লিখালিখি.কম

লিখালিখি.কম Writing is a struggle against silence.
~ Carlos Fuentes

19/09/2025

Dozens of artists, speakers and activists appeared at a historic fundraiser for Gaza at the Ovo Arena Wembley in London on Wednesday night.

Benedict Cumberbatch, one of Britain's most famous actors, recited part of a famous poem by the Palestinian writer Mahmoud Darwish, "On this land, there's what's worth living", although he missed out a verse about people ascending to heaven "with a smile", which reportedly appeared on his teleprompter.
লিখালিখি.কম | লিখালিখি.কম Community


Jahidul Islam এর সাথে আমার পরিচয় প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার আব্বুর চাকরি সুবাধে প্রায় ১৫ বছর এর মত চাঁদপুর থাকা হয়। চা...
19/09/2025

Jahidul Islam এর সাথে আমার পরিচয় প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার আব্বুর চাকরি সুবাধে প্রায় ১৫ বছর এর মত চাঁদপুর থাকা হয়। চাঁদপুরে একই স্কুল(হাসান আলী),কলেজ এ পড়ি আমি আর জাহিদ। বেশিরভাগ ক্ষেত্রেই আমার রোল ২ থাকলে, ওর থাকত ৩;আমার ১ হলে ওর ২।

আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা না দেওয়াতে জাহিদ ও দেয়নি। চাঁদপুর সরকারি কলেজেই থেকে যাই। ওখানেও আমি ফার্স্ট হলে ও সেকেন্ড হত, যদিও আমার কাছে মনে হত ওর বুদ্ধি ভিত্তিক বিকাশ আমার থেকে অনেক বেশি;খুব ভালো চিন্তা করতে পারত।

এরপর ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রিপারেশন নিতে থাকি দুইজনে একসাথেই। বুয়েটে টিকলেও আমরা ভর্তি হই মেডিকেলে ও ফরিদপুরে, আমি সিলেটে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাহিদ আমার থেকে ০.২৫ বেশি পেয়ে জাহিদ ৪২ তম হয় এবং আমি ৪৪ তম হই।
আমার আব্বু চাঁদপুর থেকে লক্ষ্মীপুর বদলি হওয়ায় জাহিদের সাথে অনলাইনে যোগাযোগ হলেও সরাসরি আর ওইরকম দেখা হয়নি।

কাকতালীয় ভাবে ৪৮ তম বিসিএসে ওর এবং আমার ভাইভা একই দিনে একই স্যারের কাছে পড়ে।
আজ দুজনে একসাথেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই।
ভালো থেকো জাহিদ। জীবনের ব্যস্ততার মাঝেও সামনে ইনশাআল্লাহ একইভাবে এগিয়ে যাবো দুজন।

Dr. Sabbir Ahammad Shakil
MBBS (SOMC-56)
BCS (48th Health)

Dr. Jahidul Islam
MBBS (BSMC)
BCS(48th Health)
লিখালিখি.কম | লিখালিখি.কম Community | সংগৃহীত

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মেন্টররা অকটাসে আমেরিকার কলেজ অ্যাডমিশনের জটিল প্রক্রিয়ায় ইন্ডিভিজুয়ালি মেন্টরশিপ প্রদ...
19/09/2025

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মেন্টররা অকটাসে আমেরিকার কলেজ অ্যাডমিশনের জটিল প্রক্রিয়ায় ইন্ডিভিজুয়ালি মেন্টরশিপ প্রদান করে সাহায্য করছেন।

আকর্ষণীয় essay কম্পোজ করা থেকে শুরু করে ইন্টারভিউতে দৃঢ় ও সাবলীল হওয়া এবং একটি সলিড এক্সট্রাকারিকুলার প্রোফাইল তৈরির ক্ষেত্রে অকটাস প্রতিটি শিক্ষার্থীকে কলেজ অ্যাডমিশন এবং ফাইন্যান্সিয়াল এইড এবং স্কলারশিপ পেতে সহায়তা করছে।

এসকল সার্ভিস সহজলভ্য করার লক্ষ্যে, অক্টাস কিংবদন্তী শিক্ষকের নামে নামকরণকৃত ফাইনম্যান ফেলোশিপ চালু করেছে। এই ফেলোশিপটি অসাধারণ অ্যাকাডেমিক মেধা এবং আর্থিক প্রয়োজন প্রদর্শনকারী প্রার্থীদের জন্য ১০০% পর্যন্ত ফি মওকুফের সুযোগ দিচ্ছে।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

