লিখালিখি.কম

লিখালিখি.কম Writing is a struggle against silence.
~ Carlos Fuentes

25/08/2025

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় তিনি কর্মকর্তাদের বলেন, ‘এটা কি আমার বাপের টাকায় করেছে? তাহলে কেন আমার নাম থাকবে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। আমার নাম কেন থাকবে? যারা করেছে, মন্ত্রণালয়ের বা অন্যান্যদের নাম থাকতে পারে।’
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

25/08/2025

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, রবিবার অস্ট্রেলিয়াজুড়ে ৪০টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নসহ রাজ্য রাজধানীগুলোতে বড় সমাগম দেখা গেছে। সংগঠনটি জানায়, সারাদেশে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এসব সমাবেশে অংশ নেয়, যার মধ্যে শুধু ব্রিসবেনেই প্রায় ৫০ হাজার।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

25/08/2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম।’

তিনি আরো বলেন, ‘তাদের যে অগ্রগামী শক্তি হলো, তা ইসলামী ছাত্রশিবির। যাকে সার্জিস আলমরা যারা এটার অভিনয় করেছে, এটার অভিনেতা যারা ৫ আগস্টের অভিনেতা—আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলব।’
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

জুলাই গণ–অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যা ঘটনায় রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহ...
25/08/2025

জুলাই গণ–অভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যা ঘটনায় রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি‘র (মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ছেলে) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে তৌহিদ আফ্রিদি‘কে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। এসময় তাকে সিএমএম আদালত হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

এভাবে সারাদিন সাশ্রয়ের কথা বললে আর ডেটে যাওয়া হবে না বোধহয়!!লিখালিখি.কম | লিখালিখি.কম Community
25/08/2025

এভাবে সারাদিন সাশ্রয়ের কথা বললে আর ডেটে যাওয়া হবে না বোধহয়!!
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

সম্প্রতি কুয়ালালামপুরে গিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত পডকাস্ট Studio Sembang-এ অতিথি হিসেবে অংশ নিয়েছেন...
25/08/2025

সম্প্রতি কুয়ালালামপুরে গিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত পডকাস্ট Studio Sembang-এ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর নাদির নিবরাস, যাকে সবাই চেনে Nadir On The Go নামে। এপিসোডে তার সঙ্গে ছিলেন Amelia Henderson।

নাদির নিবরাস পড়াশোনা করেছেন Oklahoma State University এবং University of Southern California (USC)-তে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শুরু করেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়লেও নাদিরের মন পড়ে ছিলো ভ্রমনের নেশায়, সারা বিশ্ব ঘুরে দেখার। তাই গবেষণার গণ্ডি ছেড়ে বেরিয়ে আসেন বিশ্বভ্রমণের পথে। আজ তিনি ভ্রমণ ও কনটেন্টের মাধ্যমে মানুষের গল্প, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরছেন বিশ্বমঞ্চে।

Studio Sembang-এ অতিথি হিসেবে তার অংশগ্রহণ নিঃসন্দেহে এক বড় অর্জন! যা কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই এক সম্মানের প্রতীক।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

বরিশাল থেকে ডিবি হারুনের ডান হাত, জুলাইয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোরপূর্বক লীগের পক্ষে কন্টেন্ট বানাতে থ্রেট করা ক্রিমিন...
25/08/2025

বরিশাল থেকে ডিবি হারুনের ডান হাত, জুলাইয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোরপূর্বক লীগের পক্ষে কন্টেন্ট বানাতে থ্রেট করা ক্রিমিনাল, হ*ত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ।

তথ্যসূত্র: উপদেষ্টা Asif Mahmud
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

চট্টগ্রামের তরুণ মোহাম্মদ কায়োম লিখেছেন এক অনন্য গল্প- স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের। বহু বছর আগে প্রথমবার গিনেস বুক অব ওয়...
25/08/2025

চট্টগ্রামের তরুণ মোহাম্মদ কায়োম লিখেছেন এক অনন্য গল্প- স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের। বহু বছর আগে প্রথমবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম শোনার পর থেকেই তার মনে জন্মেছিল এক স্বপ্ন!

