
05/09/2025
মাটির দেহ
ফরিদ হোসেন
মাটির দেহ দেখতে কেমন
হাড় হাড্ডি মাংসের মত,
আহা দেখতে কত চমৎকার!
সাজ পোশাক পড়লে সবাই ভাবে যুবরাজ!
আহা দেখতে কতই চমৎকার!
কেউ ভাবে রাজা হবো, কেউবা ভাবে কোটিপতি
করো পেটে খাবার নেই
কুলি মুজুরে নজর নেই।
মাটি হবে এই দেহ, ভাবতে পারে কয়জনে?
যত দামী শাড়ী গাড়ি বাড়ি
পরে রবে মত্যলোকে।
ফরিদ হোসেন
০৫.০৯.২০২৫