কে বলে Opportunity Cost.

ঠিক সেইমভাবে ক্যারিয়ারে সফল হবার পিছনেও অনেকগুলো ইলিমেন্ট পাবেন যেমন, ঘন্টার পর ঘন্টা মুভি দেখা, স্ক্রলিং করা, আড্ডা দেয়া, অন্য কাউকে অনেক বেশি সময় দেয়া, এগুলো Opportunity Cost হিসেবে কাজ করবে। আপনি যেটা Choose করবেন, সেটাই হবে।

এগুলাতে বেশি সময় দিলে প্রোডাক্টিভ টাইম কমে যাবে, তবে সময় উপভোগ করা হবে। আবার এখন এগুলা পরিমিত করে পূর্ণ ফোকাস নিজের প্যাশন বা প্রফেশনে দিলে হয়তো সামনের সময়টা সুন্দর হবে।

কিছুই বাদ দিতে বলছি না, শুধু বলছি সবকিছু ব্যালেন্স করে করতে।

Life is all about maintenance. যত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন, জীবন তত ই সুন্দর

18/01/2024

নিজেকে অপ্টিমাইজড করুন।।

এখন প্রশ্ন হচ্ছে; আপনি কীভাবে ক্রিয়েটিভ প্যাশনকে - মনিটাইজ করবেন?

💸 A.R.T ফর্মুলা অ্যাপ্লাই করুনঃ

Authenticity (অথেনটিসিটি): আপনার ইউনিক স্কিলটাকে নিয়মিত ব্যবহার করুন, শেয়ার করুন! আপনার ইউনিক ও অথেনটিক লক্ষ্যের সাথে, যাদের আইডিয়া মিলে যাবে - তাদের টার্গেট করুন 💞

Resourcefulness (রিসোর্সফুলনেস): আপনার ক্রিয়েটিভ কাজটাকে আরো ইম্প্রুভ করুন, আপগ্রেড করুন! যত বেশি সম্ভব হয়, আপনার স্কিলগুলোর জন্য রিসোর্স কনজ্যুম করুন 📑

Transformation (ট্রান্সফরমেশন): আপনার ক্রিয়েটিভ স্কিলে যথেষ্ট দক্ষতা চলে আসলে, সেটাকে মনিটাইজ করুন! সেবা বা প্রোডাক্টে কনভার্ট করে, আপনার ক্রিয়েটিভ কাজকেও মনিটাইজ করা সম্ভব 💱

ক্রিয়েটিভ কাজগুলোর সর্বোচ্চ ভ্যালু, আপনি তখনই দেখতে পাবেন - যখন সেই স্কিলটাকে আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করে সাস্টেইনেবল ইনকাম সোর্সে কনভার্ট করতে পারবেন ♻

ভুলে যাবেন না, আপনার ক্রিয়েটিভ স্কিল - একটা অ্যাসেট! সেজন্যে, ক্যাপিটাইলাইজ করুন 💯

18/01/2024

অ্যাকশন না নিতে পারলে, ইমপ্লিমেন্ট করতে না জানলে; হাজার হাজার প্ল্যান আর আইডিয়ার কোনো ভ্যালু নেই, হাজার বছর চিন্তা করেও লাভ নেই!

আপনি যদি জিজ্ঞেস না করেন, শুরু না করেন; তারা কখনোই জানবে না, কখনোই জবাব দেবে না!

কেউ আপনার সাথে চলবে, কেউ চলবে না!
কেউ আপনার মাইন্ডসেটে হাঁটবে, কেউ হাঁটবে না!

ততটুকু পর্যন্ত, হেঁটে পৌঁছুতে তো হবে, তাই না?

যেটাই করতে চাইছেন, বারোশ' গ্রামের ব্রেইনে যেটাই ভাবছেন; শুরু করে দিন!

বেস্ট অফ লাক 🖤

Address

Dhaka

Telephone

+8801956567575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ascend with Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share