Cine-Mixr

Cine-Mixr Film's � Update Daily

� Follow Now �

09/01/2025
এই পর্যন্ত 2 দিনের মেগাস্টার শাকিব খানের দুষ্টু কোকিল গানের ভিউ দুই চ্যানেল থেকে 10.5 মিলিয়ন।
23/06/2024

এই পর্যন্ত 2 দিনের মেগাস্টার শাকিব খানের দুষ্টু কোকিল গানের ভিউ দুই চ্যানেল থেকে 10.5 মিলিয়ন।

বিগ ব্রেকিং🔥👈নতুনদের মাথায় নতুনত্ব থাকে।তাছাড়া মেহেদী হাসান হৃদয় এর নাটকগুলোর মধ্যে অন্যতম ক্রাশ🥰যে নাটকটা সবার হৃদয় ছুয়...
03/06/2024

বিগ ব্রেকিং🔥👈
নতুনদের মাথায় নতুনত্ব থাকে।
তাছাড়া মেহেদী হাসান হৃদয় এর নাটকগুলোর মধ্যে অন্যতম ক্রাশ🥰
যে নাটকটা সবার হৃদয় ছুয়ে গিয়েছিলো।
আর এখন যেহেতু কাস্টিং মেগাস্টার শাকিব খান
তাই ভালোকিছু আশা করাই যায় 👈
তাই হতাশার কিছুই নেই।
আশা করি নতুন কিছু পাবো🥰

রাজকুমারের গান নিয়ে আমি যতটাই হতাশ ছিলাম ঠিক ততটাই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। হিমেল আশরাফের এই দিকটা ভালো লেগেছে হিমেল আ...
11/04/2024

রাজকুমারের গান নিয়ে আমি যতটাই হতাশ ছিলাম ঠিক ততটাই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। হিমেল আশরাফের এই দিকটা ভালো লেগেছে হিমেল আশরাফ শুধু ফ্যানবেজের কথা মাথায় রেখে ফিল্ম বানায় না ফ্যামিলি অডিয়েন্সকে মেইন টার্গেট করে। প্রিয়তমার সাফল্যের পিছনে অন্যতম অবদান রেখেছিল ফ্যামিলি অডিয়েন্স তবে রাজকুমার প্রিয়তমার থেকেও বেশি ফ্যামিলি অডিয়েন্স টানবে।

রাজকুমার একা না দেখে ফ্যামিলি নিয়ে দেখেন তাহলে আপনি বেশি ভালো কিছু উপভোগ করতে পারবেন।

আরেকটা কথা না বললেই নয় মাহিয়া মাহির অভিনয় প্লাস লুক নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম,মাথায় ঘুরপাক খেয়েছিল যে হিমেল শাকিব খানের বৃদ্ধ লুকটি যেভাবে প্রেজেন্ট করতে পেরেছেন মাহির টা কি পারবে?

কিন্তু মাহিয়া মাহির লুকটা 🔥 এবং কারা বলে মাহি ওভার এক্টিং করে? মাহি ফাটিয়ে দিয়েছে। মাহির বৃদ্ধ লুকের একটা পোস্টার দেওয়া উচিত ছিল তাহলে রাজকুমার এর রেসপন্স হাইপ আরও বেড়ে যেত।

#শাকিবখান #রাজকুমার #শাকিব_খান

মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে ইতোমধ্যে, এবং ডিরেক্টর রায়হান রাফি ভারতে গিয়েছেন বেশ কয়েক দিন আ...
02/04/2024

মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে ইতোমধ্যে, এবং ডিরেক্টর রায়হান রাফি ভারতে গিয়েছেন বেশ কয়েক দিন আগে।

আবারও একসাথে প্রিন্স মাহমুদ ও শাকিব খান কম্বিনেশন। আবারও "শাকিব খান ও প্রিন্স মাহমুদ " এক সাথে। প্রিন্স মাহমুদ এর সুরে ব...
31/03/2024

আবারও একসাথে প্রিন্স মাহমুদ ও শাকিব খান কম্বিনেশন।

আবারও "শাকিব খান ও প্রিন্স মাহমুদ " এক সাথে। প্রিন্স মাহমুদ এর সুরে বরবাদ নামের একটি গান আসতে চলেছে রাজকুমার মুভির।যেই গান ঈশ্বরকেও ছাড়িয়ে যাবেন বলে অনেকে আশাবাদী। গতবছর প্রিয়তমা মুভির সবচেয়ে আলোচিত গান ছিল ঈশ্বর যেটা শোনার সর্বমহলে প্রিয়তমা মুভিটি প্রসংশা পায়।

গানের টাইটেল- "বরবাদ"
গীতিকার ও সুরকার- প্রিন্স মাহমুদ।
শিল্পী - আলিফ (নতুন কণ্ঠশিল্পী)

রাজকুমার।প্রেম, পারিবারিক গল্প ও একজন স্বপ্নবান তরুণ এর বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্প কে কেন্দ্র করেই নির্মিত হয়...
31/03/2024

রাজকুমার।
প্রেম, পারিবারিক গল্প ও একজন স্বপ্নবান তরুণ এর বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্প কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে রাজকুমার।
এখানে আছে, শক্তিশালী গল্প, ড্রামা, অ্যাকশন, কমেডি, রোমান্স, ইমোশন, গান।
এক কথায় ঈদের সবচেয়ে বড় ধামাকা...

আসছে এই ঈদ উল ফিতরে। আপনার পাশের সিনেমা হলে। পরিবার,পরিজন নিয়ে উপভোগ করুন রাজকুমার।

সহজ সরল ও একজন স্বপ্নবান তরুণ এর বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে, নির্মিত রাজকুমার সিনেমাটি।এই সিনেমা...
31/03/2024

সহজ সরল ও একজন স্বপ্নবান তরুণ এর বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে, নির্মিত রাজকুমার সিনেমাটি।

এই সিনেমায় অভিনয় করেছেন, শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাঃ এজাজ, দিলারা জামান, সাদ্দাম মাল, আনোয়ার হোসেন, আহমেদ শরীফ, জাদু আজাদ সহ আরো অনেকেই।

পরিচালনায় রয়েছেন, প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ।
পরিচালক বলেন, এখানে এমন কেউ অভিনয় করেছেন যা অবাক করবে দর্শকদের। সেই সাথে রাজকুমারের গল্প প্রিয়তমার থেকে অনেক স্ট্রং হবে।

সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ঈদ উল ফিতরে। আপনার পাশের সিনেমা হলে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় ২০ টি দেশে মুক্তি পাবে রাজকুমার।
Shakib Khan

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cine-Mixr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share