প্রথমবারের মত ডিসেম্বরের শীতে ঢাকাবাসী দেখতে যাচ্ছে প্রাণের ‘অমর একুশে বইমেলা’আসন্ন সংসদ নির্বাচন ও রমজান ফেব্রুয়ারিতে ...
19/09/2025

প্রথমবারের মত ডিসেম্বরের শীতে ঢাকাবাসী দেখতে যাচ্ছে প্রাণের ‘অমর একুশে বইমেলা’

আসন্ন সংসদ নির্বাচন ও রমজান ফেব্রুয়ারিতে থাকায় এ বছর অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, জানিয়েছে বাংলা একাডেমি।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

🚨 SRI LANKA HAVE DONE IT! 🇱🇰🤝🇧🇩And Bangladesh are 𝗤𝗨𝗔𝗟𝗜𝗙𝗜𝗘𝗗 for the Asia Cup 2025 Super 4. ✅লিখালিখি.কম | লিখালিখি.কম Co...
18/09/2025

🚨 SRI LANKA HAVE DONE IT! 🇱🇰🤝🇧🇩

And Bangladesh are 𝗤𝗨𝗔𝗟𝗜𝗙𝗜𝗘𝗗 for the Asia Cup 2025 Super 4. ✅
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

18/09/2025

কনটেন্ট ক্রিয়েটর তূর্য এবার মক্কায়‼️
লিখালিখি.কম | লিখালিখি.কম Community


18/09/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। একাডেমিক স্থানগুলো হলো টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরী, কার্জন, মোকাররম ভবন ও এফবিএস।

এরই মধ্যে একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন শুরু করা হয়েছে।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community


রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটন...
18/09/2025

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আজ এ দুর্ঘটনা ঘটে। নিহত রিংকি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

হ্যাকার গ্রুপ নিজেই হ্যাকড‼️লিখালিখি.কম | লিখালিখি.কম Community
17/09/2025

হ্যাকার গ্রুপ নিজেই হ্যাকড‼️
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

এবার ঢাবিতে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেণ্ডিং মেশিনে স্থাপনেও এলজিবিটিকিউ কানেকশন পেলেন সরোয়ার হোসেন।তিনি লেখেন, “একট...
17/09/2025

এবার ঢাবিতে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেণ্ডিং মেশিনে স্থাপনেও এলজিবিটিকিউ কানেকশন পেলেন সরোয়ার হোসেন।

তিনি লেখেন, “একটা বিষয় ঢাবির শিবিরকে সচেতন করছি। স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন নিয়ে জোড়তোড় আলাপ হচ্ছে। এটার নেপথ্যে কি পশ্চিমাদের খুশী করা? এনজিওরা মেয়েদের মাসিকের ইস্যুকে লজ্জা ভাংগার প্রজেক্টে হিসেবে গ্রহন করেছে। স্কুলে স্কুলে মাসিকের জিকিরও করা হয়েছে, মাসিক উদযাপনে কেক কাটার বিজ্ঞাপন এখন মূলধারার মিডিয়াতে চলে এসেছে। এগুলোতে পশ্চিমা এম্বেসীগুলো ফান্ডিং, পীঠ চাপড়ানোতে প্রচন্ড আগ্রহ। এটা যৌন শিক্ষার প্রাথমিক বিষয়। আর এলজি এজেন্ডা ছাড়া যৌন শিক্ষা অসম্ভব। মাসিকের ইস্যুকে নারীবাদের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত করা হয়েছে।

এলজি নর্মালাইজেশন এজেন্ডার সাথে সম্পর্ক আছে। এই বিষয়ে আমার সমতা আড়ালে...বইতে প্রায় ২০০+ পৃষ্ঠা তথ্য উপাত্ত দিয়ে লিখেছি। উল্লেখ্য যে ২০০৫ সালের আগে মাসিক বিশ্বের কোন ইস্যুই ছিলো না। এলজি এজেন্ডা মূলধারায় আসার পর এটাকে যুক্ত করা হয়েছে।”
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম।সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎক...
17/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা—এসব একেবারেই চলবে না। এখানে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে।
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

Cambridge University has received official approval to establish a new branch campus in Saudi Arabia, marking a major ex...
17/09/2025

Cambridge University has received official approval to establish a new branch campus in Saudi Arabia, marking a major expansion for the historic UK institution.
লিখালিখি.কম | লিখালিখি.কম Community

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when লিখালিখি.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share