একদিন সেখানে নিজের নাম খোদাই করবেন। মাঝপথে ব্যর্থতা এসেছিল, প্রথম চেষ্টায় রেকর্ড অনুমোদন পায়নি। কিন্তু হাল ছাড়েননি কায়োম।

প্রথমে ছাদে, পরে কলেজ মাঠে নিরলস অনুশীলন চালিয়ে গেছেন। একসময় বন্ধুদের নিয়ে গড়ে তোলেন সাত সদস্যের “GWR TEAM” । অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এল সেই কাঙ্ক্ষিত খবর - দুটি রেকর্ডই অনুমোদন দিয়েছে গিনেস কর্তৃপক্ষ।

তার অর্জিত রেকর্ড দুটি হলো:
১. Most jump rope southpaw double under in 30 seconds = 67 বার
২. Most jump rope southpaw double under by one leg in 30 seconds = 65 বার

কায়োমের ভাষায়, “এ রেকর্ড শুধু আমার নয়, এটা আমাদের সবার সম্মিলিত স্বপ্নের জয়।”
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

যুক্তরাষ্ট্রের Dow Chemical-এ Associate Research Scientist হিসেবে কর্মরত আছেন বুয়েটের আরিফ হোসেন।আরিফ হোসেনের শিক্ষাজীবন...
25/08/2025

যুক্তরাষ্ট্রের Dow Chemical-এ Associate Research Scientist হিসেবে কর্মরত আছেন বুয়েটের আরিফ হোসেন।

আরিফ হোসেনের শিক্ষাজীবন শুরু হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে, যেখানে তিনি Mechanical Engineering-এ গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি BUET Debating Club, Mechanical Engineering Association এবং রক্তদাতা সংগঠন বাঁধন-এর সঙ্গে যুক্ত ছিলেন।

গ্রাজুয়েশনের পর তিনি হায়ার স্টাডিজের জন্য যুক্তরাষ্ট্রে জন্য যান। প্রথমে তিনি University of Texas at El Paso (UTEP) থেকে Mechanical Engineering-এ CGPA-4.00 নিয়ে মাস্টার্স শেষ করেন। এরপর তিনি The Ohio State University-তে Mechanical and Aerospace Engineering-এ পিএইচডি সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১১ সালে তিনি Walton Hi-Tech Industries Ltd.-এ Mechanical Engineering Intern হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন PHOENIX নামের একটি সোস্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে। ২০১২ সালে তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST)-এ Lecturer হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে গ্রাজুয়েট টিচিং এসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। ২০১৫-২০২০ সাল পর্যন্ত তিনি The Ohio State University-তে Graduate Research Assistant হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের Lake Jackson শহরে আছেন এবং Dow Chemical-এ Core R&D-তে গবেষণা কাজ করছেন।

ড. আরিফ হোসেনকে আন্তরিক অভিনন্দন এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

24/08/2025

মোদী ও ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপাতি বিজয়।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

24/08/2025

ডাকসু জিএস প্রার্থী আশিকুর রহমান তাঁর বিতর্কিত পোস্টার এবং জেন-জি ধাঁচের প্রচারণা করার মন্তব্যের কারণে সমালোচনা ও প্রশংসা – দুটোই পাচ্ছেন।

হোস্ট যখন তাঁর ইশতেহার সম্পর্কে জানতে চান, তখন তিনি বলেন যে তিনি পলিটিকাল ব্যূরোক্রেট হতে চান। পরে, যখন হোস্ট উল্লেখ করেন যে দুটি শব্দ একসঙ্গে যায় না, তখন তিনি জিজ্ঞেস করেন নতুন শব্দ তৈরিতে সমস্যা কি।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা, বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছ...
24/08/2025

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা, বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেন, 'আমার পৈতৃক নিবাস ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই।'
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when লিখালিখি.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share